তথ্যবিবরণী নম্বর: ১১৭৬
জুলাই অভ্যুত্থানে নিহত ১০৫ জন শিশুর পরিবারকে সহায়তা করা হবে
-মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা
ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর):
জুলাই অভ্যুত্থানে নিহত ১০৫ জন শিশুর পরিবারকে অন্যূন ৫০ হাজার টাকা করে সহায়তা করা হবে। এছাড়া বিগত আন্দোলনে আহত শিক্ষার্থী-জনতার মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার ও হিয়ারিং এইড প্রদান করা হবে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি আরো জানান বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী-জনতাকে মোট ৮২ লাখ ৭৪ হাজার ৭৯৮ টাকার সেবা প্রদান করা হয়েছে।
আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্তমান সরকারের দু’মাস পূর্তিতে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-শ্রমিক-জনতার পুনর্বাসন/চিকিৎসার জন্য ৫ মিলিয়ন ইউএস ডলার এর বরাদ্দ প্রদানের বিষয়ে এ মন্ত্রণালয়ের আবেদনটি ইআরডির মাধ্যমে বিশ্বব্যাংকে প্রেরণ করা হয়েছে, যা শীঘ্রই অনুমোদিত হবে মর্মে আশা করা যাচ্ছে। https://mis.bhata.gov.bd/AntiDiscriminationStudentMovement এই লিংকের মাধ্যমে আগামী ১৫ থেকে ৩১ অক্টোবরের মধ্যে জুলাই অভ্যুত্থানে সকল আহত/নিহত ছাত্র-শমিক-জনতার তথ্যাদি নিজ উদ্যোগে অনলাইনে দাখিল করার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।
উপদেষ্টা আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ১২ টি মানসম্মত ডে কেয়ার সেন্টার করা হয়েছে কর্মজীবী মায়েদের জন্য। সরকারি প্রতিষ্ঠানেও একটি করে ডে কেয়ার কর্নার থাকবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শিশু পরিবার-সহ নারী ও শিশুদের সকল আবাসস্থলের নিরাপত্তা ব্যবস্থার ওপর Standard Operating Procedure (SOP) তৈরির কাজ চলমান রয়েছে জানান তিনি।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বলেন, গত ২৯ সেপ্টেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মনিটরিং কার্যক্রম শক্তিশালীকরণের রূপরেখা প্রণয়ন, বিদ্যমান আইন ও বিধির সংস্কার, বিদ্যমান কমিটিসমূহের সংস্কার, ৬৪টি জেলায় কুইক রেসপন্স টিম গঠন ও তা উপজেলা পর্যায়ে সম্প্রসারণ প্রভৃতি বিষয়ে সুপারিশ প্রদানের জন্য অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
#
গিয়াস/রানা/মোশারফ/শামীম/২০২৪/২২৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৭৫
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপনে সকল সহযোগিতা প্রদানে সরকার আন্তরিক
- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ময়মনসিংহ, ২১ আশ্বিন (৬ অক্টোবর):
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপনে সকল সহযোগিতা প্রদানে সরকার আন্তরিক। ধর্মের দোহাই দিয়ে কিছু দুষ্কৃতকারী সবসময়ই সুযোগ নেওয়ার চেষ্টা করে। কিন্তু যারা সত্যিকার অর্থে ধর্মকে মানে তারা এই ধরনের কর্মকাণ্ডকে ঘৃণা করে। রাষ্ট্র তার নৈতিক অবস্থান থেকে পূজা উদযাপনকারীদের সঙ্গে রয়েছে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সাহস নিয়ে মোকাবিলা করতে হবে। সামাজিক সংহতি বজায় রাখতে হবে। এবছর নির্বিঘ্ন পরিবেশে সবাই পূজা উদ্যাপন করতে পারবে বলে উপদেষ্টা এসময় আশা প্রকাশ করেন।
আজ ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ে পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপদেষ্টা পূজা উদযাপনে জেলার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা-সহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন।
এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ময়মনসিংহ জেলাকে সম্প্রীতির জেলা হিসেবে উল্লেখ করে বলেন, ময়মনসিংহের প্রতিটি মানুষ অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে। দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রশাসনের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আশাব্যঞ্জক। পূজাকে সামনে রেখে ময়মনসিংহে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। ময়মনসিংহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় ময়মনসিংহ জেলা ও মহানগর পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ জেলায় এ বছর ৭১০টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
#
জাহাঙ্গীর/রানা/মোশারফ/শামীম/২০২৪/২১৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৭৪
স্বৈরাচার সরকারের পরিবর্তনের লক্ষ্যে ছাত্র-জনতার আত্মত্যাগ রয়েছে
-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ময়মনসিংহ, ২১ আশ্বিন (৬ অক্টোবর):
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমরা একটি বিশেষ অবস্থা পার করছি। একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পরিবর্তনের লক্ষ্যে ছাত্র-জনতার আত্মত্যাগ রয়েছে। আমরা যদি সেই পরিবর্তনটা আনতে না পারি, তাহলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে এবং তাদের কাছে ঋণী হয়ে থাকব। আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, তাহলে সেই পরিবর্তনটা আসবে।
উপদেষ্টা আজ ময়মনসিংহ জেলা পরিষদ ভবনের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ বিভাগের সরকারি দপ্তরসমূহের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টে একটি পরিবর্তন ঘটে গেল। পাঁচ থেকে আট আগস্ট সরকার ছিল না। কোনো অঘটন ঘটেনি। আপনারা দায়িত্ব পালন করেছেন, কাজ চালিয়ে গেছেন। প্রাকৃতিক পরিবর্তনের ফলে বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি কর্মকর্তারা মোকাবিলা করছেন। তিনি বর্তমান ডেঙ্গু পরিস্থিতি ও বন্যাজনিত রোগ মোকাবিলায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজের একটি হলো-নিরাপত্তা। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকারের প্লাস পয়েন্ট। কোনো ঘটনা ঘটার সাথে সাথে রেসপন্স করা উচিত। এতে করে পরবর্তীতে ঐ ধরনের ঘটনা কম ঘটবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান, সেনাবাহিনীর কর্নেল মাহমুদ, বিজিবি ৩৯ ডিভিশনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসমাইল, র্যাব-৪০ এর সিইও আলীমুজ্জামান এবং জেলা প্রশাসক মুফিদুল আলম।
উপদেষ্টা পরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীসমাজের সাথে মতবিনিময় করেন। সন্ধায় উপদেষ্টা ময়মনসিংহ পূজা উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ ও ময়মনসিংহ বিভাগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র সমন্বয়কদের সাথে মতবিনিময় করবেন।
#
জাহাঙ্গীর/রানা/মোশারফ/শামীম/২০২৪/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৭৩
আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা
জেদ্দা (সৌদি আরব), ৬ অক্টোবর:
অর্গানাইজেশন অভ্ ইসলামিক কোঅপারেশন (ওআইসি) পরিচালিত আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির সদরদপ্তর পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির মহাসচিব ড. কুতুব মোস্তফা সানুর আমন্ত্রণে ধর্ম উপদেষ্টা সৌদি আরবের জেদ্দায় অবস্থিত এই কার্যালয়টি পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির মহাসচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
বৈঠককালে সংস্থাটির মহাসচিব জানান, এ পর্যন্ত বিশ্বের ৫৭টি মুসলিম দেশের মুফতিগণ ২৫৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের সর্বসম্মত অভিমত জ্ঞাপন করেছেন। আমরা হানাফী, মালেকী, শাফেয়ী ও হাম্বলী চিন্তাধারার স্কলারদের যথাযথ সম্মান করে থাকি। তিনি বাংলাদেশে ইসলামি ফিকহের বিকাশে ইসলামিক স্কলারদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
পরে মহাসচিব ধর্ম উপদেষ্টাকে ফিকহ একাডেমির ফটো গ্যালারি ঘুরে দেখান।
#
আবুবকর/মেহেদী/রানা/মোশারফ/শামীম/২০২৪/২০৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৭২
কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পালিত হবে
- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পূজামণ্ডপে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। দুর্গাপূজা এবার নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রীশ্রী রমনা কালীমন্দির পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আট দফা নির্দেশনা মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে। এছাড়া দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসারের পর্যাপ্ত সদস্যদের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে। অধিকন্তু এবার কোথাও কোনো ঘটনা ঘটলে যাতে এর তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর মাধ্যমে সে ব্যবস্থাও করা হয়েছে।
উপদেষ্টা আরো বলেন, এবার সকল পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে এবং তাদের মাধ্যমেই বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে সুবিধা হবে।
পার্শ্ববর্তী দেশের টিভি চ্যানেলগুলোতে পূজা উদ্যাপনে বাধা, হুমকি ইত্যাদি মিথ্যা, উসকানি ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারিত হচ্ছে- সাংবাদিকগণ এ বিষয়ে করণীয় জানতে চাইলে উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী দেশ অনেক কিছুই বলছে- সেটা আপনারা জানেন। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা সত্যি ঘটনা মিডিয়ার মাধ্যমে ফুটিয়ে তুলবেন। আমরা সত্যি ঘটনা সবাইকে জানাতে চাই।
পরিদর্শনকালে শ্রীশ্রী রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রম পূজা পরিচালনা পরিষদের আহ্বায়ক অপর্না রায় দাস ও সদস্য সচিব বিশ্বজিৎ ভদ্র-সহ মন্দিরের পূজা পরিচালনা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
#
ফয়সল/মেহেদী/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৭১
প্রধান উপদেষ্টার পক্ষে ৩৯ লাখ টাকার আনুদানের চেক গ্রহণ করেন ত্রাণ উপদেষ্টা
ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ৩৯ লাখ ১৮ হাজার ৫৭৬ টাকার অনুদানের চেক গ্রহণ করেন।
এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৩৬ লাখ ৮৭ হাজার ৩৬১ টাকা, বাংলাদেশ সোসাইটি গোল্ড এন্ড অস্ট্রেলিয়া ইন ৩ লাখ ৩১ হাজার ২১৫ টাকা প্রদান করেছে।
উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২১১ টি চেক/পে- অর্ডার/ব্যাংক ড্রাফট এর মাধ্যমে এ পর্যন্ত ৯২ কোটি ৬৮ লাখ ৯৭৩ টাকার অনুদান গ্রহণ করেছেন।
#
এনায়েত/মেহেদী/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৭০
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ডব্লিউএফপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর):
আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
উপদেষ্টা ডব্লিউএফপি’র প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন কমিউনিটির মানুষ বাস করে। পার্বত্য চট্টগ্রামের মানুষের চাহিদা না বুঝে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব নয়। দুর্গম এলাকাগুলোতে যেসকল পাড়া সেন্টার রয়েছে, সেগুলো পরিদর্শন করে সেখানকার গর্ভবতী নারী, কিশোরী ও শিশুদের কার্যক্রম, ছাত্র-ছাত্রী এবং ওখানকার মানুষ দুর্যোগ মোকাবিলা কীভাবে করছে তারও পর্যবেক্ষণের দরকার আছে বলে অভিমত ব্যক্ত করেন উপদেষ্টা। ডব্লিউএফপি’র প্রকল্প বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বাস্তবায়ন করার পরামর্শ দেন তিনি।
বৈঠকে প্রতিনিধিদল জানায়, ডব্লিউএফপি পার্বত্য চট্টগ্রামে পাইলট প্রকল্প হিসেবে ২৫ হাজার উপকারভোগীর মাঝে মাল্টিমিনারেল সমৃদ্ধ কার্নেল দানা মিশ্রিত খাবার সরবরাহের উদ্যোগ গ্রহণ করতে চায়। কার্নেল খাদ্যের মানকে সমৃদ্ধ করে। ১০০ গ্রাম চালের মধ্যে দশটি দানা কার্নেল মিশ্রণ করে খিচুরি তৈরি করা হলে এ খাদ্য মাল্টিমিনারেল শক্তিসমৃদ্ধ খাদ্যে পরিণত হবে, যার মধ্যে পাওয়া যাবে প্রচুর আয়রন ও আয়োডিন-সহ অন্যান্য উপাদান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, যুগ্মসচিব কংকন চাকমা এবং সজল কান্তি বনিক এসময় উপস্থিত ছিলেন।
ডব্লিউএফপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডমেনিকো স্ক্যালপ্যাল্লি’র নেতৃত্বে ডব্লিউএফপি বাংলাদেশের সিনিয়র পার্টনারশিপস এডভাইজার মোঃ মহসিন, হেড অভ্ ফিল্ড অপারেশন মিজ হাফিজা খান, প্রোগ্রাম পলিসি অফিসার মাসিং নেওয়ার ও হেড অভ্ ডব্লিউএফপি সাব-অফিস রাঙ্গামাটির প্রোগ্রাম অফিসার ইলোরা চাকমা এ সময় উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/মেহেদী/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০৪০ঘণ্টা
Handout Number: 1169
Environment Ministry’s initiative to remove
buses and trucks older than 20 and 25 years respectively
Dhaka, 6 October:
In an effort to reduce air pollution, the Ministry of Environment has sent a letter to the Bangladesh Road Transport Authority (BRTA), requesting the removal of buses and minibuses older than 20 years, and trucks and covered vans older than 25 years from the roads.
Under the leadership of Syeda Rizwana Hasan, the ministry's advisor several initiatives have been undertaken to control environmental pollution. As part of these efforts, BRTA has been requested to take steps to remove vehicles that have exceeded their economic life and to ensure mandatory emission testing for old diesel vehicles during their fitness checks.
Additionally, the ministry has urged BRTA to make emission testing mandatory when issuing fitness certificates for old diesel-powered buses and trucks.
In line with the decisions made in the first and second meetings of the National Committee on Air Pollution Control, BRTA will take appropriate measures to remove unfit vehicles and those that have exceeded their economic lifespan from the roads. Emission testing will also be mandatory for old diesel-powered buses and trucks during fitness checks in Dhaka.
This information was given in a press release of the Environment Ministry today.
#
Dipankar/Mahedi/Rana/Sanjib/Joynul/2024/2030hour
তথ্যবিবরণী নম্বর: ১১৬৮
২০ বছরের ঊর্ধ্বে বাস-মিনিবাস এবং ২৫ বছরের ঊর্ধ্বে
পুরনো মালবাহী যানবাহন প্রত্যাহারে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ
ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর):
বায়ুদূষণ কমাতে পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) ২০ বছরের বেশি পুরনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক ও কাভার্ডভ্যান রাস্তা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে আজ পত্র প্রেরণ করেছে।
এছাড়া পুরনো ডিজেল চালিত বাস ও ট্রাকের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার সময় বাধ্যতামূলকভাবে নিঃসরণ পরীক্ষা চালুর অনুরোধ জানানো হয়েছে।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বায়ুদূষণ রোধে, ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানবাহন প্রত্যাহার এবং ডিজেল চালিত পুরনো যানবাহনের নিঃসরণ পরীক্ষা বাধ্যতামূলক করার জন্য বিআরটিএকে অনুরোধ জানানো হলো।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় কমিটির ১ম ও ২য় বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ফিটনেসবিহীন এবং ইকোনমিক লাইফ অতিক্রান্ত হয়েছে এমন যানবাহনকে রাস্তা থেকে প্রত্যাহারের জন্য বিআরটিএ কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ঢাকায় পুরনো ডিজেল চালিত বাস ও ট্রাকের ফিটনেস পরীক্ষার সময় নিঃসরণ পরীক্ষা বাধ্যতামূলক করা হবে।
আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
#
দীপংকর/মেহেদী/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৬৭
বিশ্ব শিশু দিবসে প্রধান উপদেষ্টার বাণী
ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর) :
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ৭ অক্টোবর ‘বিশ্ব শিশু দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“বাংলাদেশে ‘বিশ্ব শিশু দিবস ২০২৪’ উদ্যাপন উপলক্ষ্যে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল শিশুকে স্নেহ ও ভালোবাসা জানাই। নতুন বাংলাদেশ বিনির্মাণের ঊষালগ্নে বিশ্ব শিশু দিবস পালনের গুরুত্ব নতুন মাত্রায় উপনীত হয়েছে।
শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। তাই শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে উপযুক্ত পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা, পুষ্টি ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। শিশুরা স্নেহ, মমতা ও মুক্তচিন্তার চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠলে আগামী দিনের বাংলাদেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। আজকের শিশুরাই আগামীর শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলীসহ নানা পেশায় দক্ষ হয়ে উঠবে।
ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার শিশুর প্রতি বঞ্চনা, শিশুশ্রম, অপুষ্টি ও বাল্যবিবাহসহ অন্যান্য সমস্যা যা শিশুর সঠিক বিকাশের অন্তরায় সেসব চিহ্নিত করে সমাধান করতে বদ্ধপরিকর।
‘বিশ্ব শিশু দিবস ২০২৪' উদ্যাপনে গৃহীত কর্মসূচি শিশুর সার্বিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশা করি। বাংলাদেশসহ বিশ্বের সকল শিশু নিরাপদ ও নিবিড় স্নেহ যত্নে বেড়ে উঠুক- আজকের দিনে এটাই আমার প্রত্যাশা।
আমি বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”
#
আশরোফা/মেহেদী/সঞ্জীব/শমীম/২০২৪/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৬৬
কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য
--মোঃ নাহিদ ইসলাম
ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর):
কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের বেকারত্ব কমিয়ে আনা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।
আজ ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বাংলাদেশে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর প্রধান প্রতিনিধি ইচিগুছি তোমোহিদের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের প্রধান লক্ষ্য, এ কর্মসংস্থানের কারণেই আন্দোলন গড়ে উঠেছিল। কর্মসংস্থান তৈরিতে জাইকার যেকোনো বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। এক্ষেত্রে সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা বিবেচনা করা হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার জাপান এবং জাইকার কাছে আরো বেশি বিনিয়োগ প্রত্যাশা করে বলেও তিনি মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো নিয়ে সরকার কাজ করছে। বাংলাদেশের তরুণরা মেধাবী, জাইকা তরুণদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়া বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারেও সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা।
ইচিগুছি তোমোহিদে বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে বড় সম্ভাবনাময় দেশ। কিন্তু বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে ভালো চাকরির সুযোগ না থাকায় আমরা বাংলাদেশে নতুন চাকরির সুযোগ তৈরি করতে চাই। পাশাপাশি বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগাতে এক হাজার তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে প্রশিক্ষণ দিতে চাই।
জাইকা প্রধান আরো বলেন, বিনিয়োগ বৃদ্ধি ও জনপ্রশাসন সংস্কার এদু’টি এজেন্ডা নিয়ে আমরা কাজ করতে আগ্রহী। অবকাঠামো উন্নয়ন এবং পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন তিনি। বাংলাদেশ জাইকার দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ বলেও মন্তব্য করেন ইচিগুছি তোমোহিদে।
সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, জাইকা বাংলাদেশের ঊর্ধ্বতন প্রতিনিধি কমোরি তাকাশি, প্রতিনিধি কুককামী মিনামি এবং জাইকা বিশেষজ্ঞ সোজি আকিহিরো প্রমুখ উপস্থিত ছিলেন।
#
জসীম/মেহেদী/সঞ্জীব/রেজাউল/২০২৪/১৯৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৬৫
বাণিজ্য বহুমুখীকরণে চামড়া শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ
- বাণিজ্য উপদেষ্টা
ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর) :
বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাণিজ্য বহুমুখীকরণে চামড়া শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই শিল্পের অনেক সম্ভাবনা আছে।
আজ অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের উপদেষ্টা এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, চামড়া শিল্পের নানাবিধ সম্ভাবনার পাশাপাশি কিছু সমস্যাও আছে। আমরা ব্যাবসায়ীদের সাথে আলোচনা করেছি। তাদের ট্যানারি শিফট করা হয়েছে সাভারে। ওখানকার পরিবেশ, অর্থায়ন এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রে সার্টিফিকেশন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। মোট কথা আমরা চামড়াজাত দ্রব্য ও ফুটওয়্যার শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি।
চামড়া শিল্পকে সম্পূর্ণ দেশীয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, এর কাঁচামাল দেশীয়, অন্যদিকে গার্মেন্টস এর জন্য বিদেশ থেকে সুতা আনতে হয়, তুলা আনতে হয়। চামড়া শিল্পের সাথে মৎস্য ও প্রাণিসম্পদের লিংকআপ রয়েছে। আমরা এটাকে উৎসাহিত করবো।
মতবিনিময় সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ সফিউল্লাহ, ট্যানার্স এসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ, বাংলাদেশ ফিনিশড লেদার গুডস এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন এসময় উপস্থিত ছিলেন।
#
কামাল/মেহেদী/সঞ্জীব/শামীম/২০২৪/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৬৪
বাংলাদেশকে নিয়ে যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে
-- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ঢাকা, ২১ আশ্বিন (৬ অক্টোবর):
বাংলাদেশকে নিয়ে যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানকে সঠিকভাবে মিডিয়াতে প্রচার করতে হবে। আজ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘দ্য ক্রস-বর্ডার স্প্রেড অভ্ মিসইনফরমেশন ইন সাউথ এশিয়া’ শীর্ষক সেমিনারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এসব কথা বলেন।
ছাত্র-জনতার আন্দোলন নিয়ে অপপ্রচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই আন্দোলনকে নিয়ে ভারত-সহ আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। বৈষম্যবিরোধী অভ্যুত্থানের অন্যতম আন্দোলনকারী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ মাহফুজ আলমকে নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। ভারতের পত্রিকা ‘ইকোনমিক টাইমস’ কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই মোঃ মাহফুজ আলম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছে। সেই একই সুর আনন্দবাজার পত্রিকায় প্রতিফলিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের অপপ্রচারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোক্রমেই কাম্য নয়। তিনি এ ধরনের অপপ্রচারের নিন্দা জানান।
সাম্প্রতিক অভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, এই আন্দোলন কেবল ৩৬ দিনের আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে গত ১৬ বছরে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। এই অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নেতৃত্বে হয়নি। সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণ এই আন্দোলনকে এগিয়ে নিয়েছে।
বিভিন্নভাবে এই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সম্প্রতি অভ্যুত্থানকে ইসলামিক উগ্রবাদের সঙ্গে মিলানোর চেষ্টা করা হচ্ছে, যা একেবারে সত্য নয়। সম্প্রতি অভ্যুত্থানকে বিপ্লবে রূপ দেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা প্রসঙ্গে মোঃ নাহিদ ইসলাম বলেন, আমরা যদি গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া তৈরি করতে চাই, তাহলে আমাদের অবশ্যই সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সেমিনারে আ