তথ্যবিবরণী নম্বর : ৩৪৭৪
দেশ ও উন্নয়নের স্বার্থে বস'নিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে
-- প্রধান তথ্য অফিসার
চট্টগ্রাম, ২৭ কার্তিক (১১ নভেম্বর) :
প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী বলেছেন, সরকার সংবাদপত্র ও সাংবাদিকদের মাধ্যমে অনেক তথ্য জেনে সে অনুযায়ী সিদ্ধানত্ম গ্রহণ করে থাকে। কাজেই দেশ ও উন্নয়নের স্বার্থে বস'নিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
তিনি আজ চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে তথ্য অধিদফতরের আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রাম আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রধান তথ্য অফিসার বলেন, বর্তমানে বাংলাদেশে মিডিয়া সেন্সরশিপ নেই। তবে বিবেকের সেন্সরশিপ রয়েছে। তিনি বলেন, সরকারের গতিশীল নেতৃত্বে বিগত কয়েক বছর মাথাপিছু আয় একশত ডলার করে বেড়েছে। তিনি বলেন, সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করেছে এবং তাতে থোক বরাদ্দ দিয়েছে। সাংবাদিকদের কল্যাণে কেন্দ্রীয় কাঠামো করার চিনত্মাভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত দশটি উন্নয়ন প্রকল্প জনগণের নিকট তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আলী সরকার ও মো. আজিজুল হক নিউটন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বর্তমান সভাপতি কলিম সরোয়ার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, আরটিভি ব্যুরো প্রধান সরোয়ার আমিন বাবু, ডেইলি স্টার রিপোর্টার মিনহাজ উদ্দিন এবং দৈনিক আজাদী পত্রিকার সিনিয়র সাংবাদিক দিবাকর ঘোষ উপসি'ত ছিলেন।
#
বশার/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৭৩
আগামী বছর বাংলাদেশে দুর্যোগ বিষয়ক বিশ্ব সম্মেলন
-- দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রী
ঢাকা, ২৭ কার্তিক (১১ নভেম্বর) :
দুর্যোগ ব্যবস'াপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২-৫ নভেম্বর নয়াদিলিস্নতে অনুষ্ঠিত দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় নির্ধারণ বিষয়ক এশিয়ান মিনিস্টিরিয়াল কনফারেন্সে বাংলাদেশের প্রসত্মাবিত ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস'াপনা’ শীর্ষক ঢাকা ডিক্লারেশন গৃহীত হয়েছে। এ বিষয়টিকে আনত্মর্জাতিক পরিসরে আরো এগিয়ে নেয়ার জন্য ২০১৭ সালে বাংলাদেশে বিশ্ব সম্মেলন আয়োজন করা হবে।
মন্ত্রী আজ ঢাকায় দুর্যোগ ব্যবস'াপনা অধিদপ্তরে নয়াদিলিস্নতে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ ও সফলতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস'াপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ এ সময় উপসি'ত ছিলেন।
মন্ত্রী বলেন, কনফারেন্সে বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি ও জলবায়ু পরিবর্তন সহনশীল সমন্বিত কর্মসূচি গ্রহণের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে। দুর্যোগ ঝুঁকি ব্যবস'াপনা এবং দুর্যোগ সহনশীলতাকে সুসংহত করতে প্রত্যেক দেশকে এ খাতে বিনিয়োগ বাড়াতে এবং আলাদা তহবিল গঠন করতে বলেছে। বিশেষত সকল উন্নয়ন অংশীদার, আঞ্চলিক ও আনত্মর্জাতিক সংস'াগুলোকে তাদের প্রতিশ্রম্নতি ও সহায়তা আরো জোরদার করতে বলেছে। তিনি বলেন, বাংলাদেশ বিশ্ববাসীকে জানিয়েছে, বাংলাদেশ বিভিন্ন খাতভিত্তিক উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচিতে অগ্রাধিকার ভিত্তিতে দুর্যোগ ঝুঁকি ব্যবস'াপনাকে অনত্মর্ভুক্ত করছে। বিশেষত গ্রামীণ পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস, দারিদ্র্য নিরসন ও সামাজিক নিরাপত্তাকে বিশেষ গুরম্নত্ব দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে জলবায়ু পরিবর্তন সহায়তা তহবিল গঠন করে জলবায়ু সহনশীল প্রকল্প বাসত্মবায়ন করা হচ্ছে।
মন্ত্রী জানান দুর্যোগ ব্যবস'াপনা, বিশেষ করে সাইক্লোন, জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষকে নিরাপদ আশ্রয় দিতে বাংলাদেশের গৃহীত পদড়্গেপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষভাবে প্রশংসা করেন। প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের ভূমিকারও প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাড়্গাৎ প্রসঙ্গে তিনি বলেন, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বজ্রপাত ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময় সঠিক ও নির্ভুল তথ্য আদান প্রদানের মাধ্যমে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে দু’দেশ একমত হয়েছে।
তিনি আরো বলেন, সামুদ্রিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রড়্গা পাওয়ার হাতিয়ার হিসেবে সুন্দরবনকে পরিবেশ বিপর্যয় থেকে রড়্গার ওপর গুরম্নত্বারোপ করে সমন্বিতভাবে পদড়্গেপ নিতে দু’দেশ সম্মত হয়েছে। সার্বিক বিবেচনায় এ সম্মেলনকে সফল হিসেবে উলেস্নখ করেন তিনি।
#
দেওয়ান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭৩০ ঘণ্টা