তথ্যবিবরণী নম্বর : ১৫৯৯
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিকে পুঁজিবাজারে আনার উদ্যোগ
ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে) :
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)-কে পুঁজিবাজারে প্রবেশ করানোর উদ্যোগ নেয়া হচ্ছে। এ বিষয়ে আগামী এক মাসের ভিতর ইনভেস্টমেন্ট করপোরেশন অভ্ বাংলাদেশ (আইসিবি) প্রতিবেদন তৈরি করবে। এই প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বীর বিক্রমের উপস্থিতিতে অভ্যন্তরীণ পুঁজিবাজার হতে অর্থ সংগ্রহ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে আমরা পুঁজিবাজার হতে এক হাজার কোটি টাকা গ্রহণ করতে চাই। যদিও এ কোম্পানির যে সম্পদ আছে তা থেকে আরো বেশি অর্থ গ্রহণ করা সম্ভব।
প্রতিমন্ত্রী বলেন, মানুষের আয় বেড়েছে, সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে চায়। সরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগ করা নিরাপদ ও আয়বর্ধক। কোম্পানিগুলো নিজেরাই অর্থ সংগ্রহ করতে পারলে সরকারের ওপর চাপ কমে। তাছাড়া এপিএসসিএল-এর মতো সম্পদশালী ও মৌলভিত্তিক কোম্পানি পুঁজিবাজারে আসলে বিনিয়োগকারীদের আস্থাও বৃদ্ধি পাবে। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণের ওপর তিনি এসময় গুরুত্বারোপ করেন।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের পিডিবি’র অধীনে পরিচালিত এপিএসসিএল দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী সরকারি মালিকানাধীন কোম্পানি। এটি ২০০০ সালের ২৮ জুনে কোম্পানি আইন ১৯৯৪ এ নিবন্ধিত হয়। বর্তমানে কোম্পানিটি দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা ১৬ ভাগ বিদ্যুৎ যোগান দেয়। এর ৯টি ইউনিটের মাধ্যমে মোট ১ হাজার ১২৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে এবং বর্তমানে ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।
সভায় অর্থ মন্ত্রণালয়, আইসিটি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ কমিশন, এপিএসসিএল ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
#
আসলাম/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৯৮
সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে) :
ময়মনসিংহের হালুয়াঘাট থেকে নির্বাচিত সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা প্রমোদ মানকিনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় তিনি বলেন, প্রমোদ মানকিনের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো আর বাংলাদেশ আওয়ামী লীগ হারালো একজন পরীক্ষিত নেতাকে। প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনীতিতে তার অবদান দেশের মানুষ আজীবন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
#
নুরএলাহি/আফরাজ/মাহমুদ/মাহফুজ/জয়নুল/২০১৬/১৯০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৯৭
১৪৮ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি বাতিলের নির্দেশ
ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে) :
রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসএসসি পরীক্ষায় ফরমপূরণ বাবদ বোর্ড নির্ধারিত অর্থের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে ঐসকল শিক্ষা প্রতিষ্ঠানকে গৃহীত অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের ফেরত প্রদানের জন্য আদেশ প্রদান করা হয়। কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ডের ১৪৮টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত গৃহীত অর্থ ফেরত প্রদান করেনি এবং জবাবও প্রদান করেনি।
পরবর্তীতে কারণ দর্শানো পত্রের পরও উক্ত প্রতিষ্ঠানসমূহ অতিরিক্ত গৃহীত অর্থ ফেরত বা জবাব প্রদান না করায় প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি বাতিল করে আগামী ৩ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার জন্য মন্ত্রণালয় থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।
#
সাইফুল্লাহ/আফরাজ/মাহমুদ/মাহফুজ/জয়নুল/২০১৬/১৮২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৯৬
সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মৃত্যুতে মন্ত্রিবর্গের শোক
ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে):
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন।
আজ পৃথক শোকবার্তায় মন্ত্রিবর্গ বলেন, প্রমোদ মানকিনের মৃত্যুতে জাতি একজন সত্যিকারের রাজনীতিক ও দেশপ্রেমিককে হারালো। জাতি তাঁর অবদান চিরদিন স্মরণ রাখবে। শোকবার্তায় তাঁরা প্রমোদ মানকিনের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
মন্ত্রিপরিষদের যেসব সদস্য শোক প্রকাশ করেছেন তাঁরা হলেন: জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
মো. মুজিবুল হক (চুন্নু), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এবং এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।
#
আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৯৫
এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন
ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে):
আগামী ১২ মে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা অনিবার্য কারণে আগামী ২০ মে শুক্রবার (সকাল ৯টা হতে ১২টা ও দুপুর ২টা ৩০ মিনিট হতে সাড়ে ৫টা) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ঐদিনের পরীক্ষা ২০ মে শুক্রবার (সকাল ৯টা হতে ১২টা) অনুষ্ঠিত হবে।
এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৫ মে রোববার (সকাল ১০টা হতে ১টা) অনুষ্ঠিত হবে।
#
আফরাজ/মাহমুদ/মাহ্ফুজ/রেজাউল/২০১৬/১৭৩৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৯৪
ভেজাল বিরোধী অভিযান
আট লাখ টাকা জরিমানা, দুই বছরের জেল
ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে) :
খাদ্য মন্ত্রণালয়াধীন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে আজ ঢাকা মহানগরীর শান্তিনগর এলাকায় বাজার পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে অভিজাত সুপারশপ আগোরা, মিনাবাজার এবং কুপার্র্সে অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মশিউর রহমান।
অভিযানে পচা মাছ, মাংস এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার দায়ে আগোরা ম্যানেজার মনিরুল ইসলামকে দুই বছর বিনাশ্রম কারাদ- এবং দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদ- প্রদান করা হয়। এসময় অভিজাত ফাস্টফুডের দোকান কুপার্সেও অভিযান চালানো হয়। মেয়াদোত্তীর্ণ পাউরুটি ও অন্যান্য খাবার রাখায় কুপার্সের ম্যানেজারকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদ- প্রদান করা হয়। শান্তিনগর মিনা বাজার সুপারশপেও পচা মাছ, মাংস এবং মেয়াদোত্তীর্ণ কিছু পণ্য পাওয়া যায়। মিনাবাজারের অফিসার ইনচার্জকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদ- প্রদান করা হয়।
অভিযান চলাকালীন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম সেখানে উপস্থিত হন। তিনি সাংবাদিকদের বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন হওয়ার পর এতদিন আমরা দৃশ্যমান কোনো কাজ শুরু করতে পারিনি। আজ থেকে কাজ শুরু হল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে ও আইনের মাধ্যমে এ অভিযান পর্যায়ক্রমে সারাদেশে পরিচালনা করা হবে।
অভিযান পরিচালনাকালীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার এবং পরিচালক ড. মো. খালেদ হোসেনসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
সুমন/আফরাজ/মাহমুদ/মাহফুজ/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৯৩
পেশাজীবী ও মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে
-- নৌপরিবহণ মন্ত্রী
ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে) :
সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশি-বিদেশি যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। এক্ষেত্রে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় বিসিআইসি মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ মহান মে দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।
সমন্বয় পরিষদের যুগ্মআহ্বায়ক মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিরীন আখতার, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামালউদ্দিন, গার্মেন্টস শ্রমিক নেতা বদরুদ্দোজা নিজাম ও আদমজী জুট মিলস্ শ্রমিক ইউনিয়ন নেতা মো. আলাউদ্দিন।
শাজাহান খান বলেন, জঙ্গি, সন্ত্রাস ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে এবং চলমান শান্তি বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।
#
জাহাঙ্গীর/আফরাজ/মাহফুজ/জয়নুল/২০১৬/১৭০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৯২
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে) :
জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি টিপু মুন্শির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, মো. ফরিদুল হক খান, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে সারাদেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদ রোধকল্পে অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম আরো বেগবান করার সুপারিশ করা হয়। বিশেষ করে পিছিয়ে পড়া দরিদ্র অঞ্চলের প্রতি আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যগণকে সজাগ দৃষ্টি রাখারও সুপারিশ করা হয়।
কমিটি পুলিশের উদ্যোগে উঠান বৈঠকের মাধ্যমে মাদকরোধ, বাল্যবিবাহ ও অস্ত্র উদ্ধারের বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার সুপারিশ করে। তাছাড়া বিভিন্ন ধর্মের গুরুজনদেরকে সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করারও সুপারিশ করে।
বৈঠকে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের ২০১৪ এবং ২০১৫ বছরের সঠিক তথ্যসংবলিত প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়।
ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি পরিবহণ মালিক কর্তৃপক্ষকে এগিয়ে আসার এবং পরিবহণের ড্রাইভার নিয়োগে পুলিশের সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণের সুপারিশ করে কমিটি।
বৈঠকে সারাদেশের সার্বিক আইন-শৃঙ্খলায় কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের সুপারিশ করা হয়।
পুলিশের আইজিপি, বাংলাদেশ কোস্ট গার্ড ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হালিম/মোবাস্বেরা/খাদীজা/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৫২২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৯১
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে) :
জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক আজ কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ইমরান আহমেদ, মোহাম্মদ আমান উল্লাহ, নুরুল ইসলাম মিলন বৈঠকে অংশগ্রহণ করেন। সভাপতির অভিপ্রায় অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে অংশগ্রহণ করেন।
ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং কমিটির পক্ষ থেকে শোকপ্রস্তাব গ্রহণ করে বৈঠক মুলতবি করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/মোবাস্বেরা/রফিকুল/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা
Handout Number : 1590
Bangladesh Gallery inaugurated in Sri Lanka
Kandy, 11 May :
Minister of Cultural Affairs Asaduzzaman Noor inaugurated the Bangladesh Gallery of the International Buddhist Museum on 10 May at the Temple of Sacred Tooth Relic of Lord Buddha in Kandy, Sri Lanka.
In his inaugural speech, Minister Noor indicated that Bangladesh is proud of its Buddhist heritage and expressed his satisfaction that Bangladesh could take part in the world-renowned International Buddhist Museum in Kandy.
Bangladesh High Commissioner invited greater number of devotees and tourist from Sri Lanka to visit Bangladesh and see the Buddhist attractions, some of which are on display in the newly opened Bangladesh Gallery. The Chief Custodian thanked Bangladesh government for decorating the International Buddhist Museum and remarked that this had further strengthened bilateral relations between Bangladesh and Sri Lanka.
The ceremony was attended by senior members of clergy of the Temple of Sacred Tooth Relic, representative of the Governor of Central Province, Chief Secretary of Central Province, members of consular corps in Kandy, senior government officials, members of cultural community, representatives of media, members of Bangladesh student community in Kandy and so on.
The inauguration of the Bangladesh Gallery gave an added dimension to the observance of the 40thanniversary of establishment of Bangladesh High Commission in Colombo on 21 April 1976. Bangladesh National Museum completed the work on Bangladesh Gallery of the Museum last year.
The International Buddhist Museum in Kandy is the first of its kind in the world. It was established by the Temple of Sacred Tooth Relic in the year 2011 to showcase the spread of Buddhism throughout Asia and rest of the world.
#
Mobassera/Khadiza/Rezzakul/Asma/2016/ hours
তথ্যবিবরণী নম্বর : ১৫৮৯
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন আর নেই
ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে) :
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন আজ ভারতের বোম্বের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
প্রতিমন্ত্রীর মরদেহ আগামীকাল আনুমানিক ১২টা নাগাদ বাংলাদেশে আনা হবে। এরপর বেলা ১টায় তাঁর মরদেহ রমনা চার্চ, কাকরাইল, বেলা ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বজনের শ্রদ্ধা নিবেদন এবং সেখান থেকে বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ জাতীয় সংসদে তাঁর দীর্ঘদিনের সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হবে। তারপর সেখান থেকে বিকাল পাঁচটায় হেলিকপ্টার যোগে তাঁর মরদেহ ময়মনসিংহের ক্যাথলিক গীর্জায় নেয়া হবে ও সর্বসাধারণের শ্রদ্ধার জন্য তাঁর মরদেহ রাত দশটায় হালুয়াঘাটস্থ নিজ বাড়িতে রাখা হবে। ১৩ তারিখ সকাল নয়টায় হালুয়াঘাট মডেল স্কুল প্রাঙ্গণে তাঁর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর হালুয়াঘাট পারিবারিক কবরস্থানে সমাধিস্থ করা হবে।
প্রমোদ মানকিন খ্রিষ্টান ধর্মের অনুসারী ছিলেন। তিনি গারো ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে সামাজিক সংস্থা, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা আহবায়ক ও সর্বশেষ প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে সরাসরি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। তিনি ২০০১, ২০০৮ ও ২০১৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৮ সালে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে নির্বাচিত হয়ে প্রথমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, ২০০৯ সালের ১৫ জুলাই থেকে ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর ২০১২ সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব নাছিমা বেগম এনডিসি ও সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির শোক ও সমবেদনা জানান।
মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য যে, গত ১৬ ফেব্রুয়ারি তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ক্যান্সার নিরাময়ে দু’বার কেমো থেরাপি দেয়া হয়। ৩য় কেমোথেরাপি দিতে সর্বশেষ ২১ এপ্রিল তিনি পুনরায় ভারতে গমন করেন। তিনি ক্যান্সার ছাড়াও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।
#
মাইদুল/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৫২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৮৮
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ২৮ বৈশাখ (১১ মে) :
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ১৪৬ ময়মনসিংহ-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এক শোকবার্তায় স্পিকার বলেন, প্রমোদ মানকিন ছিলেন একজন নির্লোভ ও সৎ রাজনীতিবিদ। তিনি আজীবন জনকল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
স্পিকার তাঁর আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, স্বর্গীয় প্রমোদ মানকিন ৫ম, ৮ম ও ৯ম জাতীয় সংসদে সংসদ সদস্য ছিলেন। ৯ম জাতীয় সংসদে তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আজ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র , পাঁচ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
#
নুরুল/মোবাস্বেরা/রফিকুল/আসমা/২০১৬/১০৩০ ঘণ্টা