Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ মার্চ ২০১৭

তথ্যবিবরণী ২৬ মার্চ ২০১৭

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮৪৫

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ চাকুরী ছাড়া থাকবে না
                 -এলজিআরডি মন্ত্রী
ফরিদপুর, ১২ চৈত্র (২৬ মার্চ) :

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহিদ পরিবারের সন্তানদের চাকুরী প্রদান ও কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার গুরুত্ব দিয়েছে। এই সরকার ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ চাকুরী ছাড়া থাকবে না। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুাক্তযোদ্ধারা জাতিকে ¯¦াধীনতা উপহার দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন ।

    মন্ত্রী আজ ফরিদপুরে কবি জসিম উদ্দিন মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তৃতায় এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, দেশ স্বাধীন না হলে সরকারের মন্ত্রী, এমপি ও উচ্চপদস্থ কর্মকর্তা হওয়া সম্ভব হতো না। দেশের অগ্রগতি ও অর্জন কিছুই সম্ভব হতো না। তিনি বলেন, লক্ষ্য প্রাণের বিনিময়ে অর্জিত এ দেশে কোন অপশক্তি স্থান পাবে না। যে কোন মূল্যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের প্রতিহত করা হবে।

    তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক আন্তরিক। তাঁর সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিটি সদস্যের কর্মসংস্থান সৃষ্টির জন্য যোগ্যতা অনুযায়ী চাকুরীতে প্রবেশের বিশেষ সুযোগ করে দিয়েছে।

#

জাকির/সেলিম/সঞ্জীব/নজরুল/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮৪৬

মুক্তিযুদ্ধ পক্ষের সকলে মিলে জঙ্গি আস্তানা দূর করতে হবে
                          Ñভূমিমন্ত্রী
ঈশ^রদী, ১২ চৈত্র (২৬ মার্চ) :

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, মুক্তিযুদ্ধ পক্ষের সকলে মিলে সোনার বাংলা থেকে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা নির্মূল করতে হবে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির দল এদেশে জঙ্গি তৈরি করছে এবং এদেশের শান্তি বিনষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তিদের নিশ্চিহ্ন করার আহ্বান জানান।

    আজ ঈশ^রদী সাড়া মারোয়াড়ীতে এসএম স্কুল প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

    মন্ত্রী সকালে ঈশ^রদী আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং প্রভাতফেরীতে অংশ নেন। মন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে ঈশ^রদী আওয়ামী লীগ আয়োজিত র‌্যালিতে যোগ দেন।

#

রেজুয়ান/সেলিম/সঞ্জীব/নজরুল/২০১৭/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৮৪৭
চট্টগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত
চট্টগ্রাম, ১২ চৈত্র (২৬ মার্চ) :
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে উদ্যাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।                                
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয় দিবসের প্রথম প্রহরে কোর্ট হিলে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসের মূল কর্মসূচি শুরু হয় নগরীর প্যারেড ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমীন জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে বাংলাদেশ পুলিশ, আনসার- ভিডিপি, কারারক্ষী ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীগণ কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করে। বিভাগীয় কমিশনার কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।    
এ সময় অন্যান্যের মধ্যে ডিআইজি মোঃ সফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, পুলিশ সুপার নুরে আলম মিনাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।    
#
সাইফুল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০২১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮৪৮

বাংলাদেশের  অর্থনৈতিক মুক্তি বিজয়ের দ্বারপ্রান্তে
                                    -পরিকল্পনা মন্ত্রী
কুমিল্লা, ১২ চৈত্র (২৬ মার্চ) :

    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভৌগোলিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি একটি জাতির জন্য অপরিহার্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দীর্ঘ ২৩ বছরের সংগ্রামের মধ্য দিয়ে একাত্তরে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি কিন্তু দ্বিতীয়টি অর্জনের পথ রুদ্ধ করা হয় তাঁকে হত্যার মধ্য দিয়ে। দীর্ঘ পথপরিক্রমায় তাঁরই উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্যের বৃত্ত ভেঙে বাংলাদেশ আজ বিশ^ অর্থনীতিতে ৩২তম দেশের মর্যাদায় শির উঁচু করে দাঁড়িয়েছে। ২০২১ সালের বাংলাদেশ হবে মধ্যম আয়ের, ২০৩০ সালের বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ২০৪০ সালের বাংলাদেশ বিশে^র উন্নত দেশের কাতারে শামিল হবে।

    মন্ত্রী আজ কুমিল্লায়, কুমিল্লা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আমাদের স্বাধীনতা ও  অর্থনেতিক মুক্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি সারাবিশে^ সমাদৃত হয়েছে। দেশের সকল মানুষ এর সুফল ভোগ করছে। উন্নয়নের এ ধারাকে ব্যহত করার জন্য নানা অশুভ শক্তি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন, দেশের সকল শ্রেণি ও পেশার মানুষকে উন্নয়নবিরোধী এ সকল অপশক্তি প্রতিহত করতে হবে। মন্ত্রী আগামী প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ নির্মাণের সহায়তার জন্য সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

    পরে মন্ত্রী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেলতলী উচ্চ বিদ্যালয় আয়োজিত শিশু-কিশোর ও নারী সমাবেশে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন।

#

শেফায়েত/সেলিম/সঞ্জীব/নজরুল/২০১৭/১৮০০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৮৪৯
মুক্তিযোদ্ধাদের সংগ্রাম চলবেই
              Ñত্রাণ মন্ত্রী

মতলব উত্তর (চাঁদপুর), ১২ চৈত্র (২৬ মার্চ) :

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, একাত্তরে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সংগ্রাম আজীবন চলবে। দেশের শান্তি শৃংখলা ও অগ্রগতির অন্তরায় যেকোন পরিস্থিতি মোকাবিলায় মুক্তিযোদ্ধাদের অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকতে হবে। নিজ নিজ এলাকায় জনমত গড়ে তুলতে হবে।

    তিনি আজ মতলব উত্তর উপজেলা পরিষদের মায়া বীরবিক্রম মিলনায়তনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও আলোচনা সভায় একথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান মন্জুর আহম্মদ মঞ্জু এসময় বক্তব্য রাখেন।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, একাত্তরের পঁচিশ মার্চের কালরাতে পাকিস্তানিরা বঙ্গবন্ধুর স্বাধীনতার স্বপ্ন নিশ্চিহ্ন করতে পৈশাচিক হামলা চালিয়েছিল।  বর্বর এ হামলায় এদেশের নিরীহ নিরস্ত্র ৫০-৭০ হাজার মানুষকে হত্যা করেছিল। পৃথিবীর ইতিহাসে বিনাকারণে একদিনে এতো মানুষের হত্যাকা-, এত রক্তপাত নজিরবিহীন। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, এদেরও বিচার হবে। বিচারের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে এর জন্য জবাবদিহি করতে হবে। অপারেশন সার্চ লাইটের পূর্ণ ব্যাখ্যা দিতে হবে।

    মন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের যে কোন দেশের গণহত্যার নিন্দা করে। প্রত্যেকটি দেশের নির্যাতিত মানুষের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ অকুন্ঠ সমর্থন জানিয়ে আসছে। দেশে দেশে বিভিন্ন সময়ে যেসব গণহত্যা সংঘঠিত হয়েছে তার নিন্দা জানিয়ে আসছে বাংলাদেশ। এসব গণহত্যার বিচার হতে হবে। বিশ্বের নির্যাতিত মানুষের ভরসার জায়গা হিসেবে বাংলাদেশ একাত্তরের গণহত্যাকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চেয়েছে। বিশ্বের শান্তিপ্রিয় মানুষ এতে সমর্থন জানাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

#

ফারুক/সেলিম/সঞ্জীব/নজরুল/২০১৭/১৯০০ ঘণ্টা  

 

Todays handout (2).docx