তথ্যবিবরণী নম্বর: ২৭১০
দেশ পুনর্গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে
--- যুব ও ক্রীড়া উপদেষ্টা
ঢাকা, ৩০ মাঘ (১৩ ফেব্রুয়ারি):
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আজ তারুণ্যের উৎসবে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশ পুনর্গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে তারুণ্যের উৎসব পালিত হচ্ছে। ক্রীড়া ফেডারেশনগুলো বিভিন্ন খেলাধুলা আয়োজনের মাধ্যমে তারুণ্যের উৎসব ২০২৫ পালন করছে। এরই অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় তিন দিনব্যাপী তারুণ্যের উৎসব উদ্যাপন করছে যার আজকে শেষ দিন।
উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে লক্ষ্য এই সরকারের এবং তরুণদের যে অবদান রাখার সুযোগ আছে সেইটা বাংলাদেশ তথা পৃথিবীর সামনে উত্থাপিত হচ্ছে। জুলাই অভ্যুত্থানে তরুণরাই ছিল মূল চালিকাশক্তি এবং গণঅভ্যুত্থান পরবর্তী এখন পর্যন্ত তরুণরাই সবচেয়ে বেশি অবদান রেখে যাচ্ছে। তরুণরা তাদের অধিকার সম্পর্কে সচেতন আছে বলেই বাংলাদেশ আর কখনো পথ হারাবে না।
আসিফ মাহমুদ আরো বলেন, একটি ফ্যাসিবাদী, গণহত্যাকারী শক্তি যা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলো, তা আজীবন জনগণের শত্রু হিসেবেই স্বীকৃতি পাবে। অভ্যুত্থান পরবর্তীতে নানা ধরনের উত্থান-পতনের মধ্য দিয়ে দেশ গেছে তবে বাংলাদেশ এই পর্যন্ত আসার পেছনে সকলের ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান-সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
#
নূর আলম/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৫/২২১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৭০৯
বায়ুদূষণ রোধে কঠোর অভিযান: ১৩ কোটি ৭৮ লাখ জরিমানা আদায়,
৩০৮টি ইটভাটা বন্ধ, ১ লাখ ৫৫ হাজার কেজি পলিথিন জব্দ
ঢাকা, ৩০ মাঘ (১৩ ফেব্রুয়ারি):
দেশে বায়ুদূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর কঠোর অবস্থান নিয়েছে। ২ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সারা দেশে ৪৪২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ১০৪১টি মামলার মাধ্যমে ১৩ কোটি ৭৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এই অভিযানে ১৯৯টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ১০৯টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে, ৩১টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়া ৫টি প্রতিষ্ঠানের ৬ ট্রাক ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করা হয়।
এছাড়া, গত ৩ নভেম্বর ২০২৪ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩২৮টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৬৩৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৪৮ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি আনুমানিক ১ লাখ ৫৫ হাজার ৪১৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এছাড়া, ১১টি পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।
এদিকে ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ঢাকার আফতাবনগরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৫টি মামলার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।
একই দিনে কুমিল্লা, চট্টগ্রাম, ফরিদপুর, নোয়াখালী ও ফেনীতে ৮টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ১৫টি মামলায় ২৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ৯টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করা হয়, ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং ২টি ইটভাটার প্রায় ৪ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।
শরীয়তপুর ও গাজীপুরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার দায়ে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে ৩টি মামলার মাধ্যমে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সারা দেশে প্রায় ১২ হাজার ৯৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। বিভিন্ন দোকান মালিককে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।
শব্দদূষণ রোধে নোয়াখালীতে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৪টি যানবাহনের চালককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি, কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয়।
দূষণ রোধে সরকারের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
#
দীপংকর/রানা/সঞ্জীব/সেলিম/২০২৫/২১০০ঘণ্টা
Handout Number: 2708
Strict Action Against Air Pollution: BDT 13.78 Crore Fines Collected, 308 Brick Kilns
Shut Down, 1lakh 55 thousand 417 kg of banned polythene seized
Dhaka, February 13:
Under special directives from the Ministry of Environment, Forest and Climate Change, the Department of Environment (DoE) has taken strict measures to curb air pollution. Between 2 January and 13 February 2025, a total of 442 mobile court operations were conducted across the country, leading to 1,041 cases and fines amounting to BDT 13 crore 78 lakh 22 thousand 500.
During these operations, 199 illegal brick kilns had their chimneys demolished, and operations were completely halted. Additionally, 109 brick kilns were ordered to shut down, 31 kilns had their raw bricks destroyed, and six truckloads of battery smelting equipment were seized from five factories, which were subsequently closed.
Besides, Since November 3, 2024, a total of 328 mobile court operations have been conducted across the country against the production, sale, supply, and marketing of banned polythene. These operations have resulted in fines amounting to Tk 48 lakh 45 thousand 500 being collected from 634 establishments. Additionally, approximately 1lakh 55thousand 417 kg of banned polythene has been seized. Furthermore, utility connections of 11 polythene manufacturing factories have been disconnected, and the factories have been sealed.
On 13 February 2025, a mobile court was conducted in Aftabnagar, Dhaka, against air pollution caused by construction materials. This resulted in five cases and fines totaling BDT 33 thousand, along with warnings issued to several business owners.
On the same day, eight mobile court drives were carried out in Cumilla, Chattogram, Faridpur, Noakhali, and Feni. These operations resulted in 15 cases, fines of BDT 28 lakh, the demolition of nine brick kiln structures, orders to shut down three kilns, and the destruction of approximately 4 lakh raw bricks from two kilns.
In Shariatpur and Gazipur, two mobile court drives were conducted against the illegal production, sale, and distribution of banned polythene. This led to three cases, fines of BDT 2.2 lakh, and the seizure of approximately 12 thousand 950 kg of banned polythene nationwide. Additionally, business owners were warned about the consequences of illegal polythene trade.
A mobile court drive was also carried out in Noakhali to prevent noise pollution. As a result, four vehicle drivers were fined BDT 14 thousand, and five hydraulic horns were confiscated. Several other drivers were also warned about noise pollution regulations.
The government remains committed to continuing such enforcement actions to curb pollution and protect the environment.
#
Dipankar/Rana/Sanjib/Salim/2025/20.30 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ২৭০৭
বেতারকে শক্তিশালী করতে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার
-- তথ্য সচিব
ঢাকা, ৩০ মাঘ (১৩ ফেব্রুয়ারি):
বাংলাদেশ বেতারকে শক্তিশালী করতে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। আজ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার প্রাঙ্গণে ‘বিশ্ব বেতার দিবস ২০২৫’ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এ কথা বলেন।
বাংলাদেশ বেতারকে ঐতিহ্যবাহী গণমাধ্যম উল্লেখ করে সচিব বলেন, বেতার তথ্য, বিনোদন ও সংবাদ প্রচারের মাধ্যমে মানুষের অতি প্রয়োজনীয় সঙ্গী হয়ে উঠেছে। জনগণের সামাজিক, প্রাতিষ্ঠানিক, ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জনের অন্যতম উৎস হচ্ছে বাংলাদেশ বেতার।
ঘূর্ণিঝড়, বন্যা, খরা-সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেতারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্যোগের সময় যখন অন্যান্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন বেতারের মাধ্যমেই মানুষ জরুরি বার্তা পেয়ে থাকে। বেতারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার বেতারের কর্মপরিধি ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বেতারের পদসোপান সৃষ্টিতেও ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহবুবা ফারজানা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচারের পাশাপাশি অপপ্রচার প্রতিরোধে বেতারের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, ইন্টারনেটের মাধ্যমে মানুষ সবসময় যেন বেতার শুনতে পায়, সেজন্য সংশ্লিষ্টদের কাজ করতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে বেতারকে নিউ মিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তিনি বেতারের কর্মকর্তা, কলাকুশলী, শিল্পী-সহ সংশ্লিষ্ট সকলের প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
‘বেতার ও জলবায়ু পরিবর্তন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত বিশ্ব বেতার দিবসের আলোচনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভায়েজ। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মু. আনোয়ার হোসেন মৃধা।
আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণমূলক ভিডিও প্রদর্শন করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ফারহান ফাইয়াজের পিতা শহিদুল ইসলাম ভূঁইয়া এবং গণঅভ্যুত্থানে আহত মাসুদুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা, মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাসমূহের প্রধানগণ-সহ বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী ও কলাকুশলীরা এ সময় উপস্থিত ছিলেন।
#
মামুন/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৭০৬
সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়া
ঢাকা, ৩০ মাঘ (১৩ ফেব্রুয়ারি):
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিটমূল্য হ্রাস করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক প্রাথমিকপর্যায়ে আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে ৪৮০ ডলার, ৪০০ ডলার, ৪৩০ ও ৪০০ ডলারের পরিবর্তে ভাড়া ৩৬০ ডলার (কর ব্যতীত) এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে ভাড়া ১৫০ (কর ব্যতীত) ডলার নির্ধারণ করা করেছে।
উক্ত দেশসমূহে গমনেচ্ছু বিএমইটি কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে বর্ণিত হ্রাসকৃত বিশেষ ভাড়া প্রযোজ্য হবে।
#
মাহবুবুর/রানা/রফিকুল/সেলিম/২০২৫/১৮৪৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৭০৫
অনলাইন অ্যাপ চালু বিদেশিদের Visa on Arrival (VoA) প্রাপ্তিকে দ্রুত ও সহজতর করবে
- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ৩০ মাঘ (১৩ ফেব্রুয়ারি):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন বিভাগ কর্তৃক Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ চালু একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এটি বিদেশি নাগরিকদের Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা প্রাপ্তিকে দ্রুত ও সহজতর করবে যা প্রকারান্তরে এসবি ইমিগ্রেশনের সেবা প্রদান কার্যক্রমকে আরো উন্নত করবে।
উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে SB Immigration কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা আবেদনে Online App-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা প্রাপ্তি সহজতর ও দ্রুততর করার লক্ষ্যে এসবি, ইমিগ্রেশন এর এই উদ্যোগ বাংলাদেশে আগত বিদেশিদের ভ্রমণ সুবিধা প্রদানের গুণগত মানকে আরো উন্নত করবে। তিনি বলেন, বর্তমানে বিদেশি যাত্রীগণ বিমানবন্দরে অবতরণের পর VoA/ট্রানজিট ভিসা প্রাপ্তির জন্য কাগজে কলমে আবেদন সাবমিট করে অপেক্ষমান থাকেন। এতে ভিসা প্রাপ্তিতে দীর্ঘ সময় লেগে যায়। উপদেষ্টা আরো বলেন, Online Visa Application App চালু হলে বিদেশি যাত্রীগণ যাত্রার পূর্বেই VoA/ট্রানজিট ভিসা গ্রহণ করতে পারবেন এবং বিমান বন্দরে অবতরণের পরে VoA Desk-এ ইস্যুকৃত ভিসার QR Code প্রদর্শন করে সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। পাশাপাশি সোনালী ব্যাংক পিএলসি এর Payment Gateway এর মাধ্যমে VoA/ট্রানজিট ভিসা এর ফি গ্রহণ করে দ্রুততার সঙ্গে ভিসা প্রদান কার্যক্রম সহজতরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগতে পারে।
লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায় সে কারণে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ায় চিন্তাভাবনা হচ্ছে৷ ভেরিফিকেশন থাকলেও যাতে আরও সহজে পাসপোর্ট পাওয়া যায় সেই চেষ্টা করছি৷ তবে ভেরিফিকেশন বাদ দেয়ার চেষ্টাই থাকবে।
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বকশ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম, অতিরিক্ত আইজিপি (এসবি) মোঃ গোলাম রসুল-সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
ফয়সল/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/সাঈদা/শফিক/২০২৫/১৪০০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ২৭০৪
আর্জেন্টিনা থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন আমদানিকৃত গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
ঢাকা, ৩০ মাঘ (১৩ ফেব্রুয়ারি):
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-০৩) মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানিকৃত ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে mv INDIGO OMEGA জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষে আজই গম খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
#
ইমদাদ/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/সাঈদা/মানসুরা/২০২৫/১২২০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ
তথ্যবিবরণী নম্বর : ২৭০৩
বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ কোস্ট গার্ড দিবসে প্রধান উপদেষ্টার বাণী
ঢাকা, ৩০ মাঘ (১৩ ফেব্রুয়ারি):
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বাংলাদেশ কোস্ট গার্ড দিবস-২০২৫’ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন:
“বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বাংলাদেশ কোস্ট গার্ড দিবস-২০২৫’ উপলক্ষ্যে আমি এ বাহিনীর সর্বস্তরের সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সুনীল অর্থনীতি এবং বাংলাদেশের সার্বভৌম জলসীমায় নিরাপত্তা জোরদারের গুরুত্ব বিবেচনায় ১৯৯৪ সালে ‘Guardian at Sea’ মূলমন্ত্র নিয়ে ‘বাংলাদেশ কোস্ট গার্ড’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এ সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দুঃসাহসিক আত্মত্যাগ, ধৈর্য এবং ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সর্বদা দায়িত্ব পালন করবে বলে আমি আশা করি। একই সাথে দেশপ্রেম, আন্তরিকতা, সাহসিকতা, অবিচল আস্থা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে কোস্ট গার্ডের সকল স্তরের সদস্যগণ এ বাহিনীর ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সদা তৎপর থাকবে বলে আমার বিশ্বাস।
বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিতে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি দেশের সুনীল অর্থনীতি কেন্দ্রিক কার্যক্রমের নিরাপত্তা বিধানে কোস্ট গার্ড অগ্রণী ভূমিকা পালন করছে। আমি আশা করি এ বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের সকল প্রচেষ্টা চলমান থাকবে এবং ভবিষ্যতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
আমি বাংলাদেশ কোস্ট গার্ড-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।
বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস-২০২৫ উপলক্ষ্যে গৃহিত সকল কর্মসূচি সফল হোক।”
#
আশরোফা/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/সাঈদা/মানসুরা/২০২৫/১০৫০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ
তথ্যবিবরণী নম্বর : ২৭০২
পবিত্র শবেবরাত উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী
ঢাকা, ৩০ মাঘ (১৩ ফেব্রুয়ারি):
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পবিত্র শবেবরাত উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন:
“পবিত্র শবেবরাত উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই।
এই সৌভাগ্যময় রজনি মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদান এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।
পবিত্র এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। এই মহিমাময় রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত।
পবিত্র শবেবরাতের মহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।
মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে মাফ করুন ও হেফাজত করুন, আমিন।”
#
আশরোফা/তৌহিদ/শাহিদা/ফাতেমা/রমজান/সাঈদা/মানসুরা/২০২৫/১০৫০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ