Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st August ২০১৭

তথ্যবিবরণী ১ আগস্ট ২০১৭

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২০০১

রাজশাহী নিউক্লিয়ার মেডিসিন সেন্টারের পরিচালকের মৃত্যুতে 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক

ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) :    

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান রাজশাহী নিউক্লিয়ার মেডিসিন সেন্টার এবং এলাইড সায়েন্স এর পরিচালক ডাঃ কবিরুজ্জামান শাহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

আজ এক শোক বাণীতে মন্ত্রী বলেন, মরহুম কবিরুজ্জামান ছিলেন একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। তিনি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, ডাঃ কবিরুজ্জামান গত ৩১ জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি--- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

#

কামরুল/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৯৯৯

আইনমন্ত্রীর সাথে কানাডার বিদায়ি হাই কমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) :  
আজ সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সাথে বাংলাদেশে কানাডার হাইকমিশনার বেনোইট পেয়েরে লারমি বিদায়ি সাক্ষাৎ করেন।
এ সময় কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর কথা উঠে আসে। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিদায়ি হাই কমিশনারের সহযোগিতা চান। 
সাক্ষাৎকালে হাইকমিশনার বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাঁর বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং বাংলাদেশ সরকারের সহযোগিতার কথা স্মরণ করেন। এ সময় হাইকমিশনার জানান, পদায়নের ক্ষেত্রে তাঁর সবচেয়ে পছন্দের দেশ ছিল বাংলাদেশ।
#
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২০০০

বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে
                      --- আইনমন্ত্রী
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) :  
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে এবং এটাই যেন হয় এবারের ১৫ আগস্টের মূলমন্ত্র।
তিনি আজ সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ের সভাকক্ষে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন। 
সভায় এ উপলক্ষে ১৭ আগস্ট আইন মন্ত্রণায়ের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান ইত্যাদি কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয় এবং ১৮ আগস্ট এতিম খানায় খাবার পরিবেশনের সিদ্ধান্ত হয়।
সভায় মন্ত্রী বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করতে এবং যারা তাঁর হত্যাকা-ের সাথে জড়িত তাদের ধিক্কার জানাতে হবে। এই শোক দিবস আমরা যতই পালন করি না কেন আমাদের শোক মুছে যাবে না উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকা-ের বিচার হয়েছে, রায় হয়েছে, কিছু আসামীর সাজা কার্যকরও হয়েছে। অনেকেই বলেন, এই বিচারের মাধ্যমে আমাদের কলঙ্ক মোচন হয়েছে, আমি বলবো কলঙ্ক মোচন এখনো হয় নাই। বঙ্গবন্ধুর রক্তের দাগ, তাঁর রক্তের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারবো না। তিনি বলেন, আমরা যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি তাহলে কিছুটা হলেও এই কলঙ্ক মুছে ফেলতে পারবো।
সভায় মন্ত্রণালয়ের উভয় বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর বা সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
#
রেজাউল করিম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০৩০ঘণ্টা

Handout                                                                                       Number : 1998
 
Bangladesh joins OIC voice in condemning Israeli violations 
 
Istanbul (Turkey),  August 01:
 
The State Minister for Foreign Affairs Md. Shahriar Alam led the Bangladesh delegation at the open-ended Extraordinary Meeting of the OIC Executive Committee in Istanbul, Turkey today. The Meeting was chaired by the Turkish Foreign Minister Mevlut Cavusoglu in presence of Ministers/ State Ministers from OIC member States, and Secretary General of OIC Dr. Yousef Al Othaimeen. The meeting took place at the background of recent distressing escalation in Al-Quds Al-Sharif, and in particular the grave violations of Israel against the sanctity of Masjid Al-Aqsa. 
 
Bangladesh, as one of the eight members OIC Executive Committee, reemphasized on the universally accepted “two state solutions” in resolving the long standing crisis of Palestine. 
 
The State Minister was firm and unequivocal in conveying that “the people of Bangladesh and the government lead by Hon’ble Prime Minister Sheikh Hasina strongly condemn and totally reject the Israeli violations”, and expressed unflinching solidarity with the Palestinian brothers and sisters. 
 
He also emphasized on the importance of creating awareness among the people in Non-Muslim states for protecting the legitimate rights of the Palestinians. In this regard, he called the Muslim Ummah for presenting a united voice all relevant international fora including the UN Security Council and UNESCO for protecting the people of Palestine, as well as its holy places. 
 
He also urged OIC member states for providing all out supports including development and capacity building assistance to empower the Palestinians – both internally and internationally – so as to enable them to better defend their legitimate rights.  
 
The Extraordinary Meeting issued a joint communique outlining a list of actions to uphold their responsibilities of international community towards the cause of Palestine and Al-Quds Al-Sharif. 
 
The State Minister for Foreign Affairs was accompanied by M. Allama Siddiki, Ambassador of Bangladesh to Turkey, AFM Gousal Azam Sarker, Director General Ministry of Foreign Affairs, Mohammad Monirul Islam, Consul General of Bangladesh to Istanbul and other high officials.  
#
 
Mahmud/Sanjib/Salimuzzaman/2017/2020 Hrs
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৯৭
 
তথ্যমন্ত্রীর সাথে টিভি মালিকদের বৈঠক
টিভি পেশাজীবী ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সরকারের সাথে কাজের সিদ্ধান্ত
 
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট):
 
টিভি পেশাজীবী ও ডিজিটাল নিরাপত্তার বিষয়ে টিভি চ্যানেল মালিকদের সংগঠন এটকো সরকারের সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। 
 
আজ সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদেরকে এটকো’র প্রেসিডেন্ট সালমান এফ রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক একথা জানান। এটকো’র প্রেসিডেন্ট বলেন, ‘ডিজিটাল জগতে নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এ বিষয়ে গতকাল (সোমবার) সংবাদপত্র মালিক সমিতি-নোয়াব ও এটকো’র বৈঠকে ঐকমত্য হয়। সকলে মিলে এ খাতে সরকারের সাথে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ 
 
তথ্যমন্ত্রী এ সময় বলেন, ডিজিটাল নিরাপত্তা রক্ষায় এটকো, নোয়াব ও সরকার ত্রিপক্ষীয় যোগাযোগের ভিত্তিতে কাজ করবে। সেইসাথে টিভি পেশাজীবীদের সংগঠন ফেডারেশন অভ্ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন-এফটিপিও উত্থাপিত টিভি অনুষ্ঠান বিষয়ক প্রস্তাবনা পর্যালোচনাতেও একযোগে কাজ করবে এটকো, এফটিপিও এবং তথ্য মন্ত্রণালয়। 
 
তথ্যসচিব মরতুজা আহমদের পরিচালনায় বৈঠকের শুরুতেই তথ্যমন্ত্রী নবনির্বাচিত এটকো পরিষদকে অভিনন্দন জানান। সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক এ সময় টিভি বিষযক সিদ্ধান্তগুলো অংশীজনদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগের জন্য তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। 
 
অংশীজনদের সমন্বয়ে প্রণীত সম্প্রচার কমিশন আইনের খসড়াও শীঘ্রই মন্ত্রিপরিষদে উত্থাপিত হবে বলে বৈঠকে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এর মাধ্যমে সম্প্রচারের বিষয় দেখভাল করার দায়িত্ব একটি স্বাধীন কমিশনের ওপর বর্তাবে।  
 
এটকো’র প্রেসিডেন্ট সালমান এফ রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক, ভাইস প্রেসিডেন্ট আরিফ হাসানসহ বেসরকারি টিভি মালিক কর্তৃপক্ষের মধ্যে এ কে আজাদ, শেখ কবির হোসেন, আব্দুস সামাদ, ফারজানা মুন্নী, হুমায়ূন কবির বাবলু, বিটিভি’র মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম সচিব (টিভি) মোঃ মহিবুল হোসাইন প্রমুখ বৈঠকে অংশ নেন। 
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৯৯৬
 
শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সহযোগিতার জন্য ডেনমার্কের আগ্রহ
 
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) :
কৌশলগত খাতে ডেনমার্ক সরকারের সহযোগিতায় পরিচালিত বাংলাদেশের শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয় সচেতন করতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কাজে পরিদর্শকদের সক্ষমতা বৃদ্ধিমূলক চলমান প্রশিক্ষণ কর্মসূচি-২০১৮ সালের পর চালু রাখার আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক।
আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্নু)’র সাথে সাক্ষাৎ করে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত মি. মেকাইল হেমনিটি ইউনথার ডেনমার্ক সরকারের এ আগ্রহের কথা জানিয়েছেন। 
ডেনমার্ক সরকারের সহযোগিতায় যান্ত্রিক নিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধ, রাসায়নিক নিরাপত্তা, কর্ম দক্ষতা এবং নির্মাণ কাজে নিরাপত্তা বিষয়ে পরিদর্শকদের চলমান প্রশিক্ষণ ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। এসব বিষয়ে পরিদর্শকদের আরো সক্ষমতা বৃদ্ধির জন্য ডেনমার্ক সরকার ২০১৮ এর পরেও কৌশলগত সহযোগিতা প্রকল্প চালিয়ে যাবে। 
বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ডেনমার্ক সরকার বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। ডেনমার্ক সরকার তৈরিপোশাক শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক আরো জোরদার হবে বলে দু’পক্ষই আশাবাদ ব্যক্ত করে। 
বৈঠকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সামছুজ্জামান ভূঁইয়া এবং যুগ্ম-সচিব (আইএলও) খোন্দকার মোস্তান হোসেন উপস্থিত ছিলেন।
#
 
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৯৫
 
বিএফটিআই’র অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
ডিজিটাল বাণিজ্য সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে তৈরি হতে হবে 
 
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট):
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ^বাণিজ্যে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ডিজিটাল বাণিজ্য পদ্ধতিতে সক্ষমতা অর্জন করতে হবে। বিশ^বাণিজ্য যখন ডিজিটাল পদ্ধতিতে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। কাগজবিহীন বাণিজ্যে সময়, শ্রম  ও ব্যয় হ্রাস পাবে এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। 
 
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত   “ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ফেসিলিটেশন ইন বাংলাদেশ (ঈৎড়ংং-নড়ৎফবৎ চধঢ়বৎষবংং ঞৎধফব ঋধপরষরঃধঃরড়হ রহ ইধহমষধফবংয)” শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
 
তোফায়েল আহমেদ বলেন, ডিজিটাল পদ্ধতিতে বাণিজ্য পরিচালনা করলে আমদানি-রপ্তানি সহজ হবে, বাণিজ্য ব্যয়ও উল্লেখযোগ্য হারে কমবে। গবেষণায় দেখা গেছে, বর্তমানের তুলনায় ব্যবসার খরচ ১৭ থেকে ৩১ শতাংশ কমবে এবং সময় বাঁচবে ২৪ থেকে ৪৪ শতাংশ। 
 
বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদের সভাপতিত্বে ওয়ার্কশপে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, টেরিফ কমিশনের চেয়ারম্যান মুসফিকা ইকফাত, বাণিজ্যসচিব শুভাশীষ বসু, প্রধান নিয়ন্ত্রক আমদানি ও রপ্তানি ফিরোজা খান, সাবেক সচিব সোহেল আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র কর্মকর্তা এবং ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
#
 
বকসী/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৯৯৪
 
সমন্বয়ের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসন করা হবে 
                                   --- এলজিআরডি মন্ত্রী
 
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী। দেশের প্রায় ৬০ শতাংশ অর্থনীতি  এই তিন নগরীর ওপর নির্ভরশীল। সাম্প্রতিক জলাবদ্ধতা এ নগরীসমূহের জীবনযাত্রাকে ব্যাহত করেছে। জলাবদ্ধতা দূরীকরণে সংশ্লিষ্ট সেবা সংস্থাসমূহকে পারস্পরিক দোষারোপ বন্ধ করে সমন্বয়ের মাধ্যমে কাজ করে সমাধান বের করা হবে।
তিনি আজ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে বর্ষা মৌসুমে ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীসহ সংশ্লিষ্ট এলাকাসমূহে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনকল্পে এক সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ড. সেলিনা হায়াত আইভি, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব ইকরামুল হক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়। এর দায়ভার সংশ্লিষ্ট সকলকেই নিতে হবে। সেবা সংস্থাসমূহকে সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, ঢাকা মহানগরীর আয়তন প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। দু’টি সিটি কর্পোরেশনে প্রায় ২ কোটিরও বেশি লোক বসবাস করে। ঢাকার ড্রেনেজ সিস্টেম বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য এখন উপযুক্ত নয়। তিনি ঢাকা ওয়াসাকে এ বিষয়ে সমস্যাসমূহ চিহ্নিত করার নির্দেশনা দেন।
মন্ত্রী জলাবদ্ধতা দূরীকরণে ওয়াসা ও সিটি কর্পোরেশনের বিদ্যমান আইনগুলোকে যুগোপযোগী করে নাগরিক সেবা বৃদ্ধির জন্য  স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পানি সরবরাহ) বেগম নাসরিন আক্তারকে আহ্বায়ক একটি কমিটি গঠন করার নির্দেশ দেন। কমিটিকে এক মাসের মধ্যে আইনসমূহ পর্যালোচনা করে সুপারিশ প্রদানের নির্দেশ দেন। এছাড়া তিনি ঢাকা মহানগরীতে বক্স কালভার্টসমূহের বর্তমান অবস্থা সরেজমিনে দেখে সেগুলোর মধ্য দিয়ে পানি নিষ্কাশনে সচল করার জন্য ওয়াসাকে নির্দেশ দেন। তিনি বলেন, কোথায় কোথায় পুরনো কালভার্ট রয়েছে, সেগুলো কী অবস্থায় রয়েছে তা অচিরেই পরিষ্কার করতে হবে।
মন্ত্রী নতুন বক্স কালভার্ট নির্মাণ বন্ধ এবং বিদ্যমান বক্স কালভার্টের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ; ড্রেন পরিষ্কারকরণ, নতুন ড্রেন নির্মাণ এবং ড্রেনের কার্যকারিতা মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ; খালসমূহ চিহ্নিতকরণ এবং অবৈধ দখলদার হতে মুক্তকরণ; খালের নাব্যতা বৃদ্ধির জন্য খালসমূহ পুনঃখনন এবং খাল নিয়মিত পরিষ্কারকরণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন। অন্যদিকে, বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করতে রাস্তার পাশের্^ অবস্থিত বিভিন্ন ধরণের ভ্রাম্যমাণ দোকান হতে বর্জ্য ড্রেনে নিক্ষেপণ বন্ধকরণের ব্যবস্থা গ্রহণ; বিভিন্ন প্রকার পলিথিন এবং পলিথিনজাত পণ্য ব্যবহার বন্ধকরণের লক্ষ্যে বিভিন্ন মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সিটি কর্পোরেশনকে আহ্বান জানান ।
#
 
জাকির/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৯৯৩
 
সিদ্দিকুরের কর্মসংস্থান করা হবে
                      -- স¦াস্থ্যমন্ত্রী
 
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট):
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিদ্দিকুরের চোখে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তাঁর ইচ্ছা অনুযায়ী অপারেশনের ব্যবস্থাও নেওয়া হবে। তাঁকে সুস্থ করে তোলার জন্য সব ধরনের চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে ভারতের শংকর নেত্রালয়ের চিকিৎসকদের কাছে। সিদ্দিকুর দৃষ্টিশক্তি ফিরে না পেলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তাঁর চাকুরির ব্যবস্থা করবে সরকার। 
 
তিনি আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে ‘চিকুনগুনিয়া ২০১৭ : ঢাকা অভিজ্ঞতা’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
 
বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বক্তৃতা করেন।  
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকুনগুনিয়া রোগটি আমাদের দেশে নতুন বলে এবারের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিতে চাই। ইতোমধ্যে সরকার ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করেছে। এর ফলে আগামী বছর এই রোগের বিস্তার ঘটবে না বলে তিনি আশা প্রকাশ করেন। চিকুনগুনিয়া নিয়ে আবারো আতঙ্কিত না থেকে এডিস মশার জন্ম রোধকল্পে ঘরবাড়ি ও আশেপাশের এলাকায় জমে থাকা পানি পরিস্কার করার সচেতনতা অবলম্বন করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে সিটি কর্পোরেশনকে তাদের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী।
 
 
#
 
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৯২
 
শিশুকে মায়ের দুধ খাওয়াতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে 
-- স¦াস্থ্যমন্ত্রী
 
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট):
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নাই। সুস্থ জাতি গঠনের জন্য শিশুকে মায়ের দুধ খাওয়ানোর জনসচেতনতা বাড়াতে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। বর্তমান সরকার শিশু পুষ্টির মানোন্নয়নে যেসব পদক্ষেপ হাতে নিয়েছে তার সুফল ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। গত কয়েক বছরে দেশে মাতৃদুগ্ধ পান করানোর হার অনেকাংশে বেড়ে গেছে। পুষ্টিমান উন্নয়নে বাংলাদেশের সাফল্য ভারত ও পাকিস্তানের ঊর্ধ্বে। যুক্তরাজ্যভিত্তিক জার্নাল ল্যানসেট বাংলাদেশের এই সাফল্যকে স্বীকৃতি দিয়েছে। 
 
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাইন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এস কে রায় বক্তব্য রাখেন। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দেশের সকল অফিস, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মায়ের দুধ পান করা শিশুর জন্মগত অধিকার। কর্মক্ষেত্রে থেকেও মায়েরা যেন তাদের শিশুকে দুধ পান করাতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা অফিস কর্তৃপক্ষের দায়িত্ব। এর ফলে শিশুর পুষ্টির সার্বিক মান আরো বাড়বে।
 
#
 
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৯৯১
 
অবসরে গেলেন শ্রম সচিব মিকাইল শিপার
 
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) :
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দীর্ঘ সাড়ে ৫ বছর কাজ করে মিকাইল শিপার অবসরে গেলেন । 
আজ শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাঁকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। 
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্রম প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্নু) বলেন, মিকাইল শিপার ব্যতিক্রমী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি নিজ যোগ্যতায় শ্রমিক ও মালিকদের সাথে সুসম্পর্ক রক্ষা করেছেন। তাঁর সময়ে সরকারের সাথে মালিক-শ্রমিকদের সম্পর্কের উন্নয়ন হয়েছে। ২০১২ সালে রানা প্লাজার দুর্ঘটনার কারণে বহির্বিশ্বে বাংলাদেশ ইমেজ সংকটে পড়েছিলো। সচিব হিসেবে মিকাইল শিপার অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের ইমেজ পুনরুদ্ধার করেছেন। 
বিদায় অনুষ্ঠানে এ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর ও পরিদপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, মিকাইল শিপার ১৯ জুলাই ১৯৮৩ সালে প্রশাসন ক্যাডারে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। 
#
 
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৯০
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে আগস্ট মাসজুড়ে বিনামূল্যে প্রদর্শনী
 
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট):
স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য  বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন ও স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ভূমিকার ওপর নির্মিত ডিজিটাল চলচ্চিত্র এবং প্লানেটরিয়াম বা মহাকাশ বিষয়ক প্রদর্শনী আগস্ট মাসজুড়ে  বিনামূল্যে প্রদর্শন কর্মসূচি আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্লানেটরিয়ামে উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এ কর্মসূচির আয়োজন করেছে। পুরো আগস্টে নভোথিয়েটারের ১ম প্রদর্শনী (সকাল সাড়ে দশটা) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দেখানো হবে।
 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক জীবন ও স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ভূমিকার ওপর নির্মিত ডিজিটাল চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে  তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীগণ বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে জানতে পারবে। এ সময় তিনি তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করে সোনার বাংলা গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক আবুল বাশার মোঃ জহুরুল ইসলাম এবং উপপরিচালক নায়মা ইয়াসমীন।
 
  আজকের উদ্বোধনী  প্রদর্শনীতে বিসিএসআইআর উচ্চ বিদ্যালয় এবং শেরেবাংলা নগর গার্লস স্কুল এন্ড কলেজের প্রায় ৩০০জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নভোথিয়েটার শিক্ষার্থীদেরকে বাসের মাধ্যমে আনা-নেয়ার ব্যবস্থা করেছে। 
#
 
কামরুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৯৮৯
 
স্কুল ভবনের ছাদ ধসে পড়ায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) :    
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে অবস্থিত নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নির্মাণাধীন ৪-তলা ভবনের উপরের ছাদ ধসে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 
এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত খবর পাঠের পর শিক্ষামন্ত্রী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তদন্ত ও ব্যবস্থা  গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। আজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে লিখিত নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।
#
 
আফরাজুর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭১০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৮৮
তথ্যপ্রযুক্তি শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হচ্ছে
                                       -প্রতিমন্ত্রী পলক
 
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) :
বিশ্বের চাহিদার দিকে লক্ষ্য রেখে তথ্যপ্রযুক্তি শিল্প বিশেষ করে ইন্টারনেট অভ্ থিংস, অ্যানালাইটিকস, সামাজিক গণমাধ্যম, ক্লাউড এবং মোবাইল টেকনোলজির  ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হচ্ছে। দক্ষ মানবসম্পদ এবং মধ্যবিত্ত শ্রেণির ভোক্তার বাজারে পরিণত হওয়ার কারণেই ভবিষ্যতে বাংলাদেশ হবে ডিজিটাল বিশ্বের প্রবেশ দ্বার। 
৩১ জুলাই রাজধানীর সোনারগাঁও হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প আয়োজিত ‘স্ট্রাটেজিক সিইও আউটরিচ প্রোগ্রাম’ এর উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের দিক-নির্দেশনায় সরকার আইসিটি খাতের সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন করছে। নীতিমালা ও আইন প্রণয়ন করা হয়েছে। ২০২৪ সাল পর্যন্ত আইটি ও আইটিইএস শিল্পের জন্য  কর সুবিধা দেওয়া হয়েছে, আইটি পার্কসহ আইসিটি অবকাঠামো গড়ে তোলা হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন ৪ গুণ বৃদ্ধি করা হয়েছে, উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া হচ্ছে ইউনিয়ন পর্যন্ত। এসব সুবিধার পাশাপাশি কর্মক্ষম তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে বিশ্ববাজারের চাহিদাভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হচ্ছে। 
পলক বলেন, দেশের আইটি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিসিজি কাজ করবে। তাদেরকে স্বল্প ও দীর্ঘ মেয়াদী উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে। যাতে আইটি খাতে টেকসই বিনিয়োগ পরিবেশ তৈরি হয় ।   
তথ্যপ্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী, বিডার নির্বাহী চেয়ারম্যান আমিনুল ইসলাম, বিসিসির নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারসহ শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ও আইটি খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।  
 
#
নাছের/অনসূয়া/গিয়াস/শহিদ/জসীম/শামীম/২০১৭/১৫৪৫ ঘণ্টা
                              
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৯৮৭
 
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর কেশবপুরের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন 
 
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট) :
বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সবধরণের কষ্ট লাঘবে সরকার অত্যন্ত তৎপর।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে চিন্তিত হবার কোন কারণ নেই। পরে তিনি কেশবপুরের বুড়িভদ্রা, আপার ভদ্রা ও হরিহর নদীর মিলনস্থল পরিদর্শন করেন। 
পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার (দক্ষিণ-পশ্চিমাঞ্চল) একেএম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ ও যশোরের জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
 
 
#
মাসুম/অনসূয়া/গিয়াস/জসীম/শামীম/২০১৭/১৩২০ ঘণ্টা
 
 
Todays handout (4).docx