তথ্যবিবরণী নম্বর : ৩০৫৫
টকেসই র্দুযোগ ব্যবস্থাপনা বষিয়ক প্রশক্ষিক প্রশক্ষিণ র্কোস অনুষ্ঠতি
চলতি বছর মাঠ র্পযায়ে ১৫ হাজার ব্যক্তকিে প্রশক্ষিণের লক্ষ্যমাত্রা
ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) :
র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসনে চৌধুরী মায়া, বীরবক্রিম বলছেনে, প্রশক্ষিণ, সচতেনতা ও যথাযথ প্রস্তুতরি মাধ্যমে একটি র্দুযোগ সহনশীল জাতি গঠন সরকাররে লক্ষ্য। প্রশক্ষিক প্রশক্ষিণরে মাধ্যমে যে র্কমর্কতাকে দক্ষ করে তোলা হবে তারা যনে র্সবোচ্চ আন্তরকিতা নয়িে এই লক্ষ্য র্অজনে কাজ করনে।
মন্ত্রী আজ র্দুযোগ ব্যবস্থাপনা অধদিপ্তরে র্দুযোগ ব্যবস্থাপনা বষিয়ক প্রশক্ষিক প্রশক্ষিণ র্কোসরে সমাপন ও র্সাটফিকিটে বতিরণ অনুষ্ঠানে প্রধান অতথিরি বক্তৃতা করনে। র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচবি মোঃ শাহ্ কামালরে সভাপতত্বিে অনুষ্ঠানে জাতসিংঘরে আবাসকি সমন্বয়ক ময়িা সপ্পেো (গরধ ঝবঢ়ঢ়ড়), র্দুযোগ ব্যবস্থাপনা অধদিপ্তররে মহাপরচিালক আবু সয়ৈদ মোহাম্মদ হাশমি প্রমুখ বক্তব্য রাখনে। ৩-৫ নভম্বের ২০১৮ ময়োদে র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং র্দুযোগ ব্যবস্থাপনা অধদিপ্তররে র্ঊধ্বতন র্কমর্কতাগণরে প্রশক্ষিক প্রশক্ষিণ র্কোস অধিদপ্তরের সম্মলেন কক্ষে অনুষ্ঠতি হয়।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছর ৪৭ জন প্রশক্ষিকরে মাধ্যমে ২০ হাজার ৫০৫ জন ব্যক্তকিে র্দুযোগ ব্যবস্থাপনার ওপর প্রশক্ষিণ প্রদান করা হয়। এ বছর ৩০ জনকে প্রশক্ষিক প্রশক্ষিণ প্রদান করা হচ্ছ।ে এদরে মাধ্যমে ১৫ হাজার ব্যক্তকিে প্রশক্ষিণ প্রদানরে লক্ষ্যমাত্রা নর্ধিারণ করা হয়ছে।ে প্রশক্ষিণপ্রাপ্ত র্কমর্কতাগণ জলো, উপজলো ও ইউনয়িন র্পযায়ে র্দুযোগ ব্যবস্থপনা কমটিরি সদস্যগণকে প্রশক্ষিণ প্রদান করবনে।
প্রশক্ষিণের মূল আলোচ্য বষিয়গুলো ছলি র্দুযোগ ঝুঁকি ব্যবস্থাপনা বষিয়ক সন্দোই ফ্রমেওর্য়াক, র্দুযোগ ঝুঁকি ব্যবস্থাপনা, বাংলাদশেে নগর ঝুঁক,ি টকেসই উন্নয়নে জনগণকে উদ্বুদ্ধকরণ, র্দুযোগ ব্যবস্থাপনায় সরকারি কর্মচারী ও গণমাধ্যমরে ভূমকিা, র্দুযোগ ও প্রতবিন্ধতিায় সাইকো-সোসাল সার্পোট, র্দুযোগ ব্যবস্থাপনায় পকিএেসএফ ও এনজওি এর ভূমকিা, র্দুযোগ সাঁড়াদান ও পুর্নবাসন ইত্যাদ।ি
প্রশক্ষিণ প্রদান করনে র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচবি মোঃ শাহ্ কামাল, ব্রাক বশ্বিবদ্যিালয়রে প্রফসের এমরিটোস ড. আইনুন নশিাত, বুয়টেরে প্রফসের ড. মহেদেী আহমদে আনসারী, র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়রে অতরিক্তি সচবি ফয়জেুর রহমান, প্রধানমন্ত্রীর এসডজিি বষিয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর র্কাযালয়রে সচবি সাজ্জাদুল হাসান, র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়রে অতরিক্তি সচবি মোঃ মোহসীন, তাসনূভা হক, সাবকে মন্ত্রপিরষিদ সচবি মোঃ আব্দুল করমি, ইউএনডপিরি সহকারী কান্ট্রি ডরিক্টের খোরশদে আলম, বপিএিটসি’ির রক্টের ড. আসলাম আলম, মন্ত্রপিরষিদ বভিাগরে সচবি (সমন্বয়) এনএম জয়িাউল হক, সডিএিমপ’ির জাতীয় প্রকল্প পরিচালক মোঃ আব্দুল কাইয়ুম প্রমুখ ।
এর র্পূবে ৩ নভম্বের র্কোসরে উদ্বোধন করা হয়। র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচবি মোঃ শাহ্ কামালরে সভাপতত্বিে অনুষ্ঠতি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতথিি ছলিনে প্রধানমন্ত্রীর মুখ্য সচবি মোঃ নজবিুর রহমান। বশিষে অতথিি ছলিনে ইউএনডপি’ির কান্ট্রি ডরিক্টের সুদীপ্ত মুর্খাজী।
#
ওমর ফারুক/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০৫৬
বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কাউন্সিলের ৪৭তম বার্ষিক সাধারণ সভা আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভা উদ্বোধন করেন রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মোঃ আবদুল হামিদ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতি অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষামন্ত্রীকে স্কাউটস-এর সর্বোচ্চ পদক ‘রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড’ প্রদান করেন।