Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মার্চ ২০২২

তথ্যবিবরণী ২০ মার্চ ২০২২

তথ্যবিবরণী                                                                                                                              নম্বর : ১১৬৯

নির্বাচিত জনপ্রতিনিধিদের সকল প্রকার লোভ পরিত্যাগ করতে হবে

                                                               -- আবুল হাসানাত আবদুল্লাহ্

আগৈলঝাড়া (বরিশাল), ৬ চৈত্র (২০ মার্চ) :

          পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে হলে নির্বাচিত জনপ্রতিনিধিদের সকল প্রকার লোভ-লালসা পরিত্যাগ করে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে।

          আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশাল জেলার আগৈলঝাড়াস্থ সেরালের নিজ বাসভবন চত্বরে উপজেলার গৈলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন।      

          আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, তৃণমূল জনগণের আশা-আকাক্সক্ষা তথা সকল প্রত্যাশার অন্যতম কেন্দ্রবিন্দু স্থানীয় সরকার পরিষদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাসী। আগৈলঝাড়া উপজেলাসহ বরিশালের প্রতিটি উপজেলায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বনায়ন, বিদ্যুৎ ও অবকাঠামোখাতে রেকর্ড পরিমাণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তিনি এসব উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যাতে তৃণমূলের মানুষ উপভোগ করতে পারে, সেজন্য স্থানীয় সরকারের প্রতিনিধিদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। 

#

আহসান/পাশা/নাইচ/সঞ্জীব/জয়নুল/২০২২/২১৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                         নম্বর : ১১৬৮

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার

হাতকে শক্তিশালী করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে

                                                                      -- শিল্প প্রতিমন্ত্রী

ঢাকা (মিরপুর), ৬ চৈত্র (২০ মার্চ) :

          শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, জাতীয়  সেøাগান ‘জয় বাংলা’ যারা এখনো বলে না, তারা আসলে দেশের স্বাধীনতা ও স্বাধীনতার আদর্শে বিশ্বাস করে না। তারা স্বাধীনতাবিরোধী। তাদের বিরুদ্ধে সজাগ থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আগামী দিনেও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাঁর হাতকে শক্তিশালী করার জন্য জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

          প্রতিমন্ত্রী আজ মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৯ মিনিটের ভাষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধের নির্দেশনা দেন। তাঁর ডাকে সাড়া দিয়ে এদেশের মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করে। আজ স্বাধীনতাবিরোধীরা নানা ষড়যন্ত্রে মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

          অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কাফরুল থানার ৯৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মইজ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

          এর আগে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

#

রফিকুল/পাশা/নাইচ/মোশারফ/মাহমুদ/জয়নুল/২০২২/২০৫০ঘণ্টা

Handout                                                                                                                     Number : 1167 

Ambassador of Qatar calls on Foreign Minister Dr. Momen

Dhaka, 20 March :  

New Ambassador of Qatar Seraya Ali Al-Qahtani paid a call on Foreign Minister Dr. A K Abdul Momen on today. The Foreign Minister welcomed the Ambassador and assured him all support from the Ministry. 

The Ambassador expressed his commitment to further strengthen relations with Bangladesh. He briefed the Minister about the interest of Qatar government for enhancing trade and investment with Bangladesh. The Ambassador praised the role of the Bangladesh Government for its steady economic growth and continued socio economic development. 

The Minister thanked the government of Qatar for hosting a large number of Bangladesh expatriates and for extending standard salaries and working environment. The Foreign Minister informed the Ambassador that the Bangladesh side is waiting to receive Amir of Qatar in Bangladesh. He requests the Ambassador to arrange the visit at a convenient time. He also informed the Ambassador about investment opportunities in Bangladesh and expressed hope that during his tenure trade and investment between Bangladesh and Qatar will expand especially at Special Economic Zones. The Minister requests the Ambassador to pursue the Qatar government to provide more LNG supply to Bangladesh. He also requested the Ambassador to facilitate family visas for Bangladeshi expatriates living in Qatar. The Minister appreciated the government of Qatar for supporting each other in the international forum. He expressed his satisfaction over the preparation taken by the Qatar government to host the FIFA World Cup 2022. The Ambassador thanked the Minister for receiving him despite his busy schedule.

#

Mohsin/Nice/Sanjib/Shamim/2022/2036 hours

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১১৬৬

রাষ্ট্রপতির নিকট দুদকের বার্ষিক প্রতিবেদন পেশ

ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
    দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের নিকট কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০ ও ২০২১ পেশ করেন।
    দুদক কমিশনার ডঃ মোঃ মোজাম্মেল হক খান এবং মোঃ জহুরুল হক ও  সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
    সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
    দুর্নীতি  উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় উল্লেখ করে রাষ্ট্রপতি দুর্নীতি দমনে প্রতিকারের চেয়ে প্রতিরোধ এর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুর্নীতি করে কেউ যাতে পার না পায় তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ দুর্নীতি দমন কার্যক্রমকে গতিশীল করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর  পরামর্শ দেন। এছাড়া তদন্ত ও অনুসন্ধান প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও নির্দেশ দেন রাষ্ট্রপতি।
    রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত  মোঃ ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।
#

ইমরানুল/পাশা/নাইচ/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২২/২১০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১৬৫

 

 

দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে যাবেন প্রধানমন্ত্রী

                                                            -- পানি সম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল, ৬ চৈত্র (২০ মার্চ): 

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন,  দুঃখী মানুষের কথা চিন্তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকার যতদিন থাকবে ততদিন তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে যাবেন। প্রধানমন্ত্রী রমজান মাস আসার আগেই বিপুল সংখ্যক পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় এনেছেন।

আজ বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদ মাঠে পবিত্র রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ বলেন, নিম্নআয়ের মানুষদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী সারাদেশে ১ কোটি ২০ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দিচ্ছেন। যার মধ্যে বরিশাল সিটি করপোরেশনের ৯০ হাজারসহ গোটা জেলায় ২ লাখ ১৯ হাজার ৯২১ টি পরিবার রয়েছে। বরিশাল জেলার মধ্যে সদর উপজেলায় ১৫ হাজার ২৭০ পরিবার আর এই রায়পাশা-কড়াপুর ইউনিয়নে ১ হাজার ৪৭২ পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হবে। যাদের ভিজিডি কার্ড রয়েছে, যারা করোনাকালীন সময়ে আড়াই হাজার করে টাকা পেয়েছেন তাদেরকে এই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

উপকার ভোগীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, যে কার্ডটি আপনাদের দেয়া হয়েছে, সেটি কোন অবস্থাতেই কাউকে দিবেন  না এবং হারিয়ে ফেলবেন না।  এটা মূল্যবান সম্পদ হিসেবে আগলিয়ে রাখবেন।

প্রতিমন্ত্রী বলেন, মহামারি করোনার ব্যপকতার সময় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রনোদনার মাধ্যমে খেটে খাওয়া, অসহায়-দুঃখী মানুষদের আর্থিক সহায়তা, ত্রাণ সহায়তা ও খাদ্য সহায়তা দিয়েছেন। বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিয়েছেন। সরকার ৪০ হাজার কোটি টাকার ভ্যাকসিন ক্রয় করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যারা লাইনে দাঁড়াতে পারেন না, সবার সম্মুখে হাত পাততে পারেন না। কিন্তু বিপদে রয়েছেন, তাদের জন্য একটি মোবাইল নম্বর চালু করা হবে। তারা সেই নম্বরে ফোন দিলে  আমার পক্ষ থেকে তাদের খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, বিসিসি'র ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ও  সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু।

#

গিয়াস/নাইচ/সঞ্জীব/শামীম/২০২২/২০৩০ঘণ্টা

 

Handout                                                                                                         Number : 1164

8th US-Bangladesh Partnership Dialogue held

Dhaka, 20 March 2022:

            After a pause of two years due to the global COVID-19 pandemic situation, Bangladesh and the United States held the 8th round of the annual Partnership Dialogue today in Dhaka. While Bangladesh side was led by Foreign Secretary (Senior Secretary) Ambassador Masud Bin Momen, the visiting US delegation was led by US Under Secretary of State for Political Affairs Ambassador Victoria Nuland. This was indeed the first in-person political dialogue of Dhaka with the Biden Administration, also being further significant due to the 50th anniversary of the establishment of diplomatic relations between two countries. During the Dialogue, two sides discussed on the current status of the whole gamut of US-Bangladesh bilateral relations encompassing political, economic and security domains; and also, on ways and means to further enhance the ties between two friendly nations. 

            The two governments reaffirmed their commitment to enduring partnership, highlighting close cooperation on security, development, humanitarian assistance, and counterterrorism. The two governments agreed to continue to cooperate closely to advance a shared vision of a free, open, inclusive, peaceful, and secure Indo-Pacific region. In this regard, Foreign Secretary Masud underscored the need for having economic component in the IPS, in response of which the US side informed that a Economic Framework of the IPS would be released soon. Both sides also exchanged ideas on important issues of bilateral, regional, and global interest and concern, including the current situation in Ukraine, Afghanistan and Palestine.

            Foreign Secretary Masud underscored that the shared commitment to democratic governance and human rights serves as the fundamental basis for Bangladesh-US partnership. Bangladesh reiterated its strong commitment to upholding all kinds of civil and political rights of the people. He expressed Bangladesh’s concern over the recent sanctions imposed by the US Department of Treasury and of State on the RAB, underscoring that this might adversely affect Bangladesh’s sincere efforts to combat terrorism and transnational crimes. He also expressed Bangladesh’s willingness to engage in free and frank discussion with the US in this regard with the view to uplift the sanctions. The US side assured of continued discussions on this issue and appreciated the Government’s willingness to engage. Two sides also discussed on other human rights and labour rights related issues. Bangladesh delegation also raised the issue of the deportation of Rashed Chowdhury, the convicted killer the Father of the Nation.  

Page -2

 

           

           

  1.  

            Discussion on the issue of repatriation of forcibly displaced Rohingyas also took place. Bangladesh side deeply appreciated the strong political and humanitarian support of the US on the Rohingys issue, and underscored Bangladesh’s priority on the repatriation of the displaced Rohingyan as soon as possible. Foreign Secretary Masud suggested that the recently concluded MoU between Bangladesh and UNHCR on Bhasan Char should pave the way for US humanitarian assistance in Bhasan Char. Under Secretary Nuland assured of the US’s continued political and humanitarian support for the Rohingya crisis. 

            Both sides also discussed on strengthening economic ties, including through the upcoming visit to Bangladesh of the US-Bangladesh Business Council in April 2022. Foreign Secretary Masud underscored the need for diversification of US investment of Bangladesh, and highlighted the investment opportunity existing in Bangladesh, including the special economic zones and high tech parks. He also called upon the US side to consider restoring GSP facilities for Bangladeshi RMG exports, and also requested US support for the trade facilitation proposals for graduating LDCs in the auspices of the WTO. Bangladesh also sought for US cooperation in developing the Blue Economy, Also US support for resuming direct flight to New York was sought for. Both sides also expressed interest to bolster security and defence cooperation as well as maritime cooperation.

            The Dialogue was held in a friendly and cordial atmosphere.  Both sides reiterated their commitment to further strengthen the partnership between the two countries and take the relationship to greater heights. The 9th round of Bangladesh US-Bangladesh Partnership Dialogue will take place in Washington DC next year. 

#

Mohsin/Pasha/Sahela/Sanjib/Mahmud/Joynul/2022/2010hours
তথ্যবিবরণী                                                                                                                         নম্বর : ১১৬৩

বিএনপি যতই ঘণ্টা বাজায়, জনগণ ততই আওয়ামী লীগের পক্ষ নেয়

                                                                          -- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পঞ্চগড়, ৬ চৈত্র (২০ মার্চ) :

          বিএনপি যতই সরকারের বিদায় ঘণ্টা বাজায়, ততই জনগণ আওয়ামী লীগকে সমর্থন দেয় বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।

          আজ পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে সেখানে পৌঁছালে সার্কিট হাউজ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ২০০৯ সালে আমরা সরকার গঠন করার কয়েক মাস পর থেকেই আন্দোলনের নামে বিএনপি বলে আসছে- এই সরকারের দিন ঘনিয়ে এসেছে। রিজভী সাহেব বলেছেন, সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। তারা যতই এসব বলে আসছে, জনগণ ততই আমাদের পক্ষ নিয়েছে।

          ‘বিএনপি  নেতারা নয়াপল্টন অফিসে বসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘণ্টা বাজান, কিন্তু তাদের সেই ঘণ্টা বাজানোতে জনগণ সাড়া দেবে না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জনগণের রায় নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পরপর তিনবার রাষ্ট্র পরিচালনা করছেন। জনগণ জননেত্রী শেখ হাসিনার সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও বিপুল ভোটে জয় লাভ করে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।’

          মন্ত্রী আরো বলেন, বিএনপি’র ক্রমাগত অপপ্রচার সত্ত্বেও জাতিসংঘের সুখী দেশের সূচকে বাংলাদেশ আগের চেয়ে ৭ ধাপ এগিয়ে গেছে। ভারত, পাকিস্তান এখন বাংলাদেশের পেছনে। এই করোনার মধ্যেও বাংলাদেশে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। বিএনপি যেসব কথা বলছে, জাতিসংঘের এই রিপোর্টের পরে তাদের লজ্জা হওয়া উচিত।

          গতকাল জাতীয় প্রেসক্লাবে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব প্রেসক্লাবে গিয়ে বিএনপি ঘরোনা সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছেন। বাংলাদেশে সংবাদপত্রসহ সকল গণমাধ্যম যে ধরনের স্বাধীনতা ভোগ করে সেটি পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী যেভাবে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন এবং গত ১৩ বছরে যেভাবে গণমাধ্যমের বিকাশ ঘটেছে, অনেক উন্নয়নশীল দেশ তো বটেই অনেক উন্নত দেশেও এতো স্বাধীনতা নেই।

          পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা বেগম রুমি, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এ সময় উপস্থিত ছিলেন।

          পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন।

#

 

আকরাম/পাশা/সাহেলা/মোশারফ/মাহমুদ/জয়নুল/২০২২/২০১০ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১৬২

টিসিবি'র পণ্যে দেশের এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন

                                                                                                              ----বাণিজ্যমন্ত্রী

রংপুর (কাউনিয়া) ৬ চৈত্র (২০ মার্চ): 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বলেছেন, টিসিবি'র পণ্যে দেশের এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন। দেশে কোনো পণ্যের অভাব নেই। প্রয়োজনের চেয়ে অনেক বেশি মজুত রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম উপায়ে পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। দেশে ভোজ্যতেলের চাহিদার প্রায় ৯০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। ইতোমধ্যে এ পণ্য আমদানিতে ১৫ ভাগ শুল্ক কমানো হয়েছে, এছাড়া উৎপাদন ও ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে এর সুফল ভোক্তারা পেতে শুরু করেছে। গত কয়েকদিনে ভোজ্যতেলের দাম বাড়েনি বরং কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও কমবে। মন্ত্রী বলেন, কোনো অসাধু ব্যবসায়ীকে সুযোগ নিতে দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য ভাবেন। দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। দেশে কৃষি ক্ষেত্রে উৎপাদন বেড়েছে, মৎস্য চাষে ব্যাপক উন্নতি হয়েছে। 

          মন্ত্রী আজ রংপুর জেলার কাউনিয়া  উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসন আয়োজিত পবিত্র রমজান উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে দেশের নিম্ন আয়ের এককোটি পরিবারের নিকট টিসিবি'র  নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ বিশেষ কার্ডগুলো সংরক্ষণ করবেন। মধ্য রমজানে আবার পণ্য দেয়া হবে। ডিলারদের সততার সাথে পণ্য বিক্রয় করতে হবে। সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্ব এগুলো তদারকি করা।

          এর পরে বাণিজ্যমন্ত্রী কাউনিয়া উপজেলা কমপ্লেক্স রোটারি ক্লাব অভ্‌ উত্তরা এবং অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে  এবং রংপুর মেডিকেল কলেজের সহযোগিতায় দিনব্যাপী " স্বাস্থ্য সেবা ও চক্ষু পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন"। 

#

বকসী/পাশা/সাহেলা/মোশারফ/মাহমুদ/শামীম/২০২২/১৯৪৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর : ১১৬১

 

অবৈধভাবে চাল মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

                                                                                                                      -- খাদ্যমন্ত্রী

কুষ্টিয়া, ৬ চৈত্র (২০ মার্চ) :

          খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে পর্যাপ্ত ধান ও চাল উৎপাদন হয়। তারপরও চালের দাম বাড়ছে, যা অত্যন্ত দুঃখজনক। এসময় চালের বাজার নিম্নমুখী রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান মন্ত্রী।

          আজ কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনক্ষে অবৈধ মজুতদারি রোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশে চালের পর্যাপ্ত মজুত রয়েছে। তারপরও ধাপে ধাপে চালের দাম বাড়ছে, যা কাক্সিক্ষত নয়। এর কারণ খতিয়ে দেখতে আমরা মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মাঠ পর্যায়ের সঠিক তথ্য আমাদের পরিকল্পনা গ্রহণে কাজে লাগবে।

          মন্ত্রী আরো বলেন, রমজান মাসে চালের দাম বাড়ানো যাবে না। চালের দাম ধাপেধাপে কমাতে হবে। তাছাড়া চালের বস্তায় ধানের জাত ও উৎপাদনের তারিখ উল্লেখ করতে হবে। তার গাইড লাইন আমরা দ্রুত পাঠিয়ে দেব। কেউ অবৈধভাবে চাল মজুত করে দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

          কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন।

          এর আগে মন্ত্রী কুষ্টিয়ার খাজানগরে ফ্রেস এগ্রো লিমিটেড, রশিদ এগ্রো ফুড লিমিটেড ও দেশ এগ্রো লিমিটেড এ আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে উল্লেখিত মিলগুলোতে অবৈধ মজুত দেখতে পান। অবৈধভাবে মজুতকৃত চাল দ্রুত বাজারজাত করার জন্য মিল মালিকদের নির্দেশনা দেন তিনি। এছাড়াও মন্ত্রী অবৈধ মজুতদারি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেন।

#

কামাল/পাশা/সাহেলা/মোশারফ/মাহমুদ/জয়নুল/২০২২/১৯৪৫ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১১৬০

গ্রাম-গঞ্জের বর্জ্যকেও সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে কাজ করছে সরকার

                                                                               --স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ): 

          স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রাম-গঞ্জে উৎপন্ন বর্জ্যকেও একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে কাজ করছে সরকার।

মন্ত্রী আজ রাজধানীর সিরড্যাপ মিলনায়তনে আয়োজিত 'Solid Waste Management Information Sharing' বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বর্জ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশে অতীতে যে পরিমাণ বর্জ্য উৎপাদন হতো তার পরিমাণ বহুগুণ বেড়েছে। কারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। মানুষের আয় বাড়লে ভোগ বাড়বে এটাই স্বাভাবিক। আর ভোগ বাড়লে ময়লা-আবর্জনাও বৃদ্ধি পাবে।

          মন্ত্রী জানান, বর্জ্য সকল দেশের জন্যই একটি চ্যালেঞ্জ। বর্জ্যকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে কাজ চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশন, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে সকল সিটি কর্পোরেশন এবং জেলা-উপজেলা ও পৌরসভাতেও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। উন্নত বিশ্ব যেভাবে বর্জ্য কালেকশন করে ইনসিনারেশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে, সেই ফর্মূলা ফলো করেই আমাদের দেশেও কাজ করা হচ্ছে।

নদী-নালা, খাল-বিল, লেক ও খালসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে মোঃ তাজুল ইসলাম বলেন, গ্রামেও এখন প্রচুর ময়লা-আবর্জনা উৎপন্ন হয়। গৃহস্থালি, শিল্প-কলকারখানা, কনস্ট্রাকশন বর্জ্য, মেডিকেল বর্জ্য এবং ময়লা-আবর্জনাতে ক্ষতিকারক অনেক উপাদান থাকে, যা মানুষের স্বাস্থ্যের ক্ষতিকর।

          এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রতিদিন প্রায় তিন হাজার টন, চট্টগ্রামে দুই হাজার পাঁচশো টন, গাজীপুরে দুই হাজার টন এবং নারায়ণগঞ্জে প্রচুর বর্জ্য উৎপন্ন হচ্ছে। এসব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। এতে করে বর্জ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন-এসটিএস-এ ময়লা-আবর্জনা রাখায় প্রচুর দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে করে পথচারী এবং আশপাশের বসবাসরত মানুষের ব্যাপক সমস্যা হয়। তাই দুর্গন্ধ যেন না ছড়ায় এবং প্রযুক্তিগত বিকল্প ব্যবস্থার সুযোগ আছে কিনা তা পর্যালোচনা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

          মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে দেশকে সোনার বাংলায় পরিণত করা। কিন্তু ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে শহিদ করার পর সে স্বপ্নের পথ রুদ্ধ হয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্ন-বাস্তবে রূপ দিতে কাজ শুরু করেন। স্বাধীনতার পর এতো অল্প সময়ের মধ্যে বাংলাদেশ যে উন্নয়ন অর্জন করেছে তা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে। দেশ পরিচিতি পেয়েছে উন্নয়নের রোল মডেল হিসেবে।

          দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী।

স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

          এছাড়া সভায় জাইকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব, বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকর্তা ও বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

#

হায়দার/পাশা/সাহেলা/মোশারফ/মাহমুদ/শামীম/২০২২/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১১৫৯

নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত, নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে

                                                                                                                  -- কৃষিমন্ত্রী

টাঙ্গাইল, ৬ চৈত্র (২০ মার্চ): 

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী দুই বছর পরে জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অনবরত মিথ্যাচার করছে। এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের নেতাকর্মীদেরকে রাজনৈতিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুতির জন্য দলের বিভিন্ন স্তরের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। সম্মেলনের মাধ্যমে দলকে আরো সুসংগঠিত করে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

 

আজ টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করা আওয়ামী লীগের দায়িত্ব, বর্তমান সরকারের দায়িত্ব। নির্বাচনকে বানচাল করতে বিএনপিসহ যারা ষড়যন্ত্র করছে-তাদেরকে মোকাবিলা করাও আওয়ামী লীগের দায়িত্ব। আমরা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করছি।

 

বিএনপির ব্যর্থ আন্দোলন ও আস্ফালন-বিবৃতি প্রসঙ্গে ড. আব্দুর রাজ্জাক বলেন, ২০০৯ সালে আমরা ক্ষমতায় আসার পর থেকেই বেগম খালেদা জিয়া, বিদেশে থেকে তারেক রহমান আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য বিএনপি নেতারা সরকার পতনের আন্দোলন, কর্মসূচি ও বিবৃতি দিয়ে আসছে। তার ফল কি, আমরা তা দেখেছি। সেসব ব্যর্থ আন্দোলনের পুনরাবৃত্তি ও অকার্যকর আস্ফালন-বিবৃতি আমরা দেখে আসছি।

 

সম্মেলনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, মোঃ ছানোয়ার হোসেন, ছোট মনির এমপি বক্তব্য রাখেন।

#

কামরুল/পাশা/সাহেলা/মোশারফ/মাহমুদ/শামীম/২০২২/১৮৩৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                    &nb

2022-03-20-16-00-92f0eb926ae7131cc9d54e6dcdcd1bae.doc