Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ডিসেম্বর ২০২২

তথ্যবিবরণী ৭ ডিসেম্বর ২০২২

Handout                                                                                                          Number : 4852

 

Outgoing Ambassador of China to Bangladesh calls on Foreign Minister Dr. Momen

 

Dhaka, 7 December 2022 :

 

The outgoing Ambassador of the People’s Republic of China to Bangladesh Li Jiming paid a farewell call on Foreign Minister Dr. A K Abdul Momen at the Ministry of Foreign Affairs, Dhaka today. During the call, Foreign Minister expressed deepest condolences and heartfelt sympathies for the sad demise of the former President of China Jiang Zemin. 

 

The Foreign Minister appreciated Ambassador Li Jiming’s contributions in strengthening Bangladesh-China bilateral relations. He recalled the visit of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman to China in 1952 and 1957 and referred Bangabandhu’s impression on the New China, eloquently accounted in his own book ‘Amar Dekha Naya Chin’  on the visit to China in 1952. The Foreign Minister lauded the support of the Government of China and the Chinese Ambassador in addressing Covid-19 pandemic in Bangladesh, particularly for the gift of over 5 million doses and for opening the commercial supply line of 77 million doses of Covid-19 vaccines to Bangladesh at the most critical time of the pandemic, good progress of the China-assisted mega projects in Bangladesh, etc. 

 

Both sides cordially exchanged views on regional and multilateral issues of mutual interest, including cooperation in different multilateral fora on SDGs, climate change, South-South Cooperation, etc. Reiterating Bangladesh’s position on ‘One China Policy’, the Foreign Minister stated that Bangladesh shares the vision for a free, open, peaceful, secure, and inclusive Indo-Pacific Region, based on international law and with shared prosperity for all. He expressed the hope that China would continue to extend support towards repatriation of the Rohingyas from Bangladesh to Myanmar at an early date for the peace and security in the region. 

 

Foreign Minister Dr. Momen wished Ambassador Li Jiming successes in his future endeavors.

 

 

#

 

Mohsin/Enayet/Rafiqul/Salim/2022/2225 Hrs.

 

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ৪৮৫১

              

প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে সরকার ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছে

                                                                           -- ধর্ম প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জ, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর ) :

 

          ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে সরকার ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হচ্ছে।

 

          প্রতিমন্ত্রী  আজ কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, কিশোরগঞ্জের  সহযোগিতায় আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তৃতা একথা বলেন।

 

          প্রতিমন্ত্রী বলেন, কোনো অশুভ শক্তি যেন ধর্মের নামে দেশকে  অস্থিতিশীল  করতে না পারে সে বিষয়ে ধর্মীয় ও সামাজিক  নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নির্দেশে  ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সকল ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নানামুখী  কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে সারা দেশে ৫৬৪ টি মডেল মসজিদ  ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

           

          কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), কিশোরগঞ্জ  জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি  বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ পারভেজ মিয়া, কিশোরগঞ্জ জেলা  ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোঃ মহসিন খান, বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম.এ.আফজাল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ  জেলা শাখার সভাপতি এডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ।

 

#

 

আনোয়ার/এনায়েত/রফিকুল/সেলিম/২০২২/২১৫০ ঘণ্টা

Handout                                                                                                          Number : 4850

 

New Ambassador of UAE to Bangladesh

calls on State Minister for Foreign Affairs Shahriar Alam

 

Dhaka, 7 December 2022 :

 

            New Ambassador of the United Arab Emirates to Bangladesh Abdullah Ali Al Hamoudi called on the State Minister for Foreign Affairs Md. Shahriar Alam at the Ministry of Foreign Affairs, Dhaka today. The State Minister welcomed the New Ambassador and assured him all possible support from the Ministry.

 

            The Ambassador thanked the State Minister for receiving him. He highly appreciated the leadership of Prime Minister Sheikh Hasina for the unprecedented development and progress of Bangladesh. The State Minister mentioned that the relations between Bangladesh and the UAE are becoming stronger day by day. He expressed that during the tenure of Ambassador the bilateral relations would further expand for mutual interest.

 

            The Ambassador highlighted for cooperation on enhancing trade and investment, air and shipping connection, agriculture, Food Security, floating based solar energy, pharmaceuticals, IT, afforestation, alliance for mangrove forest etc. The Ambassador requested the State Minister for support of Bangladesh during COP 28 to be held in Dubai in 2023. He also sought the cooperation of the Bangladesh Government for operation of Abu Dhabi based Wizz Air between Abu Dhabi and Dhaka/Chittagong as a low-cost airline.

 

            The State Minister emphasized for strengthening cooperation for food security and energy security between Bangladesh and the UAE.

 

#

 

Mohsin/Enayet/Rafiqul/Salim/2022/2150 Hrs.

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ৪৮৪৯

              

উৎপাদন বৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের

দেশগুলোর সাথে কাজ করতে চায় বাংলাদেশ

                                             -- শ্রম প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর ) :

 

          শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, উৎপাদন বৃদ্ধি, মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে কাজ করতে চায়।

 

          প্রতিমন্ত্রী আজ সিঙ্গাপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এর ১৭তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সম্মেলনে বক্তৃতায় একথা বলেন।

 

          প্রতিমন্ত্রী বলেন,  সরকার প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের সকল  শ্রমিকের ডাটাবেজ তৈরির কাজ শুরু করেছে, গত জুন থেকে গার্মেন্টস শ্রমিকদের জন্য ইনজুরি স্কিম চালু করা হয়েছে, সার্বজনীন পেনশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার শ্রম পরিস্থিতির সার্বিক উন্নয়নে আইএলওসহ উন্নয়ন সহযোগী দেশ-সংস্থা, সামাজিক অংশীদার এবং সংশ্লিষ্ট সকল অংশীজনদের সাথে আরো গুরুত্ব দিয়ে কাজ করবে বলে তিনি জানান।

 

          মুন্নুজান সুফিয়ান বলেন, বাংলাদেশ শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংশোধিত শ্রম আইন  অর্থনৈতিক অঞ্চলেও কার্যকর হবে। শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকার আরো ৬টি নতুন শ্রম আদালত স্থাপন করেছে। ইপিজেড এলাকায় শ্রমিকদের জন্য শ্রম বিধিমালা কার্যকর করা হয়েছে,  হেল্পলাইন চালু করা হয়েছে এবং এ এলাকায় শ্রম পরিদর্শনের মান বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইপিজেড এলাকায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শকগণ পরিদর্শন করছেন। আগে তারা ইপিজেড এলাকায় শ্রম পরিদর্শন করতে পারতেন না।

 

          সরকার এক লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে আনতে ১১২টি এনজিওকে নিযুক্ত করেছে। সরকার ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজ করেছে। ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হয়েছে। বর্তমানে ৯ হাজারেরও বেশি নিবন্ধিত ট্রেড ইউনিয়ন আছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

 

          আইএলও’র মহাপরিচালক গিলবার্ট হংবোর সভাপতিত্বে সভায় সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মোঃ তাওহিদুল ইসলাম, শ্রম মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আইও) মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশনের সভাপতি আরদাশির কবির এবং জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়াসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

 

#

 

আকতারুল/এনায়েত/রফিকুল/সেলিম/২০২২/২১৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ৪৮৪৮

 

সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

 

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৭ডিসেম্বর) :            

            এক ম্যাচ হাতে রেখেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (ওডিআই) - এ ভারতের বিপক্ষে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী ।         

আজ এক অভিনন্দনবার্তায় প্রতিমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ‍্যতে আরো সাফল‍্য কামনা করেন। ভবিষ্যতে বাংলাদেশ দলের অসাধারণ নৈপুণ্য অব‍্যাহত রাখার আশাবাদ ব‍্যক্ত করেন।


#
 

জাহাঙ্গীর/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/লিখন/২০২২/২০৪৩ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ৪৮৪৭

 

ভারতের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অর্থমন্ত্রীর অভিনন্দন

 

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৭ডিসেম্বর) : 

 

          তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সাবেক আই‌সি‌সি সভাপ‌তি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী আজ এক অভিনন্দনবার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান ।

 অভিনন্দন বার্তায় অর্থমন্ত্রী বলেন, আজকের দিনটি বাংলাদেশের ‍ক্রিকেটের জন্য একটি মাইলফলক দিন। বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক এ পারফরম্যান্স নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। বাংলাদেশের এ জয় আমাদের খেলোয়ারদের দৃঢ় সক্ষমতার প্রমাণ। তিনি মিরাজের অসাধারণ বীরত্বের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনগুলোতে ও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে বলে তি‌নি আশা ব্যক্ত ক‌রেন। 

#

তৌ‌হিদুল/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/লিখন/২০২২/২০৪৩ঘণ্টা 

 

 

তথ্যবিবরণী                                                                                                                    নম্বর : ৪৮৪৬

              

আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে নামজারি বাতিল না করার নির্দেশনা দিয়ে পরিপত্র

 

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর ) :

            ২৮ দিনের অধিক সময় ধরে ই-নামজারি মামলা/আবেদনসমূহ অনিষ্পন্ন থাকার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট কালেক্টরদের (জেলা প্রশাসক) কাছে গতকাল থেকে পত্র প্রেরণ শুরু করেছে ভূমি মন্ত্রণালয়।

             যেসব উপজেলা কিংবা সার্কেল ভূমি অফিসে নামজারিতে ২৮ দিনের অধিক সময় লাগছে সেখানকার দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি)দের থেকে ব্যাখ্যা সংগ্রহ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তা ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের বলা হয়। ব্যাখ্যা পাওয়ার পর (সাধারণ আবেদনে) নিয়ম অনুযায়ী ২৮ দিনের মধ্যে ই-নামজারি নিশ্চিত করার জন্য প্রযোজ্য যে ব্যবস্থা গ্রহণ করা সমীচীন হবে তা গ্রহণ করবে ভূমি মন্ত্রণালয়।

            প্রসঙ্গত, জাতীয় ভূমি সেবা কাঠামো www.land.gov.bd গিয়ে ই-নামজারি ট্যাবে ক্লিক করলেই বিগত ৯০ দিনের জাতীয়, বিভাগ ও জেলাওয়ারী ই-নামজারি আবেদনের সংখ্যা, মঞ্জুরের হার ও গড় নিষ্পত্তি দেখা যাবে। এছাড়া নিজ আবেদনের সর্বশেষ অবস্থা দেখার সুযোগ রেয়েছে। ইতিপূর্বে ভূমি মন্ত্রণালয় ই-নামজারি ব্যবস্থার জন্য মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড - ২০২০’ অর্জন করেছে।

            এর আগে, আবেদনকারীকে আত্মপক্ষের সুযোগ না দিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে সরাসরি নামজারি আবেদন না-মঞ্জুর (বাতিল) না করার জন্য সহকারী কমিশনার (ভূমি)দের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে গত ৪ই ডিসেম্বর এক পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত পরিপত্রে ৭ দিনের মধ্যে উপজেলা/সার্কেল ভূমি অফিসে নামজারি বিষয়ক প্রতিবেদন প্রেরণের জন্যও ইউনিয়ন ভূমি অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে যেন ২৮দিনের মধ্যে নামজারি নিষ্পত্তি করা সহজ হয়।  

            পরিপত্রে নামজারি কার্যক্রমে ওয়ারিশ সনদ ‘প্রত্যয়ন সিস্টেম’ হতে গ্রহণের ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যয়ন সিস্টেমের সাথে নামাজারি সিস্টেমের আন্তঃসংযোগ সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত ব্যক্তির মৃত্যুর পর ইস্যুকৃত ওয়ারিশ সনদের মেয়াদ উন্মুক্ত রাখার বিষয়েও পরিপত্রে বলা হয়।

            এছাড়া, অধিগ্রহণ কার্যক্রম চলাকালীন স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইনের ৪ ধারা নোটিশ জারির পর প্রযোজ্য ক্ষেত্রে নামজারি করার ব্যাপারেও নির্দেশ জারি করা হয় পরিপত্রে। ৪ ধারা নোটিশ জারির পূর্বে সম্পাদিত দলিলের ভিত্তিতে বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পরিবর্তিত হলে অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হিসেবে ক্ষতিপূরণ পাওয়ার স্বার্থে নামজারি করা যাবে মর্মে নির্দেশ দেওয়া হয়েছে পরিপত্রে।

#

 

নাহিয়ান/সিরাজ/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/জয়নুল/২০২২/২০০৫ ঘণ্টা 

 

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪৮৪৫

 

বিএনপি মানুষের পাশে দাঁড়ায় না, মানুষ পোড়ানোর রাজনীতি করে

                                                    -- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

 

কক্সবাজার, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) : 

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘বিএন‌পি হচ্ছে শীতের অ‌তি‌থি পা‌খি, নির্বাচন আসলেই তাদের দেখা যায়। করোনার সময় এদের দেখা যায় না, মানুষের দুঃসময়ে এদের পাওয়া যায় না। মানুষ পোড়ানো হচ্ছে বিএন‌পির রাজনী‌তি।’ তিনি বলেন, ‘আগামী ১০ তা‌রিখ বিএন‌পি ঢাকায় সমাবেশ ডেকেছে। তাদের পছন্দ রাস্তা। কারণ তারা যাতে রাস্তায় নেমে যানবাহনে আগুন দিতে পারে।’

 

আজ কক্সবাজার শেখ কামাল আন্তর্জা‌তিক ক্রিকেট স্টে‌ডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ  আয়োজিত জনসভায় প্রধান অ‌তি‌থি আওয়ামী লী‌গ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বক্তৃতার আগে দেয়া বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

 

‌          মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। ১৪ বছরে বদলে গেছে দেশ। কিন্তু বিএন‌পি এই উন্নয়ন দেখতে পায় না কারণ দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না। অপরদিকে শেখ হা‌সিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।’

 

কক্সবাজারের উন্নয়‌নকে অভূতপূর্ব বর্ণনা করে হাছান মাহ্‌মুদ বলেন, লক্ষ কো‌টি টাকার উন্নয়নে কক্সবাজার বদলে গেছে। বিদেশ থেকে যারা আসেন তারা কক্সবাজারকে চিনতে পারেন না। শেখ হা‌সিনার সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জা‌তিক মানে উন্নীত করেছে। আগামী বছর এই পর্যটননগরীতে ট্রেন আসবে। চট্টগ্রাম কক্সবাজার সড়কও আধু‌নিক মানের হচ্ছে, জানান মন্ত্রী।

 

জনসভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রে‌সি‌ডিয়াম সদস্য ই‌ঞ্জি‌নিয়ার মোশারফ হোসেন, জাহাঙ্গীর ক‌বির নানক ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হা‌নিফ, বাহাউ‌দ্দিন না‌সিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু‌জিবুর রহমান, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ র‌ফিক ও জাফর আলম।

 

#

 

আকরাম/সিরাজ/এনায়েত/সঞ্জীব/মাহমুদ/সেলিম/২০২২/১৯৩৫ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                              নম্বর :  ৪৮৪৪

              

পদ্মা সেতু নির্মাণের ফলে সংস্কৃতির স্বতঃস্ফূর্ত আদান-প্রদান ঘটবে

                                                      --- সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

 

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর ) :

            সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, পদ্মা সেতু নির্মাণের ফলে এপার ওপারের মানুষের মধ্যে সংস্কৃতির স্বতঃস্ফূর্ত আদান-প্রদান ঘটবে। একইসঙ্গে দু’পারের মানুষের মধ্যে আত্মীয়তার বন্ধন ও যোগাযোগ বৃদ্ধি পাবে।

            প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় জাদুঘর আয়োজিত ‘পূর্বাপরে পদ্মা সেতু: সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা -২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

            প্রতিমন্ত্রী বলেন, ঐতিহ্যিক সংস্কৃতির ভাণ্ডার বাংলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলাগুলো। লোকসাহিত্য ও সংস্কৃতির অজস্র উপকরণ, আঙ্গিক এবং লোকপ্রিয় ধারা-উপধারা রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবনে। পদ্মা সেতুর সফল উন্মোচনের পর এখন দেয়া-নেয়া হবে দক্ষিণের সাথে উত্তরের, পশ্চিমের সাথে পূর্বের সংস্কৃতি চর্চার।

            প্রতিমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু নিয়ে কম ষড়যন্ত্র হয়নি। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রী তথা দেশবাসীর এই স্বপ্নকে বিনষ্ট করার জন্য কত রকমের ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল। কত রকমের অপবাদ ছড়ানো হয়েছে। কিন্তু সত্য ও ন্যায়ের কাছে এসব আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, সকল ষড়যন্ত্র ছিন্ন করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। পদ্মা সেতু এখন আর কোনো স্বপ্ন নয়, এটি এখন বাস্তব সত্য। এটি এখন বাংলাদেশের সবচেয়ে বড় ও আকর্ষণীয় স্থাপনা।

            বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তৃতা করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক খান মাহবুব। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার ড. শিহাব শাহরিয়ার।

            প্রতিমন্ত্রী এর আগে রাজধানীর বাংলা একাডেমির শহিদ মুক্তমঞ্চে বাংলা একাডেমির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথির বক্তৃতা করেন।

#

 

ফয়সল/সিরাজ/এনায়েত/সঞ্জীব/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/২০১০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ৪৮৪৩

 

ডা. এস এ মালেকের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রিবর্গের শোক

 

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) : 

 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক; আইনমন্ত্রী আনিসুল হক; স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম; পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন; পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী; রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

 

এছাড়া, ডা. এস এ মালেকের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ; সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু; নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী; আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য; পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ; সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী; মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা; ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এবং পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

 

পৃথক শোকবার্তায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ডা. মালেকের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

#

 

কামরুল/সিরাজ/এনায়েত/সঞ্জীব/রফিকুল/সেলিম/২০২২/১৯১০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                নম্বর :  ৪৮৪২

              

সরকার গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সক্ষম হয়েছে

                                 --- আবুল হাসানাত আবদুল্লাহ্

 

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর ) :

            পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি। বর্তমান গণতান্ত্রিক সরকার এ দর্শনকে ধারণ করে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সক্ষম হয়েছে। 

            আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

            আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার সারা দেশে পরিকল্পিত, গণমুখী ও বাসযোগ্য টেকসই গ্রামীণ সমাজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাস করে। এ নীতিতে সারাদেশে সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিনি নির্বাচিত প্রতিনিধিদের সরকারের মুখাপেক্ষী না থেকে স্থানীয় পর্যায়ে বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি গ্রহণের মাধ্যমে স¦াবলম্বী প্রতিষ্ঠান হিসেবে জনসেবা সুনিশ্চিত করার পরামর্শ দেন।

             আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, বর্তমান সরকারের ‘রূপকল্প ২০২১’ এর সফল বাস্তবায়ন এবং অভীষ্ট লক্ষ্য অর্জনে স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকারের সেতুবন্ধ হিসেবে কাজ করতে হবে। তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের দলমতের ঊর্ধ্বে ওঠে সর্বস্তরের জনগণের সার্বিক কল্যাণে সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বরিশালের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

#

 

আহসান/সিরাজ/এনায়েত/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/২০০০ ঘণ্টা 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর :  ৪৮৪১

              

উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করতে হবে

                                                        --- কৃষিমন্ত্রী

 

ঢাকা, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর ) :

            কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন,  খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর জন্য সুষ্ঠু কৃষিঋণ ব্যবস্থাপনা খুবই জরুরি। অনেক তরুণ উদ্যোক্তা বাণিজ্যিক কৃষিতে এগিয়ে আসতেছে, তাদের জন্য ঋণ দরকার। অনেক সময় কৃষকেরা এনজিও বা অপ্রাতিষ্ঠানিক খাত থেকে চড়া সুদে ঋণ গ্রহণ করে। সেজন্য, কৃষকদেরকে সহজ শর্তে, কম সুদে, জামানাত ছাড়া বিনা হয়রানিতে ঋণ দিতে হবে। এ বিষয়টিকে কার্যকর করতে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে।

            আজ ঢাকায় খামারবাড়িতে বিএআরসি মিলনায়তনে নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। বিসেফ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

            মন্ত্রী বলেন, কৃষি যান্ত্রিকীকরণে বর্তমান সরকার ৫০ শতাংশ থেকে ৭০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। তারপরেও একটা কম্বাইন হারভেস্টার কিনতে কৃষককে স্থানভেদে ১০- ১৪ লাখ টাকা দিতে হয়। ভর্তুকি দেয়ার পরও অনেক কৃষক এত টাকা দিয়ে  হারভেস্টার কিনতে পারে না। এখানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, কৃষককে ঋণ দিতে হবে। মন্ত্রী ব্যাংক ও কৃষি বিভাগের কর্মকর্তাদেরকে একসাথে বসে, সমন্বয় করে মাঠ পর্যায়ে কৃষিঋণ বিতরণের সমস্যা সমাধানের জন্য নির্দেশ দেন।

            মন্ত্রী বলেন, সকলের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বর্তমান সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে পুষ্টিসমৃদ্ধ খাবারের উৎপাদন ও প্রাপ্যতা অনেক বেড়েছে। তবে অনেক মানুষের ক্রয়ক্ষমতা কম, তারা সীমিত আয় দিয়ে এখনো পর্যাপ্ত পুষ্টিকর খাবার কিনতে পারে না। এক্ষেত্রে মানুষের আয় বাড়াতে হবে, এগ্রোপ্রসেসিংয়ে বিনিয়োগ করতে হবে, কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। সেলক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।

            অনুষ্ঠানে বিসেফ ফাউন্ডেশনের সভাপতি জয়নাল আবেদিন ও সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুক বক্তব্য রাখেন।

#

 

কামরুল/সিরাজ/সঞ্জীব/মোশারফ/মাহমুদ/জয়নুল/২০২২/১৯৩০ ঘণ্টা 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৪৮৪০

              

২০৩০ সালে লেদারপণ্যের রপ্তানি হবে ১০ বিলিয়ন মার্কিন ডলার

                                                            ---

2022-12-12-11-27-67fc13d20af83ce95d0c52ec0b837e96.docx