তথ্যবিবরণী নম্বর : ১৪৩
৭ম কৃষি প্রযুক্তি মেলা সমাপ্ত
সার্বিক বিবেচনায় চিক্স এন্ড ফিডস প্রথম
ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
আজ রাজধানীর আনত্মর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় পলস্নী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ারস এন্ড এক্সিবিশন এর যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী ৭ম কৃষি প্রযুক্তি মেলা শেষ হয়েছে।
মেলায় সার্বিক বিবেচনায় ‘চিক্স এন্ড ফিডস ১ম, এসিআই লিঃ ও গেটকো যৌথভাবে ২য় এবং এগ্রো বেস্ট কর্পোরেশন ও আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ যৌথভাবে ৩য় স'ান অর্জন করেছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরডিএ’র মহাপরিচালক এম এ মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আরাসত্মু খান এবং অন্যান্যের মধ্যে পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম, চীনের এফসিএম এর ভাইস জেনারেল ম্যানেজার রবার্ট গেন, আরডিএ’র পরিচালক মো. নজরম্নল ইসলাম খান ও লিমরা’র কাজী সারোয়ার উদ্দিন বক্তব্য রাখেন।
মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, চীন, থাইল্যান্ড, ফিলিপাইন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জাপান ও কানাডাসহ ১৯টি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের কৃষি প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি, জ্বালানী শক্তি, উদ্যান ফসলের উন্নয়ন প্রযুক্তি, গবাদি পশু-পাখির খাদ্য ও পুষ্টি উৎপাদন প্রযুক্তির ৩৬৫টি স্টল স'ান পায়।
#
আহসান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪২
আপটাভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়বে
-- বাণিজ্যমন্ত্রী
ব্যাংকক (থাইল্যান্ড), ১৩ জানুয়ারি :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাণিজ্য সুবিধা বৃদ্ধির ফলে আপটাভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য অনেক বাড়বে। আপটা’র চতুর্থ রাউন্ড নেগোসিয়েশনের আওতায় শুল্ক সুবিধাপ্রাপ্ত পণ্য সংখ্যা
৪ হাজার ৬৪৮ থেকে বেড়ে ১০ হাজার ৬৭৭টিতে উন্নীত হবে। এতে করে আপটাভুক্ত দেশগুলোতে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি পাবে ও কর্মসংস'ান সৃষ্টি হবে। ফলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং রপ্তানি আয় বৃদ্ধি পাবে।
বাণিজ্যমন্ত্রী আজ থাইল্যান্ডের ব্যাংককে আপটা’র মিনিস্টেরিয়াল কাউন্সিলের চতুর্থ অধিবেশনে সভাপতিত্বকালে এসব কথা বলেন।
তিনি বলেন, আপটার ভবিষ্যৎ কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের ড়্গেত্রে বাণিজ্যে শুল্ক সুবিধা প্রদানের পাশাপাশি সেবাখাত, বিনিয়োগ এবং বাণিজ্য বিষয়ে ২০০৯ সালে স্বাড়্গরিত ফ্রেমওয়ার্ক চুক্তি দ্রম্নত কার্যকর করা প্রয়োজন। এ ড়্গেত্রে এলডিসিভুক্ত দেশগুলোকে বিশেষ সুবিধা প্রদান করলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রূপকল্প-২০২১’ অর্জনে সহায়ক হবে।
আপটার চতুর্থ রাউন্ড নেগোসিয়েশনের আওতায় বাংলাদেশ ৫৯৮টি পণ্যে ১০ থেকে ৭০ শতাংশ এবং এলডিসিভুক্ত দেশের জন্য আরো ৪টি পণ্যে ২০ থেকে ৫০ শতাংশ, চীন ২,১৯১ টি পণ্যে ৫ থেকে ১০০ শতাংশ এবং এলডিসিভুক্ত দেশগুলোর জন্য আরো ১৮১টি পণ্যে ০ থেকে ১২.৫ শতাংশ, ভারত ৩,৩৩৪ টি পণ্যে ৫ থেকে ১০০ শতাংশ এবং এলডিসিভুক্ত দেশগুলোর জন্য ১৪ থেকে ১০০ শতাংশ, দড়্গিণ কোরিয়া ২,৭৯৬টি পণ্যে ১০ থেকে ৫০ শতাংশ এবং এলডিসিভুক্ত দেশগুলোর জন্য ৯৬১টি পণ্যে ২০ থেকে ১০০ শতাংশ, শ্রীলংকা ৫৮৫টি পণ্যে ৫ থেকে ৬২.৫ শতাংশ এবং এলডিসিভুক্ত দেশগুলোর জন্য ৭৫টি পণ্যে ১০ থেকে ৫০ শতাংশ, লাওস ৯৯৯টি পণ্যে ২০ থেকে ৩৭.৫ শতাংশ, এবং মঙ্গোলিয়া ৩৩৩টি পণ্যে ১০ থেকে ৩০ শতাংশ শুল্ক ছাড় দেবে। (আপটার সদস্য হিসেবে মঙ্গোলিয়ার অনত্মর্ভুক্তি এখন চূড়ানত্ম পর্যায়ে)। এর ফলে বাংলাদেশ সর্বাধিক বাণিজ্য সুবিধা ভোগ করার সুযোগ পাবে।
সভায় শ্রীলংকার বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিশাদ বাথিউডেন (জরংযধফ ইধঃযরঁফববহ), লাওসের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খিম্মানি ফলসিনা (কযবসসধহর চযড়ষংবহধ), দড়্গিণ কোরিয়ার অর্থপ্রতিমন্ত্রী সেং মোক চোই (ঝধহম গড়শ ঈযড়র), চীনের বাণিজ্যমন্ত্রীর পড়্গে থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত নিং ফুকুই (ঘরহম ঋঁশঁর), ভারতের বাণিজ্যমন্ত্রীর পড়্গে থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ভাগওয়ান্ট সিংবিশনই (ইযধমধিহঃ ঝরহময ইরংযহড়র) এবং মঙ্গোলিয়ার বাণিজ্যমন্ত্রীর পড়্গে থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত টুগসবিলগুন তুমুর্কহুলেজ (ঞঁমংনরষমঁঁহ ঞঁসঁৎশযঁষবম) নিজেদের দেশের পড়্গে বক্তব্য রাখেন এবং আপটা’র টেরিফ কনসেশন, নন-টেরিফ মেজার্স ও রম্নলস অভ্ অরিজিন সংক্রানত্ম ওয়েব পোর্টাল উদ্বোধন করেন।
#
বকসী/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪১
জাসদের কোষাধ্যক্ষ আইয়ুব আলীর মাতার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কোষাধ্যক্ষ আইয়ুব আলীর মাতা আবেদা খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
আজ দুপুরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি রাজশাহীতে আবেদা খান ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ... ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার পুত্র আইয়ুব আলী জাসদের কোষাধ্যক্ষের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনা জানান।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৭৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪০
শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন নৈতিক শিক্ষা
---ডেপুটি স্পিকার
ঢাকা, ৩০ পৌষ (১৩ জানুয়ারি) :
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নৈতিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষাঙ্গনে শিক্ষক ছাত্রদের শুধু একাডেমিক শিক্ষা দিলেই শিক্ষার্থীকে যথার্থ শিক্ষায় শিক্ষিত করে তোলা সম্ভব নয়। এজন্য প্রয়োজন একজন শিক্ষককে নিজে নীতিবান হওয়া এবং সেই আলোকে শিক্ষার্থীকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা। তাহলেই দেশে অশান্তি দেখা দেবে না এবং সে শান্তি বিশ্বজনীন হবে।
আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত “বিশ্ব শান্তির জন্য শিক্ষা” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, সম্প্রতি কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষার্থী ও শিক্ষকের জঙ্গিতৎপরতা এবং তাদের ভয়াবহ কর্মকা- দেশ, জাতি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্বেগের বিষয়। জাতির জন্য দুর্ভাগ্যজনক এ ধরণের কর্মকা- থেকে কোমলমতি শিক্ষার্থীদের বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের শিক্ষক সমাজ। কিন্তু কোন শিক্ষক যদি এসব সমাজবিরোধী এবং সন্ত্রাসী কর্মকা-ের পৃষ্ঠপোষকতা করেন তাহলে জাতির ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হবে ।
এ সময় তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার আলোতে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে দেশের শিক্ষক সমাজের প্রতি এবং সন্তানদের চলাফেরা ও গতিবিধি সঠিকভাবে মনিটরিং করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সংগঠনের নির্বাহী পরিচালক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিকেএসএফ এর চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান, সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) রেজাউল হক, প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ।
এরপর সংগঠনের পক্ষ থেকে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও চিকিৎসাবিদদের সম্মাননা প্রদান করা হয়।
#
স¦পন/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৭২৭ ঘণ্টা