Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ August ২০১৭

তথ্যবিবরণী ১৫ আগস্ট ২০১৭

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২১১৮

তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে জতীয় শোক দিবস পালন

তাসখন্দ, ১৫ আগস্ট :
তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ দূতাবাস এ লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সকালে চ্যান্সেরি ও বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা অর্ধনমিত করা, রাষ্ট্রদূত কর্তৃক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এবং কাউন্সেলর কর্তৃক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া।

এ উপলক্ষে সকালে চ্যান্সেরি ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, ১৯৭১ সালে কলকাতা কনস্যুলেটে নিযুক্ত সোভিয়েত কনসাল জেনারেল মীর কাসিমভ, তাসখন্দ ওরিয়েন্টাল স্টাডিজ এর ড. সিরাজ উদ্দিন,  প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গোলাম নবী ও রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, এনডিসি আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলের প্ররোচনায় ঘটা নৃশংস হত্যাকা-ের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পিছনে এসব কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্র ছিল এবং ভবিষ্যতে সকলকে একসাথে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
  
রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করে এবং আমরা আমাদের কাক্সিক্ষত স্বাধীনতা লাভ করি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর প্রদত্ত ৬ দফা ছিল বাঙালি জাতির জন্য ম্যাগনাকার্টার সমতুল্য। তিনি বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা গঠনে দেশ বিদেশে অবস্থিত প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের শুভাকাক্সক্ষীদের প্রতি আত্মনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে কৃষ্টি সাংস্কৃতিক কেন্দ্রের শিশুদের মাঝে বার্ষিক ভাষা কোর্স সম্পন্নের সনদপত্র বিতরণ করা হয়।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সবশেষে রাষ্ট্রদূত চ্যান্সেরি ভবনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপরে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে ২৪টি আলোকচিত্র স্থান পেয়েছে।

#

নৃপেন্দ্র/মাহমুদ/আলী/সঞ্জীব/রেজাউল/২০১৭/২০৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১১৭

কলকাতায় জাতীয় শোক দিবস পালিত

কলকাতা (ভারত), ১৫ আগস্ট :

    কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন যথাযোগ্য মর্যাদায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।

    দিবসটি উপলক্ষে উপহাইকমিশন প্রাঙ্গণে উপহাইকমিশনার তৌফিক হাসান জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এ সময় বাংলাদেশের উপহাইকমিশনের রাজনৈতিক, শিক্ষা ও ক্রীড়া, বাণিজ্য, কনস্যুলার ও প্রেস শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং  উপহাইকমিশনের সকল কর্মচারী, কলকাতায় বাংলাদেশ বিমান,  সোনালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এর পর  জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। উপহাইকমিশনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ইসলামিয়া কলেজের (বর্তমানে মওলানা আযাদ কলেজ) বেকার হোস্টেলে ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষে’ স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    এরপর বাংলাদেশ উপহাইকমিশনের সম্মেলন কক্ষে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন ও লায়ন্স ক্লাবের  যৌথ উদ্যোগে সে¦চ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। উপহাইকমিশনার তৌফিক হাসান নিজে রক্ত দিয়ে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। কলকাতা বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক বি এম জামাল হোসেন, কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) শেখ শফিউল ইমাম, কাউন্সেলর (কনস্যুলার) মনসুর আমেদ, প্রথম সচিব (প্রেস)  মোঃ  মোফাকখারুল ইকবাল, কাউন্সেলর (বাণিজ্যিক)  মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রথম সচিব (রাজনৈতিক) শাহনাজ আখতার রানু এবং উপহাইকমিশনের কর্মচারী, কলকাতায় অধ্যায়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীবৃন্দ এবং স্থানীয় কিছু ব্যক্তিবর্গ রক্তদান করেন।
    
#

মোফাকখারুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০১০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২১১৬

বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করা যায়নি
                    -- পররাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট):

    পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা ধরে নিয়েছিল বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে হত্যা করলেই দেশ থেকে বাঙালি জাতির মনিকোঠা থেকে বঙ্গবন্ধু মুছে যাবে। কিন্তু তারা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। তাঁর আদর্শকে কোনদিন ধ্বংস করা যাবে না।

    তিনি আজ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন।

    তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হতে চলেছে। বাংলার দুঃখী মানুষের মুখে আজ হাসি। স্বাধীন বাংলাদেশ আজ জাতির পিতার চেতনায় প্রগতির পথে এগিয়ে চলেছে। কোন ষড়যন্ত্রই এই অগ্রগতিকে রোধ করতে পারবে না।

    চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী প্রমুখ।

    অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

#

মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০০০ ঘণ্টা

 

Handout                                                                                                                      Number : 2115

 

New Delhi mission observes National Mourning Day

 

New Delhi (India), August 15 :

 

            Bangladesh High Commission in New Delhi today paid homage to Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman to mark the National Mourning Day with a vow to promote his message of freedom, nationalism, secularism and peace.

 

                The assassination of Bangabandhu on the dark night of August 15 in 1975 had left a void of strong and visionary leadership not only in Bangladesh but also in the South Asia, panelists at a discussion said.

 

                The panel discussion was participated by Gen. Deepak Kapoor, former chief of army staff of India who also fought in Bangladesh Liberation War, Prof. S D Muni of Jawaharlal Nehru University and Gautam Lahiri, President of Press Club of India. Ambassador Ronen Sen also spoke on the occasion.

 

                The panel discussion was moderated by High Commissioner Syed Muazzem Ali.

 

                Earlier in the day Muazzem Ali lowered the national flag at half-mast, followed by observance of one-minute silence by officers and officials of the mission at the premises of the chancery.

 

                National Mourning Day messages from President Md. Abdul Hamid, Prime Minister Sheikh Hasina, Foreign Minister Abul Hassan Mahmood Ali and State Minister for Foreign Affairs Shahriar Alam were read out respectively by Minister (Press) Farid Hossain, Counsellor Jamal Uddin Ahmed, Second Secretaries Zakir Ahmed and Arsuda Khan.

 

                Counsellor and Head of Chancery Zahid-Ul-Islam conducted the programme.

 

                A special prayer was offered seeking divine blessings for Bangabandhu, his family members, relatives and officials who were brutally killed on Aug. 15, 1975. Flower petals were placed at a portrait of Bangabandhu.

 

                A documentary on life and achievements of Bangabandhu Sheikh Mujibur Rahman, “Those Golden Days’ also screened.

 

#

 

Mahmud/Ali/Sanjib/Salimuzzaman/2017/1950 Hrs

 

Handout                                                                                                                      Number : 2114

 

Bangladesh Embassy in Tokyo observes National Mourning Day

 

Tokyo (Japan), August 15 :

 

                Bangladesh Embassy in Tokyo observed the National Mourning Day with due solemnity and in a befitting manner. The Mission organized two separate programs on the occasion: first segment held in the morning and the second segment held in the evening.

 

                The first part of the program started at 9 am today with hoisting the National Flag at half-mast by Rabab Fatima, the ambassador of Bangladesh to Japan and singing the National Anthem. Later one minute silence and special munajat (prayer) was offered seeking peace and salvation of departed souls of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and his family members. After that, messages given on the occasion by President, Prime Minister, Foreign Minister and State Minister for Foreign Affairs were read out there. The first part ends with the remarks of the ambassador.

 

                Second part starts at 6pm with one minute silence and special munajat followed by laying floral wreath at the portrait of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman by Embassy, Bangladesh community and residents along with the leaders of Japan Awami Leauge and allied organizations.

 

                After the opening remarks of ambassador, documentary on the life and work of Bangabandhu was screened. In a lively discussion on the life and achievements of the Father of the Nation, Kazuhiro Watanabe, the Japanese translator of Bangabandhu’s autobiography ‘Unfinished Memoirs’ and Ambassador Matsushiro Horiguchi, former Japanese Ambassador to Bangladesh participated and highlighted on the contribution of Bangabandhu in the birth of Bangladesh. Paying homage to the Father of the nation, they said, Bangladesh could not be born without the birth of Bangabandhu hence, these two names are same, inseparable and linked together. 

 

                The program was participated by cross-section of section of Bangladesh community in Japan along with the Japanese dignitaries and the members of the Mission.

 

#

 

Shiplu/Mahmud/Ali/Salimuzzaman/2017/1940 Hrs

 

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১১৩

ডিএফপিতে জাতীয় শোক দিবস পালিত

ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট):

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে জাতীয় শোক দিবস পালন করেছে।

আজ সকালে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে ডিএফপি’র সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

এ উপলক্ষে ডিএফপি প্রাঙ্গণে আজ জাতির পিতার জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে এক আলোচনায় কর্মকর্তা ও কর্মচারীরা দেশের স¦াধীনতায় বঙ্গবন্ধুর অসামান্য অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করা হয়। দোয়ায় জাতির পিতার পরিবারের সকল শহিদ সদস্যের রুহের শান্তি কামনা করা হয়। এ সময় ডিএফপি’র মহাপরিচালক, সকল কর্মকর্তা ও কর্মচারী ও ডিএফপি’র শিল্পী ও কলাকুশলী সমিতির  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিনে আজ ডিএফপি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ডিএফপি নির্মিত প্রামাণ্যচিত্র, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদর্শন,   ডিএফপি’র ১৫ আগস্ট বিশেষ সংখ্যার প্রকাশনা সমূহের প্রদর্শনী এবং প্রামাণ্য ও স্থির চিত্রের ডিজিটাল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তথ্যসচিব মরতুজা আহমদ ৯ আগস্ট এসব কর্মসূচির উদ্বোধন করেন।
    
#

ইসতাক/মাহমুদ/আলী/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ২১১২
 
ষড়যন্ত্রকারীরা বসে নেই
    -- নৌপরিবহণ মন্ত্রী
 
ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট) :
 ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নৌপরিবহণ মন্ত্রণালয় আজ এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। রাজধানীর বিআইডব্লিউটিএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান। 
নৌপরিবহণ মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। আগস্ট মাস আসলেই তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র বাড়তে থাকে। আজও ঢাকায় ষড়যন্ত্র হয়েছিল। আইনশৃংখলা বাহিনী সে ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে  মনেপ্রাণে ধারন করে তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে  এগিয়ে আসতে হবে। 
এর আগে এক দোয়া মাহফিলে ১৫ আগস্টে শহিদ বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। 
নৌপরিবহণ সচিব অশোক মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান  কমডোর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড. প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্ত্তী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জাহাঙ্গীর আলম, বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল এবং বিআইডব্লিউটিএ’র সিবিএ’র সভাপতি আবুল হোসেন।
দুপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিদ্যুৎ শ্রমিক লিগ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় নৌপরিবহণ মন্ত্রী বক্তব্য রাখেন ।
#
জাহাঙ্গীর/মাহমুদ/ সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১১১

মুম্বাইয়ে জাতীয় শোক দিবস এবং জাতির পিতার ৪২তম শাহাদত বার্ষিকী পালন

মুম্বাই (ভারত), ১৫ আগস্ট:

ভারতের  মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস ২০১৭ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী পালন করা হয়। দিবসটি স্মরণে উপ-হাইকমিশনে জাতীয় পতাকার আনুষ্ঠানিক উত্তোলন ও অর্ধনমিতকরণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত, আলোচনা ও স্মরণ সভা এবং প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
                                                                 
মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনার সামিনা নাজ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিতকরণের মাধ্যমে শোক দিবসের কর্মসূচির সূচনা করেন। মুম্বাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, স্বাগতিক দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ভারতীয় নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল (অবঃ) ভিষ্ণু ভগওয়াৎ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল পুনতামবেকার, এডভোকেট নীলুফার ভগওয়াৎসহ স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ এবং উপ-হাইকমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। পতাকা অর্ধনমিতকরণ সমাপনান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহিদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উপ-হাইকমিশনার শোক সভায় বিনম্্র শ্রদ্ধাচিত্তে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ স্মরণ সভায় ভারতীয় নৌবাহিনীর সাবেক প্রধান এডমিরাল (অবঃ) ভিষ্ণু ভগওয়াৎ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্নেল পুনতামবেকারসহ প্রবাসী বাংলাদেশিগণও আলোচনায় অংশ নেন এবং বঙ্গবন্ধুর প্রতি তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শোকসভার শেষ পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র “সোনালী দিনগুলো (ঞযড়ংব এড়ষফবহ উধুং)” প্রদর্শন করা হয়।

#

নাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১১০

কলম্বোতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

কলম্বো (শ্রীলঙ্কা), ১৫ আগস্ট:

    যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মিশনের সকল কর্মকর্তা-কর্মচারীসহ শ্রীলঙ্কায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, এক মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রীয় নেতৃবৃন্দের বাণী পাঠ, আলোচনা সভা, দোয়া এবং বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

    আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশিসহ মিশনের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর জীবন ও দর্শনের ওপর আলোকপাত করেন। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মহান নেতার অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে তুলে ধরেন। তাঁরা ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের অধিকাংশ সদস্যের নির্মম হত্যাকা-ের তীব্র নিন্দা করেন এবং সকল শহিদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন।

     সমাপনী বক্তব্যে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের লক্ষ্যে তাঁর জীবনব্যাপী সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে ঘাতকরা মূলত মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ এবং রূপকল্পকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্ত তাদের সেই হীন উদ্দেশ্য সফল হয়নি।

    দিবসটি পালনের অংশ হিসেবে হাইকমিশন কর্তৃক কলম্বোতে অবস্থিত একটি মুসলিম এবং একটি হিন্দু এতিমখানার প্রায় ৮০ জন অনাথ ছেলেমেয়েদের জন্য উন্নতমানের মধ্যহ্নভোজের ব্যবস্থা করা হয়। একই সাথে মিশন কর্তৃক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করে পবিত্র কুরআন শরীফ পাঠের এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

#

মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 

Handout                                                                                                         Number : 2109

 

Foreign Ministry observes National Mourning Day

 

Dhaka, August 15 :

 

The Ministry of Foreign Affairs has observed the 42nd Death Anniversary of  the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and the National Mourning Day with due solemnity today.

 

Led by the Foreign Secretary, Md. Shahidul Haque, the officers took part in the laying of floral wreath before the bust of Father of the Nation at 32, Dhanmondi, Dhaka in the early morning of the day. Subsequently, all the officers of the Ministry participated in a Milad mahfil organized at the Ministry. Special Munajat was offered seeking salvation of the great soul of the Father of the Nation and his martyred family members and for continued peace, progress and prosperity of Bangladesh under the dynamic and able leadership of Prime Minister Sheikh Hasina.     

 

#

 

Mahmud/Ali/Salimuzzaman/2017/1800 Hrs

 

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১০৮

যুব উন্নয়ন অধিদপ্তরে জাতীয় শোক দিবস পালিত

ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট):

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আজ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া, বঙ্গবন্ধুর জীবনের ওপর স্থিরচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শন এবং প্রশিক্ষণার্থীদেরকে যুব ঋণের চেক ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আসাদুল ইসলাম। অনুষ্ঠানে অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য যুবদের প্রতি আহ্বান জানান। সভায় বক্তৃতা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ ফাইজুল কবীর, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়, ইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আঃ হামিদ খান, সহকারী পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কাজী বন্যা আহমেদ, কর্মচারীলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ ফোরামের সভাপতি নিয়ামত উল্লাহ বাবু।

#

শফিকুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১০৭

শোক দিবসের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে অমলিন হয়ে থাকবেন

ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট):

    পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, ঘাতক চক্র জাতির পিতাকে হত্যা করলেও তাঁর স্বপ্ন, নীতি ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু কোটি কোটি বাঙালির হৃদয়ে অমলিন ও অক্ষয় হয়ে থাকবেন। আগামী দিনে সম্ভাবনাময় বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেকোন চক্রান্ত হতে নিরাপদে রাখতে পরিবহণ মালিক-শ্রমিকদের শপথ নিতে হবে।

    তিনি আজ ঢাকায় বিআরটিসি ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আয়োজক সংগঠনের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্যাহ এবং কেন্দ্রীয় পরিবহণ মালিক নেতা আবুল কালাম।

    পরে প্রতিমন্ত্রী সংগঠনের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

#

আহসান/মাহমুদ/আলী/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১০৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট):

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে তাঁর আদর্শ মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। চক্রান্তকারীরা জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিল।

    জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত  বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় বক্তারা আজ এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জহির উদ্দীন আহমেদ ও মোঃ মোয়াজ্জেম হোসেন, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারসহ বক্তৃতা করেন।

    বক্তারা বলেন, বঙ্গবন্ধু কখনই অন্যায়ের সাথে আপোশ করেননি। বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনে তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ ঘোষণা করে দেশকে আবার সঠিক পথে পরিচালিত করেছেন। তাই শোককে শক্তিতে পরিণত করতে হবে এবং সোনার বাংলা গড়তে সবাই একযোগে কাজ করতে হবে।

#

মাসুম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১০৫

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে রায় কার্যকর করা হবে
                    -- আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট):

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে।

    আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামী লীগ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি এ কথা বলেন।

    সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রায়কে আইনগতভাবে মোকাবিলা করা হবে।

    পরে তিনি বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

    আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কাসেম ভূঁইয়া, মোঃ সেলিম ভূঁইয়া ও মনির হোসেন বাবুল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন বঙ্গবন্ধুর জীবন আলেখ্য নিয়ে আলোচনা করেন।

    দুপুরে আইনমন্ত্রী আখাউড়া স্থলবন্দর এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন।

#

রেজাউল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭১০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১০৪

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের শপথ নিতে হবে
                                   -- শিক্ষামন্ত্রী

ঢাকা, ৩১ শ্রাবণ (১৫ আগস্ট):

    স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিশোধ গ্রহণ এবং তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপনের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ও লক্ষ্য বাস্তবায়ন করে সোনার বাংলা প্রতিষ্ঠা করা। জাতীয় শোক দিবসে এটাই হোক আমাদের বড় শপথ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ইনস্টিটিউশন অভ্ ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

 কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ, অতিরিক্ত সচিব এফ এম এনামুল হক, অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচারক অশোক কুমার বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতার শত্রু ষড়যন্ত্রকারীরা ’৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে তাঁকে হত্যা করে তাঁর নাম নিশানা ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, ইতিহাসের চাকাকে পেছন দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধরু আদর্শ আজো অম্লান আছে, থাকবে চিরকাল। জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করেই আমরা বাংলার মাটিতে তাঁকে চির অমলিন করে রাখবো।

#

সুবোধ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭০০ ঘণ্টা

 

Todays handout (6).docx