Handout Number : 3669
Shahriar Alam for product diversity and market expansion for RMG products
Dhaka, November 29 :
‘All our factories have been made compliant in the recent past. The global market is expanding and Bangladesh needs to diversify its products and markets and lead the garments sector.’
State Minister for Foreign Affairs Md Shahriar Alam told this while addressing as the Chief Guest at a seminar titled 'Taking Bangladesh Apparel Sector Forward' today organized by PricewaterhouseCoopers Bangladesh Pvt. Ltd in a local hotel.
Shahriar Alam also told that achievements in the RMG sector of Bangladesh is example to many countries of the world and they have been trying to reach this position. He also noted that Bangladesh RMG sector has scopes to improve further by applying new techniques of management, human resource development and using the latest technologies and these are essential for achieving the target of US$ 50 billion export earning from this sector by 2021.
Technology will be the key enabler that will help increase productivity in Bangladesh’s labour intensive RMG sector. The sector would need to innovate to remain competitive as countries like Africa and Myanmar enter the RMG mix. Access to finance and financial tools will also be key to drive the sector’s growth. This was echoed by industry leaders participating in the seminar.
Moinuddin Ahmed, Acting President of BGMEA, Md. Atiqul Islam, Immediate Past President, BGMEA & Director, Islam Garments Ltd and Syed A. Tanveer, Director of Pacific Jeans Limited also participated in the seminar and shared their views and visions for the RMG sector of Bangladesh for a global success.
The entrepreneur, present in the seminar also noted that there is an urgent need for increasing technology investments in their businesses as it is responsible for 80 percent of the country’s export revenue, providing employment to 4.5 million people.
#
Khaleda/Mahmud/Sanjib/Rezaul/2016/2042 hours
তথ্য বিবরণী নম্বর : ৩৬৬৮
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর):
দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আবু জাহির, এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) এবং এ বি এম রুহুল আমিন হাওলাদার বৈঠকে অংশগ্রহণ করেন।
১৮, ২০ এবং ২২তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর আওতাধীন পদ্মা ও যমুনা অয়েল কোম্পানির বিগত ৫ বছরের আয়-ব্যয়সহ সার্বিক কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে পদ্মা অয়েল কোম্পানীর ফ্র্যাকশনেশন প্ল্যান্ট না থাকার পর ও তারা কীভাবে পেট্রোবাংলা থেকে কনডেনসেট গ্রহণ করেছে সে বিষয়ে তদন্তপূর্বক পরবর্তী বৈঠকে প্রতিবেদন দাখিল করার সুপারিশ করা হয়।
বৈঠকে যে সমস্ত পেট্রোল পাম্প বিপিসি ব্যতীত অন্য কোন কোম্পানির কাছ থেকে তেল নিয়ে থাকে সে সকল পেট্রোল পাম্পের লাইসেন্স বাতিল করার পাশাপাশি বিপিসির যে সকল কর্মকর্তা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে ওহঃবৎহধঃরড়হধষ ঈবৎঃৎব ভড়ৎ ঝবঃঃষবসবহঃ ড়ভ ওহাবংঃসবহঃ উরংঢ়ঁঃবং (ওঈঝওউ) এ শুনানিধীন নাইকো মামলার হালনাগাদ অবস্থা কমিটিকে অবহিত করা হয়। কমিটি মামলাটি পরিচালনার ক্ষেত্রে মনিটরিং কার্যক্রম জোরদার করার সুপারিশ করে।
জ্বালানি বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী ও বিপিসির চেয়ারম্যান মাহমুদ রেজা খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন ।
#
হুদা/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/ ঘণ্টা
তথ্য বিবরণী নম্বর : ৩৬৬৭
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর):
শিল্প কারখানায় মালিক-শ্রমিকের মধ্যে সামাজিক সংলাপের মাধ্যমে আস্থার সম্পর্ক তৈরিতে ডেনমার্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার।
আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সাথে ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথার (গরশধবষ ঐবসহরঃর ডরহঃযবৎ) সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং দক্ষিণ আফ্রিকা কারখানার কর্মপরিবেশের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধিতে সামাজিক সংলাপকে গুরুত্ব দেয়। তৈরিপোশাকসহ সকল প্রকার কারখানার উৎপাদন বৃদ্ধি এবং কর্মপরিবেশের উন্নতির জন্য তাদের অভিজ্ঞতা কিভাবে কাজে লাগানো যায় এ বিষয়ে ডেনমার্ক সরকারের সাথে একটি চুক্তি হয়েছে, শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা শ্রমিক নেতৃবৃন্দের একই প্রতিনিধিদল সম্প্রতি ডেনমার্ক ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন। রাষ্ট্রদূতের সাথে আলোচনায় এ বিষয়গুলো উঠে এসেছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, শিল্প কারখানায় খাতভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠনের কথাও চিন্তা-ভাবনা করছে সরকার। তিনি বলেন, ইউরোপের দেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ ধরনের ট্রেড ইউনিয়ন গঠনের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে ডেনমার্ক কারিগরি সহায়তা দেবে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।
তৈরিপোশাক শিল্পের কারখানা পরিদর্শন, ঝুঁকি নিরূপণ, কারখানা নিরাপত্তা দেখভালের বিষয়ে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ সক্ষমতা অর্জন করবে। এ লক্ষ্যে রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল-আর সি সি কাজ করে যাচ্ছে। ২০১৮ সালের পরে এর্কড-এলায়েন্সের আর প্রয়োজন পড়বে না বলে মন্ত্রী আশা করেন।
বাংলাদেশের তৈরিপোশাক শিল্পের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধিতে ডেনমার্কের আগ্রহের কথা জানিয়েছেন এবং বাংলাদেশের কারখানার বর্তমান কর্মপরিবেশ বিষয়ে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন বলে প্রতিমন্ত্রী জানান।
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (আইএলও) খোন্দকার মোস্তান হোসেন এবং যুগ্ম-সচিব (লেবার) মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
#
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা
তথ্য বিবরণী নম্বর : ৩৬৬৬
গণমাধ্যম কাজ করবে সংবিধানের পক্ষে
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর):
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণমাধ্যম সরকারের পক্ষে-বিপক্ষে থাকার কোন প্রশ্ন নেই, গণমাধ্যম কাজ করবে সংবিধানের পক্ষে, দেশের চার মূলনীতির পক্ষে।’
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে দু’দিনব্যাপী ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে প্রথম জাতীয় সম্মেলনে’র উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী মুক্তিযোদ্ধা ও রাজাকারদের ভারসাম্য রক্ষা কোনভাবেই কাম্য নয় উল্লেখ করে বলেন, ‘গণমাধ্যম বস্তুনিষ্ঠ হবে। কিন্তু নিরপেক্ষতার নামে জঙ্গিবাদকে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে এক পাল্লায় মাপার চেষ্টা করবে না; সরকারের ভুলত্রুটির ব্যাপারে সমালোচনামুখর হবে, কিন্তু রাজাকার-মুক্তিযোদ্ধাকে এক পাল্লায় মেপে সমাজে রাজাকারদের প্রতিষ্ঠা করার দুষ্কর্মে লিপ্ত হবে না।’
সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সম্মেলনের মূলভাব ‘বাংলাদেশে গণমাধ্যম গবেষণার মানচিত্র : সমালোচকের দৃষ্টিতে’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দীন আহমদ সম্মানীয় অতিথি হিসেবে বক্তৃতা করেন।
পরে মন্ত্রী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং সাহসী সাংবাদিকতার জন্য ডিআরইউ সদস্যদের অভিনন্দন জানান।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৬৬৫
নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে
-- শিক্ষামন্ত্রী
খুলনা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর):
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জ্ঞান চর্চা, গবেষণা, নতুন জ্ঞান অনুসন্ধান করা ও নতুন জ্ঞান সৃষ্টি করা হলো বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে।
মন্ত্রী আজ খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় দিবস ও শিক্ষা মেলা-২০১৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সুনামের দাবি রাখে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ঊর্ধ্বমুখী, তবে গবেষণা আরো বাড়াতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকান্ডে আরো বেশি উৎসাহ দিতে হবে। শারীরিক ও মানসিক জ্ঞান বৃদ্ধির জন্য পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীদের নিজস্ব জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও গবেষণা তুলে ধরতে হবে এবং এগুলো বা¯তব জীবনে প্রয়োগ করতে হবে। তাদের প্রযুক্তিগত জ্ঞানের চর্চা বাড়াতে হবে এবং দেশের উন্নয়নে গবেষণাকে কাজে লাগাতে হবে। যাতে জ্ঞানচর্চার ক্ষেত্রে দেশ শুধু প্রযুক্তির আমদানিকারক হিসেবে নয় বরং প্রযুক্তির রপ্তানিকারক হতে পারে। মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের গ্রাম উন্নয়ন প্রকল্পের সাফল্য কামনা করেন এবং এর অভিজ্ঞতা সারাদেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্বাবদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্বাবদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নাজমুল আহসান ও ছাত্রবিষয়ক পরিচালক অনির্বান মো¯তফা। এসময় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরসহ বিশ্বদ্যিালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী খুলনা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য প্রকাশনা পিলসুজের মোড়ক উন্মোচন করেন ও রাঙ্গামারী গ্রামকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা কেন্দ্র হিসেবে ফলক উন্মোচন করেন। পরে তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন করেন।
#
ফাতেমা/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা
তথ্য বিবরণী নম্বর : ৩৬৬৪
চট্টগ্রামকে নান্দনিক ও ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা হবে
-- চট্টগ্রাম সিটি মেয়র
চট্টগ্রাম, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর):
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, চট্টগ্রামকে একটি নান্দনিক ও ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা হবে। তিনি আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘রোড কন্সট্রাকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রামের মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি নগরীকে সুন্দরভাবে সাজানোর জন্য। রাস্তা, ব্রিজ, ড্রেইন ইত্যাদি সংস্কার করার চেষ্টা করছি। কাজের মাধ্যে সততা, শুদ্ধতা ও জবাবদিহিতার বিষয়ে আমি প্রস্তুত।
তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে প্রকৌশল বিভাগকে আরো দক্ষতার সাথে কাজ করতে হবে, প্রকৌশল বিভাগের সক্ষমতা বাড়াতে হবে। কোন স্থাপনা ত্রুটিপূর্ণ হবে, দুর্নীতি হবে এ ধরণের অভিযোগ আমি শুনতে চাই না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহম্মেদ প্রিন্স, প্রাক্তন প্রধান প্রকৌশলী এম আই খান, রেজাউল আমিন খান, আইইবি প্রাক্তন চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
#
বশার/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৬৬৩
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
১৪৩৮ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) এর তারিখ নির্ধারণ ও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল ৩০ নভেম্বর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
#
শায়লা/নুসরাত/সাহেলা/গিয়াস/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৬৬১
মাস্টার্স ১ম পর্বে ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের আবেদন শুরু
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম পর্ব মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের রিলিজ শ্লিপের আবেদন ২৯ নভেম্বর হতে শুরু হয়েছে, ৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। উক্ত ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি ও ভর্তি বাতিল করেছে, সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং) থেকে জানা যাবে।
#
ফয়জুল/নুসরাত/দীপংকর/সাহেলা/গিয়াস/আসমা/২০১৬/১৫২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৬৬২
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ছানোয়ার হোসেন, মো. মনজুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিগত ১৭তম সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, পাদুকা ও চামড়া শিল্পজাত পণ্য রপ্তানি সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, বর্তমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। ২০১৫-২০১৬ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিলো ৩৪ হাজার ২৫৭ মিলিয়ন মার্কিন ডলার। পাদুকা ও চামড়াজাত পণ্য বাংলাদেশর দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি পণ্য। চামড়াশিল্পকে ১৬ দশমিক ৫ শতাংশ হারে নগদ সহায়তা প্রদান করা হলে ২০২১ সাল নাগাদ পাদুকা ও চামড়াজাত পণ্যের রপ্তানি ৬ বিলিয়ন ডলার হবে বলে আশা প্রকাশ করা হয়।
দেশের বাইরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট মান বজায় রাখার জন্য সংসদীয় কমিটির সাথে আলোচনাক্রমে বিচার বিশ্লেষণ করে কম সংখ্যক মেলায় অংশগহণের সুপারিশ করা হয়।
চামড়াজাত ও পাদুকাশিল্পকে আরো নগদ প্রণোদনা দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পরামর্শ দেয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সাব্বির/নুসরাত/দীপংকর/সাহেলা/আলী/গিয়াস/রফিকুল/শামীম/২০১৬/১৫৪৬ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৬৬০
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, আবদুর রউফ এবং এডভোকেট নাভানা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ওপর সরকারি প্রতিষ্ঠান কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং সংসদে পেশকৃত সর্বশেষ সিএজির রিপোর্টের মধ্যে অনিষ্পন্ন অডিট আপত্তি সম্পর্কে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিনকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির রিপোর্টটি সরকারি প্রতিষ্ঠান কমিটিতে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংকের খোয়া যাওয়া অর্থ উদ্ধার ত্বরান্বিত করতে আইন মন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে প্রতিনিধিদল বর্তমানে ফিলিপাইনে সফরে আছেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
সাব্বির/নুসরাত/দীপংকর/সাহেলা/আলী/গিয়াস/রফিকুল/শামীম/২০১৬/১৫৩০ ঘন্টা
বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী নম্বর: ৩৬৫৮
আয়কর দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৩০ নভেম্বর আয়কর দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:
“জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে দেশব্যাপী ‘আয়কর দিবস-২০১৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সকল সম্মানিত করদাতা এবং কর বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।
সরকারের ‘রূপকল্প-২০২১’ এবং ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়ন তথা দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার জন্যে পর্যাপ্ত রাজস্ব প্রয়োজন। জাতীয় রাজস্ব বোর্ড ‘সুশাসন ও উন্নততর ব্যবস্থাপনা পদ্ধতি’ নীতি অনুসরণ করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে। এর ফলে একদিকে যেমন রাজস্ব বাড়ছে অন্যদিকে জনগণ ইতিবাচক সুফল পাচ্ছে। কর সংস্কৃতির লালন ও বিকাশ, করদাতাদের সেবার মান ও পরিধি বাড়ানো, অংশীজনদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন, করদাতা ও ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচি কার্যকর অবদান রাখছে। আয়কর মেলার আয়োজন ও আয়কর সপ্তাহ পালনের মাধ্যমে জনসাধারণের মাঝে আয়কর প্রদানের প্রবণতা ক্রমশ বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ড ১-৭ নভেম্বর দেশব্যাপী ১৫০টি স্থানে আয়কর মেলা আয়োজন করেছে। আয়কর মেলায় এবারই প্রথমবারের মতো শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়েছে, যা একটি সময়োপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি।
করদাতাদের অধিকতর সেবা প্রদানের মাধ্যমে দেশের রাজস্ব ভা-ার সমৃদ্ধ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড প্রথমবারের মতো গত ২৪-৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ পালন করেছে। গত ২৪ নভেম্বর সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা এবং ট্যাক্স কার্ড প্রদান করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের এ ধরনের সৃজনশীল ও দূরদর্শী কর্মসূচির ফলে দেশে একটি রাজস্ব-বান্ধব সংস্কৃতি গড়ে উঠছে যা প্রশংসার দাবিদার। আমাদের রাজস্ব ভা-ার সমৃদ্ধ করতে এবং বাংলাদেশকে অব্যাহতভাবে এগিয়ে নিতে জাতীয় রাজস্ব বোর্ড নিরন্তর প্রয়াস চালিয়ে যাবে বলে আমি আশা করি।
রাজস্ব ভা-ার শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে আমি সরকারের পাশাপাশি করদাতা ও অংশীজনদেরকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।
আমি ‘আয়কর দিবস-২০১৬’ এর সার্বিক সাফল্য কামনা করছি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। ”
#
আজাদ/নুসরাত/দীপংকর/সাহেলা/আলী/গিয়াস/রফিকুল/শামীম/২০১৬/১১৩৫ ঘন্টা
বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী নম্বর : ৩৬৫৯
আয়কর দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৫ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ নভেম্বর আয়কর দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৩০ নভেম্বর ২০১৬ ‘আয়কর দিবস’ পালিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটি উদ্যাপন উপলক্ষে আমি দেশের সম্মানিত সকল করদাতা এবং কর বিভাগের সাথে সংশ্লিষ্টদের অভিনন্দন জানাচ্ছি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৯৭২ সালে জাতীয় রাজস্ব বোর্ড গঠন করেন। রাজস্ব ভা-ারকে সমৃদ্ধ করার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড বর্তমান সরকারের কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ার লক্ষ্যে রাজস্ব বোর্ডের বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচির ছোঁয়া জাতীয় পর্যায় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণকে করসেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। চলতি বছরের ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ১৫০টি স্থানে আয়কর মেলা উদ্যাপিত হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এবার আয়কর মেলায় যুক্ত হয়েছে। ফলে আমাদের ভবিষ্যৎ করদাতারাও কর প্রদানের সংস্কৃতির সাথে যুক্ত থাকছে, যা আমাদের সকলের জন্যে একটি সুখকর বার্তা।
জাতীয় রাজস্ব বোর্ড ‘সুশাসন ও উন্নততর ব্যবস্থাপনা পদ্ধতি’ নীতি অনুসরণ করে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে। অংশীজনদের সাথে নিবিড় সম্পর্ক ও করদাতাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে চলমান বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচির ধারাবাহিকতায় প্রথমবারের মতো ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ পালন করেছে। তাছাড়া গত ২৪ নভেম্বর সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মানিত করার লক্ষ্যে সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান করা হয়েছে।
উন্নয়নের অক্সিজেন রাজস্ব। তাই আসুন, আমরা সঠিকভাবে কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হই। সবাই মিলে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে একটি সেবামুখী, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’।
আমি ‘আয়কর দিবস ২০১৬’-এর সার্বিক সাফল্য কামনা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আলম/নুসরাত/দীপংকর/সাহেলা/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১১৪০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না