তথ্যবিবরণী নম্বর : ১০৬২
সুবর্ণরেখায় বাতিঘর বইটির মোড়ক উন্মোচন করেন স্পিকার
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে বাংলাদেশ সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর ৭৫তম জন্মবার্ষিকীতে ‘সুবর্ণরেখায় বাতিঘর’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
গোলাম সারওয়ার জন্মবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভাপতি এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, ‘সুবর্ণরেখায় বাতিঘর’ বইয়ের সম্পাদক ও লেখকবৃন্দ, দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, সাহিত্যিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
#
তারিক/সেলিম/আলী/জয়নুল/২০১৮/২২০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৬১
নদীর তীর দখলদারদের সরে যেতে হবে
--- নৌপরিবহণ মন্ত্রী
কেরানীগঞ্জ (ঢাকা), ১৮ চৈত্র (১ এপ্রিল) :
আইন দিয়ে, সরকারের শক্তি দিয়ে নদীর সীমানা দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নদীর তীর দখলদাররা যত শক্তিশালী হোক না কেন, তাদেরকে সরে যেতে হবে। নদীর তীরে ও গর্ভে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়া হবে। এক্ষেত্রে কোনো ধরনের আপোশ করা হবে না। বুড়িগঙ্গা নদীর দু’পাড় সম্পূর্ণ ক্লিন থাকবে। আদি বুড়িগঙ্গা উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ কেরানীগঞ্জের মীরেরবাগে নদীর তীরে ও গর্ভে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, অবৈধ দখলদাররা নদী তীরের সীমানা পিলার তুলে ফেলে ৪০০ থেকে ৬০০ ফুট জায়গা দখল করে মাটি ভরাট করেছে। সেখানে তারা ডকইয়ার্ডসহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। তিনি বলেন, সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে।
#
জাহাঙ্গীর/সেলিম/আলী/মোশারফ/জয়নুল/২০১৮/২১৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৬০
দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই
--- মোস্তাফা জব্বার
বাঞ্ছারামপুর, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গত ৯ বছরের বাংলাদেশ, অগ্রগতির বাংলাদেশ। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে এই দেশটিকে পৃথিবীর শ্রেষ্ঠতম দেশে পরিণত করতে সিঙ্গাপুরের লিকুয়ানইউ এবং মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের চাইতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদৃষ্টিসম্পন্ন ও প্রজ্ঞাবান। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোলমডেল।
মন্ত্রী গতকাল ব্রাহ্মনবাডিয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলাবাসীর পক্ষ থেকে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তাঁকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানের বক্তৃতায় এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অবঃ) এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক আলহাজ মোঃ নূরুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক বকুল মোস্তাফা অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন যে বাংলাদেশকে পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংক টাকা দেয়নি, সেই বাংলাদেশ নিজের টাকায় পদ্মা সেতু বানাচ্ছে। তিনটি স্পেন ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। দারিদ্র্যের হার শতকরা ৪০ ভাগ থেকে ২২ ভাগে নামিয়ে আনা হয়েছে। শিক্ষার হার বিশ ভাগ থেকে ৭২ ভাগে উন্নীত করা হয়েছে। বাংলাদেশ আজ তথ্যপ্রযুক্তিতে পৃথিবীতে নেতৃত্ব প্রদানের যোগ্যতা অর্জন করেছে। এই দেশ পৃথিবীর ৮০টি দেশে তথ্যপ্রযুক্তি পণ্য রপ্তানি করছে।
মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তিশিক্ষা সহজলভ্য করতে কম্পিউটারের ওপর ট্যাক্স প্রত্যাহারসহ তথ্যপ্রযুক্তিখাতের বিকাশে যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছেন। মন্ত্রী অগ্রগতির অগ্রযাত্রা বেগবান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় মন্ত্রী বাঞ্ছারামপুর উপজেলায় ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পরিচালিত একটি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরে দরিকান্দি বাড্ডাআছমাতুন্নেছা উচ্চবিদ্যালয় কর্তৃক মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।
#
শেফায়েত/সেলিম/ফারহানা/আলী/মোশারফ/জয়নুল/২০১৮/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৫৯
সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ২০তম বৈঠক কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, ইউসুফ আবদুল্লাহ হারুন এবং শাহানারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি পর্যটন শিল্পের উন্নতি সাধনের লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (চচচ) এর মাধ্যমে কাজ করার ক্ষেত্রে পর্যটন শিল্পে অভিজ্ঞতা সম্পন্ন প্রাইভেট কোম্পানিকে অন্তর্ভুক্তির সুপারিশ করে।
বৈঠকে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় কর্মরত মহিলা গার্মেন্টস শ্রমিকদের আবাসনের জন্য হোস্টেল নির্মাণ প্রকল্পের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয় এবং হোস্টেলটি যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন প্রকল্পে ঐ এলাকার সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ স্থানীয়ভাবে নির্বাচিত মহিলা সদস্যদের অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নীলুফার/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৫৮
পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তম চর্চা পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে এবছর ১০টি পোশাক কারখানাকে পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তম চর্চা পুরস্কার প্রদান করা হবে। আজ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক (চুন্নু)’র সভাপতিত্বে পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তম চর্চা পুরস্কার প্রবর্তন বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথমবারের মতো বিজিএমইএ’র সদস্যভুক্ত কারখানাগুলোতে যেখানে ৫ হাজার শ্রমিক এবং বিকেএমইএ এর সদস্যভুক্ত কারখানা যেখানে ২ হাজার শ্রমিক নিয়োজিত, তাদের মধ্য থেকে ১০টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হবে। পুরস্কার পাবার জন্য নির্দিষ্ট ছকে আবেদন করতে হবে। পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হবে।
আইন নির্ধারিত কর্মঘণ্টা অনুসৃত হয় কি না, শ্রমিকের মৃত্যু, ছাঁটাই, ডিসচার্জ, অবসান, স্বেচ্ছাবসান, অবসর বা নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে, চাকুরি ছেদজনিত প্রাপ্য পাওনাসমূহ আইনমাফিক পরিশোধ করা হয় কি না, আইন মোতাবেক নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি প্রদানসহ মাতৃত্বকালীন সুবিধা প্রদান করা হয় কি না, শারীরিক মানসিক বা যৌন হয়রানির ক্ষেত্রে অভিযোগ আনয়নের কোন কার্যকর ব্যবস্থা রয়েছে কি না, বিধি মোতাবেক শিশুকক্ষ আছে কি না, প্রতিষ্ঠানটি সামগ্রিকভাবে পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত কি না, পর্যাপ্ত আলো বাতাস সহনীয় শব্দের মাত্রা এবং আরামদায়ক উষ্ণতা রক্ষণাবেক্ষণ করা হয় কি না, বিধান মোতাবেক প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেয়া হয় কি না, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আইনানুগ সুবিধা অগ্রাধিকার প্রদান করা হয় কি না, কারখানার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিধান মোতাবেক আছে কি না, কারখানায় সেইফটি কমিটি রয়েছে কি না, পেশাগত স্বাস্থ্য ও সেইফটি সংক্রান্ত কোন উদ্ধুদ্ধকরণ এবং চিত্ত বিনোদনের জন্য সুনির্দিষ্ট কোন কর্মসূচি আছে কি না এসব বিষয়গুলোর আলোকে এ পুরস্কারের জন্য সেরা প্রতিষ্ঠান নির্বাচিত করা হবে। এবছর পরীক্ষামূলকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। আগামী বছর থেকে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে সকল সেক্টর থেকে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত করা হবে।
এ সংক্রান্ত সভায় মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, কলকারখান ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ শামসুজ্জজামান ভূইয়া, অতিরিক্ত সচিব আশরাফ শামিম, বিজিএমইএর পরিচালক মোঃ সাইফুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ইমপ্লয়ার্স ফেডারেশনের মহাসচিব মোঃ ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
#
আকতারুল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৫৭
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক আজ কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, মোঃ আব্দুল ওদুদ ও সেলিনা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) গোপালগঞ্জ প্রজেক্টের ওহলবপঃধনষব গধহঁভধপঃঁৎরহম গধপযরহবৎু আগামী এক সপ্তাহের মধ্যে কারিগরি মূল্যায়ন সম্পন্ন এবং মে মাসের শেষ সপ্তাহের মধ্যে প্রকল্পটি উদ্বোধন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
কমিটি অটিজম ও স্নায়ু রোগীদের চিকিৎসার্থে গ্রাজুয়েট অকুপেশনাল থেরাপিস্ট পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে ডিগ্রিধারী অথবা নিবন্ধিত ডাক্তার ছাড়া অন্য কেউ সিজারিয়ান করলে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
নুরুল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৮/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৫৬
কৃষি মন্ত্রণালয়ের মাসিক এডিপি সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক উন্নয়ন (এডিপি) কর্মসূচিভুক্ত প্রকল্প এবং রাজস্ব বাজেটভুক্ত কর্মসূচিসমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, মন্ত্রণালয়ের মোট ৫০ টি প্রকল্প চলমান, এসব প্রকল্পের অনুকূলে ১হাজার ৬শত ৩৮ দশমিক ৯৪ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। থোক বরাদ্দ রাখা হয় ১শত ৬০ দশমিক ৯৪ কোটি টাকাসহ মোট বরাদ্দ ১ হাজার ৭ শত ৯৯ দশমিক ৮৮ কোটি টাকা। ৫০টি প্রকল্পের মধ্যে ২০টি বৃহৎ প্রকল্প যার অনুকূলে ২৫ কোটি ও তদূর্ধ্ব টাকা বাজেটসহ মোট ১ হাজার ২শত ৮০ দশমিক ৩৮ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে।
সভায় উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তার বাসভবন নির্মাণসহ সুনামগঞ্জে বারটান এর চলমান অবকাঠামো নির্মাণ, রাবার ড্যাম নির্মাণে সাইট নির্বাচন, পাতকুয়া প্রযুক্তির উৎকর্ষতা আনয়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আলুর আন্তর্জাতিক মান উন্নয়ন, ভিটামিন এ ও ডি সমৃদ্ধ ভুট্টা চাষ, মসলা ফসলের জাতের উন্নয়ন, মন্ত্রণালযের কৃষিবিজ্ঞানীদের সমন্বয়ে রাইটার পুল গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ অতিরিক্ত সচিববৃন্দ, বিভিন্ন দপ্তরের মহপরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালক ও এলজিইডির প্রকৌশলী উপস্থিত ছিলেন।
#
গিয়াস/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮০৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৫৫
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
দশম জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক আজ কমিটি সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন) এবং কাজী ফিরোজ রশীদ বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়াও বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দেশের বিভিন্ন মোবাইল অপারেটরদের ৪এ কার্যক্রম চালু করার প্রেক্ষিতে টেলিটকের প্রস্তুতি এবং বিটিআরসির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন মোবাইল অপারেটরদের ৪এ কার্যক্রম চালু করার প্রেক্ষিতে টেলিটকের নিজস্ব অর্থায়নে (প্রায় ২০০ কোটি প্রাক্কলিত ব্যয়) বিভাগীয় শহরে ৪এ সেবা চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১১০০টি সাইটে ৪এ বঘড়ফব ই স্থাপন করা হবে। ৪এ চালু করার লক্ষ্যে বর্তমান ব্যাকবোন ট্রান্সমিশন নেটওয়ার্ককে সম্প্রসারণ করা হবে। আগামী আগস্ট ২০১৮ তে ৪এ সেবা চালু করা যাবে বলে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে আরো উল্লেখ করা হয়, ভিওআইপি প্রযুক্তি ব্যবহার করে অবৈধ স্থাপনা পরিচালনাকারীদের শনাক্ত করার লক্ষ্যে বিটিআরসি গঠিত কমিটি ও আইন প্রয়োগকারী সংস্থা প্রতিনিয়ত ভিওআইপি অভিযান পরিচালনা করে আসছে। ২০০৭ সাল থেকে ২০১৮ সালের ২১ শে মার্চ পর্যন্ত অবৈধ ভিওআইপি অভিযান পরিচালনার সংখ্যা ৩৮৩টি এবং ২০১৩ সাল থেকে ২০১৮সালের ২১শে মার্চ পর্যন্ত অবৈধ ভিওআইপি অভিযান মোট আটককৃত সিমের সংখ্যা
২ লাখ ৬৮ হাজার ২১৫।
এছাড়াও বৈঠকে আরো উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের অনুমোদিত কলরেট সর্বনি¤œ ০.২৫ টাকা হতে ২.০০টাকা নির্ধারণ করা আছে। বর্তমানে বিভিন্ন প্যাকেজের গড় কলরেট ০.৫৮টাকা। বাংলাদেশে ২০০১সালে গড় কলরেট ছিল ৯.৬০ যা বর্তমানে প্রায় ৯.০২ টাকা কমেছে। সর্বোচ্চ ১০ সেকেন্ড পালস চালু করায় মোবাইল গ্রাহকরা সাশ্রয়ীমূল্যে কথা বলতে পারছে।
কমিটি দেশের সকল জেলায় ইন্টারনেট চার্জ সমান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবসহ, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৫৪
রমজানে পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক থাকবে
---বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও মূল্য স্বাভাবিক থাকবে। চাহিদার চেয়ে কয়েকগুণ বেশি পণ্যের মজুত রয়েছে। আসন্ন পবিত্র রমজানে ব্যবসায়ী বা ভোক্তাদের আতঙ্কিত হবার কোন কারণ নেই। রমজান মাসকে সামনে রেখে দেশে উৎপাদনের পাশাপাশি চাল, ভোজ্যতেল, ডাল, চিনি, পেঁয়াজ, রসুন, আদাসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হয়েছে। সঙ্গত কারণে পবিত্র রমজান মাসে এ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকবে, মূল্য বৃদ্ধির কোন সম্ভাবনা নেই। এ বিষয়ে সঠিক ও বাস্তবসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রচার মাধ্যমগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
বাণিজ্যমন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালেেয়র সম্মেলনকক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনাসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে পর্যালোচনা সভায় সভাপতিত্ব করে সাংবাকিদের এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ব্যবসায়ীদের সবধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিকারক ও স্থানীয় ব্যবসায়ীগণ জানিয়েছেন, কোন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি হবে না বা সরবরাহে ঘাটতি থাকবে না। কোন পণ্যের কৃত্রিম সংকটের সম্ভাবনা নেই। শুধু রমজান মাসেই নয়, সারাবছর দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন আহমদ, বাংলাদেশ টেরিফ কমিশনের চেয়ারম্যান জহিরউদ্দিন আহমেদ, টিসিবি-এর চেয়ারম্যান ব্রি জে সালেহ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোশাররফ হোসেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একরামূল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোঃ মফিকুল ইসলাম লস্কর, আমদানি ও রপ্তানি অধিদফতরের প্রধান নিয়ন্ত্রক এ আর এম নজমুস ছাকিল, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বাংলাদেশ স্টিল এসোসিয়েশন ও সিমেন্ট এসোসিয়েমনের নেতৃবৃন্দের সাথে দেশে চলমান রড ও সিমেন্টর মূল্য বৃদ্ধি রোধে করণীয় নিয়ে আলোচনা করেন। এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর নাছির উদ্দিন, রিহাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন, বাংলাদেশ স্টিল এসোসিয়েশনের প্রেসিডেন্ট, সিমেন্ট এসোসিয়েমনের প্রেসিডেন্ট এবং এ শিল্পের সাথে সংশ্লিষ্ট সেক্টরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
#
বকসী/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৫৩
২ এপ্রিল থেকে ৩ দিন দেশব্যাপী নীলবাতি প্রজ্বলন করা হবে
---সমাজকল্যাণমন্ত্রী
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
অটিজমের প্রতীকী রং হচ্ছে নীল। এ কারণে ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী নীলবাতি প্রজ্বলিত রাখা হবে বলে জানালেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। সমাজকল্যাণমন্ত্রী আজ সচিবালয়ে
২ ‘এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের নানা বিষয় ও সরকারের উদ্যোগসমূহ তুলে ধরেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, অটিজম কোনো ছোঁয়াচে রোগ নয়; এটি মানুষের হরমোনজনিত সমস্যার বহিঃপ্রকাশ। এটির প্রতীকী রং নীল। এ কারণে আগামী ৩ দিন সারাদেশে সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় নীলবাতি প্রজ্বলন করা হবে। একই সাথে সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে আগামী ১৫ দিন নীলবাতি প্রজ্বলিত রাখবে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের নিয়ে বর্তমান সরকারের উল্লেখযোগ্য কর্মকা- তুলে ধরতে গিয়ে মন্ত্রী বলেন, আমরা প্রতিবন্ধী জনগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ের লক্ষ্যে উরংধনরষরঃু ওহভড়ৎসধঃরড়হ ঝুংঃবস শিরোনামে একটি সফটওয়্যারের মাধ্যমে তথ্যভা-ারে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্যসমূহ সন্নিবেশিত করেছি।
প্রতিবন্ধীদের নিয়ে সরকারের নানা উন্নয়ন কর্মকা- ও প্রতিবন্ধীবান্ধব কিছু আইনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার অটিজমসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ এবং ‘নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩’ নামে পৃথক দুটি আইন প্রণয়ন করেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এখন আইন দ্বারা স্বীকৃত।
মন্ত্রী এসময় অটিজম ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৩ টি ক্যাটাগরিতে ৩ জন করে মোট ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের জন্য মনোনীত করার কথা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও সমাজকল্যাণ সচিব মোঃ জিল্লার রহমান।
#
মাইদুল/সেলিম/ফারহানা/মোশারফ/আব্বাস/২০১৮/১৭৪৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৫২
কুয়েট শিক্ষার্থীদের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ৪ জন শিক্ষার্থী তৌহিদুল ইসলাম, শাহীন মিয়া, হাফিজুর রহমান এবং দীপ্ত সরকারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, তাঁরা কুয়েটের বস্ত্র প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন এবং ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইন্টার্নশিপ প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন।
#
আফরাজুর/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৩০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৫১
কমনওয়েলথ গেমসের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিতব্য নবম কমনওয়েলথ স্পোর্টস মিনিস্টারস মিটিং ও ২১তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে আজ ঢাকা ত্যাগ করেন।
প্রতিমন্ত্রী গোল্ডকোষ্টে সফরকালে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মহাসচিবের সাথে বাংলাদেশের ক্রীড়ানীতি উন্নীতকরণে কারিগরি সহায়তা প্রদানের বিষয়াদি নিয়ে মতবিনিময় করবেন। এছাড়াও কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের ক্রীড়াঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ক্রীড়া বিষয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করবেন।
যুব ও ক্রীড়া সচিব মোঃ আসাদুল ইসলাম প্রতিমন্ত্রীর সাথে উক্ত মতবিনিময়ে অংশগ্রহণ করবেন।
আগামী ৭ এপ্রিল প্রতিমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
শফিকুল/অনসূয়া/শহিদ/সুবর্ণা/আসমা/২০১৮/১২০০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৫০
বিশ্ব অটিজম সচেতনতা দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৮ চৈত্র (১ এপ্রিল) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২রা এপ্রিল ১১তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৮’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল অটিস্টিক ব্যক্তি, অটিস্টিক শিশু-কিশোর, তাদের পরিবার ও পরিচর্যাকারীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন’- অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
বাংলাদেশ অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন আমার কন্যা সায়মা ওয়াজেদের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। ফলে অটিস্টিক শিশুদের প্রতি সমাজের নেতিবাচক ধারণার পরিবর্তন হয়েছে। তাঁর পরামর্শে আওয়ামী লীগ সরকার অটিস্টিক শিশু ও ব্যক্তিদের জন্য ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। অটিস্টিক শিশু শনাক্তকরণ, সেবাপ্রদান এবং তাদের মা-বাবা বা যতœদানকারীদের সঠিকভাবে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ইনস্টিটিউট অভ্ পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম (ওচঘঅ) স্থাপন করা হয়েছে। আমরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, বিশেষ শিক্ষাকেন্দ্র, প্রতিটি জেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র এবং অটিজম রিসোর্স সেন্টার স্থাপন করেছি। দেশের ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের মাধ্যমে অটিজম বৈশিষ্ট্য শনাক্তকরণ, কাউন্সিলিং ও থেরাপি সেবাপ্রদান
করা হচ্ছে।
প্রতিবন্ধী নারী ও বালিকারা কর্মক্ষেত্রে, শিক্ষা গ্রহণে পরিবেশ ও প্রতিবেশগতভাবে সুবিধা বঞ্চিত হন। বিশেষ করে প্রতিবন্ধী নারী ও বালিকারা অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তাহীনতায় থাকে। প্রতিবন্ধী নারী ও বালিকাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করেছি। অসচ্ছল প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষার জন্য ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩’ প্রণয়ন করেছি। এ সকল কর্মসূচি গ্রহণের ফলে অটিস্টিক শিশু ও প্রতিবন্ধীদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গীর পরিবর্তন হয়েছে।
আমার বিশ্বাস, অটিস্টিক শিশু-কিশোরদের সম্ভাবনা