তথ্যবিবরণী নম্বর : ১৭৪৩
রাজশাহীতে আইসিটি প্রতিমন্ত্রী
শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ল্যাপটপ বিতরণ করা হবে
রাজশাহী, ২ আষাঢ় (১৬ জুন) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমরা এখন তথ্যপ্রযুক্তির যুগে বাস করছি, প্রযুক্তিকে যে যত বেশি কাজে লাগাতে পারবে সে তত বেশি উন্নতি করতে পারবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয় মোবাইল এপসের বুট ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্মার্টফোন এখন আর বিলাসদ্রব্য নয়। নানাবিধ ব্যবহারের সুযোগ থাকায় এটি আমাদের জীবনের সাথে এক হয়ে জড়িয়ে পড়েছে। তিনি বলেন, আমরা মোবাইল- কমার্সের যুগ পেরিয়ে ফেসবুক-কমার্সের যুগে এসে পৌঁছেছি।
জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। ইতোমধ্যে ঢাকায় ২৩২ একর জায়গায় হাইটেক পার্ক স্থাপনের পাশাপাশি আরো ১২টি আইটি পার্ক নির্মাণের কার্যক্রম চলছে। অন্যান্য কার্যক্রমের পাশাপাশি নতুন দক্ষ প্রজন্ম গড়ে তোলার উদ্দেশ্যে মোবাইল এপ্লিকেশন উন্নয়নের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সরকারি অফিসগুলোতে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাদেরকেও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ইতোমধ্যে ৫০০ ল্যাপটপ বিতরণ করেছেন। ডিসেম্বর ২০১৬ সাল নাগাদ আরো এক হাজার ৫শ’ ল্যাপটপ দেয়া হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে এক লাখ ল্যাপটপ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।
#
নাফেয়ালা/সাইফুল্লাহ/সঞ্জীব/রেজাউল/২০১৫/২১৪৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৪১
পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের অনুষ্ঠানে স্পিকার
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
আজ জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশন ফল উৎসবের আয়োজন করে।
স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ ও সংসদ সদস্য শিরীন আখতারও উপস্থিত ছিলেন।
পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসোসিয়েশনের সাবেক সভাপতি আশীষ সৈকত ও এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল ভদ্র যোগ দেন।
#
তথ্যবিবরণী নম্বর : ১৭৪২
বাজার তদারকি
৯ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা ও শেরপুরে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে
৯ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর দারুস সালাম এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে কুষ্টিয়া হোটেলকে ৫ হাজার টাকা, নিউ ভিলেজ ফুডকে ৫ হাজার টাকা ও ছায়াবিথী হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে শেরপুর সদরে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে হোটেল আবিরকে
৫ হাজার টাকা, সাগর হোটেলকে ৩ হাজার টাকা, আল আমিন সিজান ফুড প্রডাক্টকে ৮ হাজার ও আহার রেস্টুরেন্টকে ১ হাজার এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে সুরেন্দ্র চন্দ্র দে এন্ড সন্সকে ৩ হাজার টাকা ও অক্ষয় ডিপার্টমেন্টাল স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
#
সাইফুল্লাহ/রফিকুল/জয়নুল/২০১৫/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৪০
এ এইচ মাহমুদ আলীর সাথে দুই ডাচ মন্ত্রীর সাক্ষাৎ
সর্বোচ্চ পর্যায়ের সংলাপের ওপর গুরুত্বারোপ
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে ঢাকা সফররত নেদারল্যান্ডস্ এর বৈদেশিক, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লুমেন (খরষষরধহহব চষড়ঁসবহ) এবং অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি শুলজ ভ্যান হেগেন (গবষধহরব ঝপযঁষঃু াধহ ঐধবমবহ) গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
বৈঠকে ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী বাংলাদেশ ও নেদারল্যান্ডস্ এর মধ্যে সহযোগিতার সম্পর্ক সম্প্রসারণ ও জোরদারকরণে সর্বোচ্চ পর্যায়ের সংলাপের ওপর জোর প্রদান করেন এবং এ প্রেক্ষিতে প্রাথমিক ধাপ হিসেবে আগামী কয়েকমাসের মধ্যে দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার (ফরেন অফিস কনসালটেশন) প্রস্তাব করলে পররাষ্ট্রমন্ত্রী তাঁকে স্বাগত জানিয়ে ইতিবাচক সাড়া দেন।
নেদারল্যান্ডস্ এর অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী বাংলাদেশে জলাবদ্ধতার সমস্যা দূরীকরণে একটি স্থায়ী ও প্রাকৃতিক পদ্ধতি গ্রহণের ব্যাপারে অভিমত ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় নেদারল্যান্ডস্ সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মন্ত্রী মেলানি সুলজ নতুন জমি পুনরুদ্ধার (খধহফ জবপষধসধঃরড়হ) এবং পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে নেদারল্যান্ডস্ এর অভিজ্ঞতার আলোকে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের বিষয়ে আগ্রহ ব্যক্ত করেন। এ প্রসঙ্গে উল্লেখ্য দু’দেশের মধ্যে খধহফ জবপষধসধঃরড়হ এর বিষয়ে একটি খবঃঃবৎ ড়ভ ওহঃবহঃ এ সফরের সময় স্বাক্ষরিত হবে। অপরদিকে, বাংলাদেশ, নেদারল্যান্ডস্ এবং বিশ্বব্যাংকের মধ্যে “ইধহমষধফবংয উবষঃধ চষধহ ২১০০ ঋড়ৎসঁষধঃরহম ধহফ ওসঢ়ষবসবহঃধঃরড়হ চৎড়লবপঃ” শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
মন্ত্রী সুলজ বিশ্বব্যাংকের সাথে নেদারল্যান্ডস্ এর পানি সংক্রান্ত অংশীদারিত্ব কর্মকা-ের যোগসূত্রের ওপর আলোকপাত করেন।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সফররত মন্ত্রীদ্বয়ের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নেদারল্যান্ডস্ এর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সেদেশের সরকার ও জনগণের প্রতি প্রকাশ করেন।
দ্বিপাক্ষিক এসব বিষয় ছাড়াও বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার বিষয়টি নিয়েও আলোচনা হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক, নেদারল্যান্ডস্ এ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস্ এর রাষ্ট্রদূত গার্বেন ডি ইয়ং (এবৎনবহ উব ঔড়হম) , নেদারল্যান্ডস্ সরকার ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাংলাদেশ ও নেদারল্যান্ডস্ এর মধ্যে ‘ফ্রেম ওয়ার্ক অভ্ ইনটেন্ট অন পার্টনারশিপ ফর নলেজ এন্ড ইনোভেশন ফর সাসটেইনেবল ডেভেলপম্যান্ট’ শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
#
খালেদা/সাইফুল্লাহ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৩৯
আনসার ভিডিপি সমাবেশে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী
সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ
রাজশাহী, ২ আষাঢ় (১৬ জুন) :
স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ২০ দলীয় জোটের সন্ত্রাস ও নাশকতার হাত থেকে জনগণের জানমাল ও সরকারি সম্পদরক্ষার্থে সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আজ রাজশাহীর পবা উপজেলার নওহাটায় জেলা আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য আয়েন উদ্দীন, বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ ও আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নাজিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট মো: আশরাফুল আলম স্বাগত বক্তব্য রাখেন।
স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ভিডিপিও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড দমনে জোরালো ভূমিকা পালন করে যাচ্ছে। দেশে অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ মোকাবিলায় আনসার ভিডিপি অক্লান্ত পরিশ্রম করেছে।
তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগে ৪০ হাজারের ওপরে আনসার ব্যাটালিয়নকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের উন্নয়নে এবং গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলারক্ষার্থে নিয়োজিত রাখা হয়েছে। তিনি বলেন, ইতিপূর্বে নয়বছর পূর্তির আগে যেখানে কোন আনসার ভিডিপি সদস্যকে স্থায়ী করা হতো না, সেখানে বর্তমান সরকার ছয়বছরেই তাদের চাকুরি স্থায়ী করার বিধান করেছে। প্রতিমন্ত্রী আনসার ব্যাটালিয়নের সদস্যদেরকে সাহসিকতাপূর্ণ মানসিকতা নিয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
এর আগে তিনি নবগঠিত ৩৭ নং আনসার ব্যাটালিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আনসার ভিডিপির রেঞ্জ পরিচালক পবিত্র কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আনসার ভিডিপির উপ মহাপরিচালক একেএম আসিফ ইকবাল, পুলিশের ডিআইজি ইকবাল বাহার, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী এবং বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ফেরদাউস হাসানসহ পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক সমাবেশে কৃতিত্বপূর্ণ কাজের জন্যে ১১ জনকে পুরস্কৃত করা হয়।
#
হামিল/সাইফুল্লাহ/নবী/আলম/জসীম/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৩৮
এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা, আলহাজ এডভোকেট মোঃ রহমত আলী, রাজি উদ্দিন আহমেদ, সাবের হোসেন চৌধুরী, এ কে এম মোস্তাফিজুর রহমান এবং ফজলে হোসেন বাদশা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ৬ষ্ঠ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ঢাকা সিটি করপোরেশনে বিভিন্ন খাতে লক্ষ্যমাত্রানুযায়ী অর্থ আদায় না হওয়ায় বিষয়টি তদন্ত করার জন্য ১টি কমিটি, সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের পর থেকে তাদের কার্যক্রমসম্পর্কে তদন্ত করার জন্য ১টি কমিটি এবং ঢাকার মেয়র সাদেক হোসেনের কর্মকালীন বিভিন্ন কার্যক্রমের ওপর ১টিসহ মোট ৩টি কমিটি মন্ত্রণালয় থেকে গঠন করার পর আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন কমিটিতে উপস্থাপন করার সুপারিশ করা হয়।
বৈঠকে রাজশাহী ওয়াসাসম্পর্কে আলোচনা হয় এবং স্থায়ী কমিটির সিদ্ধান্ত কার্যকর না করার অভিযোগে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৮ অনুযায়ী মন্ত্রণালয়কে ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শূন্য পদসমূহ দ্রুত পূরণ করার পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী এলজিডিতে বিভিন্ন ক্যাটাগরির ৩ লাখ ৩ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। কিন্তু রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দকৃত অর্থ দিয়ে ২০-৩০% সড়কের রক্ষণাবেক্ষণ করা সম্ভব। তাই কমিটি নতুন সড়ক নির্মাণের চেয়ে পুরাতন সড়কগুলোর রক্ষণাবেক্ষনের ওপর অগ্রাধিকার প্রদানের সুপারিশ করে।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারসহ সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হুদা/সাইফুল্লাহ/আলম/জসীম/জয়নুল/২০১৫/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৩৭
জরিপ প্রতিবেদন প্রকাশ
মাংস উৎপাদন ও বৃক্ষসম্পদে বিনিয়োগ জিডিপিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
প্রাণিসম্পদখাত অর্থাৎ গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদি এবং চা, রাবারসহ ফলদবৃক্ষের বাগানে বেসরকারিখাতের অবদান বর্তমানে জিডিপির ০.৮১ ভাগ এবং মোট বিনিয়োগের ৩ দশমিক ৬৩ ভাগ। এ হিসেবে মাংস উৎপাদন এবং কাঠজাতীয় বৃক্ষে বেসরকারি বিনিয়োগকে ধরা হয়নি।
আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়ামে ‘বেসরকারিভাবে চাষকৃত জৈবিক সম্পদ জরিপ, ২০১৪ (ঝঁৎাবু ড়হ চৎরাধঃব ঝবপঃড়ৎ এৎড়ংং ঋরীবফ ঈধঢ়রঃধষ ঋড়ৎসধঃরড়হ রহ ঈঁষঃরাধঃবফ ইরড়ষড়মরপধষ জবংড়ঁৎপবং (ঈইজ), ২০১৪’ নামক বইয়ের মোড়কউন্মোচনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ পরিসংখ্যান বুরে্যা জানায়, চাষকৃত জৈবিক সম্পদ বেসরকারিখাতের অবদানকে এখন পর্যন্ত জিডিপিতে অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু জাতিসংঘ প্রণীত সিস্টেম অভ্ ন্যাশনাল একাউন্টস ২০০৮ এর ভিত্তিতে জিডিপি প্রণয়ন করতে হলে চাষকৃত জৈবিক সম্পদে বেসরকারিখাতের অবদানসহ বাংলাদেশের আরো দুটোখাতকে হিসেবের আওতায় আনতে হবে। খাতদুটো হলো : বিনোদন ও সাক্ষরতা (ঊহঃবৎঃধরহসবহঃ ধহফ খরঃবৎধপু) এবং কম্পিউটার সফটওয়্যারখাত। পরিসংখ্যান ব্যুরো আরো জানায়, বিনোদন ও সাক্ষরতাখাতে বিনিয়োগসংক্রান্ত জরিপকাজ বর্তমানে চলমান রয়েছে। অপরদিকে, কম্পিউটার সফটওয়্যারখাতে বিনিয়োগসংক্রান্ত জরিপকাজ আগামীবছর থেকে শুরু হবে।
মোড়কউন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা বলেন, পরিসংখ্যান ব্যুরো ত্রৈমাসিকভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধি প্রকাশ করতে চায়। এজন্য প্রয়োজনীয় তথ্য যাতে নিয়মিত পাওয়া যায়, সে প্রচেষ্টা পরিসংখ্যান ব্যুরো চালিয়ে যাচ্ছে। আমরা চাই পরিসংখ্যান ব্যুরোর তথ্য যতদ্রুত সম্ভব মানুষের কাছে পৌঁছে দিতে। এখন থেকে শ্রমজরিপসংক্রান্ত তথ্য ত্রৈমাসিকভিত্তিতে দেয়া হবে বলেও তিনি এসময় উল্লেখ করেন।
পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সফিকুল ইসলাম, এম এ মান্নান হাওলাদার, পরিসংখ্যান ব্যুরোর উপমহাপরিচালক বাইতুল আমীন ভুঁইয়া উপস্থিত ছিলেন।
#
তাপস/সাইফুল্লাহ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৩৫
নির্দিষ্টকরণ বিলে রাষ্ট্রপতির সম্মতি
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০১৫-এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রাষ্ট্রপতি আজ এ বিলে সম্মতি দেন।
জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে বিলটি গৃহীত হয়।
#
তথ্যবিবরণী নম্বর : ১৭৩৬
পবিত্র রমজানের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল বুধবার, সন্ধ্যা সাড়ে ৭টায় (বাদ মাগরিব) ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান।
দেশের আকাশে কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।
#
মঞ্জুর/সাইফুল্লাহ/রফিকুল/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৩৪
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
দশম জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ মুজিবুল হক, মুহাম্মদ মিজানুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রানী অংশগ্রহণ করেন।
বৈঠকে রেলওয়ের জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রমের অগ্রগতি এবং লিজকৃত জমি সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা এবং রেলওয়ের জায়গায় বিদ্যমান বৃক্ষের রক্ষণাবেক্ষণ, পরিকল্পিত বৃক্ষরোপন এবং পুরাতন বৃক্ষ নিলাম বা বিক্রয় পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ রেলওয়ের জুলাই ২০১২ হতে মে ২০১৫ পর্যন্ত উভয় অঞ্চলে মোট ২৫১.২২ একর রেল ভূমি উচ্ছেদের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এছাড়া ২৭ জেলার রেলভূমিতে ইতোমধ্যে শতাধিক অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়েছে।
কমিটি প্রত্যেক স্টেশনে সিসিটিভি স্থাপনে সুপারিশ করে। এছাড়াও ট্রেনের চালকদের ড্রেসকোড নিশ্চিত করতে সুপারিশ করে কমিটি।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
সাব্বির/মোহাম্মদ আলী/শুকলা/লাভলী/২০১৫/১৫৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৩৩
নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
দশম জাতীয় সংসদের নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৫তম বৈঠক আজ কমিটি সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মো. আব্দুল হাই্, মো. নূরুল ইসলাম সুজন, মো. হাবিবর রহমান, এম আব্দুল লতিফ এবং মো. আনোয়ারুল আজীম (আনার) এতে অংশগ্রহণ করেন।
মংলা বন্দর কর্তৃপক্ষ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয় যে, মংলা বন্দরে বিদ্যমান সুবিধাদি অনুযায়ী বর্তমানে বার্ষিক মালামাল ও কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা যথাক্রমে ৬৫ লাখ মেট্টিক টন ও ১ লাখ টিইউজ। গত ২০১৩-১৪ অর্থবছরে মংলা বন্দরে ৩৫.৪৪ লাখ মেট্টিক টন মালামাল ও ৪৩ হাজার সাত টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে যা বার্ষিক হ্যান্ডলিং ক্ষমতার যথাক্রমে প্রায় ৫২.৩৩ শতাংশ ও ৪৩.০৭ শতাংশ।
মংলা বন্দরের সার্বিক বিষয়ে মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং মংলা বন্দর কর্তৃপক্ষ এর সমন্বয়ে ট্যারিফ, কাস্টমসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার যে সকল মামলা অনিষ্পন্ন আছে সে সকল মামলায় সরকারের স্বার্থ সংশ্লিষ্ট ও আইনগত বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য মো. নুরুল ইসলাম সুজনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়।
নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
এমাদুল/মোহাম্মদ আলী/শুকলা/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৩২
স্পিকারের সাথে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ
ঢাকা, ২ আষাঢ় (১৬ জুন) :
বাংলাদেশ সফররত নেদারল্যান্ডস এর বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা (ঋড়ৎবরমহ ঞৎধফব ধহফ উবাবষড়ঢ়সবহঃ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ) বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লাউমেন (খরষরধহহব চষড়ঁসধহ) আজ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা দু’দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন এবং দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
স্পিকার বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের দীর্ঘ দিনের বন্ধু ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার । দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তৈরি পোশাক শিল্পকে আরো এগিয়ে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নেদারল্যান্ডস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি আরো বলেন, তৈরি পোশাক বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে কর্মরতদের অধিকাংশই নারী। এই নারীরা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই সরকার তাদের সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান, আবাসিক সুযোগ সুবিধাসহ ডে কেয়ার সেন্টার ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে চলেছে।
স্পিকার বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের কৃষি, শিল্প, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সবসময় সহায়তা করেছে। ভবিষ্যতেও বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লিলিয়ান প্লাউমেন বলেন, বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্রাস, শিশু স্বাস্থ্য রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে এবং উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে মন্ত্রী ভূয়সী প্রশংসা করেন।
নেদারল্যান্ডস এর মন্ত্রী সকল প্রকার বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। তিনি অবকাঠামো উন্নয়নসহ জ্বালানি খাত, শিক্ষা, কৃষি, পর্যটন, টেক্সটাইল, পানিসম্পদ উন্নয়ন, অবকাঠামো তৈরি সহ বিভিন্ন সেক্টরে ভবিষ্যতে আরও সহযোগিতা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন ।
#
মঞ্জুর/মোহাম্মদ আলী/শুকলা/লাভলী/২০১৫/১৪৩০ ঘণ্টা