Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ নভেম্বর ২০২৪

তথ্যবিবরণী ৩০ নভেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ১৮৫৫

 

মৎস্য উৎপাদন বাড়াতে অভয়াশ্রম বৃদ্ধি করতে হবে

                      ---মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

 

গংগাচড়া (রংপুর), ১৫ অগ্রহায়ণ (৩০ নভেম্বর): 

 

     মৎস্য উৎপাদন বাড়াতে মৎস্য অভয়াশ্রম বৃদ্ধির আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশীয় মাছ খাদ্য তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা যায় সেলক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিনিয়ত কাজ করছে।

 

     আজ রংপুরের গংগাচড়া উপজেলার কচুয়া বাজারে কেএন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের গণসমাবেশে উপদেষ্টা এসব কথা বলেন।

 

     স্হানীয় মৎস্যজীবীরা জেলে কার্ড বৃদ্ধি, ইলিশ মৌসুমে খাদ্য নিরাপত্তা, মৎস্য অভয়াশ্রম, তিস্তা নদী খননের ওপর গুরুত্বারোপ করেন। এসময় প্রান্তিক খামারিরা বলেন, তিস্তার চরাঞ্চলে মহিষের ভালো সম্ভাবনা আছে। এখানে মহিষ গবেষণা কেন্দ্র স্থাপনের অনুরোধ জানান। তারা বলেন, ভুট্টা গাছ থেকে তৈরি হচ্ছে উৎকৃষ্টমানের গো-খাদ্য। যা সারা বছর ডেইরি খামারি ও গরু পালনকারীদের গো-খাদ্যের যোগান দিতে পারে। ভুট্টা গাছ থেকে উৎকৃষ্টমানের গো-খাদ্য তৈরি পদ্ধতি গংগাচড়াতে চালুর জন্য অনুরোধ করেন তারা।

 

     বক্তারা বলেন, তিস্তার পানি প্রবাহ কমে যাওয়ায় পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। শুধু পরিবেশ নয় অর্থনীতিতে ভীষণ প্রভাব পড়ছে, যার ফলে তিস্তা অববাহিকার মানুষকে এ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।

 

     এ সময় উপদেষ্টা বলেন, তিস্তার এ দুঃখ লাঘবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে করণীয় বিষয়ে উত্থাপন করা হবে। উপদেষ্টা আরো বলেন, এ অঞ্চলের মৎস্যজীবী ও প্রান্তিক খামারিদের জন্য সরকার কাজ করে যাচ্ছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে সম্পন্ন হওয়ায় ইলিশ এখন তিস্তায় পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ইলিশ সংরক্ষণ অভিযানে আগামীতে ৪০ কেজি মাসিক ভিজিএফ এর পরিবর্তে ৫০ কেজি এবং ২৫ কেজি এর পরিবর্তে ৪০ কেজি চাল বরাদ্দ দেয়ার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।

 

     গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন তিস্তা নদীরক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর প্রকল্প পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুরের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তর রংপুরের উপপরিচালক মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া প্রমুখ। গণসমাবেশে স্থানীয় মৎস্যজীবী, প্রান্তিক খামারি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

                                                #

 

মামুন/ফেরদৌস/মোশারফ/আব্বাস/২০২৪/২২০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                   নম্বর: ১৮৫৪

নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

                                         - সমাজকল্যাণ উপদেষ্টা

 

ঢাকা, ১৫ অগ্রহায়ণ (৩০ নভেম্বর):

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উপদেষ্টা আজ কেন্দ্রীয় শহিদ মিনারে ২০২৪ জুলাই বিপ্লবে নিহত শহিদ পরিবার ও আহত ছাত্র জনতার দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিতকরণের লক্ষ্যে সন্তান ও অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, ছয় দফা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন খুব কাছে থেকে দেখেছি। সে সময় যেভাবে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে আমাদের মুক্তিযোদ্ধারা, ঠিক সেইভাবে তরুণ যোদ্ধারা সর্বশেষ ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশকে পুনর্জন্ম দিয়েছে। এ দেশের মানুষ আবার মুক্তভাবে বাঁচার স্বাধীনতা উপভোগ করতে পেরেছে। জুলাই বিপ্লবে অংশ নিয়ে যারা শহিদ হয়েছেন তারা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা, পুনর্বাসনে আমাদের দায়িত্ব সীমাহীন। সরকার অগ্রাধিকার ভিত্তিতে তাদের সকল প্রকার সহযোগিতা করবে। এজন্য তিনি নিহত ও আহত অভিভাবকদের একসাথে বসার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের দেশের হাসপাতালে চিকিৎসা সেবা অত্যন্ত নাজুক ,তদুপরি আহতদের সুচিকিৎসার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি। যারা এখনো চিকিৎসা সেবায় পিছিয়ে আছেন তাদের চিকিৎসা সহযোগিতা অব্যাহত রাখতে এবং পুনর্বাসনের আশ্বাস দেন। এর আগে তিনি শহিদ মিনারে আহতদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি আহতদের সান্ত্বনা দেন এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্মেলনে বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ, সুস্বাস্থ্যের বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক ডাক্তার কাজী সাইফউদ্দিন, ডাক্তার ইসরাত জাহান এবং শহিদ ও আহত পরিবারের অভিভাবকবৃন্দ।

#

রফিকুল/ফেরদৌস/শামীম/২০২৪/২০৪৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ১৮৫৩ 

 

বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র পথ

                                                ----স্থানীয় সরকার উপদেষ্টা

 

কুমিল্লা, ১৫ অগ্রহায়ণ (৩০ নভেম্বর): 

 

     স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র পথ। 

     আজ কুমিল্লায় মুরাদনগর ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মুরাদনগর উপজেলার স্থানীয় জনগণের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

     উপদেষ্টা বলেন, মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বদ্ধমূল ধারণা জন্মে গেছে যে, ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। আপনাদের মনে করিয়ে দিতে চাই, স্বৈরাচারী হাসিনার ওপর ভারতের সবচেয়ে বেশি আশীর্বাদ ছিল, কিন্তু তার পরিণতি দৃশ্যমান।

     স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সহস্র যোদ্ধার রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, শহিদদের রক্তের ঋণ শোধ করার জন্য একসাথে আমৃত্যু কাজ করে যেতে হবে। দেশের স্বার্থে জনগণের প্রতিনিধি হয়ে ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে সকলের সহযোগিতা আশা করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

     উপদেষ্টা আরো বলেন, পতিত স্বৈরাচারের আমলে ক্ষোভের বশবর্তী হয়ে কুমিল্লা নামে বিভাগ না হওয়ার কথা বলা হয়েছিলো। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে কুমিল্লাকে প্রশাসনিক বিভাগে পরিণত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করবো এবং বিভাগ হলে 'কুমিল্লা' নামেই হবে।

     এর আগে মুরাদনগর উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন উপদেষ্টা। মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের কাতারে নেমে সাধারণ মানুষের সাথে দূরত্ব কমিয়ে একসাথে কাজ করতে হবে। এছাড়া উপজেলায় চাঁদাবাজি ও দখলদারিত্ব যেনো না থাকে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন তিনি। উপজেলার উন্নয়ন কাজে গতিশীলতা আনতে সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।

                                               #

 

সালাউদ্দিন/পবন/সঞ্জীব/মোশারফ/আব্বাস/২০২৪/২০৪১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৮৫২

 

উৎপাদন বৃদ্ধি করে রমজানে মাছ মাংসের চাহিদার বিপরীতে উদ্বৃত্ত

খাদ্য সৈয়দপুর থেকে অন্য বিভাগে পাঠাতে হবে

                                            -  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

 

সৈয়দপুর (নীলফামারী), ১৫ অগ্রহায়ণ (৩০ নভেম্বর):

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, রোজার সময় মাছ মাংসের চাহিদা বেড়ে যায়। সেই চাহিদার বিপরীতে এই অঞ্চলের উদ্বৃত্ত খাদ্যদ্রব্য অন্য বিভাগে পাঠানোর জন্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। প্রান্তিক পর্যায়ের খামারিগণ যাতে উপকৃত হন, এজন্য তিনি মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে খামারিদের সহযোগিতা করার আহ্বান জানান।

আজ নীলফামারীর সৈয়দপুরে ইকু হ্যারিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট-এ প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

অবৈধ জাল বন্ধের উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অবৈধ জালের জন্য শুধু জেলেদের শাস্তির ব্যবস্থা করলেই চলবে না, অবৈধ জাল তৈরির কারখানা বন্ধে প্রশাসনকে জরুরি উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকার জেলেদের জীবনমান উন্নয়নে আধুনিক নিবন্ধন কার্ড বিতরণে কাজ করে যাচ্ছে।

তামাক চাষে নিরুৎসাহিত করতে উপদেষ্টা বলেন, তামাক একটি নেশাজাতীয় দ্রব্য, যা মানুষের অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায়। এজন্য তামাক চাষের বিপরীতে ভুট্টা চাষ করে গো-খাদ্য ঘাটতি পূরণ করা যেতে পারে।

          খামারিদের ন্যায্যমূল্য প্রাপ্তি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, খামারি ও ভোক্তাদের মাঝে মধ্যস্বত্বভোগীদের কারণে খামারীগণ যাতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হয়, এজন্য সরকার মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, প্রতিবছর গরুর ক্ষুরা রোগের কারণে অনেক খামার নষ্ট হয়। এজন্য প্রান্তিক খামারিদের গবাদি পশুর পা ও মুখের রোগ এফএমডি ভ্যাকসিন ঘাটতি পূরণে কাজ করে যাচ্ছে সরকার।

নীলফামারি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের রংপুরের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা এবং গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

#

মামুন/মেহেদী/পবন/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/১৭২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৮৫১

কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না 

                                  -ধর্ম উপদেষ্টা  

ঢাকা, ১৫ অগ্রহায়ণ (৩০ নভেম্বর):

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের ভিতরে ও বাইরে একটি গোষ্ঠী আমাদের সৌহার্দ ও সম্প্রীতিকে বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে। দেশবাসীকে সাথে নিয়ে  সকল ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না। 

          উপদেষ্টা আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি)'র মাল্টিপারপাস হলে বাউফল ফাউন্ডেশন ঢাকা আয়োজিত গুণিজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ গুণিজন, ১২০ কৃতি শিক্ষার্থী ও ৬ শহিদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়।              

বাংলাদেশকে বৈচিত্র্যময় দেশ হিসেবে অভিহিত করে উপদেষ্টা বলেন, আমাদের প্রিয় মাতৃভূমিতে নানা ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষের বসবাস। সাংবিধানিকভাবে সকলের অধিকার সমান। সকল ধর্মের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাদের নিজ ধর্ম চর্চা, প্রচার ও পালন করে আসছে। আগামীতেও সকলে নিবির্ঘ্নে তাদের ধর্ম পালন করে যাবে। তিনি আরো বলেন, ব্যক্তি কিংবা গোষ্ঠী যারা চক্রান্ত করবে সরকার তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাবে। এছাড়া, ফৌজদারি অপরাধের সাথে জড়িত ব্যক্তিদেরকে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

ড. খালিদ বলেন, বর্তমানে বাংলাদেশ উন্নয়নের যে পর্যায়ে এসে অবস্থায় যেখানে দাডিয়েছে তার পিছনে গুণিজনদের অবদান অনস্বীকার্য। অতীতে বাউফল থানার গুণিজনেরা জাতি গঠনে বিশেষ ভূমিকা পালন করেছে। আগামী দিনেও বাঙালি জাতিসত্তা বিকাশে বাউফল থানা হতে আরো বেশি গুণী তৈরি হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।  

ড. খালিদ আরো বলেন, সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠিত  হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। এরপর ভোটার তালিকা হালনাগাদ করা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা দিবেন সেই তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ১৫-১৬ বছর পর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তিনি বলেন, ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গেছে এবং রাজনৈতিক সংস্কৃতিও হারিয়ে ফেলেছিলাম। এ সংস্কৃতিকে আমরা ফিরিয়ে আনতে চাই। জনগণ যাদেরকে নির্বাচিত করবে তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করে আমরা বিদায় নেব। আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তাদের পথ আমরা সুগম করে যাবো।

এসময় বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে সাবেক যুগ্মসচিব রফিকুল ইসলাম, আব্দুল হক প্রমুখ বক্তৃতা করেন।   

পরে, উপদেষ্টা উত্তর যাত্রাবাড়ীতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কার্যালয় এবং মাদ্রাসা মুহাম্মাদীয়া আরাবীয়া পরিদর্শন করেন।

#

সিদ্দীক/রবি/আলী/শফিক/২০২৪/১৪৪৭ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ১৮৫০

নীরোগ থাকার জন্য প্রিভেন্টিভ ব্যবস্থা নেয়া উচিত

                                      ---স্বাস্থ্য উপদেষ্টা

ঢাকা, ১৫ অগ্রহায়ণ (৩০ নভেম্বর):

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমাদের পুরো স্বাস্থ্যসেবা হয়ে গেছে চিকিৎসা ব্যবস্থা কেন্দ্রিক। রোগ যাতে না হয় সেজন্য যথাযথ প্রিভেন্টিভ ব্যবস্থা আমাদের নেয়া উচিত। এজন্য সবার মধ্যে সচেতনতা তৈরি করা একান্ত জরুরি। 

 

উপদেষ্টা আজ ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের উদ্যোগে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস উপলক্ষ্যে সায়েন্টিফিক সেমিনারের উদ্বোধন অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, আমি খুবই আশ্বস্ত এবং গর্বিত যে কোভিড চলাকালীন পরিস্থিতিতে আমাদের ডাক্তার, নার্স ও টেকনোলজিস্টরা যেভাবে চিকিৎসাসেবা দিয়েছেন তা দেখে। কাউকে দেশের বাইরে যেতে হয়নি। সবাই দেশে চিকিৎসা পেয়েছেন। এ ধরনের মহাদুর্যোগগুলো যদি তারা মোকাবিলা করতে পারেন, আশা করা যায় বাকি দুর্যোগগুলোও তারা মোকাবিলা করতে  পারবেন।

ডাক্তারদের প্রশিক্ষণ বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, খুবই খুশি হবো যদি ডাক্তারদের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করতে পারি। আমি চাই আমাদের ডাক্তাররা যেকোনো বিষয়ে যাতে প্রশিক্ষণ নিতে পারে এবং সেই শিক্ষাটা যাতে দেশের মানুষের কল্যাণে লাগে। এতে এদেশের মানুষ উপকার পাবে। আমি মনে করি প্রশিক্ষণের সময় আরো বাড়ানো উচিত। আমরা যাতে হাতে কলমে বিষয়গুলি শিখতে পারি সে সকল বিষয়গুলো প্রশিক্ষণে যেনো থাকে। দীর্ঘ প্রশিক্ষণে আমার কোনো আপত্তি নেই, সেটা এক সপ্তাহ হোক বা দুই সপ্তাহ হোক।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমার কাছে চল্লিশের ওপরে ডাক্তারের তালিকা আছে যারা বিদেশে গিয়ে দেশে আর আসেননি। তাদেরকে একাধিকবার চিঠি দেয়া সত্বেও তারা দেশে আসেননি। একটা দরিদ্র দেশ হিসেবে এত অর্থের অপচয় আমরা কিভাবে মেনে নিব। তিনি আরো বলেন, ডিমেনশিয়ার ও মুভমেন্ট   ডিসঅর্ডার নিয়েও আমাদের দেশেই গবেষণা হওয়া উচিত।

সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের আহবায়ক প্রফেসর ডাক্তার এম এ হান্নানের সভাপতিত্বে উদ্বোধন আধিবেশনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, ন্যাশনাল ইনিস্টিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. কাজী দীন মোহাম্মদ, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের সদস্য সচিব ডা.মোহাম্মদ নাজমুল হুদা প্রমুখ।

#

শাহাদাত/রবি/আলী/লিখন/২০২৪/০৪.০০ ঘণ্টা

 

2024-11-30-16-05-ad9ecd5b54a8cb08e5e64a080801d3af.docx