তথ্যবিবরণী নম্বর : ১০১২
মুশতাকের মৃত্যুতে বিদেশিদের বিবৃতিতে শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) :
'মুশতাকের মৃত্যুতে বিদেশিদের বিবৃতিতে শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে' বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
আজ রাজধানীর বীর উত্তম সি আর দত্ত সড়কে দৈনিক সময়ের আলো পত্রিকার ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।
কূটনীতিকদের বক্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, 'জনাব মুশতাকের মৃত্যুতে আমিও ব্যথিত এবং এই মৃত্যু কিভাবে হয়েছে তা উদঘাটনের জন্য একটি তদন্ত কমিটি হয়েছে। তাদের রিপোর্ট পাবার পরই বোঝা যাবে তার মৃত্যু কিভাবে হয়েছিল। কিন্তু এনিয়ে কিছু বিদেশি রাষ্ট্রদূতরা বিবৃতি দিলেন, তাতে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে। তাদের অনেক দেশেই অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তাদের দেশেও এ আইন আছে, গ্রেপ্তার ও শাস্তি হয়।'
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখন স্বনির্ভর রাষ্ট্র, আমরা নিজের টাকায় পদ্মাসেতু করেছি, কারো মুখাপেক্ষী নই, সুতরাং তড়িঘড়ি করে এধরনের বক্তব্য দেয়ার পুরনো অভ্যাস পরিহার করার আহ্বান জানাই, বলেন তথ্যমন্ত্রী।
জাতিসংঘের কোনো বিবৃতি আছে কি না এমন প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বিবৃতিটি জাতিসংঘ থেকে দেয়া নয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অনেকজন কমিশনারের একজন একটি বিবৃতি দিয়েছেন। তিনি একসময় চিলির প্রেসিডেন্ট ছিলেন, সেসময়ও অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
মন্ত্রী কমিশনের প্রতি প্রশ্ন রেখে বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রে যখন চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়, বছরের পর বছর বাচ্চাদেরকে বাবা-মা থেকে আলাদা করে রাখা হয়, ফ্রান্সে যখন গুলি করে নির্বিচারে মানুষ হত্যা হয়, গুয়ান্তামো বে'তে নির্যাতন হয়, তখন কি তারা বিবৃতি দিয়েছিলেন! সুতরাং এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং এতে কারো নাক গলানোর প্রয়োজন আছে বলে মনে করি না। এতে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়।'
'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও করোনার টিকা নিয়েছেন' সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'মির্জা ফখরুল সাহেব নিজেও টিকার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, এই টিকা কাজ করবেনা বলে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন কিন্তু তিনিই এখন টিকা নিয়েছেন। জলঘোলা করে পানি খাওয়ার মতো অহেতুক সরকারের সমালোচনা করে এমন বিব্রতকর পরিস্থিতিতে তাদের যাতে না পড়তে হয় সেজন্য তাদের সমালোচনার সময় সতর্কতা অবলম্বনের আহবান জানাই।'
এর আগে দৈনিক সময়ের আলো পত্রিকার ২য় বর্ষপূর্তিতে প্রধান অতিথি হিসেবে কেক কাটার পর সংক্ষিপ্ত আলোচনায় পত্রিকাটির সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে তথ্যমন্ত্রী বলেন, পত্রিকাটি স্বল্প সময়ের মধ্যেই সমাজের দর্পণ হিসেবে ভূমিকা রাখার চেষ্টায় ব্রতী হয়েছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে রাষ্ট্র ও সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অব্যাহত থাকবে এবং দৈনিক সময়ের আলো দেশ ও মানুষকে আশার আলো দেখাবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষে পত্রিকাটির অব্যাহত অগ্রযাত্রা কামনা করেন। কেক কাটার সময় অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ অংশ নেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং রিহ্যাব প্রেসিডেন্ট শামসুল আলামিন কাজল।
সময়ের আলো'র মাতৃপ্রতিষ্ঠান আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এম এনামুল হক, ব্যবস্থাপনা পরিচালক রমজানুল হক, পরিচালক মাহফুজা মাইশা হক এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন।
#
আকরাম/নাইচ/রফিকুল/সেলিম/২০২১/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০১১
রাষ্ট্রপতির নিকট সিএজি’র ২০১৭-১৮ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ
ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের নিকট আজ বঙ্গভবনে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেছেন। সাক্ষাৎকালে সিএজি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনিষ্পত্তিকৃত নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে নিরীক্ষা কার্যক্রম জোরদার করতে সিএজিকে নির্দেশ দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। প্রতিবছরই সরকারি ব্যয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সরকারি অর্থ যাতে জনস্বার্থে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি আশা করেন এ ব্যাপারে সিএজি অফিস সার্বিক পদক্ষেপ নিবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
#
ইমরানুল/রোকসানা/নাইচ/রফিকুল/সেলিম/২০২১/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০১০
ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চায় বাংলাদেশ
-- পররাষ্ট্র মন্ত্রী
ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) :
কয়েকটি পত্রিকায় “ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চায় না বাংলাদেশ” শিরোনামে প্রকাশিত সংবাদটি ভুলভাবে প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চায় বাংলাদেশ। তবে, বাংলাদেশের অগ্রাধিকার হলো উন্নয়ন। এক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে বা বিনিয়োগের ক্ষেত্রে কেউ এগিয়ে আসলে বাংলাদেশ স্বাগত জানাবে। দামি দামি প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বাংলাদেশের জন্য অগ্রাধিকার বিষয় নয়।
ড. মোমেন বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম অগ্রাধিকার তালিকায় রয়েছে। ইন্দো-প্যাসিফিক ইস্যুতে মার্কিন বিনিয়োগের উদ্যোগকে সরকার স্বাগত জানাবে। তিনি উল্লেখ করেন, আমরা চাই বঙ্গোপসাগর সকলের জন্য উন্মুক্ত থাকবে।
#
তৌহিদুল/রোকসানা/মাসুম/নাইচ/রফিকুল/সেলিম/২০২১/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০০৯
অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীর নিবাস করা হবে
-- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) :
অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধে শহিদদের উত্তরসূরিদের সংগঠন ‘‘রক্তধারা ’৭১’’ আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরিগণের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করার জন্য আন্তরিকতার সাথে কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ১৯৭২ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করেন এবং মুক্তিযোদ্ধাদের জন্য বহু সম্পত্তি দিয়েছিলেন। মন্ত্রী এ সময় বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধিসহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে বাঙালির অধিকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, আজও তারা অপপ্রচার চালাচ্ছে। তিনি দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান।
‘‘রক্তধারা ’৭১’’ এর সভাপতি নাদিম কাদিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আরমা দত্ত, সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মেঘনা গুহ ঠাকুরতা, সংগীত শিল্পী সাদী মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
#
মারুফ/রোকসানা/মাসুম/রফিকুল/জয়নুল/২০২১/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০০৮
দ্রুত জনবল নিয়োগের নির্দেশ আইসিটি প্রতিমন্ত্রীর
ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২০-২১ অর্থবছরের ফেব্রুয়ারি মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন পর্যালোচনা সভা আজ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক সভাপতি হিসেবে সভায় অনলাইনে যুক্ত হন।
সভায় প্রতিমন্ত্রী দেশের সকল ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে প্রকল্প পরিচালকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া আইসিটি বিভাগের অধীন সংস্থা, দপ্তর ও প্রকল্পসমূহের শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্টদের তিনি নির্দেশ দেন।
সভায় জানানো হয়, ইনফো সরকার-৩ প্রকল্পের আওতায় ২ হাজার ৬শ’ ইউনিয়নের মধ্যে দেশের ২ হাজার ৫শ’ ইউনিয়নে নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম ইন্টিগ্রেশন কানেক্টিভিটি সম্পন্ন হয়েছে। আইসিটি বিভাগের প্রকল্পসমূহের ফেব্রুয়ারি' ২০২১ পর্যন্ত কাজের অগ্রগতি ৫২ দশমিক ৮৩ ভাগ এবং আর্থিক অগ্রগতি ৩শ’৬৭ দশমিক ১৯ কোটি টাকা।
এছাড়া, সভায় এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ইমেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন প্রকল্প, কানেক্টেড বাংলাদেশ প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী প্রকল্প, কালিয়াকৈর হাইটেক পার্কসহ অন্যান্য হাইটেক পার্ক উন্নয়ন প্রকল্প, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প, মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে আইসিটি বিভাগের অধীন মোট ২৮টি প্রকল্পের জন্য এডিপিতে ১ হাজার ৪১৪ দশমিক ৭৯ কোটি এবং আরএডিপিতে ৬৯৫ দশমিক ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধানগণ এবং প্রকল্প পরিচালকগণ অনলাইনে যুক্ত হন।
#
শহিদুল/রোকসানা/মাসুম/সঞ্জীব/জয়নুল/২০২১/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০০৭
কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) :
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে ৫১৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জন।
গত ২৪ ঘণ্টায় ৭ জন-সহ এ পর্যন্ত ৮ হাজার ৪২৩ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৬৯১ জন।
#
হাবিবুর/রোকসানা/মাসুম/সঞ্জীব/রেজাউল/২০২১/১৮১৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০০৬
টেকসই অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত পরিবেশবান্ধব শিল্পায়ন
-শিল্প প্রতিমন্ত্রী
মুন্সিগঞ্জ, ১৭ ফাল্গুন (২ মার্চ) :
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের একটি অপরিহার্য পূর্বশর্ত হচ্ছে পরিবেশবান্ধব শিল্পায়ন। শিল্প মন্ত্রণালয় শিল্পখাতের ক্রমবর্ধমান উন্নয়ন ও উৎপাদনশীলতা অর্জনে উপযুক্ত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আজ মুন্সিগঞ্জ জেলার বাস্তবায়নাধীন বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং বিসিক প্লাস্টিক শিল্পনগরী প্রকল্পের অগ্রগতি এবং বর্তমান অবস্থা পরিদর্শনকালে এ কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের অগ্রগতি ও বর্তমান অবস্থা এবং বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এসময় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আঞ্চলিক পরিচালক আব্দুল মতিন, প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল খালেক, প্রকল্প পরিচালকদ্বয় এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
#
রফিকুল/অনসূয়া/শাম্মী/রেজ্জাকুল/আসমা/২০২১/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০০৫
এনইসি সভায় প্রায় ১ লাখ ৯৮ হাজার কোটি টাকার ব্যয় সংবলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন
ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) :
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আজ ২০২০-২১ অর্থবছরের জন্য ১ লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকার ব্যয় সংবলিত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ৬৩ হাজার কোটি টাকা।
প্রধানমন্ত্রী ও এনইসি’র চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ গণভবনের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষ ও সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
স্বায়ত্বশাসিত সংস্থা বা কর্পোরেশন নিজস্ব অর্থায়নে ১১ হাজার ৬২৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয় সংবলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করবে। যার মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন ৭ হাজার ৭৫৩ কোটি ৯০ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ৩ হাজার ৮৭৫ কোটি টাকা। এরফলে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির সর্বমোট আকার দাঁড়াবে ২ লাখ ৯ হাজার ২৭১ কোটি ৯০ লাখ টাকা।
এছাড়া, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ প্রণীত ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা প্রতিবেদন এবং ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুলাই ২০২০ হতে জানুয়ারি ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা প্রতিবেদন এনইসি সভায় উপস্থাপন করা হয়েছে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর সেক্টর পুনর্বিন্যাস অনুমোদন দেয়া হয়েছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র সফল বাস্তবায়ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার, অধিক কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, মহামারি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা, মানব সম্পদ উন্নয়ন, খাদ্য উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, দারিদ্র্যমোচন তথা দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।
সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মুখ্য সমন্বয়ক (এসডিজি), পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
শাহেদ/অনসূয়া/রেজ্জাকুল/কুতুব/২০২১/১৬৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০০৪
২৬ মার্চ চালু হচ্ছে ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন
ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) :
বাংলাদেশের স্বাধীনতা লাভের সুবর্ণজয়ন্তীতে আগামী ২৬ মার্চ ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় নতুন এই আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন উদ্বোধন করা হবে। ট্রেনটি ঢাকা থেকে সরাসরি ভারতের নিউ জলপাইগুড়ি রেল জংশনে পৌঁছাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন এ ট্রেনের উদ্বোধন করবেন বলে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে।
#
শরিফুল/অনসূয়া/কামাল/আসমা/২০২১/১৬২২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০০৩
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এর চৌধুরীর মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক
ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) :
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুছ ছবুর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী আজ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
তৌহিদুল/অনসূয়া/শাহ আলম/কুতুব/২০২১/১৫৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০০২
‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতা গতকালের বিজয়ীদের তালিকা
ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত গতকালের অনলাইনভিত্তিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার স্মার্টফোন বিজয়ী পাঁচজন হলেন : ঢাকার বোরহান, চাঁপাইনবাবগঞ্জের মোসা. মরিয়ম খাতুন, লালমনিরহাটের মাজেদ খান জয়, ময়মনসিংহের কিসমত আরা এবং নওগাঁর নওশাদ আহমেদ।
গতকালের কুইজে ৬৪ হাজার ১৩৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।
স্মার্টফোন বিজয়ী পাঁচজনসহ ১০০ জিবি মোবাইল ডাটা বিজয়ী ১০০ জনের ছবিযুক্ত নামের তালিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ওয়েবসাইট https://mujib100.gov.bd অথবা https://quiz.priyo.com থেকে জানা যাবে।
#
মোহসিন/অনসূয়া/জসীম/আসমা/২০২১/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০০১
ওয়েবিনারে পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি গতিশীল পররাষ্ট্রনীতি হিসেবে স্বীকৃত
নিউইয়র্ক, ২ মার্চ :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আদর্শগতভাবে বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত অবিচল, কিন্তু একইসাথে দেশের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে তিনি ছিলেন অত্যন্ত বাস্তববাদী। এজন্য তিনি সার্বজনীন মূল্যবোধ ও নীতির ভিত্তিতে একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্কলে-তে অবস্থিত ইউনিভার্সিটি অভ্ ক্যালিফোর্নিয়ার সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ এর যৌথ উদ্যোগে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি” শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
ওয়েবিনারটির প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন পুরস্কার বিজয়ী সাংবাদিক ও লেখক সলীল ত্রিপাঠি, ফ্রেন্ডস অভ্ বাংলাদেশ লিবারেশন ওয়ার অনারপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের সাবেক সিনিয়র কূটনীতিক থমাস এ ডাইন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। প্যানেল আলোচনা পর্বের সঞ্চালক ছিলেন ইউনিভার্সিটি অভ্ ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট ফর সাউথ এশিয়া স্টাডিজ এর নির্বাহী পরিচালক ড. সঞ্চিতা বি. সাক্সেনা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতার “সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়” এই আদর্শই বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি এবং এ অনুযায়ীই ভবিষ্যতে পরিচালিত হবে বাংলাদেশ। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি গতিশীল পররাষ্ট্রনীতি হিসেবে স্বীকৃত, বিশ্বঅঙ্গনে যার রয়েছে নিরপেক্ষতার খ্যাতি এবং উচ্চনৈতিক অবস্থান আর একারণেই অত্যন্ত স্বল্পসময়ের মধ্যে বিশ্বের প্রায় সবদেশের স্বীকৃতি অর্জন করতে পেরেছিল বাংলাদেশ।
উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, বঙ্গবন্ধুর দৃষ্টিভঙ্গি ও আদর্শ যা ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম বাংলায় ভাষণে প্রতিভাত হয়েছিল, তা অনুসরণ করেই বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক অব্যাহত রয়েছে। এলডিসি ক্যাটেগরি থেকে বাংলাদেশের উত্তরণের উদাহরণ টেনে তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন।
লেখক ও সাংবাদিক সলীল ত্রিপাঠি বলেন, বঙ্গবন্ধু ছিলেন অন্তর্ভুক্তিমূলক জাতীয়তাবাদ এর প্রবক্তা যার শিকড় নিহিত ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনে। জাতির পিতার এই ধারণা আজকের পৃথিবীতে বড়ই প্রাসঙ্গিক মর্মে মন্তব্য করেন ত্রিপাঠি। জাতির পিতা যে সকল আদর্শ রেখে গেছেন তা থেকে শিক্ষা গ্রহণ করতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং উদাহরণ হিসেবে মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের সম্মানজনক পুনর্বাসনে যে পদক্ষেপ নিয়েছিলেন তা উল্লেখ করেন। সলীল ত্রিপাঠি বিখ্যাত গ্রন্থ ‘দ্য কর্ণেল হু উড নট রিপেন্ট: দ্য বাংলাদেশ ওয়ার অ্যান্ড ইটজ আনকোয়ায়েট লিগ্যাসি’ শীর্ষক বইয়ের লেখক।
প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য আলোচকগণ।
ওয়েবিনারটিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষাবিদ, কূটনীতিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
#
অনসূয়া/শাহ আলম/রেজ্জাকুল/কুতুব/২০২১/১৩৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০০০
বাংলাদেশ ও AIIB’র মধ্যে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) :
গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার ও Asian Infrastructure Investment Bank (AIIB) এর মধ্যে Bangladesh COVID-19 Emergency and Crisis Response Facility Project প্রকল্পের জন্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং AIIB’র পক্ষে Investment Operations Region 1 এর Vice President D J Pandian ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।
অর্থ বিভাগের উদ্যোগে গৃহীত এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক। এ ঋণের উদ্দেশ্য হচ্ছে কোভিড-১৯ সৃষ্ট বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় গৃহীত কার্যক্রমের জন্য বাজেট সহায়তা প্রদান। এ প্যাকেজের অংশ হিসেবে বৈশ্বিক মহামারির প্রভাব হতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এবং কুটির শিল্পকে পুনরুদ্ধারে সহায়তা করার জন্য সরকার এসএমই ও কুটির শিল্পগুলোকে স্বল্প সুদে ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে। এ কার্যক্রমে সরাসরি অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে AIIB হতে প্রাপ্ত এ ঋণের উদ্দেশ্যে বাস্তবায়িত হবে।
AIIB হতে প্রাপ্ত এ ঋণ ৩ বছরের গ্রেস পিরিয়ডসহ ৮ বছরে পরিশোধযোগ্য। বর্ণিত ঋণের সুদের হার ০.৮৪% এবং ফ্রন্ট এন্ড ফি হিসেবে ০.২৫% এবং কমিটমেন্ট ফি হিসেবে অব্যয়িত অর্থের ০.২৫% পরিশোধ করতে হবে।
#
কাওসার/অনসূয়া/শাম্মী/কুতুব/২০২১/১২১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৯৯৯
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব মো. সায়েদুল ইসলাম এর যোগদান
ঢাকা, ১৭ ফাল্গুন (২ মার্চ) :
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. সায়েদুল ইসলাম ২৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে যোগদানের পর ১ মার্চ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়