Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী ৯ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০২৮

শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে
                          ----আসাদুজ্জামান নূর

ঢাকা,  ২৫  কার্তিক (৯ নভেম্বর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার পর্যাপ্ত সুযোগ করে দিলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ মানুষ হিসেবে গড়ে উঠবে।
মন্ত্রী আজ ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় টঙ্গী জয়নুল আবেদীন আর্ট স্কুল আয়োজিত ১ম আন্তর্জাতিক এবং ১২তম জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০১৭ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জয়নুল আবেদীন আর্ট স্কুলের পরিচালক শংকর ধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন (ঝরফংবষ ইষবশবহ), সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের চেয়ারম্যান ফারুক সোবহান, ইউনাইটেড ইন্স্যুরেন্স এর চেয়ারম্যান আজিজ আহমেদ এবং ডানকান ব্রাদার্স বাংলাদেশ এর পরিচালক শাহ আলম।
মন্ত্রী বলেন, ইদানীং বাচ্চাদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ দেয়া হয় যা কখনো কাম্য নয়। সেক্ষেত্রে বাচ্চারা প্রকৃত মানুষ না হয়ে যন্ত্র হিসেবে গড়ে উঠবে। আর তার পরিণতি হবে ভয়াবহ। জঙ্গিবাদের উত্থান ও সামাজিক অনাচার ঠেকাতে হলে শিশুদের সঠিক ও উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি জয়নুল আবেদীন আর্ট স্কুলের এ উদ্যোগের প্রশংসা করেন এবং দেশব্যাপী তা ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রদর্শনীতে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশের মোট ৪০৪৫টি ছবি থেকে বাছাইকৃত ৩০০টি ছবি স্থান পেয়েছে। জয়নুল আবেদীন আর্ট স্কুলের ১২ বছরপূর্তি উপলক্ষে এ প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৩ থেকে ১৬ বছরের ক্ষুদে চিত্রশিল্পীরা এ প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
প্রদর্শনীটি আজ শুরু হয়ে আগামী ১১ নভেম্বর পর্যন্ত চলবে।
#
ফয়সল/মাহমুদ/আলী/মোশারফ/জয়নুল/২০১৭/২০৫৫ঘণ্টা

Handout                                                                                                                   Number : 3027

 

Newly appointed Brazilian Ambassador calls on Shahriar Alam

 

Dhaka, November 09 :

 

The newly appointed Ambassador of the Federative Republic of Brazil  João Tabajara de Oliveira Júnior had a courtesy call on the State Minister for Foreign Affairs Md. Shahriar Alam today at the Ministry of Foreign Affairs.

 

During the call on they had candid discussion on a wide range of issues of bilateral interest. The Brazilian Ambassador expressed his keen interest to enhance the people to people contact between the two countries particularly focusing on cultural exchanges. The  State Minister urged the Ambassador to work on increasing the trade engagements between the two countries.

 

The issue of forcibly displaced Myanmar nationals was featured prominently during the discussion. The State Minister apprised the Ambassador of the ongoing plight of the Rohingyas and sought political support from the government of Brazil both bilaterally and through multilateral mechanism for their safe, sustainable and dignified return at the earliest. 

 

The State Minister wished the Ambassador a successful and happy tenure in Dhaka.

 

#

 

Khaleda/Mahmud/Mosharraf/Salimuzzaman/2017/2000 Hrs.

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩০২৬
 
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার),  ২৫  কার্তিক (৯ নভেম্বর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
আজ কুতুপালং -১ ক্যাম্পে ৪ শত ২০ জন পুরুষ, ৩ শত ৬৪ জন নারী মিলে ৭ শত ৮৪ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ১ শত ১০ জন পুরুষ, ৯ শত ৯৭ জন নারী মিলে ২ হাজার ১ শত ৭ জন, নোয়াপাড়া ক্যাম্পে ২ শত ৫৩ জন পুরুষ, ৩ শত ১৭ জন নারী মিলে ৫ শত ৭০ জন, থাইংখালী -১ ক্যাম্পে ১ হাজার ৫৯ জন পুরুষ, ১ হাজার ৫ শত ৮ জন নারী মিলে ২ হাজার ৫ শত ৬৭ জন, থাইংখালী -২ ক্যাম্পে ৯ শত ২৭ জন পুরুষ, ৭ শত ৩২ জন নারী মিলে ১ হাজার ৬ শত ৫৯ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৪ শত ৯২ জন পুরুষ, ১ হাজার ২ শত ৭২ জন নারী মিলে ২ হাজার ৭ শত ৬৪ জন, লেদা ক্যাম্পে ৩ শত ১ জন পুরুষ, ২ শত ৪৫ জন নারী মিলে ৫ শত ৪৬ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১০ হাজার ৯ শত ৯৭ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৪ লাখ ৬০ হাজার ৮ শত ১৮ জনের নিবন্ধন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক সংখ্যা ৬ লাখ ২৬ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।
#
সাইফুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩০২৫
 
মিয়ানমার নাগরিকদের ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে
 
উখিয়া (কক্সবাজার),  ২৫  কার্তিক (৯ নভেম্বর) :
গত ২৫ আগস্টের পর থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত ৬ লাখ ২৬ হাজার মিয়ানমার নাগরিক অবস্থান নিয়েছে। অনুপ্রবেশকারী নাগরিকদের নিরাপত্তা প্রদান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনসহ সরকারের বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।  
গত ২৫ আগস্টের পর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। সীমান্তবর্তী স্থল ও নদীপথ এলাকায় নিরাপত্তা বিধানের জন্য বিজিবি ও কোস্টগার্ড কাজ করছে। টেকনাফ, উখিয়া, রামু ও সদর উপজেলাসহ ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি গঠন করে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারের সহায়তায় নিয়মিত চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে ৩ শত ৬৭ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। এপিবিএনসহ প্রায় ১ হাজার পুলিশ সদস্য, ২ শত ২০ জন ব্যাটালিয়ান আনসার এবং পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা আইন-শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত রয়েছে। সেনাবাহিনীর বিভিন্ন পদবির ১ হাজার ৭ শত সদস্য পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করছে।
#
সাইফুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩০২৪
 
মিয়ানমার নাগরিকদের সেবা প্রদান কার্যক্রম অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার),  ২৫  কার্তিক (৯ নভেম্বর) :
বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা দানের অংশ হিসেবে সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। কক্সবাজার সিভিল সার্জনের নেতৃত্বে ৩৬ টি মেডিকেল টিম ক্যাম্পগুলোতে স্বাস্থ্যসেবা প্রদান করছে। এ পর্যন্ত ৪ লাখ ৩৭ হাজার ৮ শত ৪৪ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
মিয়ানমার নাগরিকদের জন্য ১ লাখ ৫০ হাজার অস্থায়ী ঘর নির্মাণ লক্ষ্যমাত্রার বিপরীতে ১ লাখ 
৩৪ হাজার ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ৫ লাখ মিয়ানমার নাগরিককে নতুন এলাকায় আশ্রয় প্রদান করা হয়েছে। 
নতুন ক্যাম্প এলাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে উখিয়ার রাবার বাগান এলাকায় ১টি এবং টেকনাফের উনচিপ্রাং এলাকায় ১টি অস্থায়ী ফায়ার সার্ভিস ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। 
মিয়ানমার নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণে উখিয়া, টেকনাফ ও রামুর ১১টি স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার থেকে উদ্ধারকৃত ৩২ হাজার ৮ শত ১৮ জন ও অন্যান্য জেলা হতে উদ্ধারকৃত ৭ শত ৯ জনকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। নৌকা ডুবিসহ নৌ দুর্ঘটনায় ১ শত ৯০ জন মিয়ানমার নাগরিকের মৃত্যু হয়েছে।
  বান্দরবানে থাকা ১৭ হাজার মিয়ানমার নাগরিকের মধ্যে ৭ হাজার জনকে উখিয়ায় স্থানান্তর করা হয়েছে। বাকি ১০ হাজার জনের স্থানান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক বাস্তবায়িত নতুন ক্যাম্প এলাকায় ১৭ কি.মি. নতুন বিদ্যুৎ লাইন স্থাপন লক্ষ্যমাত্রার বিপরীতে ৯ কি.মি. লাইন সম্পন্ন হয়েছে। ক্যাম্প এলাকায় ৪০টি নিরাপত্তা বাতি বসানো হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় ৯৯টি বাতি সংবলিত ৩৩টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। আরো ১৭টি প্যানেল স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। 
নতুন ক্যাম্প এলাকায় এলজিইডি কর্তৃক বাস্তবায়িত ২৯ কি.মি. সড়কের মধ্যে ১০টি সড়কের শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। 
#
সাইফুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩০২৩

সচিবালয়ে তথ্যমন্ত্রী
স¦াধীনতার সপক্ষের শক্তিকে হাজার বছরের জন্য ঐক্য করতে হবে

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শেখ হাসিনা মহাজোটের ৯৯ শতাংশের মালিক হয়েও ১ শতাংশের সমতুল্য শরিকদের কদর ও মর্যাদা দিয়েই ১৪ দলের মহাজোট গড়ে তুলেছেন, যা তার সময়োপযোগী রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার পরিচয়। সেজন্যই তিনি রাজাকার-জঙ্গি-বিএনপির কাছ থেকে ২০০৮ সালে দেশ উদ্ধার করতে সক্ষম হন এবং এখনও সফলতার সাথে দেশ পরিচালনা করছেন। ’

    তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি গতকাল তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মহাজোটের ঐক্যের গুরুত্ব ও ঐক্যবিরোধী অপপ্রয়াসের বিরুদ্ধে সতর্কবাণী তুলে ধরে যে বক্তব্য দেন, সে বিষয়েই সচিবালয়ে আজ দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

    স্বাধীনতা অর্জনকে কঠিন এবং স্বাধীনতা অক্ষুণœ রাখাকে আরো কঠিন বর্ণনা করে ইনু বলেন, ‘জঙ্গিদমন একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু দেশকে জঙ্গিমুক্ত রাখা আরো বড় চ্যালেঞ্জ। বাংলাদেশকে স্থায়ীভাবে জঙ্গিমুক্ত ও নিরাপদ রাখতে প্রয়োজনে স্বাধীনতার সপক্ষের শক্তিকে হাজার বছরের জন্য ঐক্য করতে হবে।’

    ‘সকল শরিক দলের অতীত ইতিহাস জেনে বুঝেই প্রধানমন্ত্রী ঐক্য গড়েছেন’ উল্লে¬খ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এ ঐক্যই জঙ্গি দমনে সাফল্য এনে দিয়েছে, উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে চলছে। তাই জঙ্গি-রাজাকার-জামাতের বিরুদ্ধে ঐক্যে শামিল শরিকদের চোখের মণির মতোই আগলে রাখতে হবে, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে হবে। মহাজোটের এই ঐক্য ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ রক্তাক্ত আফগানিস্তানে পরিণত হবে।’

#

আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৯৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩০২২

গ্রামীণ অর্থনীতি সচল হওয়ায় গ্রামেও ব্যাংক
                 --- মায়া চৌধুরী

মতলব উত্তর (চাঁদপুর), ২৫ কার্তিক (৯ নভেম্বর) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, গ্রামীণ অর্থনীতি সচল হওয়ায় গ্রামেও ব্যাংক স্থাপিত হচ্ছে। এর ফলে গ্রামের মানুষের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে, গ্রামের মানুষ ঋণ পাবে ও প্রবাসীদের টাকা পাঠাতে সুবিধা হবে।
মন্ত্রী আজ মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বাজারে অগ্রণী ব্যাংকের শাখা উদ্বোধনকালে এসব কথা বলেন।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজী ওচমান পাটোয়ারী, আওয়ামী মহিলা লীগের সভাপতি সাফিয়া খাতুন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সভাপতি মইনুল হোসেন খান নিখিল প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, গ্রামে বিদ্যুতায়নের ফলে নতুন নতুন কলকারখানা স্থাপিত হচ্ছে। ফলে আর্থিক লেনদেন বৃদ্ধি পেয়েছে। তাই আর্থিক নিরাপত্তার জন্য ব্যাংকের গুরুত্ব অপরিসীম। বিশেষত কৃষিভিত্তিক ঋণ পেতে ব্যাংকগুলো গ্রামের মানুষকে সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী এরপর নিশ্চিন্তপুর স্কুল এন্ড কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে প্রত্যেক প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হবে।
#

ওমর ফারুক/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০২১

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করছে সরকার
                                               -এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বৃহৎ দায়িত্ব স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের উপর ন্যস্ত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকদের অধিকাংশ সেবা তারা দিয়ে থাকে। স্থানীয় সরকারকে বাদ দিয়ে উন্নয়নের কাক্সিক্ষত লক্ষ্য অর্জন অসম্ভব। বর্তমান সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
মন্ত্রী আজ সচিবালয়স্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-র পরিচালনা বোর্ডের ৪৮ তম সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, সরকারের গৃহীত সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় সরকারের উপর অনেকাংশেই ন্যস্ত। স্থানীয় সরকারকে শক্তিশালী করা মানে গণতন্ত্রকে শক্তিশালী করা। সরকার শুধু দলীয় প্রতীকে নির্বাচন দিয়েই থেমে থাকেনি, স্থানীয় সরকারের পাঁচটি স্তরকে শক্তিশালী করতেও ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি আরো বলেন, পাঁচ স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থায় প্রায় ৬০ হাজারের অধিক জনপ্রতিনিধিকে যথাযথভাবে প্রশিক্ষণ প্রদান করলে ‘রূপকল্প - ২০২১’ অর্জনে তারা বৃহৎ অংশীদার হতে পারবে। তিনি সমন্বয়ের মাধ্যমে স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। 
মন্ত্রী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণকে ঋণগ্রস্ততা থেকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পকে আরো জনবান্ধব করতে এনআইএলজি-কে গবেষণা করার নির্দেশনা দেন।
#
জাকির/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩০২০

ভূমি ব্যবস্থাপনায় বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া হয়েছে
                    -- ভূমিমন্ত্রী

ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর) :

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে দুর্নীতি দূর করার বাস্তবসম্মত উদ্যোগ নেয়া হয়েছে। আধুনিক ভূমি ব্যবস্থাপনা, জনভোগান্তি এবং দুর্নীতি কমাতে ইতোমধ্যে জিরো টলারেন্স গ্রহণ করা হয়েছে।

    আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থার কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী এ কথা বলেন। ভূমি সচিব এম এ জলিলের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. নাসির উদ্দিন আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোঃ আসাদুজ্জামান, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপপরিচালক (মিডিয়া) প্রণব কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

    ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ভূমির উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের যাবতীয় কার্যাদি পদ্ধতিগতভাবে পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ভূমি সংশ্লিষ্ট বিষয়ে জটিলতা সৃষ্টি করে গেছে সেই মুঘল, ইংরেজ, পাকিস্তান শাসনামল থেকেই। সরকার এক্ষেত্রে স্টেপ বাই স্টেপ এগুচ্ছে। ভূমি অফিসগুলোর আশপাশের দুষ্টগ্রহ দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

    বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ভূমি ব্যাংক করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ ব্যাংকের আওতায় সরকারি খাসজমি ও সরকারি অন্যান্য জমির হিসাব নিকাশ থাকবে। তিনি আরো বলেন, সারাদেশে ৪৫টি উপজেলাকে ডিজিটালাইজড করার কাজ চলছে। এছাড়া ভূমি জোনিং প্রকল্পের কাজও চলছে।

#

রেজুয়ান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩০১৯ 
 
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
 
ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর ):
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১০ নভেম্বর ‘শহীদ নূর হোসেন দিবস’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন : 
‘‘আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক গুরুত্বপূর্ণ দিন। এ দিনে শহীদ নূর হোসেনের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। আমি আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ নূর হোসেনসহ গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদকে। 
 
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ কখনো মসৃণ ছিল না। স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে এ দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা  রুদ্ধ হয়। উত্থান ঘটে স্বৈরশাসনের। ১৯৮৭ সালের এই দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাহসী সৈনিক নূর হোসেন ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ এই সেøাগান শরীরে ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। মিছিলের পুরোভাগে থাকা এই অকুতোভয় যোদ্ধা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বুকের তাজা রক্ত দিয়ে গেছেন। 
 
শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যায়নি। তাঁর আত্মাহুতির ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছিল। নূর হোসেনের মতো সাহসী মানুষদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এ গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলে সচেষ্ট থাকবেন বলে আমার দৃঢ়বিশ্বাস। 
 
আমি নূর হোসেনসহ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। 
 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
 
#
আজাদ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৭৩৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩০১৮
 
সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে
                                             -গণশিক্ষা মন্ত্রী
ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর ) :      
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেছেন, শিক্ষকরা হলেন সমাজের আলোক বর্তিকার মতো। যথাযথ শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের মনোজগৎকে আলোকিত করে মহৎ ও নৈতিক মূল্যবোধের ধারক হওয়ার প্রেরণা যোগায়। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের সাথে প্রতিযোগিতায় নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণের দিক নির্দেশনা দিয়ে থাকে। 
 
মন্ত্রী আজ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের মিডিয়া বাজারে 'ঈযধহমরহম ষবধৎহরহম ঈযধহমরহম ষরাবং: পবষবনৎধঃরড়হ ১০ ুবধৎং ড়ভ ঊওঅ' শীর্ষক ওহঃবৎহধঃরড়হধষ পড়হভবৎবহপব উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির  বক্তৃতায় এসব কথা বলেন।
 
মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে এবং বিশ্বের সাথে কার্যকর যোগাযোগের উন্নয়নের জন্য ইংরেজি জানা খুবই দরকার। সকল শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে পর্যাপ্ত সুযোগের ব্যবস্থা করা হচ্ছে। ঊহমষরংয রহ অপঃরড়হ (ঊওঅ) এই প্রকল্প সৃজনশীল পদ্ধতি, কৌশল, উপকরণ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 
 
মন্ত্রী বলেন, প্রকল্পের মাধ্যমে অর্জিত ফলাফল যা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী সকলের ইংরেজি ভাষায় দক্ষতা আনয়নে কার্যকর ভূমিকা পালন করছে। এ প্রকল্প থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাবৃন্দকে আহ্বান জানান তিনি।
 
প্রকল্প পরিচালক ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উঋওউ এর উবঢ়ঁঃু পড়ঁহঃৎু যবধফ ঔরস গপঅষঢ়রহব, ওহঃবৎহধঃরড়হধষ ঊপড়হড়সরপ ধহফ ঝড়পরধষ উবাবষড়ঢ়সবহঃ এর উরৎবপঃড়ৎ ঔড়যহ ংযড়ঃঃড়হ, ঙঢ়বহ ঁহরাবৎংরঃু টক ওহঃবৎহধঃরড়হধষ ঙভভরপব এর উরৎবপঃড়ৎ গবঃযবি ঋধংঃবৎ
#
গিয়াস/অনসূয়া/শহিদ/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৫৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩০১৭
 
বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে 
   -খাদ্যমন্ত্রী
 
ঢাকা, ২৫ কার্তিক (৯ নভেম্বর ) :      
 
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সারা বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তির অনুপ্রেরণা। তাঁর এ বক্তব্য ছিল অলিখিত যা মুক্তিযুদ্ধে মন্ত্রমুগ্ধের মতো কাজ করেছিল। এই ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে তিনি সবরকম দিকনির্দেশনা দিয়েছিলেন। 
 
মন্ত্রী আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট আয়োজিত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ: বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে ইউনেসকোর স্বীকৃতি’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, দীর্ঘদিন আমাদের তরুণ প্রজন্মকে ভুল ইতিহাস শেখানো হয়েছিল। সঠিক ইতিহাস থেকে তাদেরকে অন্ধকারে রাখা হয়েছিল। সেইদিন আর খুব বেশি দূরে নয় যেদিন সমগ্র বিশ্বে ৭ মার্চের ভাষণ নিয়ে গবেষণা করা হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সকল প্রকার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।  
 
খাদ্যমন্ত্রী বলেন, সরকারের অধীনেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচনকালীন সরকার পরিচালনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার সর্বোতভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 
 
মন্ত্রী বলেন, ’৭১ এর পরাজিত শক্তিরাই তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে ’৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে। তাদের চূড়ান্ত টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার আহ্বান জানান।  
 
মুক্তিযোদ্ধা মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের মহাসচিব নাজমুল হাসান পাখি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
 
#
মেহেদী/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৪৪৭ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩০১৬ 
 
বাংলাদেশ তৃতীয় মেয়াদের মতো ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত
 
প্যারিস (ফ্রান্স), ৯ নভেম্বর ২০১৭:
 
ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ তৃতীয়বারের মতো সংস্থাটির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। 
 
ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের ভোটে বাংলাদেশ ১৮৪ ভোটের মধ্যে ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। বাংলাদেশ আগামী ২০১৭-২০২১ মেয়াদের জন্য ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হলো। 
 
ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের জন্য অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৩৯তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানান।
 
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।
#
আফরাজুর/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১২৪৬ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩০১৫ 
 
২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর সরকারের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে
                                                                                              -ত্রাণমন্ত্রী 
মতলব উত্তর, চাঁদপুর, ২৫ কার্তিক (৯ নভেম্বর ):
 
মতলব উত্তর উপজেলায় একসাথে ৫০ কিলোমিটার নবনির্মিত বিদ্যুৎ লাইন উদ্বোধনের মাধ্যমে ৪ হাজার পরিবারকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৭ কোটি ৩৫ লাখ টাকা। এর মাধ্যমে এ পর্যন্ত মতলব উত্তরের ৯০ শতাংশ মানুষের দোরগোড়ায় বিদ্যুৎ সুবিধা পৌঁছানো হলো। 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আজ মতলব উত্তর উপজেলায় বিদ্যুতের নবনির্মিত এ দীর্ঘ লাইন উদ্বোধন করেন।
 
মন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে সকলের ঘরে বিদ্যুৎ পৌঁছানোর সরকারের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বিদ্যুতায়নের ফলে মতলব উত্তরের চারপাশের নদীকে কেন্দ্র করে কলকারখানা গড়ে উঠবে। ফলে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে, অর্থনীতি গতিশীল হবে। তিনি বিদ্যুতের সুবিধা কাজে লাগিয়ে দেশের বিভিন্ন স্থানে মতলবের প্রতিষ্ঠিত শিল্পমালিকদের নিজ এলাকায় শিল্প কারখানা স্থাপনের অনুরোধ করেন। এর জন্য প্রয়োজনীয় ভূমি বন্দোবস্তের আশ্বাস দেন তিনি।
 
এ সংযোগ লাইন চালুর মাধ্যমে মতলব উত্তরে সকল লাইনের নির্মাণ কাজ সম্পন্ন হলো। বর্তমানে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে থাকা অবশিষ্ট গ্রাহকদের তালিকা করা হচ্ছে। অতি দ্রুত তাদের বিদ্যুৎ সংযোগ দিয়ে উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় বিদ্যুৎ বিতরণ কর্র্তৃপক্ষ। 
 
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আবু তাহের, উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#
ওমর ফারুক/অনসূয়া/শহিদ/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১২০৯ ঘণ্টা 
Todays handout (9).docx