তথ্যবিবরণী নম্বর : ৫১২৬
পররাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতি অধ্যাপক আতফুল হাই শিবলীর ইন্তেকাল
ঢাকা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর) :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভগ্নিপতি জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ অধ্যাপক ড. আতফুল হাই শিবলী আজ ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি -- রাজিউন)।
অধ্যাপক আতফুল হাই শিবলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৮ আগস্ট তিনি সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পৈতৃক বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ গ্রাম।
#
তৌহিদুল/নাইচ/রফিকুল/জয়নুল/২০২০/২২৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫১২৫
শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার বাস্তবায়ন ফিলিস্তিনি জনগণের জন্য প্রেরণাদায়ক
-- ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর) :
মুজিববর্ষ উপলক্ষ্যে আজ বাংলাদেশ দূতাবাস আম্মানের উদ্যোগে ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়। উক্ত ওয়েবিনারে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি এবং ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী রিয়াদ আল মালিকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী জনাব শাহ আলি ফরহাদ ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বরেণ্য মফিদুল হক।
রাষ্ট্রদূত নাহিদা সোবহান তাঁর স্বাগত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে বৈশ্বিক ভাবে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আম্মান দূতাবাস বছরব্যাপী একাধিক সেমিনারের পরিকল্পনা করেছে। তারই অংশ হিসেবে আয়োজিত প্রথম সেমিনারট নিঃসন্দেহে বিশেষ গুরত্ব বহন করে। রাষ্ট্রদূত নাহিদা সোবহান আর বলেন বঙ্গবন্ধু ও আমদের স্বাধীনতার ইতিহাস উতপ্রোত ভাবে জড়িত। বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখতেন তাঁরই কন্যার হাত ধরে বাস্তবায়িত হয়ে চলেছে সেই স্বপ্নের বাংলাদেশের।
পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ‘সোনার বাংলা’র স্বপ্ন দেখতেন। তিনি যে সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন - তা ছিল ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা এবং সাম্প্রদায়িকতা মুক্ত দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য, প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন ইত্যাদিসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ‘রোল মডেল’ হিসাবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে সফলভাবে এমডিজির লক্ষ্যসমূহ অর্জন করেছে এবং বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ পরবর্তী শতাব্দীতে নিজেকে সর্বাধিক উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে ডেল্টা প্ল্যান -২১০০ গ্রহণ করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস চেষ্টা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলেছে।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালিকি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে সব সময়ই বিশ্বের নির্যাতিত মানুষের পাশে থেকেছে। দখল ও বৈষম্যের বিরুদ্ধে বহু বছরের সংগ্রামের কারণে বঙ্গবন্ধু আমাদের ফিলিস্তিনি ভাইদের বেদনা দৃঢ় ভাবে অনুধাবন করেছিলেন। ১৯৭৪ সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে বক্তব্য রাখেন সেখানেও তিনি ফিলিস্তিনের প্রতি তার দ্ব্যর্থহীন সমর্থন ব্যক্ত করেন। ফিলিস্তিনের প্রতি বঙ্গবন্ধুর সেই সমর্থনের ঘোষণার প্রতি আজও বাংলাদেশ অবিচল রয়েছে।
পররাষ্ট্র সচিব তাঁর সমাপনী বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু একটি স্বপ্নের নাম। বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে স্থান করে দিয়েছেন বঙ্গবন্ধু। স্বাধীন রাষ্ট্রের শুরুতেই বঙ্গবন্ধু বাংলাদেশের কূটনীতিক আদর্শ নির্ধারণ করে দিয়েছিলেন। একজন সফল স্বপ্নদ্রষ্টার কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আত্মপ্রত্যয় ও আপন মহিমায় আজ উড়ে চলেছে লাল সবুজের পতাকা।
#
তৌহিদুল/নাইচ/রফিকুল/জয়নুল/২০২০/২২২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫১২৪
বঙ্গবন্ধু ট্যুর ডিসিএইচটি মাউন্টেন বাইক
প্রতিযোগিতা রাঙ্গামাটি থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা
রাঙ্গামাটি, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের ট্যুর ডিসিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা রাঙ্গামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়াম থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছে।
আজ রাঙ্গামাটি চিংহ্লামং চৌধুরী মারী স্টেডিয়ামে বান্দরবানের উদ্দেশ্যে সাইক্লিস্টদের যাত্রার সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সফিকুল আহম্মদ। এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল আলম নিজামী।
সচিব বলেন, বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে থাকবে। তিনি বলেন, বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টির মাধ্যমে নতুন প্রজন্মকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং অনুপ্রাণিত করা হচ্ছে এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ,পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেনসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ও সদস্য সচিব আশীষ কুমার বড়ুয়া ড. প্রকাশ কাান্তি চৌধুরী, সদস্য পরিকল্পনা, মোহাম্মদ হারুন-অর-রশীদসহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
বশার/নাইচ/রফিকুল/জয়নুল/২০২০/২২১৫ঘণ্টাতথ্যবিবরণী নম্বর : ৫১২২
দেশের ভালো মানের প্রাইভেট হাসপাতাল থেকেও ভ্যাক্সিন দেয়ার উদ্যোগ নেয়া হবে
-- স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর) :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘কোভিড মোকাবিলায় সরকারের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চুক্তি স্বাক্ষর থেকে শুরু করে টীকাদান প্রক্রিয়ার জন্য যেসকল প্রক্রিয়া আছে তার জন্য স্বাস্থ্যখাত কাজ করেছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য সংস্থাসমূহের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকেই দেশে ভ্যাক্সিন দেয়ার কাজ শুরু হবে। এই ভ্যাক্সিন প্রদানে সরকারের পাশাপাশি দেশের ভালো মানের বেসরকারি খাতকেও যুক্ত করা হতে পারে।’
মন্ত্রী আজ বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও কভিড-১৯ এর নতুন স্টেইন (পরিবর্তিত রূপ) ছড়ানো নিয়ন্ত্রণ কল্পে ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
সভায় কোভিড মোকাবিলায় দেশের প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের আওতাধীন চিকিৎসা সেবা কেন্দ্রগুলো গত ৫ জুন থেকে যেভাবে মানুষকে সেবা দিয়ে গেছেন তার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মন্ত্রী। বাংলাদেশ প্রাউভেট মেডিকেল এসোসিয়েশনের সভাপতি মুবিন খান সভায় মন্ত্রীকে কোভিড মোকাবিলায় তাঁর সাহসী উদ্যোগগুলোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কোভিড মোকাবিলায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশন যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য ধন্যবাদ জানান ত্রাণ মন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান।
সভায় স্বাস্থ্যমন্ত্রী করোনার পরিবর্তিত নতুন রূপ দেশে চলে এলে তার জন্য প্রাইভেট মেডিকেল হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে স্বাস্থ্যমন্ত্রী প্রাইভেট মেডিকেল হাসপাতালগুলোকে সরকারি হাসপাতের মতো চিকিৎসা বিলের তালিকা প্রকাশ করে রাখবারও অনুরোধ জানান।
স্বাস্থ্যমন্ত্রী এই কোভিডের সময়েও এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু করার ঘোষণা দেন। এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘করোনাতে অনেক কিছু থেমে গেলেও দেশের স্বাস্থ্যখাত থামেনি কখনো। আগামীতেও থেমে থাকবে না। দেশের হাজারো শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন থেকে যেন একটি বছর নষ্ট হয়ে না যায় সেজন্য এমবিবিএস ভর্তি পরীক্ষার কাজ শুরু করা হবে।’
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের সভাপতি মুবিন খান। সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ও আনোয়ার খান মেডিকেলের প্রতিষ্ঠাতা আনোয়ার খান এমপি,স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলমসহ দেশের ৭০টি প্রাইভেট মেডিকেলের প্রতিষ্ঠাতা ও সভাপতিমণ্ডলি।
#
মাইদুল/নাইচ/রফিকুল/জয়নুল/২০২০/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫১২১
মুক্তিযুদ্ধের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস উদঘাটনে গবেষকদের আরো সক্রিয় হতে হবে
-- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর) :
মহান মুক্তিযুদ্ধের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস জাতির সামনে সঠিকভাবে তুলে ধরতে ইতিহাসবিদ ও গবেষকদের আরো বেশি সক্রিয় হতে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ ঢাকায় মন্ত্রীর দপ্তরে ঊনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির নেতৃবৃন্দের সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ১৯৭১ এর ১৯ মার্চে গাজীপুরে প্রথম প্রতিরোধের ইতিহাসসহ মহান মুক্তিযুদ্ধের অনেক ঘটনা ও তথ্য -উপাত্ত এখনো অনেকের অজানা রয়ে গেছে। মহান স্বাধীনতা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এ অর্জনের পথে প্রতিটি ঘটনা, প্রতিটি আত্মত্যাগ ইতিহাসের কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রতিটি ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। কিন্তু এসব ইতিহাস উদঘাটনে গবেষকদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।
সাক্ষাতের সময় ঊনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজা খাতুন, সাংবাদিক আশরাফ খান, আতাউর রহমান, বুলবুল আহমদ, মোঃ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় আগামী ৮ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঊনিশে মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির উদ্যোগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে "মুক্তিযুদ্ধের ইতিহাস ও গবেষণা আগামী প্রজন্ম" বিষয়ে একটি সেমিনার আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
#
মারুফ/ফারহানা/সঞ্জীব/রেজাউল/২০২০/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫১২০
কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর) :
স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৫৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৮১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ১১ হাজার ২৬১ জন।
গত ২৪ ঘণ্টায় ৩০ জন-সহ এ পর্যন্ত ৭ হাজার ৫০৯ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ৫৬৩ জন।
#
দলিল/ফারহানা/সঞ্জীব/রেজাউল/২০২০/১৯২২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫১১৯
গঠনমূলক সমালোচনা হচ্ছে ‘বিউটি অভ্ ডেমোক্রেসি’
--তথ্যমন্ত্রী
চট্টগ্রাম, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর) :
গঠনমূলক সমালোচনাকে ‘বিউটি অভ্ ডেমোক্রেসি’ বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ।
আজ চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, 'সমালোচনা না থাকলে গণতন্ত্র ও গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হয়। টেলিভিশনের টক-শোগুলো শুনুন, সেখানে সরকারকে কি ভাষায় সমালোচনা করা হয়। আমরা মনে করি, এই সমালোচনা থাকতে হবে। গঠনমূলক সমালোচনা হচ্ছে বিউটি অভ্ ডেমোক্রেসি এবং সেই সমালোচনাকে সমাদৃত করার মানসিকতা থাকতে হয়।'
বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, 'দেখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালবেলা কড়া ভাষায় সরকারের সমালোচনা করেন, আবার সেটার সাথে প্রতিযোগিতা করে দুপুরে রিজভী আহমেদ আরেকটি সংবাদ সম্মেলন করে আরো কড়া ভাষায় সরকারের সমালোচনা করেন। পাশাপাশি প্রেসক্লাবে গিয়ে গয়েশ্বর চন্দ্র রায় কিংবা অন্য কেউ আরেকবার বক্তৃতা দিয়ে বলেন, আমাদের কথা বলার কোন অধিকার নাই। বিএনপি নেতারা সারাদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করে সন্ধ্যায় বলেন আমাদের কথা বলার অধিকার নেই।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি লালন করেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'আমি যখন পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তখন যে পত্রিকা প্রথম পাতায় ব্যঙ্গ করে আমার কার্টুন ছাপিয়েছিল, সে পত্রিকাকেই জাতীয় পরিবেশ পদক দেয়ার জন্য আমি নিজেই নাম প্রস্তাব করেছিলাম এবং তারা পেয়েছিল। কারণ আমরা মনে করি দায়িত্বে থাকলে সমালোচনা হবে এবং সেই সমালোচনা সহ্য করার মানসিকতা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের থাকতে হয়। না হয় বহুমাত্রিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে না।'
ড. হাছান মাহ্মুদ বলেন, 'আমরা লক্ষ্য করেছি দেশে কিংবা পৃথিবীতে যখন কোন সঙ্কটময় পরিস্থিতি তৈরি হয় তখন একটি মহল সেটিকে কাজে লাগিয়ে গুজব রটিয়ে মিথ্যা সংবাদ দিয়ে সমাজে অস্থিরতা, ভয়ভীতির সঞ্চার করতে ওঁৎ পেতে থাকে। করোনাকালের শুরুতেও এর ব্যতিক্রম হয়নি। কিন্তু গুজব ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে মূলধারার গণমাধ্যমের যত্নশীলতা ও কঠোরতার কারণে এই করোনাকালে গুজব কিংবা মিথ্যা সংবাদ খুব বেশি কাজে আসেনি। এজন্য গণমাধ্যমের সাথে যুক্তদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।'
রাত বারোটার পরের টক-শো শুনলে মনে হবে, দেশে কোন কাজই হচ্ছে না, কিন্তু বাস্তবতাটা হচ্ছে ব্লুমবার্গ প্রতিবেদন বলছে, করোনা মোকাবিলায় এই সর্বোচ্চ জনঘনত্ব আর মাথাপিছু সর্বনিম্ন কৃষিজমির দেশ বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় সবার ওপরে এবং পুরো বিশ্বে ২০তম, জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, অবশ্যই সমালোচনা হবে, সমালোচনা থাকবে, এটির পাশাপাশি ভালো কাজের প্রশংসাও দরকার। না হয় রাষ্ট্র ও সমাজ এগুবে না।
আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাছান মাহ্মুদ বলেন, যুক্তরাজ্যের অপর গবেষণা সংস্থা বলেছে, ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৮তম ও ২০৩৫ সাল নাগাদ ২৫তম অর্থনীতির দেশ হবে। আর করোনাকালে ধ্বনাত্মক জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম মাত্র ২২টি দেশের অন্যতম আমাদের বাংলাদেশ। এই পরিসংখ্যানগুলো জনগণের জানার অধিকার রয়েছে। কারণ, সামনের দিকে এগুতে হলে জাতির মধ্যে আশা থাকতে হয় আর তা সঞ্চারের দায়িত্ব রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমসহ আমাদের সকলের।
এ সময় চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তার বহুদিনের জানাশোনা এবং হৃদয়ের সম্পর্ক উল্লেখ করে তথ্যমন্ত্রী প্রেসক্লাব সদস্যদের বলেন, 'আমার হৃদয়ে আপনাদের স্থান সবসময় ছিল এবং থাকবে, আমি আশা করবো আপনাদের হৃদয়েও আমাকে স্থান দেবেন।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। প্রেসক্লাবের সাবেক সভাপতিদের মধ্যে আবু সুফিয়ান ও কলিম সরওয়ার, সহসভাপতি সালাউদ্দিন মোঃ রেজা, বিএফইউজে’র সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।
#
আকরাম/ফারহানা/সঞ্জীব/রেজাউল/২০২০/১৮৪৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫১১৮
রাষ্ট্রপতির নিকট বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
ঢাকা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর) :
বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার Shiruzimath Sameer আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের নিকট তাঁর পরিচয়পত্র পেশ করেন।
রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, মালদ্বীপ ‘বাংলাদেশের’ অন্যতম বন্ধু রাষ্ট্র। শুরু থেকেই দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার যা কালের পরিক্রমায় বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা, কারিগরি, প্রযুক্তিসহ উচ্চশিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে এখন অনেক উন্নত মানের প্রতিষ্ঠান রয়েছে। মালদ্বীপের শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ গ্রহণ করতে পারে। তিনি নবনিযুক্ত হাইকমিশনারকে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ তৈরি পোশাক, ঔষধ, সিরামিকস, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্যসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য উৎপাদন করে। মালদ্বীপ বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করতে পারে, এতে দু’দেশের বাণিজ্যিক ভারসাম্য বজায় থাকার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যও বহুগুণে বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি উভয় দেশের মধ্যে সরকারি-বেসরকারি সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু পরিবর্তনের ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ। তিনি এ সমস্যার সমাধানে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
মালদ্বীপের নবনিযুক্ত হাইকমিশনার করোনাকালে মালদ্বীপে চিকিৎসক দল প্রেরণসহ বিভিন্ন সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
#
ইমরানুল/ফারহানা/রফিকুল/রেজাউল/২০২০/১৮৪২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫১১৭
আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর
ঢাকা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর) :
২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাগণের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ
৩১ ডিসেম্বর।
৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় সেদিন সকল ব্যাংকের লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। এ ক্ষেত্রে আয়কর প্রদান সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম ৩০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
জাতীয় রাজস¦ বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
#
মুমেন/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০২০/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫১১৬
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনসিসিকে সম্পৃক্ত করতে হবে
-সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর) :
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি- এর ক্যাডেটরা জ্ঞান, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবাকে মূলমন্ত্র হিসাবে ধারণ করে মানবিক গুণাবলীর চর্চা করে নিজেদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকেন। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসিকে সম্পৃক্ত করতে হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বিএনসিসি সদর দপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিএনসিসি আয়োজিত 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন, 'চেতনায় বঙ্গবন্ধু' শীর্ষক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যুবসমাজ মাদকের ভয়াল ছোবলে জর্জরিত। তরুণ ও যুবসমাজকে এ করাল গ্রাস থেকে রক্ষা করতে বিএনসিসি'র মতো সংগঠন হতে পারে অন্যতম নিয়ামক শক্তি। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে হলে আগামী প্রজন্মকে হতে হবে যথেষ্ট দায়িত্বশীল, সুশৃঙ্খল, আচার-আচরণে পরিমার্জিত। বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইডের মতো সংগঠনসমূহ ছাত্র-ছাত্রীদের এসব গুণাবলী অর্জনে শিক্ষা দান করে।
নিজের স্কুলজীবনে স্কাউটের সঙ্গে সম্পৃক্ততার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ, পরিবার ও রাষ্ট্রের প্রতি তরুণ সমাজের দায়িত্ববোধ তৈরি করে। ঢাকার আশুলিয়ার বিএনসিসি'র প্রশিক্ষণ একাডেমির পূর্ণাঙ্গ অবকাঠামো বাস্তবায়িত হলে তাদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিসি এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।
#
ফয়সল/পরীক্ষিৎ/শাহ আলম/রেজ্জাকুল/মাসুম/২০২০/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৫১১৫
এনইসিতে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন
ঢাকা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর) :
জাতীয় অর্থনৈতিক পরিষদ - এনইসি ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করেছে।
প্রধানমন্ত্রী এবং এনইসি’র চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ গণভবনের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষ ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত এনইসি’র সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৪ হাজার ৯ শত ৫৯ দশমিক ৮ বিলিয়ন টাকা। এর মধ্যে সরকারি খাত হতে অর্থায়ন ১২ হাজার ৩ শত ১ দশমিক ২ বিলিয়ন টাকা- ১৮.৯ শতাংশ এবং ব্যক্তিখাত হতে অর্থায়ন ৫২ হাজার ৬ শত ৫৮ দশমিক ৬ বিলিয়ন টাকা- ৮১.১ শতাংশ। অর্থ সংগ্রহ লক্ষ্যমাত্রা- অভ্যন্তরীণ উৎস হতে অর্থায়ন ৫৭ হাজার ৪ শত ৮৩ দশমিক ৯ বিলিয়ন টাকা- ৮৮.৫ শতাংশ এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ৭ হাজার ৪ শত ৭৫ দশমিক ৯ বিলিয়ন টাকা- ১১.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা-২০২১-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে গৃহীতব্য চারটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম পরিকল্পনা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এ পরিকল্পনা দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্ট এবং ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ এর অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাঙ্গালি জাতির মহান স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী এবং বাঙ্গালির প্রথম ও একক জাতিরাষ্ট্র বাংলাদেশের প্রতিষ্ঠাতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর যুগসন্ধিক্ষণে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপরেখা গর্বের সঙ্গে জাতির কাছে উপস্থাপন করা হয়েছে।
এ পরিকল্পনা প্রণয়নে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন অভিজ্ঞতা এবং কোভিড-১৯ এর কারণে সৃষ্ট বিরূপ প্রভাব মোকাবিলা বিশেষভাবে বিবেচনায় নেয়া হয়েছে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নলালিত ক্ষুধামুক্ত,দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে দেশ আরো একধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, মন্