তথ্যবিবরণী নম্বর : ২১৬২
সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত সকাল আটটায়
ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই):
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকাল আটটায় জাতীয় সংসদভবনের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিগণ জামাতে অংশ নেবেন।
#
হুদা/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৬৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২১৬১
এদেশে জঙ্গিবাদ কায়েম করতে দেয়া হবে না
-- ভূমিমন্ত্রী
ঈশ্বরদী, ২০ আষাঢ় (৪ জুলাই):
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে একটি কুচক্রীমহল দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা ও অরাজক অবস্থা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস যত শক্তিশালীই হোক, সরকার তা নস্যাৎ করে দিবে। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস ও ষড়যন্ত্র এদেশে কায়েম করতে দেয়া হবে না।
গতকাল ঈশ^রদী ডিজেল লোকোমেটিভ সেড-এ বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ ঈশ^রদী আয়োজিত আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রমজান সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস। এ মাসে মানুষ রাগ, ক্ষোভ, ক্ষুধা ও জৈবিক চাহিদা মহান রব্বুল আলামিনের নির্দেশে সংযত রাখে। মানুষ হত্যা মহাপাপ। তিনি বলেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে একটি দল জঙ্গিবাদ, সন্ত্রাস ও খুনের মতো জঘন্যতম কাজ করছে। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তারা মরিয়া হয়ে ওঠেছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ দেশে কখনো সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্য চায় না। বাংলাদেশের মানুষ ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে। সরকার এসব ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাৎ করে দেবে। তিনি সঠিকভাবে ইসলাম ধর্ম প্রচারের মাধ্যমে শান্তিপ্রিয় মানুষের সেবায় নিয়োজিত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী সরকার ঘোষিত দু’দিনের শোক যথাযথ মর্যাদায় পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
#
রেজুয়ান/আফরাজ/গিয়াস/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৬০৮ ঘণ্টা