তথ্যবিবরণী নম্বর : ১৬৩৫
গোলাপগঞ্জ পৌর মেয়রের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ ম)ে :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, সিরাজুল জব্বার চৌধুরী আজ বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি---------রাজিউন)।
#
আফরাজ/ফারহানা/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/২০৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৩৪
ইডেন মহিলা কলেজে দু’টি ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ ম)ে :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে ছাত্রছাত্রীর সংখ্যা ২০০৯ সালের তুলনায় প্রায় সাড়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সরকার শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে। এবছরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় ২২ হাজার ভবন নির্মাণ সম্পন্ন হবে। তিনি বলেন, ‘রমজানের শিক্ষা হল সংযম। ভাল কাজ করা। নতুন প্রজন্মকে আমরা ভালভাবে শিক্ষা দেব, রমজান থেকে এ শপথ নিতে হবে’।
মন্ত্রী আজ রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে দু’টি ভবনের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। এর একটি ভবন হবে ১০-তলাবিশিষ্ট এবং অপরটি ৬-তলাবিশিষ্ট। এছাড়াও তিনি কলেজের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের উদ্বোধন করেন।
ইডেন মহিলা কলেজেকে দেশের সর্ববৃহৎ মহিলা কলেজ উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী পড়াশুনা করছে। মেয়েরা পড়াশুনায় ভাল করছে। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরে মন্ত্রী কলেজ মিলনায়তনে কলেজের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান এবং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তহমিনা আক্তার।
#
আফরাজ/ফারহানা/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/২০৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৩৩
সরকারের আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রাম আজ উন্নয়নের মহাসড়কে
-- বীর বাহাদুর উশৈসিং
থানছি (বান্দরবান), ১৭ জ্যৈষ্ঠ (৩১ ম)ে :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায়ও সার্বিকভাবে উন্নয়নের ছোঁয়া লেগেছে। খাতভিত্তিক পরিকল্পিত ও টেকসই উন্নয়নের ফলে এ এলাকার মানুষের জীবনমানের দ্রুত উন্নতি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম আজ উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হয়েছে।
প্রতিমন্ত্রী আজ বান্দরবানের থানছি উপজেলার থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও বেকার মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং দুঃস্থ ও গরিবদের মাঝে ঢেউটিন বিতরণকালে এসব কথা বলেন।
থানছি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংথোয়াইম্যা মারমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ৩৮ বিজিবি জোন কমান্ডিং অফিসার হাবিবুল হাসান, অতিতিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা পরিষদে সদস্য ক্যসাপ্রু মারমা, লক্ষ্মীপদ দাস ও থোয়াইহ্লামং মারমা এবং উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী সাঙ্গু নদীতে মৎস্য পোনা অবমুক্তকরণ ও থানছি বাজারে একটি মার্কেটের ভিত্তিফলক উন্মোচন করেন।
#
জুলফিকার/ফারহানা/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/২০৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর ঃ ১৬৩২তথ্যবিবরণী নম্বর : ১৬৩০
১৩ সংস্থার সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ ম)ে :
তথ্য মন্ত্রণালয় ২০১৮-১৯ অর্থবছরে কর্মপরিকল্পনা নির্ধারণ করে দিয়ে তার অধীন ১৩ দফতর ও সংস্থার সঙ্গে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট-এপিএ)’ স্বাক্ষর করেছে ।
আজ সচিবালয়ে তথ্য সচিব আবদুল মালেকের সঙ্গে ১৩টি সংস্থার শীর্ষ কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষরের আগে তথ্যমন্ত্রী বার্ষিক কর্মসংস্থান চুক্তি পদ্ধতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, ‘প্রত্যেক মন্ত্রণালয়কে জাতীয় বাজেটে যেসব লক্ষ্য নির্ধারিত হয় তা অর্জন করার জন্য কর্মকৌশল তৈরি করে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হচ্ছে। এ চুক্তি স্বাক্ষরের ফলে লক্ষ্য অর্জনের পথে কোথাও অদক্ষতা, ঘাটতি বা গাফিলতি আছে কি না তা সহজেই ধরা যায়।’
তিনি বলেন, ‘এই চুক্তিতে লক্ষ্য অর্জনের কর্মপদ্ধতি ও সময় কাঠামো উল্লেখ থাকে এবং প্রতি অর্জনের জন্য নম্বর থাকে। ফলে, সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধিতে প্রণোদনা হিসেবে কাজ করে এ চুক্তি’।
‘চুক্তি সম্পাদনের পর থেকে চুক্তির নির্ঘণ্ট অনুযায়ী আপনারা কাজ করবেন এবং চুক্তির লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়কে সাহায্য করবেন। লক্ষ্যটুকু অর্জন করলেই যে স্বস্তি নিশ্বাস ফেলবেন তা ঠিক না, প্রয়োজনে নির্ধারিত লক্ষ্যের বেশিও করা যাবে’, সংস্থাপ্রধানদের নির্দেশনা দেন হাসানুল হক ইনু।
২০১৬-১৭ অর্থবছরের তথ্য মন্ত্রণালয়ের সম্পাদিত এপিএ’র ৯৩ দশমিক ৮৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলে জানান তথ্য সচিব।
তদারকি জোরদার হলে প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয় উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘যেসব প্রকল্পে ৮০-৯০ শতাংশ কাজ শেষ হয়েছে সেগুলো যেন আগামী ২-৩ মাসের মধ্যে শেষ হয়। নির্বাচনের আগে সকল শক্তি নিয়োগ করে প্রকল্পের কাজ শেষ করতে হবে।’
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করা সংস্থাগুলোর মধ্যে রয়েছে তথ্য অধিদফতর (পিআইডি), গণযোগাযোগ অধিদফতর, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, বাংলাদেশ সংবাদ সংস্থা এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট।
#
আকরাম/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬২৯
জঙ্গি-মাদক মুক্তি অভিযানে অপরাধীর পক্ষে ওকালতি নয়
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ ম)ে :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি ও মাদকের অভিশাপ থেকে সমাজ ও রাজনীতিকে নিরাপদ করার অভিযানকে প্রশ্নবিদ্ধ করে অপরাধীদের রক্ষার ওকালতি চলবে না।
বিশ্ব তামাক মুক্ত দিবস উদ্যাপন উপলক্ষে আজ দুপুরে রাজধানীর বারডেম হাসপাতাল মিলনায়তনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-মানস আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।
জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের মানবরূপী দানব আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ষোল কোটি মানুষের নিরাপদ সুস্থ জীবনযাপনের মানবাধিকার লঙ্ঘনকারী এ দানবদের কোনো ছাড় দেয়া যায় না। তিনি বলেন, একাত্তরের গণহত্যা, পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যা, অপারেশন ক্লিন হার্ট, একুশে আগষ্টের গ্রেনেড হামলা ও আগুন সন্ত্রাসের খুনীদের রক্ষার খলনায়ক জিয়া ও খালেদা জিয়া। আজও তাদের দলই জঙ্গি-মাদক বিরোধী
অভিযানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। সেকারণে খুনীদের কর্তৃত্ব ও পুনর্বাসনের অপরাজনীতি থেকে দেশকে উদ্ধারকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বলেন তিনি।
এসময় তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহারের কুফল বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, তামাক চাষ নিষিদ্ধের জন্য আন্দোলন গড়তে হবে। এবং নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এসকল পণ্য যাতে সহজলভ্য না হয় সে জন্য এদের ওপর কর বৃদ্ধি করা উচিত।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপরতন চৌধুরী সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং অন্যান্যের মধ্যে মানসের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার এবং ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন আশরাফুল হক বক্তব্য
রাখেন।
#
আকরাম/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬২৮
প্রশাসন পরিচালনা সম্পর্কে কর্মকর্তাদের সম্যক জ্ঞান থাকা জরুরি
-- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ ম)ে :
সরকারের আইন ও নীতি প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত সকল ক্ষেত্রেই প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য। প্রশাসনের কর্মকর্তাদের এজন্য আইন প্রণয়ন, প্রশাসন পরিচালনা এবং নীতির বাস্তবায়ন সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ বিসিএস প্রশাসন একাডেমিতে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১০৪তম, ১০৫তম ও ১০৬তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। একাডেমির রেক্টর মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। তাঁর সময়োপযোগী ও দৃঢ় নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের একটি শক্তিশালী ধারা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার পথে এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জিত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সাথে বঙ্গোপসাগরে দীর্ঘদিনের বিরোধপূর্ণ সমুদ্রসীমানার স্থায়ী সমাধানের মাধ্যমে সমুদ্রে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অমূল্য সম্পদকে দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
#
মাসুম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬২৭তথ্যবিবরণী নম্বর : ১৬২৪
গাড়ি সুবিধা পাচ্ছেন ১২৮ অতিরিক্ত জেলা জজ
ঢাকা, ১৭ জ্যৈষ্ঠ (৩১ ম)ে :
দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজরা। অতিরিক্ত জেলা জজ পদে কর্মরত ১২৮ জন বিচারক এই সুবিধা পাবেন। তাঁদের গাড়ি সুবিধা পাওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দেওয়ার পর গত ২৯ মে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।
দেশের ৬৪টি জেলায় অতিরিক্ত জেলা জজ পদমর্যাদায় কর্মরত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পেয়ে আসলেও অতিরিক্ত জেলা ও দায়রা জজরা এ সুবিধা পেতেন না। এ নিয়ে তাঁদের মধ্যে হতাশা ছিল। এ হতাশা দূর করার জন্য বিচার বিভাগীয় একটি অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অতিরিক্ত জেলা জজদের সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন।
#
রেজাউল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৮/১৭২০ ঘণ্টা