Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ৮ই অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৩১৫৯ 

সম্প্রীতি রড়্গায় সরকার নিরলস কাজ করছে 
                   -- এলজিআরডি প্রতিমন্ত্রী

গঙ্গাচড়া (রংপুর), ২৩শে আশ্বিন (৮ই অক্টোবর) :  

    এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এখানে সাম্প্রদায়িকতার কোনো স'ান নেই। এই সম্প্রীতি রড়্গায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

প্রতিমন্ত্রী আজ রংপুরের গংগাচড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১০টি ইউনিয়নের ১৯৯টি পূজা অনুষ্ঠানের জন্য ব্যক্তিগত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে স'ানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ  উপসি'ত ছিলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী ধর্র্মের নামে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা নিয়ে বাংলাদেশের বিরম্নদ্ধে সুগভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি এব্যাপারে সরকারের পাশাপাশি বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষের গণসচেতনা সৃষ্টির পরামর্শ দেন। 

    এর আগে প্রতিমন্ত্রী গংগাচড়া বাজার জামে মসজিদের ছাদ ঢালাই কাজ উদ্বোধন করেন। 

    প্রতিমন্ত্রী পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সুর ছন্দ একাডেমি আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি রংপুর জেলা মোটর মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।  

#

আহসান/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২০৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩১৫৮


  প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী
১৮ অক্টোবর মানববন্ধন এবং ২০ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে সভা

ঢাকা, ২৩শে আশ্বিন (৮ই অক্টোবর) :  
    
    ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক সামাজিক আন্দোলন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ১৮ অক্টোবর মঙ্গলবার সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রতীকী মানববন্ধন এবং ২০ অক্টোবর বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হবে।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
    মন্ত্রী কর্মসূচির বিস্তারিত তুলে ধরে বলেন, আগামী ১৮ অক্টোবর সকাল ১১টা থেকে সারাদেশে সকল স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়সমূহ নিজ নিজ ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে ১৫ মিনিটের জন্য প্রতীকী মানববন্ধন আয়োজন করবে। তিনি বলেন, আগামী ২০ অক্টোবর একইভাবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সভা অনুষ্ঠিত হবে। শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করবেন। এ সভায় স্থানীয়ভাবে কমিটি গঠন করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জনমত সৃষ্টিতে প্রচারণাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কমিটির মাধ্যমে স্থানীয় ছাত্রী-উত্ত্যক্তকারী বখাটেদের সনাক্ত করে তাদের শোধরানোর চেষ্টা করা হবে। কোন ছাত্রী-উত্ত্যক্তকারীকে শোধরানো না গেলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে বলে মন্ত্রী তাঁর বক্তৃতায় উল্লেখ করেন।
    তিনি বলেন, খাদিজা, রিসা, তনুর মতো মেধাবী ছাত্রীদের ওপর বখাটে সন্ত্রাসীদের হামলা আমাদের মধ্যযুগীয় বর্বরতার কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের নিরপরাধ ছাত্রীদের ওপর হামলা পুরো শিক্ষা পরিবারের ওপর হামলা। এ পরিস্থিতিতে আমরা নিশ্চুপ থাকতে পারি না।
    জনাব নাহিদ বলেন, ইভটিজিং বন্ধে কঠোর আইন প্রণয়নসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের ফলে এ ধরনের সন্ত্রাসী হামলা অনেক কমে এসেছে। তিনি বলেন, ছাত্রীদের ওপর হামলার বিরুদ্ধে সমাজে যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হয়েছে, তা সহজেই লক্ষণীয়। ছাত্রীরাও এখন আর এ ধরনের অপরাধ নিরবে সহ্য করছে না, তারা নিজেরাই প্রতিবাদী হয়ে উঠেছে।  
    কেবল আইনের মাধ্যমে ইভটিজিং নির্মূল সম্ভব নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ইভটিজিং বিরোধী ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং অপরাধীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সমাজের সকল স্তরের জনগণের সহায়তা এ ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছাত্রীদের সাথে এসব সমস্যা নিয়ে  খোলামেলা আলোচনা, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত বৈঠক, শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা যাওয়ার পথে এলাকাবাসীদের নজরদারির ওপরও মন্ত্রী জোর দেন।
    শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।
#

সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৪৮ ঘণ্টা

 

Handout                                                                                                                                                                Number : 3157

Foreign Minister warmly received in Germany

Berlin (Germany), 08 October :

                Foreign Minister Abul Hassan Mahmood Ali held bilateral talks with the German Federal Foreign Minister Dr. Frank-Walter Steinmeier in Berlin yesterday. The meeting was held in a cordial and warm environment at the Federal Ministry of Foreign Affairs of Germany. Minister Ali was warmly received in Berlin as he was extended with full state protocol, including ceremonial motorcades escorting him to all the official programs. Upon arrival at his office, German Foreign Minister received Foreign Minister Ali and showed him some documents from their archives recalling establishment of diplomatic relations between Bangladesh and Germany.

                During the meeting, both Foreign Ministers discussed all aspects of bilateral relations and agreed to work closely to strengthen and expand areas of mutual cooperation between the two countries. Terming the relationship between Bangladesh and Germany very warm and deep, Foreign Minister Ali reiterated Prime Minister Sheikh Hasina’s invitation to German Chancellor Angela Merkel to visit Bangladesh to take the relations to a new height.

                Referring to the recent World Bank report, Foreign Minister Ali apprised his German counterpart about the sustained economic growth and progress of Bangladesh and urged the German side to seize the opportunity to broaden their engagements in Bangladesh, particularly in terms of trade and investment. Both ministers also exchanged views on regional and international issues of mutual interest, including the on-going refugee and migration crisis in Europe. They further discussed about orderly migration and mobility of people within the context of the upcoming Summit on Global Forum for Migration and Development (GFMD) to be held in Dhaka in December 2016. Germany will take over the Chairmanship of the Forum from Bangladesh. Both sides also discussed about the scourge of terrorism and violent extremism and vowed to work together to address these global challenge.

                Minister Mahmood Ali also visited the German Bundestag (Parliament) and held a meeting with Niels Annen, Spokesperson on Foreign Affairs of the Social Democratic Party (SPD) Parliamentary Group in the German Bundestag and Chairman of the SPD’s Commission on International Politics. The SPD is a major partner of the ruling Grand Coalition.

         Earlier, the Foreign Minister of Bangladesh began his two-day visit to Germany meeting with a high level business delegation of the German-Asia Pacific Business Community on 6 October in Hamburg. Hamburg is known as the business capital of Germany. The interactive luncheon meeting was represented by prominent German business persons having diverse and long standing business interests in Bangladesh in areas ranging from IT, shipbuilding, power and energy, banking, pharmaceuticals and jute products, in addition to readymade garments which accounts for more than 85 percent of total Bangladesh export (around US$ 5 billion in FY 2015-2016) to Germany. Peter Clasen, who has more than 100 years of family business association with Bangladesh, gave the welcome speech and moderated the interactive session. Bangladesh Ambassador to Germany Muhammad Ali Sorcar and Honorary Consul of Bangladesh in Hamburg Walter Stork, among others, were present at the meeting.                                

                Minister Ali also led his delegation at the meeting with the First Mayor of Hamburg Olaf Scholz at the Town Hall on 6 October and exchanged views on issues of mutual interests.

#

Khaleda/Afraz/Sanjib/Salimuzzaman/2016/1700 Hrs

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩১৫৬

  শিক্ষকতায় মেধাবীদের আকৃষ্ট করার উদ্যোগ নেয়া হয়েছে
                          ---শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৩শে আশ্বিন (৮ই অক্টোবর) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্বায়নের উপযোগী করে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে চাই বিশ্বমানের শিক্ষক। ক্লাসরুম শিক্ষাদান পদ্ধতিতে নানা আধুনিক প্রযুক্তির ব্যবহার শিক্ষকতা পেশায় নতুন মাত্রা যোগ করেছে। এসব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ক্লাসরুমকে আকর্ষণীয় করে তুলতে মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে সরকার।

    মন্ত্রী আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে নবনিযুক্ত প্রভাষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন। ৩৪তম বিসিএসের মাধ্যমে গত ১ জুন শিক্ষা ক্যাডারে যোগদানকৃত ৭৫৮ জন প্রভাষককে চাকুরি সম্পর্কিত বিষয়াদি অবহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    মন্ত্রী বলেন, সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য এনটিআরসিএ কর্তৃক কেন্দ্রীয়ভাবে মেধার ভিত্তিতে নির্বাচিত প্রায় ১৫ হাজার শিক্ষকের নামের তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। শিক্ষা ক্যাডারের ৩৮৫ জন সদস্যকে অধ্যাপক পদে পদোন্নতি সম্পর্কিত মন্ত্রণালয়ের সাম্প্রতিক আদেশ জারির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়ার প্রক্রিয়া এগিয়ে চলছে।

    জনাব নাহিদ আরো বলেন, সরকার শিক্ষকদের মানসম্মান, মর্যাদা ও স¦ার্থ রক্ষায় সবসময় তৎপর। শিক্ষকগণও তাদের ওপর অর্পিত জাতি গঠনের মহান দায়িত্ব নিবেদিতপ্রাণে পালন করে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

    শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানও বক্তৃতা করেন।

#

সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭৫৩ ঘণ্টা

 

Todays handout (3).docx