তথ্যবিবরণী নম্বর: ২১২৬
১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ঢাকা, ৬ পৌষ (২১ ডিসেম্বর):
যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাফুফেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম দশ বছরের জন্য দেওয়া হয়েছে। সেখানে সংস্কার কাজ করে ফুটবল শুরু হতে পারে। এই স্টেডিয়ামের (বঙ্গবন্ধু) কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা আমাকে জানানো হয়েছিল। জানুয়ারি থেকে এখানেও খেলা শুরু করতে পারে।
আজ রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সানরাইজ-ইউনেক্স আন্তর্জাতিক সিরিজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, কাঠামোর পরিবর্তনের জন্য গঠনতন্ত্র নিয়ে কাজ শুরু করছি। বিসিবি গঠনতন্ত্র নিয়ে একটি কমিটি করেছে। বাফুফেও একটি কমিটি করেছে। বড় দুটো ফেডারেশনের গঠনতন্ত্রের সংস্কার চলছে। বাকি ফেডারেশনগুলোর গঠনতন্ত্র নিয়ে সার্চ কমিটি কাজ করছে।
উপদেষ্টা আরো বলেন, ক্রিকেট ফুটবলের বাইরে স্পন্সর সেভাবে নেই। আবার ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলা আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে নেই। আমরা চেষ্টা করছি স্পোর্টস ভিলেজ এবং ইনস্টিটিউট করার। যাতে খেলোয়াড়রা উন্নত প্রশিক্ষণ ও সুবিধা পান।
উপদেষ্টা বলেন, বছরের শেষ দিকে এসেছে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সুখবর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলবেন। হামজার বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি দেশের ফুটবলে বড় প্রভাব রাখবে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। ‘বাফুফেকে ধন্যবাদ, তারা বেশ কিছুদিন ধরেই হামজার বিষয়ে ফিফার সঙ্গে কাজ করছিল। হামজা আসায় আমাদের পারফরম্যান্স সামনের দিনগুলোতে আরো ভালো হবে।
#
নূর আলম/পবন/মোশারফ/সেলিম/২০২৪/২০৪০ ঘণ্টা
Handout Number: 2125
Fishing Cat Killing in Jhenaidah: One Arrested
Dhaka, December 21:
On suspicion of killing a fishing cat in Kaliganj Upazila, Jhenaidah’s Naldanga Bazar neighborhood, police have detained Jahidul Islam. They made the arrest today.
The fisher cat was murdered and reportedly hung on the back of an electric rickshaw by Jahidul Islam. He is presently facing legal action under Section 34(b) of the Wildlife (Conservation and Security) Act, 2012.
A video of the fishing cat next to remarks disparaging freedom fighters appeared on social media on December 19. Following the occurrence, Forest Department personnel went to the scene, spoke with villagers, public officials, and animal conservationists to establish the facts, and certified the crime’s legitimacy.
The Forest Department also disclosed that Jahidul Islam had previously participated in the slaughter of wildlife. A general diary (GD) was filed against him based on the evidence.
The Forest Department stressed that it will continue to take strong legal action against those who destroy wildlife.
#
Dipankar/Paban/Mosharaf/Salim/2024/1950 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ২১২৪
ঝিনাইদহে মেছো বিড়াল হত্যার অপরাধে আসামি গ্রেপ্তার
ঢাকা, ৬ পৌষ (২১ ডিসেম্বর):
আজ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার অভিযোগে জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, জাহিদুল ইসলাম একটি মেছো বিড়াল হত্যা করে ইজিবাইকের পেছনে ঝুলিয়ে রাখে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
গত ১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হত্যার শিকার মেছো বিড়ালের পাশে মুক্তিযোদ্ধাদের অবমাননাকর বক্তব্যসহ ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বন বিভাগ আরো জানায়, জাহিদুল ইসলাম আগে থেকেও বন্যপ্রাণী হত্যায় জড়িত ছিলেন। এই অপরাধের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে বন বিভাগ জানিয়েছে।
#
দীপংকর/পবন/মোশারফ/শামীম/২০২৪/১৯১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১২৩
শুধু লোক দেখানো পরিবর্তন নয়, সবাইকে কথা বলার
সুযোগ করে দেওয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য
-- পার্বত্য উপদেষ্টা
ঢাকা, ৬ পৌষ (২১ ডিসেম্বর):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, শুধু লোক দেখানো পরিবর্তন নয়, সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য।
আজ রাঙ্গামাটি সদরে মোনঘর প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা সবসময় বলেন ৫ আগস্টের পরিবর্তন এসেছে সবার জন্য। প্রধান উপদেষ্টা গত ১১ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদেরকে একটি আধুনিক পরিবর্তনশীল বৈষম্যমুক্ত সমাজ, দেশ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে পার্বত্য চট্টগ্রাম পরিচালনার আহ্বান জানিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি বলে জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা।
উপদেষ্টা আরো বলেন, পার্বত্য এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আমাদের দায়দায়িত্ব রয়েছে। তিনি বলেন, আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই। পার্বত্য অঞ্চলে মানসম্মত শিক্ষাব্যবস্থা, পরিবেশগত উন্নয়ন এবং জীবনযাত্রার উপর কাজ করতে চাই। তিনি এই বিষয়ে সকলের সহযোগিতা চান।
সুপ্রদীপ চাকমা এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহায়তায় মোনঘর আবাসিক বিদ্যালয় ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ ছাত্রাবাসে এতিম ও দুর্গম এলাকার ছাত্ররা থাকার সুযোগ পাবে।
মোনঘর কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নিরুপা দেওয়ানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার সহধর্মিণী নন্দিতা চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, ভান্তে শ্রদ্ধালংকার মাহাথের, মোনঘর আবাসিক বিদ্যালয় ও কলেজের পরিচালক ও অধ্যক্ষ অশোক কুমার চাকমা, মোনঘর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক কীর্তি নিশান চাকমা-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/পবন/মোশারফ/সেলিম/সেলিম/২০২৪/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১২২
বিগত সরকারের কথিত উন্নয়নকে চ্যালেঞ্জ করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠেছিল
- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ঢাকা, ৬ পৌষ (২১ ডিসেম্বর):
বিগত সরকারের কথিত উন্নয়নকে চ্যালেঞ্জ করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে উঠেছিল। ওই আন্দোলনের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাথায় নিরাপদ সড়কের বিষয়টি গেঁথে গিয়েছে।
আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে রোড সেফটি ফাউন্ডেশনের উদ্যোগে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ক জাতীয় সংলাপে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এসব কথা বলেন।
সড়ক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাঠামোগত সংস্কার প্রয়োজন। এর পাশাপাশি পরিবহন খাতে রাজনৈতিক দুর্নীতি বন্ধ করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, যেসব কাঠামোগত উন্নয়ন মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেসব উন্নয়ন অর্থহীন। তাই, আমাদের মৌলিক উন্নয়ন পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তনের প্রয়োজন।
সড়ক দুর্ঘটনাকে কাঠামোগত হত্যাকাণ্ড হিসাবে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সড়কে বিশৃঙ্খলার জন্য প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত দুর্বলতা অনেকাংশে দায়ী। পরিবহন খাতে বহুমুখী সমস্যার বর্ণনা দিয়ে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে উপদেষ্টা পরিবহন খাতসংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যের বরাত দিয়ে সংলাপে জানানো হয়, ২০২০ সাল থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৩৭ হাজার মানুষ নিহত হয়েছেন এবং ৬৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সংলাপে আরও জানানো হয়, গণপরিবহন ৫৩ শতাংশ যাত্রী বহন করে, আর ব্যক্তিগত যানবাহন ১১ শতাংশ যাত্রী বহন করে। অথচ ব্যক্তিগত যানবাহন ৭০ শতাংশ সড়ক দখল করে চলে। ৩০ শতাংশের কম জায়গায় চলে গণপরিবহন। এটি সাধারণ মানুষের প্রতি চরম বৈষম্য।
সংলাপের শুরুতে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন রোড সেফটি ফাউন্ডেশনের সহ-সভাপতি আব্দুলাহ এম ফেরদৌস খান। রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংলাপে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, রোড সেফটি ফাউন্ডেশনের সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর, রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান-সহ পরিবহন খাতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।
#
মামুন/পবন/মোশারফ/শামীম/২০২৪/১৭১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১২১
পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের অবদান স্মরণীয় হয়ে থাকবে
- সচিবালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ৬ পৌষ (২১ ডিসেম্বর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মরহুম এ এফ হাসান আরিফ ছিলেন একজন আদর্শ আইনজীবী, যিনি শুধু পেশাগত দায়িত্বে নয়, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর পেশাগত সততা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং পরিবেশ সংরক্ষণে আইনের প্রয়োগে তাঁর অবদান আমাদের সামনে একটি আদর্শ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এবং সাবেক এটর্নি জেনারেল, বিশিষ্ট আইনজীবী মরহুম এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে স্মৃতিচারণমূলক বক্তব্যে এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একজন পরিবেশ আইনজীবী হিসেবে যখনই তাঁর নিকট গিয়েছি ব্যক্তিগত মামলা রেখে মরহুম হাসান আরিফ বালু, পাহাড়, নদী দখলকারীদের মামলার বিষয়ে পরামর্শ দিয়েছেন। শুধু আইনজীবী হিসেবে নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেও তিনি পরিবেশ মন্ত্রণালয়ের সকল কাজে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা প্রদান করেছেন। মরহুম ভূমি উপদেষ্টা তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে মানবিক ও সামাজিক দায়িত্বশীলতার প্রতিফলন রেখে গেছেন। পরিবেশ রক্ষায় তাঁর অবদান সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
সচিবালয়ে শ্রদ্ধা নিবেদনকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#
দীপংকর/রবি/আলী/লিখন/২০২৪/১৬.০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর:২১২০
দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ নিশ্চিত করতে হবে
-খাদ্য উপদেষ্টা
ঢাকা, ৬ পৌষ (২১ ডিসেম্বর):
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। এ লক্ষ্যে তিনি চলতি আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রাজশাহী বিভাগের সকল জেলাপ্রশাসকসহ সংশ্লিষ্ট আরসি ফুড ও ডিসি ফুডদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া, তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে চলতি আমন মৌসুমে খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের পরামর্শও দেন।
উপদেষ্টা আজ সিরাজগঞ্জে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চলতি আমন সংগ্রহ ২০২৪-২৫ এর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রাজশাহী বিভাগের সকল জেলাপ্রশাসকসহ সংশ্লিষ্ট আরসি ফুড ও ডিসি ফুডদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা অবৈধ খাদ্য মজুদ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলাপ্রশাসক এবং খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়া, তিনি সংশ্লিষ্ট মিল মালিকদের সাথে সমন্বয় করে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে খাদ্য সংগ্রহের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
সভায় জানানো হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কৃষকদের প্রাইস সাপোর্ট দেওয়ার লক্ষ্যে ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি তিন টাকা বৃদ্ধি করে ৩৩ টাকা ও চালের সংগ্রহ মূল্য তিন টাকা বৃদ্ধি করে সিদ্ধ চাল ৪৭ টাকা এবং আতপচাল ৪৬ টাকা নির্ধারণ করেছে। ধান ও সিদ্ধ চাল আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি এবং আতপ চাল ১৫ মার্চ পর্যন্ত সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানান এখন পর্যন্ত চলতি আমন মৌসুমে ধান-চালের সংগ্রহ সন্তোষজনক এবং নির্ধারিত সময়ের মধ্যে টার্গেট পূরণ করা সম্ভব হবে।
এসময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনারসহ রাজশাহী বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, আরসি ফুড, ডিসি ফুড এবং খুলনা বিভাগের আরসি ফুড ও কুষ্টিয়া জেলার ডিসি ফুডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
ইমদাদ/রবি/আলী/লিখন/২০২৪/১৬.০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১১৯
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ
ঢাকা, ৬ পৌষ (২১ ডিসেম্বর):
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহিদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর ও ৬৪টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শহিদ ও আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইট https://musc.portal.gov.bd-এ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দু’টি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
প্রকাশিত খসড়া তালিকা দু’টিতে শহিদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই, সংশোধন ও চূড়ান্ত করতে শহিদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য, ওয়ারিশ ও প্রতিনিধিগণকে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো। প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত বা পরামর্শ থাকলে অথবা সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসংগত কোনো তথ্য থাকলে তা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ই-মেইল muspecialcell36@gmail.com-এ অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
স্বাস্থ্য সেবা বিভাগের গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।
#
জহিরুল/রবি/আলী/শফিক/২০২৪/১৩১৫ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ২১১৮
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ৬ পৌষ (২১ ডিসেম্বর):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:
মূলবার্তা:
“জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা ওয়েবসাইট https://musc.portal.gov.bd-এ প্রকাশ করা হয়েছে। তালিকায় সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসংগত কোনো তথ্য থাকলে তা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ই-মেইল muspecialcell36@gmail.com -এ জানাতে অনুরোধ করা হয়েছে-গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।”
#
জহিরুল/রবি/আলী/শফিক/২০২৪/১৪৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২১১৭
উপদেষ্টা হাসান আরিফের জানাজা বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত
ঢাকা, ৬ পৌষ (২১ ডিসেম্বর):
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের জানাজা আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম অন্যান্যের মধ্যে জানাজায় অংশ নেন।
অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দারের পক্ষে মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোঃ জাহাঙ্গীর আলম খান মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
#
জাহাঙ্গীর/রবি/আলী/শফিক/২০২৪/১৩১৫ ঘন্টা