Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুলাই ২০২২

তথ্যবিবরণী ২০ জুলাই ২০২২

তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ২৮৮৭

 

কৃষিখাতে বাংলাদেশ ও ব্রাজিলের একসাথে কাজ করার অঙ্গীকার

 

ব্রাসিলিয়া (ব্রাজিল), ২০ জুলাই :

 

ব্রাজিলের জনপ্রিয় টিভি চ্যানেল Agro+ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলমের সাক্ষাৎকার গ্রহণ করে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বর্তমান সরকারের অধীনে বিগত এক দশকের বেশি সময়ে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে সম্যক ধারণা দেন। সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য ব্লক মার্কসুরের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশের অন্তর্ভুক্তি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি দুই দেশের কৃষিক্ষেত্র ও ভাষা শিক্ষায় সহযোগিতা বিষয়ে আলোচনা করেন।  তিনি বর্তমান সরকার কর্তৃক সৃষ্ট আকর্ষণীয় বিনিয়োগের সুযোগসমূহ উল্লেখ করে ব্রাজিলের ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য উৎসাহিত করেন।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। তিনি ব্রাজিলে বাংলাদেশের বাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে মিশনের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রম করার নির্দেশনা প্রদান করেন।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী একই দিনে ব্রাজিলের কৃষি উপমন্ত্রী মার্সিও এলি আলমেইদা লিয়ান্দ্রো-এর সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ব্রাজিল-বাংলাদেশ কৃষি সহযোগিতা, বিশেষ করে প্রযুক্তি হস্তান্তর বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। প্রতিমন্ত্রী পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ব্রাজিল হতে  আরো অধিক পরিমাণে সয়াবিন ও চিনি আমদানির সাম্ভব্যতা নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে কৃষি উপমন্ত্রী মার্সিও লিয়ান্দ্রো দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে অধিকতর যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে পণ্য বহুমুখীকরণের বিকল্প নেই বলে উল্লেখ করেন।

 

দিনের শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রাজিলের কেন্দ্রীয় বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা এপ্যাক্স ব্রাজিল আয়োজিত গোলটেবিল বৈঠকে মিলিত হন। এফবিসিসিআইর সভাপতি জসীম উদ্দিন ও ব্রাজিল-বাংলাদেশ চেম্বারের প্রতিনিধিবৃন্দ এই গোলটেবিল বৈঠকে অংশ নেন। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার আমদানির-রপ্তানি এবং বিনিয়োগের সমস্যা ও সম্ভবনা এবং বাণিজ্য বহুমুখীকরণ নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে ব্রাজিলের ব্যবসায়ীগণের মধ্যে বাংলাদেশে অধিকতর বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির বিষয়ে অভাবনীয় আগ্রহ পরিলক্ষিত হয়েছে। গোলটেবিল বৈঠকে ব্রাজিলের ‘পণ্য বাণিজ্যিকীকরণ প্রতিষ্ঠানসমূহ হতে ABIEC (গবাদি পশু), ABPA (পোল্ট্রি), ABIT (তৈরি পোশাক), ABRAPA (তুলা), BSCA (কফি), ABICAB (চকলেট)-এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

 

বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম ব্রাসিলিয়ার বোটানিক্যাল গার্ডেনে একটি অমলতাস বৃক্ষ রোপণ করেন। ব্রাসিলিয়ার বোটানিক্যাল গার্ডেনের পরিচালক অ্যালিনি, ফেডারেল ডিসট্রিক্ট গভর্নরের পররাষ্ট্র বিষয়ক দপ্তরের প্রধান রেনাটা জুকিম এবং ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান রবের্তো গৈদানিচ ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন।

 

#

 

পরাগ/রফিক/সঞ্জীব/রফিকুল/মাহমুদ/সেলিম/২০২২/২১৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৮৮৬

 

আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার

                                        -- পরিবেশমন্ত্রী

 

বড়লেখা (মৌলভীবাজার), ৫ শ্রাবণ (২০ জুলাই) :

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দেশের আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার। এলক্ষ্যে  বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় কৃত্রিম পদ্ধতিতে কম সময়ে সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়নকারী কিট ও এর সফল প্রয়োগ পদ্ধতি উদ্ভাবন করার কার্যক্রম নেওয়া হবে। এছাড়া বিদেশের বাজারে বাংলাদেশি আগর কাঠ, তেল ও আগরজাত পণ্যের সহজ প্রবেশার্থে মান পরীক্ষণ ও গুণগত মান নির্ধাণের ব্যবস্থা করা হবে।

 

আজ মৌলভীবাজারের বড়লেখার আজিমগঞ্জ বাজারে  ‘বাংলাদেশ আগর এন্ড আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন’ আয়োজিত বন্যাদুর্গতদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, অনেক কাল আগ থেকেই দেশে আগর-আতর এর কাজ চলমান থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে ক্ষুদ্রশিল্প হিসেবে ঘোষণা করেছেন এবং এর উন্নয়নে কাজ করছেন। তিনি বলেন,  কোভিড ১৯ ও ইউরোপে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে তেল, গ্যাস এবং  দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতি হয়েছে। যুদ্ধ শেষ হলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ব্যক্তি,  রাস্তাঘাটের উন্নয়নে সম্ভাব্য সবকিছু করা হবে।

 

এসোসিয়েশনের সভাপতি আনছারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এবং নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন প্রমুখ।

 

#

 

দীপংকর/রফিক/রফিকুল/সেলিম/২০২২/২১২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ২৮৮৫

 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

 

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মালয়েশিয়ায় দু’দিনের সরকারি সফরে আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব (Ismail Sabri Yaakob) এর সাথে সাক্ষাৎ করেছেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁরা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক  আরো জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ড. মোমেন মালয়েশিয়ার নেতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সফরের অনুরোধ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অচিরেই সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের বিষয়ে তাঁর প্রত্যাশার কথা জানান।

 

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ'র সাথে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ওআইসি, ডি-৮ এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মালয়েশিয়ার সদ্য-সাবেক প্রধানমন্ত্রী এবং ন্যাশনাল রিকভারি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান মুহিদ্দিন ইয়াসিনের সাথেও সাক্ষাৎ করেন।

 

এসব বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারোয়ার, উপ-হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, হাইকমিশনের মিনিস্টার (লেবার) নাজমুস সাদাত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) মোঃ নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

 

#

 

মোহসিন/পাশা/রফিক/সঞ্জীব/রফিকুল/মাহমুদ/সেলিম/২০২২/২০৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ২৮৮৪

 

চলচ্চিত্র  নির্মাণে অনুদানের চেক বিতরণ

 

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :

 

চলচ্চিত্র নির্মাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বার্ষিক অনুদানের প্রথম কিস্তির চেক বিতরণ হয়েছে।

 

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন ২০২১-২২ অর্থ বছরের জন্য নির্বাচিত ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রস্তাবকদের হাতে চেক তুলে দেন। স্বল্পদৈর্ঘ্য বিভাগে এবার ২টি প্রামাণ্যচিত্র রয়েছে।

 

প্রথম কিস্তি হিসেবে প্রতিটি চলচ্চিত্রের জন্য মঞ্জুর হওয়া মোট অনুদানের ৩০ শতাংশ বিতরণের এ অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনে প্রখ্যাত সারা যাকের, মারুফা আক্তার পপি, অপু বিশ্বাস, সৈয়দ আলী হায়দার রিজভী এবং ছোটকু আহমেদ প্রমুখ তাদের সিনেমার জন্য চেক গ্রহণ করেন।

 

মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার অতিরিক্ত সচিব খাদিজা বেগম, যুগ্ম সচিব নজরুল ইসলাম এবং উপসচিব সাইফুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন। 

 

#

 

আকরাম/পাশা/রফিক/সঞ্জীব/রফিকুল/মাহমুদ/সেলিম/২০২২/২০৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২৮৮৩

রাষ্ট্রপতির কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর

রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন প্রতিবেদন হস্তান্তর

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :

            জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের কাছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন প্রতিবেদন ২০১৯-২২’ হস্তান্তর করেন।

            প্রতিবেদনটি গ্রহণ করে রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশের ইতিহাসে একটি অন্য মাইলফলক। তিনি বলেন, এর মাধ্যমে দেশ-বিদেশে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জানার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি এই উদ্যাপন কমিটির সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের সন্ধিক্ষণ একটি অনন্য ঐতিহাসিক ঘটনা। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্‌যাপনের মাধ্যমে  নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে নিজেদের আত্মনিয়োগ করবে।

            এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

#

ইমরানুল/পাশা/সঞ্জীব/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/২০৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর :  ২৮৮২

পানি ভবনে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নির্দেশনা

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :

সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পানি ভবনের শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সর্বনিম্ন তাপমাত্রা ২৬º সেলসিয়াসে রাখতে নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

আজ রাজধানীর পানি ভবনের সম্মেলনকক্ষে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সচিব এ নির্দেশনা  দেন।

এছাড়া পানি ভবনে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সিনিয়র সচিব নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেন।

১। সেন্ট্রাল এসি এর থার্মোস্ট্যাটযুক্ত অংশের তাপমাত্রা ২৬º সেলসিয়াসে নির্ধারণ করে থার্মোস্ট্যাট লক করা হয়েছে বিধায় তাপমাত্রা এর নিচে নামানো সম্ভব নয়। দুই ঘণ্টা অন্তর এক ঘণ্টা সেন্ট্রাল এসি চালু থাকবে।

২। সেন্ট্রাল এসি এর তাপমাত্রা নিয়ন্ত্রণযোগ্য অংশের তাপমাত্রা ২৬º সেলসিয়াসে এর নিচে নামানো যাবে না।

৩। পানি ভবনের সবগুলো করিডোরের লাইট বন্ধ থাকবে।

৪। কক্ষসমূহের ডেস্কের উপরে অবস্থিত লাইট ব্যতিত অন্য সকল লাইট বন্ধ থাকবে।

৫। কক্ষ ত্যাগের সময় লাইট এবং এসি বন্ধ থাকবে।

৬। পানি ভবনের অভ্যন্তরস্থ সকল গ্লাসডোর বন্ধ থাকবে।

৭। আলো প্রবেশের সুবিধার্থে গ্লাস ডোরে লাগানো ফ্রোস্টেড পেপার খুলে স্বচ্ছ করতে হবে।

৮। পানি ভবন ক্যাম্পাসের গার্ডেন লাইটসমূহ বন্ধ থাকবে।

৯। পানি ভবনে ৩টি লিফট চালু থাকবে। বাকি সব লিফট বন্ধ থাকবে।

১০। আলো প্রবেশের সুবিধার্থে কক্ষসমূহের জানালার Screen সরিয়ে রাখতে হবে।

১১। ইলেকট্রিক কেটলি, ওভেন ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

১২। দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

১৩। সকাল ৯ টায় অফিসের কার্যক্রম শুরু করে বিকাল ৫ টার মধ্যেই অফিস ত্যাগ করতে হবে।

১৪। ব্যক্তিগত কাজে অফিসের গাড়ি ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

১৫। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একই গাড়িতে একাধিক কর্মকর্তাগণের অফিস যাতায়াত উৎসাহিত করা হয়েছে।

১৬। সাইট পরিদর্শনে একাকী গাড়ি ব্যবহার কমাতে হবে।

১৭। প্রশিক্ষণ কোর্স সংখ্যা কমাতে হবে।

১৮। মিটিংসমূহ যথাসম্ভব অনলাইনে করতে হবে

১৯। ৭২ গ্রিণ রোডস্থ পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সকল ভবনে উপর্যুক্ত সিদ্ধান্তসমূহ কার্যকর থাকবে।

সভায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বজলুর রশিদ, মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সালমা জাফরিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত সচিব মিজানুর রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

#

গিয়াস/পাশা/রাহাত/সঞ্জীব/রফিকুল/মাহমুদ/সেলিম/২০২২/১৯৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৮৮১

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এবং সাবেক সচিব এটিএম শামসুল হকের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :

            আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এবং সাবেক সচিব এটিএম শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

            প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

            উল্লেখ্য, এটিএম শামসুল হক আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ---- রাজিউন)।

#

ফয়সল/পাশা/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/১৯৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৮৮০

শিক্ষাকে আন্তর্জাতিকমানে পৌঁছাতে বাংলাদেশে

আনুষ্ঠানিকভাবে অ্যাক্রিডিটেশন প্রক্রিয়ার উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :

            আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষাকে আন্তর্জাতিকমানে পৌঁছাতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে অ্যাক্রিডিটেশন প্রক্রিয়ার উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

            অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

            প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের যে মান নির্ণয় করা হচ্ছে না তাই নয়, প্রতিষ্ঠান নিজেই সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেই মান বাড়াতে পারবে। অনেক কিছু শেখাবে। আমাদের অ্যাক্রিডিটেশন কাউন্সিলের পথচলা শুরু হয়েছে তার সুফল সকল প্রতিষ্ঠান পেতে শুরু করবে। এর মাধ্যমে শিক্ষার প্রতিটি ক্ষেত্রে সব কিছু প্রায় গুছিয়ে আনার একটি কাজ হলো।

            শিক্ষা উপমন্ত্রী বলেন, এতদিন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদের মধ্যে সমতা বিধানের কোনও প্রক্রিয়া ছিল না। আমাদের যেখানে নিজস্ব কোনো মানদণ্ডই ছিল না। ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ছিল না, সেখানে আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে প্রশ্ন কতটা প্রাসঙ্গিক তা নিয়েও প্রশ্ন ছিল।

            প্রসঙ্গত, ২০১৭ সালে এ সংক্রান্ত আইন পাস করা হয় সংসদে। চেয়ারম্যান দায়িত্ব পান ২০১৮ সালে। আইন হওয়ার পর পাঁচ বছরেই কার্যক্রমটি শুরু করতে পেরেছে কাউন্সিল। বিধিবিধান তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর প্রক্রিয়া শুরু হলো।

#

খায়ের/পাশা/সঞ্জীব/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/২০০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৮৭৯

 

স্মার্ট গ্রিড নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করবে

                                                                              -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :

            বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, স্মার্ট গ্রিড নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করবে। বিদ্যুৎ সাশ্রয়েও এটি কার্যকর অবদান রাখবে। একই সাথে সময় ও অর্থের সাশ্রয় ঘটবে।

            আজ বিদ্যুৎ ভবনে যুক্তরাষ্ট্রের ট্রেড এন্ড ডেভেলপমেন্ট এজেন্সি (USTDA)-এর সহযোগিতায় Boston Consulting Group (BCG) কর্তৃক বাস্তবায়নাধীন Smart Grid Roadmap in Bangladesh শীর্ষক সমীক্ষা প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সর্বক্ষেত্রে সাশ্রয়ী কার্যক্রম এখন সময়ের দাবি। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করতে সকলকে উৎসাহিত করতে হবে। ঝসধৎঃ এৎরফ আমাদের বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থায় কীভাবে সহযোগিতা করবে তা সংশ্লিষ্টদের অবহিত করাও আবশ্যক।

            Smart Grid -এর ওপর কারিগরি সহযোগিতার জন্য পরামর্শক প্রতিষ্ঠান Smart Grid Roadmap in Bangladesh -এর সাথে পাওয়ার সেলের ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে চুক্তি হয়। এর প্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি থেকে BCG কাজ শুরু করে। নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যৎ সরবরাহ, স্বয়ংক্রীয় ব্যবস্থা তদারকি ও নিয়ন্ত্রণ, সমন্বীত নবায়ণযোগ্য জ্বালানি, গ্রাহকদের কার্যকর সম্পৃক্ততা ও প্ল্যাটফর্ম-এই পাঁচ প্রধান খাতকে প্রাধন্য দিয়ে এই সমীক্ষা পরিচালনা করা হয়েছে। কর্মশক্তির সক্ষমতা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল প্ল্যাটফর্ম ও তথ্য, বিদ্যমান মান ও আইন, বিদ্যুৎ অবকাঠামো ও অর্থায়ন-এই বিষয়গুলো সমীক্ষাটির নেপথ্যে কাজ করবে। বিদ্যমান উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায়-কম্পাঙ্ক ভ্যারিয়েশন, উচ্চ কম্পাঙ্ক, সঞ্চালন লস, ম্যানুয়ালি সঞ্চালন পরিচালনা, পাওয়ার ইন্টারাপশান (Power Interruption) ও বিদ্যুতের মান প্রভৃতি চ্যালেঞ্জ রয়েছে। বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ২৮টি উদ্যোগের কথা প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনটি উপস্থাপন করেছেন BCG -এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জারিফ মুনির ও অংশীদার এমাজিংক মার্কেটস সুধাংশু গুপ্তা।

            সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের অতিরক্ত সচিব মুঃ মোহসিন চৌধুরী, পিডিবির চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনসহ দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

#

আসলাম/পাশা/সঞ্জীব/রফিকুল/মাহমুদ/জয়নুল/২০২২/১৯৩০ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ২৮৭৮

 

‍‍‍বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরো ৪৯ হাজার ৩০৯ প্যাকেট খাবার বরাদ্দ

 

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :

 

বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণের লক্ষ্যে আরো ৪৯ হাজার ৩০৯ প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আজ এ বরাদ্দ প্রদান করা হয় ।

 

বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমূহের মধ্যে সিলেট জেলার জন্য ৩ হাজার, সুনামগঞ্জ জেলার জন্য ৫ হাজার, নেত্রকোনা জেলার জন্য ৩ হাজার,  কুড়িগ্রাম জেলার জন্য ২ হাজার ৯৪০, রংপুর জেলার জন্য ২ হাজার ৩৭, নীলফামারী জেলার জন্য ২ হাজার, হবিগঞ্জ জেলার জন্য ৩ হাজার, মৌলভীবাজার জেলার জন্য ২ হাজার ৯০০, কিশোরগঞ্জ জেলার জন্য ৩ হাজার, ময়মনসিংহ জেলার জন্য ২ হাজার, জামালপুর জেলার জন্য ২ হাজার, শেরপুর জেলার জন্য ২ হাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য ২ হাজার, গাইবান্ধা জেলার জন্য ৩ হাজার, বগুড়া জেলার জন্য ২ হাজার, সিরাজগঞ্জ জেলার জন্য ৩ হাজার, লালমনিরহাট জেলার জন্য ৩ হাজার, ফেনী জেলার জন্য ১ হাজার ৬৩২, গোপালগঞ্জ জেলার জন্য ১ হাজার ৮০০, খুলনা জেলার জন্য ১ হাজার এবং বাগেরহাট জেলার জন্য ১ হাজারসহ  মোট ৪৯ হাজার ৩০৯ প্যাকেট/বস্তা শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেয়া হয়েছে।

 

বরাদ্দকৃত শুকনো ও অন্যান্য খাবার শুধু আপদকালীন সময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে ।

#

সেলিম/পাশা/সঞ্জীব/রফিকুল/মাহমুদ/সেলিমুজ্জামান/২০২২/১৮৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর :  ২৮৭৭

 

বিশ্ব এবং দক্ষিণ এশিয়ারও অনেক দেশের চেয়ে বাংলাদেশে মূল্যস্ফীতি কম

                                                              -- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক এবং আশপাশের দেশগুলো সার্কভুক্ত দেশগুলোর চেয়েও বাংলাদেশে মূল্যস্ফীতি অনেক কম।

আজ ঢাকায় সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে তথ্য অধিদফতর প্রকাশিত পদ্মা সেতু ভিত্তিক সংবাদ সংকলনের ৭টি খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে দেশের অর্থনৈতিক বিষয়ে বিএনপি মহাসচিবের নেতিবাচক মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

ড. হাছান বলেন, আমি মির্জা ফখরুল সাহেবকে বলবো, তিনি শিক্ষক ছিলেন আমিও শিক্ষকতা করি, এখনো পার্টটাইম পড়াই। মাস্টার হিসেবে একজন প্রাক্তন মাস্টারের কাছে অনুরোধ, মাস্টার সমাজের যাতে বদনাম না হয়, সেজন্য তার একটু পড়াশুনা করা দরকার। বিশ্বব্যাপী মূল্যস্ফীতির দিকে তাকে একটু তাকাতে বলবো। ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হচ্ছে যুক্তরাষ্ট্রে, সেটি ৮ দশমিক ৬ শতাংশ। ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ যুক্তরাজ্যে ৯ দশমিক ১ শতাংশ, জার্মানিতে ৭ দশমিক ৯ শতাংশ, রাশিয়াতে ১৭ দশমিক ১ শতাংশ, তুরস্কে ৭৩ দশমিক ৫ শতাংশ ও নেদারল্যান্ডসে ৯ দশমিক ৬ শতাংশ।

তথ্যমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় শ্রীলংকায় ৩৯ দশমিক ১ শতাংশ, পাকিস্তানে ১৩ দশমিক ৮ শতাংশ, ভারতেও ৭ শতাংশের উপরে। আমাদের দেশে মে মাস পর্যন্ত সেটি ৬ শতাংশের একটু উপরে ছিল, সাম্প্রতিক সময়ে বেড়ে ৭ শতাংশ হয়েছে, যেটি আজকে সমস্ত পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। দেশে এখনো এই কম মূল্যস্ফীতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে এবং বিশ্ব বাজারে ধীরে ধীরে ভোগ্যপণ্যের দাম কমছে, আমরা আশা করছি দু’এক মাসের মধ্যে এর সুফল পাব।’

এদিন জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহ্‌মুদ বলেন, ‘অফিসে আসার সময় প্রেসক্লাবের সামনে দেখেছি জনা পঞ্চাশ মানুষ দাঁড়িয়ে বিক্ষোভ করছে। আশপাশের গাছপালায় তার চেয়ে বেশি কাক পাখি আছে। সাড়ে ১৩ বছরের বেশি সময় ধরে তাদের হুমকি-ধামকির মধ্যেই জনগণ আমাদের আরো দু’বার দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এ ধরনের হুমকি-ধামকি তাদেরকে হাস্যকর বানাচ্ছে এবং এসবে কোনো কাজ হবে না। দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যেমন ভারত, ইংল্যান্ড, কন্টিনেন্টাল ইউরোপে, অস্ট্রেলিয়া, জাপানে যেভাবে হয় ঠিক একইভাবে নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে এবং বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।’

মন্ত্রী এসময় তাঁর নির্দেশে পদ্মা সেতুভিত্তিক দুই হাজারেরও বেশি সংবাদের সংকলন দ্রুত প্রকাশের জন্য তথ্য অধিদফতরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পৃথিবীতে আমাজান নদীর পরেই সবচাইতে খরস্রোতা নদী হচ্ছে পদ্মা এবং আমাজানের উপর এখনো কোনো সেতু নির্মিত হয়নি। দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মার উপর সেতু নির্মাণ ইতিহাসে এক অনন্য ঘটনা। পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, পদ্মা সেতু বাঙালির গর্ব, সক্ষমতা ও মর্যাদার প্রতীক। এই পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রমাণ করেছেন যে, কোনো রক্তচক্ষু তাঁকে দমাতে পারে না, কোনো ষড়যন্ত্রও তাঁকে থামাতে পারে না। সমস্ত ষড়যন্ত্রকে উপড়ে ফেলে তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন দেশকে, জাতিকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারেন। তাই আমরা আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায়, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ঠিকানায় পৌঁছবে ২০৪১ সাল নাগাদ কিংবা তার আগেই বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশ হবে।

দেশে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে গত অর্থবছরে ৫৩ হাজার কোটি টাকা ভরতুকি দিতে হয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা যথার্থ বর্ণনা করে ড. হাছান বলেন, প্রথমত করোনা, দ্বিতীয়ত ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা চলছে। ইউরোপের ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়ামসহ সমগ্র পৃথিবীতে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে ক’দিন আগে সমস্ত নাগরিকদের কাছে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য মোবাইলে বার্তা পাঠানো হয়েছে উল্লেখ করে বার্তাটি পড়ে শোনান তিনি।

সিনিয়র উপপ্রধান তথ্য অফিসারবৃন্দের মধ্যে মোঃ আবদুল জলিল এবং ইয়াকুব আলী গ্রন্থমোড়ক উন্মোচনে অংশ নেন।

#

আকরাম/পাশা/সঞ্জীব/রফিকুল/মাহমুদ/সেলিম/২০২২/১৮৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৮৭৬

৫০ বছরে চালের উৎপাদন বেড়েছে প্রায় চার গুণ

                                                         - কৃষিমন্ত্রী

ঢাকা, ৫ শ্রাবণ (২০ জুলাই) :

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিবান্ধব সরকারের সময়োপযোগী ও কার্যকর উদ্যোগের ফলে দেশে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় বিস্ময়কর সাফল্য অর্জিত হয়েছে। সার, বীজসহ কৃষি উপকরণে বিশাল ভর্তুকি, কৃষিযন্ত্রে ভর্তুকি, গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ, বন্যা, খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কর্মসূচিসহ বহুমুখী উদ্যোগের ফলেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হয়েছে। বিগত ৫০ বছরে চালের উৎপাদন বেড়েছে প্রায় চার গুণ।

আজ ঢা

2022-07-20-16-06-addadbefa7f25d4772d8e07ff3a5b487.doc