তথ্যবিবরণী নম্বর : ৩১৮৩
বঙ্গবন্ধুর ওপর রচিত গ্রাফিক নভেল “মুজিব” জাপানি ভাষায় প্রকাশিত
টোকিও, ২৬ নভেম্বর :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক গ্রাফিক নভেল “মুজিব” জাপানি ভাষায় প্রকাশিত হয়েছে। আজ (২৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাস, টোকিওর বঙ্গবন্ধু মিলনায়তনে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে জাপানি ভাষায় অনূদিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রী আকিয়ে আবে। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তোশিকো আবে এবং গেস্ট অভ্ অনার হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এসময় উপস্থিত ছিলেন। এছাড়া জাপানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, জাপানের সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উল্লেখযোগ্য সংখ্যক জাপান প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। স্বাগত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনকে জাপানি শিশু-কিশোরও জাপান প্রবাসী বাংলাদেশি সন্তানদের কাছে তুলে ধরার অভিপ্রায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রদূত আরো বলেন, ইংরেজি ছাড়া প্রথম অন্য কোনো বিদেশি ভাষা হিসেবে জাপানি ভাষায় গ্রাফিক নভেল “মুজিব” অনুবাদ করা হলো।
প্রধান অতিথি আকিয়ে আবে বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন মহান নেতা। বঙ্গবন্ধুই জাপান-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি রচনা করেন এবং একটি যুদ্ধ-বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেন। তিনি বলেন, যেহেতু গ্রাফিক নভেল জাপানিদের খুব প্রিয় তাই জাপানি ভাষায় অনূদিত গ্রাফিক নভেল “মুজিব” তাঁর সম্পর্কে জাপানের শিশু কিশোরদের অবহিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আশা প্রকাশ করেন যে অনুদিত গ্রাফিক্ নভেল এই মহান নেতার জীবন সম্পর্কে জানতে সহায়তা করবে। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার কথা তুলে ধরেন এবং ভূয়সী প্রশংসা করেন।
বইটির প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক, গ্রাফিক ‘মুজিব’ জাপানি ভাষায় অনুবাদ সফলভাবে সমাপ্ত করার জন্য বাংলাদেশ দূতাবাস, টোকিও এবং অনুবাদকদ্বয়কে ধন্যবাদ জানান। এসময় বইটির অনুবাদকদ্বয় প্রফেসর মাসাকি ওহাসি এবং ইমরান শরিফকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
এছাড়া জাপানি ভাষায় প্রকাশিত গ্রাফিক নভেল ‘মুজিব’ গ্রন্থটি টোকিওর স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীদের পাঠ করে শুনানো হয়। গ্রাফিক্স নভেল ‘মুজিব’ গ্রন্থটি পর্যায়ক্রমে জাপানের বিভিন্ন স্কুলে পাঠ করা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও প্রবাসী বাঙালিদের মাঝে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন-সংগ্রাম নিয়ে রচিত একটি “টাইম-লাইন”ভিডিও প্রদর্শন করা হয়।
বাংলাদেশ দূতাবাস, টোকিওর উদ্যোগে গ্রাফিক নভেল “মুজিব” জাপানি ভাষায় অনুবাদ ও প্রকাশনা করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
#
শিপলু/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/২০৩০ঘণ্টা
Handout Number: 3180
Workshop on ‘Blue Economy and EU Horizon 2020'
Dhaka, 26 November :
“We need to translate our diplomatic success in maritime delimitation into the major source of our resources and contributor to our economic development” said the Foreign Minister Abul Hassan Mahmood Ali, while delivering his statement as the Chief Guest at the workshop titled ‘Blue Economy and EU Horizon 2020’ held at a local hotel in Dhaka yesterday. The Workshop was organized by the Ministry of Foreign Affairs in collaboration with the European Union Delegation to Bangladesh and was attended by over 100 participants.
The Foreign Minister emphasized research on Blue Economy as a pre-requisite for exploring the untapped potentials of Bangladesh. He mentioned that a quality research can complement government’s strategy and can be the threshold for a new policy. He asked more participation from the academicians, researchers and scholars in the EU Horizon 2020 to build a knowledge-based for the exploration of marine resources. He also urged all stakeholders to invest in knowledge, develop skills in marine sector, and encourage innovation and business related to it.
Rensje Teerink, Ambassador of the European Union to Bangladesh, in her remarks underscored the EU’s priority in marine and maritime research to create more growth and jobs and therefore, to achieve the Sustainable Development Goals. She requested the Government of Bangladesh to make Research and Development a priority. She informed that EU follows open science policy which is a reflection of the Prime Minister Sheikh Hasina’s call for ‘Science Diplomacy’ in Vienna on 30 May 2017 at the 60th anniversary of the International Atomic Energy Agency (IAEA). She also mentioned that Horizon 2020 offers immense opportunities for Bangladeshi researchers to participate in research projects on blue economy topics and contribute to the implementation of Bangladesh’s maritime vision.
#
Mahmud/Sanjib/Rezaul/2018/1842 hour
তথ্যবিবরণী নম্বর : ৩১৭৮
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
অনলাইনে বেতন দাখিল সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঝবষভ উৎধরিহম কর্মকর্তাদের অংশগ্রহণে “অনলাইনে বেতন দাখিলকরণ” বিষয়ক এক প্রশিক্ষণ আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন অর্থ মন্ত্রণালয়ের “সরকারি ব্যয়ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচি”-এর উপপ্রকল্প পরিচালক শাহেদ হাসান।
উল্লেখ্য, সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি (ওইঅঝ++) সফটওয়্যার ব্যবহার করে সেলফ রেজিস্ট্রেশন সম্পন্নপূর্বক ঝবষভ উৎধরিহম কর্মকর্তাবৃন্দ অনলাইনে বেতন দাখিল করতে পারবেন।
#
ফয়সল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৮২০ঘণ্টা