তথ্যবিবরণী নম্বর : ১৫৬৮
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র
সপ্তাহে ১৭৬ কোটি টাকার দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রি
ঢাকা, ১৮ বৈশাখ (০১ মে):
করোনা সংকটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে গত ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ১৭৬ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৪৮ টাকার দুধ, ডিম ও পোল্ট্রি বিক্রি করা হয়েছে। প্রাণিসম্পদ দপ্তরসমূহের তত্ত্বাবধানে সারা দেশের খামারিগণের উৎপাদিত ১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার ৭০৬ লিটার দুধ, ৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৯৩১টি ডিম, ৬৬ লাখ ২ হাজার ৩৬৯টি মুরগি এবং ৫ লাখ ৭৫ হাজার ৭৮৮টি অন্যান্য পণ্য এসময় বিক্রি হয়েছে।
করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণ সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত উৎপাদক, খামারি ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এবং ভোক্তাদের প্রাণিজ পণ্য প্রাপ্তির চাহিদা বিবেচনা করে মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, উদ্যোক্তা ও খামারিদের সহযোগিতায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগটি খামারি ও ভোক্তাদের নিকট প্রশংসিত হচ্ছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল দেশের প্রান্তিক পর্যায়ের চাষী, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রি সুষম সরবরাহ ও বাজারজাত করার উদ্যোগ গ্রহণের জন্য সকল জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করে।
#
ইফতেখার/রাহাত/মাহফুজ/মিজান/২০২০/২১১৫
তথ্যবিবরণী নম্বর : ১৫৬৭
বগুড়া বিসিক শিল্প নগরীতে কৃষি যন্ত্রাংশ উৎপাদন অব্যাহত
ঢাকা, ১৮ বৈশাখ (০১ মে):
দেশের বৃহত্তম কৃষি যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্র বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর বগুড়া শিল্প নগরীতে কৃষি যন্ত্রপাতি-সহ অন্যান্য হালকা প্রকৌশল পণ্য উৎপাদন অব্যাহত রয়েছে। হাওড় অঞ্চল-সহ দেশের অন্যান্য এলাকায় বোরো মৌসুমের ধান দ্রুত সংগ্রহে কৃষকদের কৃষি যন্ত্রাংশের চাহিদার কথা বিবেচনা করে এ শিল্প নগরীর কার্যক্রম চালু রাখা হয়েছে।
বিসিকের সূত্রে জানা যায়, বগুড়া বিসিক শিল্প নগরীতে বিভিন্ন ধরনের ৪৫টি হালকা প্রকৌশল শিল্পকারখানা রয়েছে। করোনার প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে বিসিকের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে বর্তমানে এই শিল্প নগরীতে ৩৫টি শিল্প কারখানা চালু রয়েছে এবং গড়ে দৈনিক ১ কোটি টাকার অধিক মূল্যমানের হালকা প্রকৌশল যন্ত্রপাতি উৎপাদিত হচ্ছে।
বগুড়া বিসিক শিল্প নগরীর কর্মকর্তা এ কে এম মাহফুজুর রহমান জানান, দেশের কৃষি যন্ত্রাংশের মোট চাহিদার প্রায় ৭০ শতাংশ পূরণ করে থাকে এ শিল্প নগরী। কৃষি-সহ বিভিন্ন খাতের প্রয়োজনের কথা বিবেচনা করে করোনা পরিস্থিতির মধ্যেও কারখানাগুলোতে প্রতিদিন কৃষি যন্ত্রাংশ যেমন -সেন্ট্রিফিউগাল পাম্প, পিস্টন, টিউবওয়েল, সিএনজি অটোরিক্সার ও জুটমিলের খুচরা যন্ত্রাংশ, মোটর সাইকেলের ব্রেক ড্রাম, নাট, বল্টু-সহ অন্যান্য হালকা প্রকৌশল যন্ত্রাংশ উৎপাদন অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সারাদেশে হালকা প্রকৌশল যন্ত্রাংশের চাহিদার কথা বিবেচনা করে ১৯৬৪ সালে ১৪ দশমিক ৬০ একর জায়গা নিয়ে যাত্রা শুরু করে বগুড়া বিসিক শিল্প নগরী। বর্তমানে ৩৩ দশমিক ১৭ একর ভূমির ওপর এর উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।
#
মাসুম/রাহাত/মাহফুজ/মিজান/২০২০/২১০০
তথ্যবিবরণী নম্বর : ১৫৬৬
ধানের উৎপাদন খরচ কমাতে কৃষিকে যান্ত্রিকীকরণ করা হবে
-কৃষিমন্ত্রী
ঢাকা, ১৮ বৈশাখ (০১ মে):
কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, বলেছেন, বোরো ধান-সহ সকল ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে উৎপাদন খরচ কমাতে হবে, সেজন্য কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে। ধান রোপন, কাটা, মাড়াই এবং শুকানো-সহ সব কাজে যন্ত্র ব্যবহার করতে হবে। আর সেলক্ষে এবছর ভর্তুকি মূল্যে ২০০ কোটি টাকার কম্বাইন্ড হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লানটার-সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কৃষকের কাছে বিতরণ চলছে।
কৃষিমন্ত্রী আজ টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কৃষি যান্ত্রিকীকরণের জন্য ৩২০০ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। এটি অনুমোদিত হলে আগামী বছরে আরো বেশি করে কম্বাইন্ড হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লানটার-সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কৃষকের কাছে বিতরণ করা যাবে। এর মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে বলেও মনে করেন কৃষিমন্ত্রী।
পঙ্গপালের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে পঙ্গপাল আসার নজির নেই। এটি সাধারণত পাকিস্তান ও ভারতের রাজস্থান পর্যন্ত আসে। এদেশে আসার সম্ভাবনা কম। তবু বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কক্সবাজারে বিজ্ঞানীদের পাঠানো হয়েছে। তিনি বলেন, কক্সবাজারে পঙ্গপাল এসেছে এই ধারণা ঠিক নয়। তবে কী পোকা এসেছে এবং তা কতটুকু ক্ষতিকর সেটি দেশিয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। তাঁদের মতামত নিয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী।
পরে কৃষিমন্ত্রী মধুপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় মাঠে ব্যক্তিগত উদ্যোগে ৩০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ করা হয়।
#
কামরুল/রাহাত/মাহফুজ/মিজান/২০২০/২০৩০
তথ্যবিবরণী নম্বর : ১৫৬৫
ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার
ঢাকা, ১৮ বৈশাখ (০১ মে):
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলার জন্য ৬৪ জেলায় গতকাল পর্যন্ত এক লাখ ২৩ হাজার ৮শত ৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়া শিশু খাদ্য-সহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য ৬৬ কোটি ২৭ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দকৃত এ সাহায্য দেশের সকল জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে ।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী আজ দেশে নতুন করে আরো ৫৭১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ২৩৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় ২ জন-সহ এ পর্যন্ত এ রোগে ১৭০ জন মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে মোট ৩১টি প্রতিষ্ঠানে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে। সর্বমোট ১৮ লাখ ৩৩ হাজার ৪৯২টি পিপিই সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে মোট বিতরণ করা হয়েছে ১৪ লাখ ৩৪ হাজার ৪২৮টি এবং ৩ লাখ ৯৮ হাজার ৭৬৪টি মজুত আছে।
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে ৬০১টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সেবা প্রদান করা যাবে ৩০ হাজার ৬৩৫ জনকে।
#
তাসমীন/রাহাত/মাহ্ফুজ/মিজান/২০২০/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫৬৪
টেকনাফে গাছে পোকার উপস্থিতি, আতঙ্কের কিছু নেই
কৃষি মন্ত্রণালয়ের গবেষকদল ও তদন্ত টিমের টেকনাফের উদ্দেশ্যে যাত্রা
ঢাকা, ১৮ বৈশাখ (০১ মে):
কক্সবাজারের টেকনাফে ঘাসফড়িং সদৃশ পোকার উপস্থিতি তদন্তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদদের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি দল আজ টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। পাশাপাশি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) থেকেও পৃথক পৃথক টিম রওয়ানা দিয়েছে। ঘাসফড়িং সদৃশ লোকাস্ট গোত্রের স্থানীয় এই পোকার শনাক্তকরণ-সহ এর আক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও ধ্বংসে এই টিম কাজ করবে। অতিসম্প্রতি টেকনাফে এসব পোকা দেখা দেওয়ায় কৃষি মন্ত্রণালয় এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কক্সবাজারের উপপরিচালক এ বিষয়ে জানান, গতকাল কীটনাশক স্প্রে করার পর গাছে থাকা পোকাগুলো মারা যায়। সেখানে আর কোনো জীবিত পোকা নেই বলেও তিনি জানান।
এই পোকা তেমন ক্ষতিকর নয় মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসব পোকা মরুভূমির ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পঙ্গপাল জাতীয় কোনো পোকা নয়। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
হাওরের ৭৭% ধান কর্তন শেষ হয়েছে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে ইতোমধ্যে হাওরের প্রায় ৭৭% বোরো ধান কর্তন শেষ হয়েছে। পাকা অবস্থায় রয়েছে ১০% এবং এখনো পাকে নাই ১৩% বোরো ধান। এছাড়া, সারাদেশে ১৬% বোরো ধান কর্তন শেষ হয়েছে।
#
কামরুল/রাহাত/মাহফুজ/মিজান/২০২০/১৭৫৫
তথ্যবিবরণী নম্বর : ১৫৬৩
বিজিবি’র অভিযানে এপ্রিল মাসে ১৪ কোটি ৯৪ লাখ টাকার চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ
ঢাকা, ১৮ বৈশাখ (০১ মে):
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এপ্রিল-২০২০ মাসে দেশের সীমান্ত এলাকা-সহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৪ কোটি ৯৪ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ লাখ ১০ হাজার ৬২১ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ হাজার ৯৫১ বোতল ফেনসিডিল, ১ হাজার ৪৩৯ বোতল বিদেশি মদ, ২৯০ লিটার বাংলা মদ, ২৯ ক্যান বিয়ার, ৫৬০ কেজি গাঁজা, ৪০০ গ্রাম হেরোইন, ১ হাজার ৫৪টি ইনজেকশন, ২ হাজার ১৭৯টি এ্যানেগ্রা/ সেনেগ্রা ট্যাবলেট এবং ৮৭ হাজার ৪৭০টি অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ৪৪টি কসমেটিক্স সামগ্রী, ৩২টি শাড়ি, ১০০টি তৈরী পোশাক, ২৭৫ মিটার থান কাপড়, ৫৪৩ ঘনফুট কাঠ, ১১১ কেজি চা পাতা, ১০ হাজার ১২০ কেজি কয়লা, ৩টি প্রাইভেট কার, ১টি পিকআপ, ১০টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৫৯টি মোটর সাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ৩টি অন্যান্য ধরণের অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি আইইডি এবং ৭ রাউন্ড গুলি।
এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবা-সহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৫ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১ জন বাংলাদেশি নাগরিক ও ১ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
#
শরিফুল/রাহাত/মাহ্ফুজ/মিজান/২০২০/১৭৩০
Handout Number : 1562
Bangladesh gifts Banglamati rice, seasonal fruits and fresh vegetables to UAE
Dhaka, 01 May 2020:
Bangladesh sent as gifts fine quality of rice (developed by Bangladeshi Scientists named Banglamati), seasonal fruits and fresh vegetables to the United Arab Emirates by a cargo flight of Etihad Airlines yesterday. The gifts include banglamati rice, fresh watermelon, pineapple, Okra, potato, pointed gourd, cucumber etc. Bangladesh Rice Research Institute (BRRI) provided Banglamati rice and the Ministry of Agriculture arranged fresh vegetables under the guidance of Agriculture Minister Dr.Abdur Razzaq.
Earlier, Foreign Minister Dr. A. K. Abdul Momen mentioned Bangladesh's remarkable progress in the agriculture sector with surplus food production during his meeting with Sheikh Abdullah bin Zayed Al Nahyan, Minister of Foreign Affairs and International Cooperation of the UAE in January 2020. On a separate occasion, the chairman of the UAE Investment Authority Sheikh Hamadbin Zayed Al Nahyan expressed his willingness to Prime Minister Sheikh Hasina to import rice from Bangladesh during his courtesy call in Abu Dhabi in January 2020.
The gifts were primarily made from Prime Minister Sheikh Hasina to the President, the Prime Minister and Ruler of Dubai, the Crown Prince of Abu Dhabi, the Foreign Minister, the Minister of Human Resources and the Minister of State for Food Security of the United Arab Emirates. The gifts were made as a gesture of good will and fraternity between Bangladesh and the UAE.
The Ministry of Foreign Affairs, Dhaka is trying to explore overseas markets for surplus agro-products of Bangladesh, especially the seasonal fruits, fresh vegetables and meat. It is noteworthy; UAE authority has procured around 40 tons of fresh vegetables and meat and carried them in the same cargo flight. This might be a good start of exporting quality rice, fruits, vegetables and meat to the UAE.
#
Tohidul/Jahangir/Monojit/2020/1400 Hours
তথ্যবিবরণী নম্বর : ১৫৬১
পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ীমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় অব্যাহত
ঢাকা, ১৮ বৈশাখ (০১ মে):
পবিত্র রমজান উপলক্ষে ৩০ এপ্রিল ঢাকাসহ প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৫১১ টি ট্রাকসেল এর মাধ্যমে সাশ্রয়ীমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় অব্যাহত রয়েছে।
গতকাল ট্রেডিং কর্পোরেশন অভ বাংলাদেশ (টিসিবি) ৭৩৮.৩ মেট্রিক টন সয়াবিন তেল, ৫২৬ মেট্রিক টন চিনি, ১০২.২ মেট্রিক টন মশুর ডাল, ৪০৮.৮ মেট্রিক টন ছোলা এবং ৩৫.৭ মেট্রিক টন খেজুরসহ মোট ১ হাজার ৮শ’ ১১ মেট্রিক টন নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ীমূল্যে প্রায় ২ লাখ ৪ হাজার ৪শ’ জন ক্রেতার কাছে বিক্রয় করা হয়েছে। প্রায় ৩ হাজার ডিলারের মাধ্যমে এ সকল পণ্য বিক্রয় করা হচ্ছে। জনপ্রতি সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল, ৩ কেজি চিনি, ১ কেজি মশুর ডাল, ২ কেজি ছোলা এবং ১ কেজি খেজুর বিক্রয় করা হচ্ছে।
উল্লেখ্য, গত পহেলা এপ্রিল থেকে দেশব্যাপী ট্রেডিং করপোরেশন অভ বাংলাদেশ (টিসিবি) উল্লিখিত নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করছে। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি’র মাধ্যমে সাশ্রয়ীমূল্যে চিনি প্রতি কেজি ৫০ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকা এবং খেজুর প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রয় করছে।
##
বকসী/জাহাঙ্গীর/মনোজিৎ/২০২০/১২৩৫