তথ্যবিবরণী নম্বর: ১১৪০
বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি
ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর):
বাংলাদেশ থেকে যাতে আরো দক্ষ ও আধাদক্ষ জনশক্তি মালয়েশিয়ায় যেতে পারে সে ব্যাপারে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আজ বিকেলে বঙ্গভবনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকালে তিনি সহযোগিতা চান।
এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, শ্রমবাজার এবং রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রপতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মালয়েশিয়ার সহযোগিতা চান।
মালয়েশিয়া আসিয়ানের সভাপতি হওয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আশিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে আগ্ৰহী। মালয়েশিয়া এ ব্যাপারে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে মোঃ সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জনশক্তি রপ্তানির গন্তব্য। আগামীতে যাতে আরো দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় যেতে পারে সে বিষয়েও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক অত্যন্ত গভীর। বাংলাদেশি জনশক্তি মালয়েশিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দেয়ার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।
পরে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
#
রাহাত/মেহেদী/মোশারফ/শামীম/২০২৪/১০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৩৯
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৪ দশমিক ৭৬ ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১২৪ জন।
#
দাউদ/মেহেদী/রফিকুল/শামীম/২০২৪/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৩৮
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :
মূলবার্তা:
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের জন্য ৫ থেকে ৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিদেশি এবং দেশি চক্ষু বিশেষজ্ঞগণের পরামর্শ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। আন্দোলনে আহত যে সকল চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন সে সকল রোগীদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
#
শাহাদাত/মেহেদী/রফিকুল/শামীম/২০২৪/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১১৩৭
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে
ঢাকা, ১৯ আশ্বিন (৪ অক্টোবর):
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের আগামী ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞগণের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
আন্দোলনে আহত যেসকল চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রয়োজন তাদেরকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে মোবাইল নম্বর: ০১৭১৭৫৪৫৮৩৯, ০১৯৯৮৫৪৬৮৮৮ ও ০১৭১৭৪৮৭৮০৭-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।
#
শাহাদাত/রবি/নাবিল/আলী/মানসুরা/২০২৪/১৩৫৫ঘণ্টা