তথ্যবিবরণী নম্বর: ১৪২০
বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
ঢাকা, ৭ কার্তিক (২৩ অক্টোবর):
আজ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-কে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে, প্রজ্ঞাপনটি নিম্নরূপ:
“যেহেতু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করিয়া বিগত ১৫ বৎসরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজী, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এতৎসম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সকল প্রধান গণমাধ্যমে প্রকাশিত হইয়াছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হইয়াছে; এবং
যেহেতু ১৫ জুলাই ২০২৪ তারিখ হইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করিয়া শতশত নিরাপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করিয়াছে এবং আরো অসংখ্য মানুষের জীবন বিপন্ন করিয়াছে; এবং
যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য-প্রমাণ রহিয়াছে যে, ৫ আগস্ট ২০২৪ তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে;
সেহেতু সরকার ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০১’ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-কে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল-২ এ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্ত করিল।
ইহা অবিলম্বে কার্যকর হইবে।’’
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি হয়।
#
ফয়সাল/শিবলী/রানা/রফিকুল/সেলিম/শামীম/২০২৪/২২২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪১৯
বৈষম্যবিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে
-- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ঢাকা, ৭ কার্তিক (২৩ অক্টোবর):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আন্দোলনকে বেগবান করেছেন।
আজ সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘গণঅভ্যুত্থানের সরকার: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, গত ১৬ বছরে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে মানুষের মাঝে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে তার চূড়ান্ত রূপ হলো ৩৬ দিনের বৈষম্যবিরোধী আন্দোলন। তিনি আরো বলেন, অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে যেন ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে না উঠে, সেজন্য সবাইকে সোচ্চার হতে হবে। জনগণের মনের ভাষাকে রাজনীতির ভাষায় রূপান্তরের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, অনেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে তুলনা করেন। এ ধারণা একেবারেই ভুল। তত্ত্বাবধায়ক সরকারের কাজ হলো নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করা। আর অভ্যুত্থানের মাধ্যমে আসা বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো রাষ্ট্রের মৌলিক সংস্কার করে গণতান্ত্রিক নির্বাচনের পথ মসৃণ করা।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ যে মতাদর্শ ও প্রক্রিয়ায় রাজনীতি করেছে, সেই আওয়ামী লীগ আর বাংলাদেশে কখনো আসবে না। যদি আসে, সেটা হবে শহিদদের সঙ্গে প্রতারণা। পতিত ফ্যাসিবাদী সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করে ক্ষমতাকে কুক্ষিগত করে নেয়। এরপর তারা একের পর এক নির্বাচনকে আয়ত্তে নিয়ে জনগণের ভোটাধিকার হরণ করে।
বাংলাদেশ বেশ কয়েকটি রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে গিয়েছে উল্লেখ করে উপদেষ্টা নাহিদ বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে। রাজনীতির ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের এমন একটি রাজনৈতিক কাঠামো সৃষ্টি করতে হবে যেখানে কেউ যেন আরেকজন শেখ হাসিনা হয়ে উঠতে না পারে।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মুশফিক উস সালেহীনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, জাতীয় নাগরিক কমিটির সদস-সচিব আখতার হোসেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য-সচিব আরিফ সোহেল।
আলোচনার শুরুতে বক্তব্য প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব।
অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
#
মামুন/মেহেদী/শিবলী/রানা/রফিকুল/সেলিম/২০২৪/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪১৮
পরিবেশ উপদেষ্টার নির্দেশে গাজীপুরে ৬ একর বনভূমি জবরদখলমুক্ত
ঢাকা, ৭ কার্তিক (২৩ অক্টোবর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে আজ বন বিভাগ একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অভিযানের মাধ্যমে গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জাধীন চন্দ্রা বিটের বনভূমিতে দুই শতাধিক নির্মাণাধীন ও সদ্যনির্মিত ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৬ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। এ ভূমির বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা।
সেনাবাহিনী, র্যাব, বন বিভাগ ও পুলিশ এ অভিযানে অংশ নেয়। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা মৌজায় এ অভিযান হয়। জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াকৈর এ অভিযান পরিচালনার তত্ত্বাবধানে ছিলেন।
বন, বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধে শুরু হওয়া এ যৌথ অভিযান চলমান থাকবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
#
দীপংকর/মেহেদী/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/১৯২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪১৭
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ১৫ মিলিয়ন ডলার অনুদান দেবে ইউএসএআইডি
--- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ৭ কার্তিক (২৩ অক্টোবর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ইউএসএআইডি বাংলাদেশে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য ১৫ মিলিয়ন ডলার অনুদান দেবে। এই অনুদান ইউএসএআইডি-এর ক্লিমএক্ট প্রকল্পের আওতায় ব্যবহৃত হবে, যা বাংলাদেশে সবুজ ও জলবায়ু সহনশীল পথ অনুসরণে জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP) এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC) বাস্তবায়নে সহায়তা করবে। প্রকল্পটি মূলত তিনটি ক্ষেত্রের ওপর গুরুত্ব দেবে: নীতি ও পরিকল্পনা, অর্থায়ন প্রাপ্তি এবং জলবায়ু কার্যক্রমের শাসন ব্যবস্থা।
ইউএসএআইডি-এর পরিচালক জোসেফ লেসার্ডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পরিবেশ উপদেষ্টার সাথে বাংলাদেশ সচিবালয়ে আজ এক বৈঠকে মিলিত হওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়। বৈঠকে ক্লিমএক্ট প্রকল্পের মাধ্যমে জলবায়ু সহনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সৈয়দা রিজওয়ানা হাসান আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, ক্লিমএক্ট প্রকল্প আমাদের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এবং ইউএসএআইডি-এর এই সহযোগিতা আমাদের দুর্বল জনগোষ্ঠী ও পরিবেশ সুরক্ষায় প্রচেষ্টা আরো জোরদার করবে। তিনি আরো বলেন, ইউএসএআইডি-এর মতো বৈশ্বিক অংশীদারদের সাথে সহযোগিতা আমাদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বাড়াবে, বিশেষ করে বন্যাপ্রবণ, নদীভাঙন ও উপকূলীয় অঞ্চলে।
জোসেফ লেসার্ড বাংলাদেশে পরিবেশগত উদ্যোগে কাজ চালিয়ে যাওয়ার ইউএসএআইডি-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং জলবায়ু বিষয়ক কার্যক্রমে দেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করে দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ ইউএসএআইডি-এর টিম লিডার ব্রনউইন লুয়েলিন, উইনরক ইন্টারন্যাশনাল ইউএসএ-র ফরেস্ট্রি ও ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট পরিচালক রবার্ট কেনি, উইনরক-এর পরিবেশ ও শক্তি বিভাগের সহযোগী পরিচালক ফিরাস ট্রাইশ এবং কেটি লাজার উপস্থিত ছিলেন।
#
দীপংকর/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪১৬
ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় ব্যপক প্রস্তুতি গ্রহণ
ঢাকা, ৭ কার্তিক (২৩ অক্টোবর):
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় (১৬ দশমিক ৭০ উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ৪০ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
ঘুর্ণিঝড় ‘দানা’ মোকাবিলা করার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপকূলীয় জেলাসমূহের জেলা প্রশাসকদের সাথে ঘূর্ণিঝড় প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় Standing Orders on Disaster (SOD) অনুযায়ী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন উপকূলীয় জেলার জেলা প্রশাসকগণ।
এরই অংশ হিসেবে আজ জেলা প্রশাসকগণ স্ব স্ব সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা করেছেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্বপ্রস্তুতি হিসেবে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে সিপিপি ও রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের। এছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম যে সকল কার্যক্রম নেয়া দরকার সেগুলো গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে ঘূর্ণিঝড় সংক্রান্ত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসকল তথ্য জানানো হয়েছে।
#
এনায়েত/মেহেদী/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪১৫
শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে হবে
--- উপদেষ্টা শারমীন এস মুরশিদ
ঢাকা, ৭ কার্তিক (২৩ অক্টোবর):
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে হবে। প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ ও সুরক্ষার জন্য সমাজ, প্রতিষ্ঠান এবং
অভিভাবক-সহ সকলকে এগিয়ে আসতে হবে।
আজ ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এই দিবসের প্রতিপাদ্য ছিলো ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার’।
উপদেষ্টা বলেন, প্রতিটি শিশুর সামগ্রিক উন্নয়নে শিশুদের জন্য একটি অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করতে হবে। শিশুদের মতামতকে সম্মান জানতে হবে যা প্রতিটি শিশুর বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিত করবে।
উপদেষ্টা সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন ও খেলাধুলা প্রতিযোগিতায় ২৪ জন শিশুকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.মাখদুমা নার্গিস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ড.আবু সালেহ মোস্তফা কামাল, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম এবং অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান মাজেদা শওকত আলী প্রমুখ।
#
রফিকুল/শিবলী/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/২১৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪১৪
কার্ডধারীর পাশাপাশি কার্ড ছাড়া ব্যক্তিও পাবেন টিসিবির পণ্য
ঢাকা, ৭ কার্তিক (২৩ অক্টোবর):
আগামীকাল থেকে কার্ডধারীদের পাশাপাশি কার্ড ছাড়াও টিসিবির নির্ধারিত পয়েন্টে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য নিতে পারবেন ভোক্তা।
আজ টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার নিকট ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০ টি ট্রাকের মাধ্যমে ভরতুকি মূল্যে ৪৭০ টাকা দিয়ে ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন এবং খাদ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ৫ কেজি চাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই কার্যক্রম ২৪ অক্টোবর হতে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না আসলে পরবর্তীতে কার্যক্রম বৃদ্ধি করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামীকাল সকাল ১০ টায় তেজগাঁও শিল্প এলাকার দক্ষিণ বেগুনবাড়ি দীপিকার মোড় থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন।
#
কামাল/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/১৭২৫ঘণ্টা
Handout Number: 1413
EU will back the ongoing reforms of the interim government
- Environment Advisor
Dhaka, 23 October:
Syeda Rizwana Hasan, the Advisor to the Ministry of Environment, Forests, Climate Change, and Water Resources, noted that the EU will back the ongoing reforms of the interim government. She highlighted that the EU will support Bangladesh in expanding renewable energy facilities and offer cooperation in specific areas of expertise. Additionally, the EU will prioritize financing key climate actions.
Environment Advisor said this while Michael Miller, the European Union Ambassador to Bangladesh, paid a courtesy call on at her office in the Bangladesh Secretariat today. During the meeting, they discussed pressing environmental concerns, climate change mitigation, and ways to strengthen Bangladesh-EU cooperation on sustainable development initiatives.
The European Union has been a key partner in Bangladesh's efforts to combat climate change and protect our rich biodiversity," stated Syeda Rizwana Hasan. We value the EU's continued support in environmental conservation and their commitment to promoting green growth strategies in our country.
Michael Miller stated that the EU is deeply interested in collaborating with Bangladesh on various issues, including climate change. He affirmed that the EU will continue supporting the interim government and is confident in working with Bangladesh. He emphasized the need to stabilize law and order to attract more foreign investment and mentioned that the EU is interested in financing gender-sensitive projects. He also emphasized the EU's willingness to further collaborate with Bangladesh in areas like renewable energy, forest conservation, and pollution control.
The discussion also touched on upcoming joint initiatives between the Ministry and the EU to enhance environmental governance, reduce pollution, and protect natural resources. Both parties expressed optimism about the future of Bangladesh-EU environmental cooperation, especially in achieving the goals of the Paris Agreement.
Environment Secretary, Water Resources Secretary and high officials from the ministries and EU also in the occasion.
#
Dipankar/Mehedi/Ferdows/Sanjib/Shamim/2024/1730 hour
তথ্যবিবরণী নম্বর: ১৪১২
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ৭ কার্তিক (২৩ অক্টোবর):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১৫৩ জন।
#
দাউদ/মেহেদী/সঞ্জীব/শামীম/২০২৪/১৭২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বরঃ ১৪১১
প্রধান উপদেষ্টার পক্ষে ৩০ লাখ টাকার অনুদানের চেক গ্ৰহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
ঢাকা, ৭ (কার্তিক) (২৩ অক্টোবর):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে অনুদানের চেক গ্ৰহণ করেন। এসকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিলভার লাইন গ্ৰুপের ৩০ লাখ টাকা।
উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এসকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, তিনি প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২২৬ টি চেক, পে- অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এপর্যন্ত ৯৬ কোটি ৮৪ লাখ ২৭ হাজার ৩২৪ টাকার অনুদান গ্ৰহণ করেন।
#
এনায়েত/ফাতেমা/রবি/আলী/লিখন/২০২৪/১৬১৯
তথ্যবিবরণী নম্বর: ১৪১০
সমাজকল্যাণ উপদেষ্টার সাথে বাংলাদেশে ইউএই’র রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ৭ কার্তিক (২৩ অক্টোবর):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে আজ বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত Abdulla Ali Abdulla Khaseif AlHmoudi সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, ছাত্র-জনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্য অতিষ্ঠ হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। সরকার তাদের এ স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। এজন্য সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে সকল বিষয়ে পুনর্গঠন ও সংস্কার করা প্রয়োজন তা বাস্তবায়ন করে যাচ্ছে । দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায়, এলক্ষ্যে তিনি ইউএই’র সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।
#
রফিকুল/ফাতেমা/রবি/কলি/মানসুরা/২০২৪/১২৫৫ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪০৯
রংপুরে ৩৪ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ
ঢাকা, ৭ কার্তিক (২৩ অক্টোবর):
রংপুর জেলার বিভিন্ন আদালতে ৩৪ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এদের মধ্যে রংপুর জেলা জজ আদালতের জিপি (সরকারি কৌঁসুলি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. একরামুল হক। একই আদালতে অতিরিক্ত জিপি হিসেবে ৪ জন এবং সহকারী জিপি হিসেবে ৩ জন নিয়োগ পেয়েছেন। এদিকে পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে মো. আফতাব উদ্দিনকে জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, ৩টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩জন, বিশেষ জজ আদালতে ১ জন, সাইবার ট্রাইব্যুনালে ১ জন ও সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে ১ জন নিয়োগ পেয়েছেন। পাশাপাশি মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালে ১ জন বিশেষ প্রসিকিউটর ও ১ জন সহকারী বিশেষ প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে বিশেষ জজ আদালতে ১ জন অতিরিক্ত পিপি এবং জেলা ও দায়রা জজ আদালতে ৯ জন অতিরিক্ত পিপি ও ৭ জন সহকারী পিপি নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এ সম্পর্কিত নিয়োগাদেশ জারি করা হয়। আদেশে পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি প্রদান করা হয়।
#
রেজাউল/ফাতেমা/রবি/সুবর্ণা/কলি/মাসুম/২০২৪/১১২৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪০৮
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ৭ কার্তিক (২৩ অক্টোবর):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :
মূলবার্তা:
“বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে ক্ষতিগ্রস্থ ছাত্র-জনতার সামগ্রিক উন্নয়ন ও সরকারি সহায়তা প্রদানের লক্ষ্যে https://ctm.bhata.gov.bd/AntiDiscrimination StudentMovement লিংকে ২৩ অক্টোবর হতে ৬ নভেম্বর পর্যন্ত তথ্য-উপাত্ত দেয়ার জন্য অনুরোধ করা হলো-সমাজকল্যাণ মন্ত্রণালয়।”
#
রফিক/ফাতেমা/রবি/কলি/শফিক/২০২৪/১১১৬ ঘণ্টা