তথ্যবিবরণী নম্বর : ৩২০৫
সুস' ধারার সংস্কৃতি আলোকিত সমাজ উপহার দিতে পারে
-- এলজিআরডি প্রতিমন্ত্রী
ঢাকা, ২৯শে আশ্বিন (১৪ই অক্টোবর) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সুস' ধারার সংস্কৃতি সমাজের আঁধার মুছে আলোকিত, সৃষ্টিশীল মানুষ ও সমাজ উপহার দিতে পারে। সাধারণ মানুষের বিনোদনের সুযোগ সৃষ্টির পাশাপাশি ইতিহাসের ধারক-বাহক হিসেবে সমাজকে এগিয়ে নিতে পারে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় দৈনিক আজকের বিনোদন পত্রিকা আয়োজিত এক আলোচনা সভা, গুণীজনদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
পত্রিকাটির সম্পাদক সালাম মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক রেদওয়ান খন্দকার, মো. আবুল খায়ের মিয়া এবং মেহেদী হাসান।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ আজ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে এক মডেল দেশ। তিনি সংস্কৃতিসেবীদের সংস্কৃতি চর্চার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সরকারের সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরো বলেন, বর্তমান সরকার বাঙালি জাতির ঐতিহ্য সংরড়্গণ, সাহিত্য বিকাশ ও সুকুমার বৃত্তির বহিঃপ্রকাশে নিরনত্মর কাজ করে যাচ্ছে। দেশীয় নাটক, চলচ্চিত্র ও সংস্কৃতি বিকাশে প্রতিটি বিভাগীয় ও জেলা পর্যায়ে শিল্পকলা একাডেমির নির্মাণ কাজ চলছে। তিনি দৈনিক আজকের বিনোদন কর্তৃক সমাজের বিভিন্ন ড়্গেত্রে গুণীজনদের সম্মাননা প্রদান করায় ধন্যবাদ জানিয়ে তাদের সৃষ্টিশীল কর্মকা-কে এগিয়ে নেয়ার পরামর্শ দেন।
পরে প্রতিমন্ত্রী সমাজের বিভিন্ন ড়্গেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজনদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে পলিস্নউন্নয়ন ও সমবায় খাতে বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়।
#
আহসান/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২০৪
চীনের প্রেসিডেন্টের সাথে স্পিকারের সাড়্গাৎ
ঢাকা, ২৯শে আশ্বিন (১৪ই অক্টোবর) :
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আজ ঢাকায় লা মেরিডিয়েন হোটেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (ঢর ঔরহঢ়রহম) এর সাথে সৌজন্য সাড়্গাৎ করেন।
সাড়্গাৎকালে তাঁরা দ্বিপাড়্গিক স্বার্থসংশিস্নষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা দু’দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।
স্পিকার চীনের প্রেসিডেন্টকে বাংলাদেশের জনগণের প্রতি তাঁর আনত্মরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে চীনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
চীনের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ একটি চমৎকার সম্ভাবনাময় দেশ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে অনেক এগিয়েছে। বাংলাদেশে নারী উন্নয়ন ও ড়্গমতায়নের অগ্রগতি অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে। চীন বাংলাদেশে বিনিয়োগকে যথেষ্ট গুরম্নত্ব দেয় এবং বহু বিনিয়োগকারী এখানে বিনিয়োগে আগ্রহী। ভবিষ্যতে বাংলাদেশে চীনের বিনিয়োগ অব্যাহত থাকবে।
চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিরাজমান দ্বিপাড়্গিক সম্পর্ক অত্যনত্ম চমৎকার এবং চীন বাংলাদেশের অন্যতম গুরম্নত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি বলেন, দু’দেশের সংসদ সদস্যদের মধ্যে সফর বিনিময়ের মাধ্যমে দু’দেশের রাজনৈতিক ভিত্তি আরো সুদৃঢ় হবে। তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে যে সকল চুক্তি স্বাড়্গর হয়েছে তা বাসত্মবায়নের প্রতি গুরম্নত্বারোপ করে বলেন এর ফলে দু’দেশই উপকৃত হবে। তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন ড়্গেত্রে চীনের দড়্গতা ও অভিজ্ঞতা অত্যনত্ম সমৃদ্ধ। বাংলাদেশের উন্নয়নে এ অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে।
#
কামাল/মাহমুদ/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২০৩
ঈশ্বরদীতে বিশুদ্ধ পানি সরবরাহ লাইনের উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
ঈশ্বরদী (পাবনা), ২৯শে আশ্বিন (১৪ই অক্টোবর) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আজ ঈশ্বরদী পৌর বাস টার্মিনাল ভবনে ঈশ্বরদী পৌর এলাকায় ৩৪ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্বোধন করেছেন।
উদ্বোধন উপলড়্গে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিশুদ্ধ পানির অভাব দূর করার জন্য সরকার জনস্বাস'্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পৌর শহরগুলোতে পানির লাইন স'াপন কাজ শুরম্ন করেছে। তিনি পানির পাইপ স'াপন কাজের গুণগত মান বজায় রেখে চলতি ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশিস্নষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, ঈশ্বরদী বিমানবন্দর শিগগিরই পুনরায় চালু হবে। পাকশীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের ভাগ্যের অধিকতর পরিবর্তন ঘটবে।
ভূমিমন্ত্রী সারাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরম্নদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে হবে।
ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরদী শাখার ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু এবং পাবনা পাবলিক প্রসিকিউটর মোক্তার হোসেন বক্তব্য রাখেন।
#
রেজুয়ান/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৫০০ ঘণ্টা