তথ্যবিবরণী নম্বর : ৩৫৬৮
পাইলট প্রকল্পের স্থলে বাণিজ্যিক মডেলে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে হবে
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ৬ অগ্রহায়ণ (২০ নভেম্বর):
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পাইলট প্রকল্পের স্থলে বাণিজ্যিক মডেলে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। তৃণমূল পর্যায় হতেই বিকল্প জ্বালানি জনপ্রিয় করতে হবে। এসব কর্মসূচিতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা গেলে বিষয়টি আরো ফলপ্রসূ হবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় লা মেরিডিয়ান হোটেলে আইএফসি ও ডানিডা’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘অহংবিৎরহম ঃযব ঈযধষষবহমবং ঃড় অফড়ঢ়ঃরড়হ ড়ভ ঋধৎস ধিংঃব ঃড় ঊহবৎমু ঞবপযহড়ষড়মু রহ ইধহমষধফবংয’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ করেই বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যয় কমাতে গবেষণা আরো বাড়ানো প্রয়োজন। নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন উৎস হতে উৎপাদিত বিদ্যুতের মূল্য নির্ধারণের জন্য ঋববফ-রহ-ঃবৎৎরভ নিয়ে সরকার কাজ করছে।
এ সময় অন্যান্যের মাঝে ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথার (গরশধবষ ঐবসহরঃর ডরহঃযবৎ), আইএফসি’র কান্ট্রি ম্যানেজার ওয়েনডি জো ওরনার (ডবহফু ঔড় ডবৎহবৎ) ও ¯্রডোর সদস্য সিদ্দিক জোবায়ের বক্তব্য রাখেন।
#
আসলাম/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৬৭
বাংলাদেশের কাছে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে
-- নৌপরিবহণ মন্ত্রী
ঢাকা, ৬ অগ্রহায়ণ (২০ নভেম্বর):
দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকাকে বাধাগ্রস্ত করতে পাকিস্তান বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে। পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা আদায় করা হবে। পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হবে।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় শিল্পকলা একাডেমীতে সাপ্তাহিক ‘সোনালী দিন’ পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
নজরুল-চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
কবি মুহম্মদ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী রোজী, অগ্নিবীণার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম সিরাজ, প্রফেসর মো. মিজানুর রহমান ও লাভলী ইয়াসমিন।
শাজাহান খান বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য ২০১৩, ১৪ ও ১৫ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও জামাত অসংখ্য মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। অনেক মানুষকে পঙ্গু করেছে। এসব অপরাধের জন্য গণআদালতে তাদের বিচার করা হবে।
#
জাহাঙ্গীর/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৬৬
শীঘ্রই জাতীয় এসএমই নীতিমালা ঘোষণা করা হবে
-- শিল্পমন্ত্রী
ঢাকা, ৬ অগ্রহায়ণ (২০ নভেম্বর):
ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পখাতের দক্ষতা বাড়াতে শীঘ্রই জাতীয় এসএমই নীতিমালা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে ইন্সপায়ার্ড ওহঃবমৎধঃবফ ঝঁঢ়ঢ়ড়ৎঃ ঃড় চড়াবৎঃু ধহফ ওহবয়ঁধষরঃু জবফঁপঃরড়হ ঃযৎড়ঁময ঊহঃবৎঢ়ৎরংব উবাবষড়ঢ়সবহঃ (ওঘঝচওজঊউ) প্রকল্পের আওতায় একটি যুগোপযোগী এসএমই নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে দ্রুত এটি চূড়ান্ত হবে।
শিল্পমন্ত্রী গতকাল ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত বাংলাদেশ ইন্সপায়ার্ড (ইধহমষধফবংয ওঘঝচওজঊউ) প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইন্সপায়ার্ড প্রকল্পের পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সিনিয়র শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন (চরবৎৎব গধুধঁফড়হ) এবং প্রকল্পের টিম লিডার আলী সাবেত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের জন্য বিশ্ব দরবারে এক নতুন মডেল। ধারাবাহিকভাবে ৬ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে বিশ্বব্যাংকের মূল্যায়নে বাংলাদেশ ইতোমধ্যে নি¤œ মধ্যম আয়ের দেশ হিসেবে স¦ীকৃতি পেয়েছে। সহ¯্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্যের ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০১৮ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের এবং ২০৪১ সালের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
#
জলিল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৬৫
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৬ অগ্রহায়ণ (২০ নভেম্বর):
দশম জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটি সদস্য মীর শওকাত আলী বাদশা, সামছুল আলম দুদু, এ কে এম মাঈদুল ইসলাম এবং জাহান আরা বেগম সুরমা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে একটি মাস্টার প্লান তৈরি করে আগামী ১০ বছরের মধ্যে ভূমি জরিপের কাজ দ্রুত সমাপ্ত করার সুপারিশ করা হয়।
কমিটি ভূমি মন্ত্রণালয় ও জরিপ অধিদপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধন, গতিশীলতা বৃদ্ধি ও রাজস্ব আদায় বৃদ্ধি করার লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে আইন বাতিল বা সংশোধন করার উদ্যোগ গ্রহণ করার সুপাশি করে।
কমিটি স্ট্রেংদেনিং একসেস টু ল্যান্ড প্রপার্টি রাইটস ফর অল সিটিজেন অভ্ বাংলাদেশ প্রকল্পের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে এগিয়ে নেয়ার সুপারিশ করে।
বৈঠকে ভূমি সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
হালিম/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৬৪
বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ
-- খাদ্যমন্ত্রী
সচি (রাশিয়া), ২০ নভেম্বর :
খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্য নির্মূলে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ৭ শতাংশ বা এর উপরে জিডিপি (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) প্রবৃদ্ধি ধরে রেখেছে, যা দারিদ্র্য বিমোচন ও ক্ষুধা নির্মূলে ইতিবাচক ভূমিকা পালন করেছে। তিনি বলেন, জনসংখ্যায় বিশ্বের সর্বোচ্চ ঘনত্বের দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিভিন্ন আর্থসামাজিক সূচকে যেমন গড় আয়ু বৃদ্ধি, শিক্ষার হার বৃদ্ধি, নি¤œ জন্মহার, শিশু মৃত্যু হ্রাস প্রভৃতি ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। গতকাল রাশিয়ার ঝড়পযর-তে অনুষ্ঠিত ২হফ ডড়ৎষফ এৎধরহ ঋড়ৎঁস-২০১৬-এ তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সব মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্য। তিনি বলেন, গত ৩ দশকে বাংলাদেশের খাদ্য উৎপাদন প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বাংলাদেশ শ্রীলঙ্কায় চাল রপ্তানি করেছে।
এছাড়াও খাদ্যমন্ত্রী রাশিয়া ফেডারেশনের খাদ্যমন্ত্রী অষবীধহফবৎ ঞশধপংবা এর সঙ্গে আলাদা এক বৈঠকে মিলিত হন। বৈঠককালে তিনি খাদ্য ও কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, খাদ্যমন্ত্রী রাশিয়া ফেডারেশনের কৃষি মন্ত্রীর আমন্ত্রণে এ ফোরামে অংশগ্রহণের জন্য গত ১৬ নভেম্বর বুধবার রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। উক্ত ফোরামে ৫০টির অধিক দেশ থেকে প্রতিনিধি, আন্তর্জাতিক সংগঠনসমূহের প্রধান, বিখ্যাত বিজ্ঞানী ও বিশেষজ্ঞসহ প্রায় ২৫০০ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
#
সুমন/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৬৩
প্রধানমন্ত্রীর নির্দেশ গতকাল, শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়ন আজ
রাঙামাটি সরকারি মহিলা কলেজে শূন্য পদে পদায়ন
ঢাকা, ৬ অগ্রহায়ণ (২০ নভেম্বর):
রাঙামাটি সরকারি মহিলা কলেজে শিক্ষকদের শূন্য পদে আজ পদায়ন করা হয়েছে। গতকাল গনভবনে এক ভিডিও কনফারেন্সে রাঙামাটি সরকারি মহিলা কলেজের একজন ছাত্রী কলেজের কয়েকটি বিভাগে শিক্ষক না থাকার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানালে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের সাথে এ বিষয়ে টেলিফোনে কথা বলেন এবং যেসব বিভাগ শিক্ষক-শূন্য ছিল, সেগুলোতে শিক্ষক পদায়নের ব্যবস্থা নেন। এর প্রেক্ষিতে আজই শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে উক্ত কলেজের বাংলা, ইংরেজি, গণিত ও হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষক পদায়ন করে।
#
আফরাজ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৬২
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ভেড়ামারা পরিদর্শন
ঢাকা, ৬ অগ্রহায়ণ (২০ নভেম্বর) :
কুষ্টিয়া জেলার ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যমান গ্রিড আন্তঃসংযোগের ক্ষমতা বর্ধিতকরণ প্রকল্প এবং কম্বাইন্ড সাইকেল প্লান্ট এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য ১০ম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের নেতৃত্বে¡ তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ কুষ্টিয়া সফর করেন। অপর দুইজন সদস্য হচ্ছেন মো. আতিউর রহমান আতিক এবং মো. আবু জহির।
পরিদর্শনকালে মো. তাজুল ইসলাম জানান, সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা। আর সে লক্ষ্যে সরকার বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পাশাপাশি ভারত থেকে আরো বিদ্যুৎ আমদানির পদক্ষেপ নিয়েছে। স্থায়ী কমিটির প্রতিনিধিরা প্রথমে বাংলাদেশ-ভারত আন্তঃবিদ্যুৎ সংযোগ প্রকল্প পরিদর্শন করেন। সেখানে প্রকল্প সংশ্লিষ্টরা বর্তমান ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন পরিস্থিতি এবং নতুন করে ৫শ’ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের চিত্র পরিদর্শনকারী দলের সামনে তুলে ধরেন। প্রতিনিধিদল বাংলাদেশ-ভারত আন্তঃবিদ্যুৎ সংযোগ প্রকল্পের বিভিন্ন অবকাঠামো এবং কারিগরি বিষয় পরিদর্শন শেষে ভেড়ামারার কম্বাইন্ড সাইকেল প্ল্যান্ট এর কার্যক্রম পরিদর্শন করেন।
#
তৌহিদ/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৩৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৬১
মাস্টার্স শেষ পর্র্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা, ৬ অগ্রহায়ণ (২০ নভেম্বর) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময় ২১ নভেম্বর বিকাল ৪টা থেকে ২৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট(িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ থেকে জানা যাবে।
#
ফয়জুল/অনসূয়া/নুসরাত/সাহেলা/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১৫৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৫৯
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সময়সূচী
ঢাকা, ৬ অগ্রহায়ণ (২০ নভেম্বর) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ৪র্থ বর্ষ অনার্স বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর শুরু হয়ে ২০১৭ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা থেকে আরম্ভ হবে।
পরীক্ষার বিস্তারিত সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁনফ.রহভড়/ঢ়ধৎঃ৪ এবং হঁয২০৪@মসধরষ.পড়স থেকে জানা যাবে।
#
তথ্যবিবরণী নম্বর : ৩৫৬০
এল এল বি ১ম পর্বের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে
ঢাকা, ৬ অগ্রহায়ণ (২০ নভেম্বর) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এলএলবি ১ম পর্ব ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনের মাধ্যমে গত ১৬ নভেম্বর থেকে দেয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া আগামী
৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং/ৎবমরপধৎফ থেকে লিঙ্কে প্রবেশ করে ঈড়ষষবমব ষড়মরহ-এ ঈষরপশ করতে হবে ঈড়ষষবমব চৎড়ভরষব যাবে এর ঘড়ঃরভরপধঃরড়হ ষরহশ হতে প্রাপ্ত টংবৎ ঘধসব ও চধংংড়িৎফ ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ফড়হিষড়ধফ করে সংগ্রহ করা যাবে।
#
ফয়জুল/অনসূয়া/নুসরাত/সাহেলা/গিয়াস/রফিকুল/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৫৮
ক্ষুধা ও দারিদ্র্য নির্মূলে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে
- খাদ্যমন্ত্রী
রাশিয়া, ২০ নভেম্বর :
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্য নির্মূলে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ৭ শতাংশ বা এর ওপরে জিডিপি প্রবৃদ্ধি ধরে রেখেছে যা দারিদ্রমোচন ও ক্ষুধা নির্মূলে ইতিবাচক ভূমিকা পালন করেছে। রাশিয়ার ঝড়পযর-তে শনিবার অনুষ্ঠিত ২হফ ডড়ৎষফ এৎধরহ ঋড়ৎঁস ২০১৬ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্বের দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিভিন্ন আর্থসামাজিক সূচকে যেমন গড় আয়ু বৃদ্ধি, শিক্ষার হার বৃদ্ধি, নিম্ন জন্মহার, শিশু মৃত্যুহ্রাস প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, সব মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এবং এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আন্তরিক ইচ্ছা। তিনি বলেন, গত ৩ দশকে বাংলাদেশের খাদ্য উৎপাদন প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা চালে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বাংলাদেশ শ্রীলঙ্কায় চাল রপ্তানি করেছে। আমরা আরও বাজার খুঁজছি চাল রপ্তানি করার।
মন্ত্রী বলেন, এই খাদ্য প্রাপ্যতা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। এখন দুর্যোগকালীন আমরা বাইরের সহায়তা ছাড়াই দেশের কোটি মানুষের মুখে খাবার জোগাতে সক্ষম হবো।
এছাড়াও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রাশিয়া ফেডারেশনের খাদ্যমন্ত্রী অষবীধহফবৎ ঞশধপংবা এর সাথে পৃথক এক বৈঠকে মিলিত হন। বৈঠককালে তিনি খাদ্য ও কৃষি সংক্রান্ত বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক বহু বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম রাশিয়া ফেডারেশনের কৃষিমন্ত্রীর আমন্ত্রণে দেশটির ঝড়পযর-তে অনুষ্ঠেয় ২হফ ডড়ৎষফ এৎধরহ ঋড়ৎঁস ২০১৬-এ অংশগ্রহণের জন্য রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। উক্ত ফোরামে ৫০টির অধিক দেশ থেকে ডেলিগেশন, আন্তর্জাতিক সংগঠনসমূহের প্রধান, বিখ্যাত বিজ্ঞানী ও বিশেষজ্ঞসহ প্রায় ২৫শত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আগামী ২২ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
সুমন/অনসূয়া/দীপংকর/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৫৭
বাজার তদারকি
৬৭ প্রতিষ্ঠানকে ২ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা
ঢাকা, ৬ অগ্রহায়ণ(২০ নভেম্বর)
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় ঢাকা মহানগর, ময়মনসিংহ, মাদারীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, পিরোজপুর, ঠাকুরগাঁও, কুমিল্লা, পটুয়াখালী, হবিগঞ্জ, ঝিনাইদহ ও সিলেটে ১৭ নভেম্বর বাজার তদারকি করে। বাজার তদারকিকালে ৬৭টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
বনানী এলাকায় বেস্ট ফার্মা ৩০ হাজার টাকা, ফার্মেসি প্লাসকে ২৮ হাজার টাকা, চৌধুরী কনফেকশনারিকে ১০ হাজার টাকা, গুলশানে হোসেন বেকারি এন্ড কনফেকশনারিকে ৫ হাজার টাকা, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা, মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার পাঁচশত টাকা, ফরিদপুর জেলার সদর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ৮ হাজার পাঁচশত টাকা ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
চট্টগ্রাম বিভাগের খুলশি ও বায়েজিদ থানা এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা, পাঁচলাইশ উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা, পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৮ হাজার পাঁচশত টাকা, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ৮ হাজার পাঁচশত টাকা, পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার পাঁচশত টাকা, হবিগঞ্জ জেলার সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা ও সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া প্রধান কার্যালয়ে অভিযোগ শুনানির মাধ্যমে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে শর্মা হাউজকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে পাঁচশত টাকা, আল ফ্রেসকোকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১ হাজার দুইশত পঞ্চাশ টাকা প্রদান করা হয়। রাজশাহী বিভাগে অভিযোগ শুনানির মাধ্যমে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে রহমান’স বারবিকিউ এন্ড ফাস্ট ফুডকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে পাঁচশত টাকা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, স্যানিটারি ইনস্পেকটর, মৎস্য কর্মকর্তা এবং ক্যাব এসব তদারকি কাজে সহায়তা প্রদান করেন।
#
আফরোজ/অনসূয়া/দীপংকর/সাহেলা/গিয়াস/রফিকুল/শামীম/২০১৬/১৪২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৫৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান বরাদ্দের সময় বৃদ্ধি
ঢাকা, ৬ অগ্রহায়ণ (২০ নভেম্বর) :
বেসরকারি গ্রন্থাগারে অনুদান বরাদ্দের জন্য নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে যে সকল গ্রন্থাগার আবেদন করেছে, তাদের আবেদন করার প্রয়োজন নেই।
পূর্বের ন্যায় নির্ধারিত আবেদন ফরম বাংলাদেশ সচিবালয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শাখা-৪ অথবা জাতীয় গ্রন্থকেন্দ্র, ৫/সি বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া জাতীয় গ্রন্থকেন্দ্রের ওয়েবসাইটে িি.িহনপ.ড়ৎম.নফ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের িি.িসড়পধ.মড়া.নফ ও তথ্য মন্ত্রণালয়ের িি.িসড়র.মড়া.নফ ওয়েবসাইট হতে আবেদন ফরম ডাউনলোড করে সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবরে আবেদন পাঠানো যাবে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ছিল আবেদন জমাদানের শেষ দিন।
#
আখতারুজ্জামান/অনসূয়া/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৩৩০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী নম্বর : ৩৫৫৫
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৬ অগ্রহায়ণ (২০শে নভেম্বর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“সশস্ত্র বাহিনী দিবস-২০১৬ উপলক্ষে আমি সেনা, নৌ ও বিমানবাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
গৌরবময় ঐতিহাসিক এই দিনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সকল বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। শ্রদ্ধা জানাচ্ছি সশস্ত্র সকল শহিদের প্রতি যাঁরা দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে সমগ্র বাঙালি জাতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আওয়ামী লীগ সরকারের অধীনে পরিচালিত মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ২১শে নভেম্বর দেশপ্রেমিক জনতা, মুক্তিবাহিনী, সশস্ত্র বাহিনী ও বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্যগণ সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করেন। এর ফলশ্রুতিতে ১৬ই ডিসেম্বর হানাদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অগ্রযাত্রা ও বিজয়ের স্মারক হিসেবে প্রতি বছর ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
জাতির পিতা স্বাধীন বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার কাজ শুরু করেন। তাঁর হাতে গড়া সে বাহিনী আজ পেশাদারিত্ব ও দক্ষতার স্বাক্ষর রাখছেন তাঁদের সকল কর্মকা-ে।
আওয়ামী লীগ সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, বেসরকারি প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন জাতিগঠনমূলক কর্মকা-ে অংশগ্রহণ করছে।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ আন্তর্জাতিক পরিম-লে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
আমি আশা করি, সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম, পেশাদারিত্ব এবং উন্নত নৈতিকতার আদর্শে স্ব-স্ব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবেন।
আমি সশস্ত্র বাহিনী দিবস-২০১৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
কবীর/অনসূয়া/দীপংকর/গিয়াস/রফিকুল/শামীম/২০১৬/১২১৮ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
আজ বিকাল পাচঁটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী নম্বর: ৩৫৫৪
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ৬ অগ্রহায়ণ(২০ নভেম্বর)
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:
“আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করে। ফলশ্রুতিতে আমাদের কাক্সিক্ষত বিজয় অর্জন ত্বরান্বিত হয়। ১৬ ডিসেম্বর ১৯৭১ আমরা বিজয় অর্জন করি। দিবসটি উপলক্ষে আমি সেনা, নৌ ও বিমানবাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সশস্ত্র বাহিনী দিবসে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি শত জেল-জুলুম উপেক্ষা করে সমগ্র জাতিকে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। তাঁরই নেতৃত্বে দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি কাক্সিক্ষত বিজয়। আজকের দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন, ইআরএ-১, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফকে, যাঁরা মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। এ দিনে আমি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য শাহাদতবরণকারী মুক্তিযোদ্ধাসহ সশস্ত্র বাহিনীর বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যুদ্ধাহত ও শহিদ পরিবারের সদস্যদের প্রতি জানাই গভীর সমবেদনা। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাঁথা জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।
মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতির অহংকার। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি উঁচু পেশাদার, দক্ষ ও সুশৃঙ্খল বাহিনী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ জাতিগঠনমূলক কর্মকা-ে সশস্ত্র বাহিনীর সদস্যগণ প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন। কেবল দেশেই নয়, সশস্ত্র বাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। এ দায়িত্ব পালনকালে অনেক সদস্য শাহাদত বরণ করেছেন। আমি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।
সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকার ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন করেছে। এর ফলে সেনা, নৌ ও বিমান বাহিনীতে জনবল, স্থাপনা, আধুনিক যুদ্ধসরঞ্জাম বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আমার বিশ্বাস এসব কর্মসূচি সশস্ত্র বাহিনীকে আরো আধুনিক, দক্ষ ও গতিশীল করবে। যে-কোনো বাহিনীর উন্নয়নের পূর্বশর্ত হলো নেতৃত্বের প্রতি গভীর আস্থা, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ, কর্তব্যপরায়ণতা, পেশাগত দক্ষতা এবং সর্বোপরি শৃঙ্খলা। আমার দৃঢ় বিশ্বাস, সশস্ত্র বাহিনীর সদস্যগণ নেতৃত্বের প্রতি পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের সমন্বয়ে তাঁদের গৌরব সমুন্নত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
আমি সশস্ত্র বাহিনী দিবস ২০১৬ উপলক্ষে সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং বাহিনীসমূহের সকল সদস্য ও তাঁদের পরিবারবর্গের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।
#
আজাদ/অনসূয়া/দীপংকর/গিয়াস/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১২১০ ঘণ্টা
আজ বিকাল পাচঁটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না