Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী 15 ‍September 2017

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৬৬

বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো
ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এর চূডান্তাপর্ব ও মহোৎসব

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) :

    আজ রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এর চূড়ান্তাপর্ব ও মহোৎসব। চূড়ান্তাপর্ব ও মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

    সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রতিযোগীরা প্রতিযোগিতার যেভাবে পারদর্শিতা দেখিয়েছে, তা দেখে আমি মুগ্ধ। তিনি বাংলা নাটকে ভুল উচ্চারণ পরিহার করে সঠিক ও শুদ্ধ উচ্চারণের চর্চার মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

    বাংলাদেশের প্রথিতযশা প্রতিষ্ঠান এম. এম. ইস্পাহানি লিমিটেড এর মূল অনুপ্রেরণা এবং উদ্যোগে এ বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হয় বাংলা নিয়ে এ প্রতিযোগিতা।

    নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ইস্পাহানি আয়োজন করে এই প্রতিযোগিতা। বিভাগভিত্তিক বাছাইপর্ব শেষে শীর্ষস্থান অধিকারীদের নিয়ে চ্যানেল আইতে প্রচারিত হয় টিভি রাউন্ড এবং তা জনপ্রিয় হয়ে ওঠে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় রচিত হয় বাংলার জয়, বাংলা ভাষার জয়।

    মহোৎসব ও চূড়ান্তপর্বে সেরা বাংলাবিদ হওয়ার গৌরব অর্জন করে নেয় নুসরাত সায়েম এবং জিতে নেয় ১০ লাখ টাকার মেধাবৃত্তি। প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করে সিরাজুল আরেফিন এবং যৌথভাবে ৩য় স্থান অর্জন করে রাইসাল ও তূর্য। উল্লেখ্য, চূড়ান্তপর্বে সর্বমোট ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

    এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং ভাষা বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারকমন্ডলী পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। বিচারক হিসেবে বাংলাবিদে ছিলেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, মিডিয়া ব্যক্তিত্ব সুবর্ণা মুস্তাফা এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম ইস্পাহানি লিমিটেডের উপদেষ্টা জাহিদা ইস্পাহানি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আরো উপস্থিত ছিলেন এম. এম. ইস্পাহানি লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা সাইদ হাসান ও মহাব্যবস্থাপক ওমর হান্নান।

#
ফয়সল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৬৫

দ্বিজেন শর্মার মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর শোক

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) :

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী  মোস্তাফিজুর রহমান দেশের প্রখ্যাত নিসর্গবিদ, উদ্ভিদবিজ্ঞানী ও লেখক দ্বিজেন শর্মার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    মন্ত্রী আজ এক শোকবার্তায় প্রয়াত দ্বিজেন শর্মার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

#

গিয়াস/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১০০ ঘণ্টা

 

Handout                                                                                                              Number : 2364

 

Bangladesh strongly protests repeated violation

of her air space by Myanmar drones and helicopter

 

Dhaka, 15 September :

 

            `Bangladesh strongly protested the instances of violation of her air space by  Myanmar military drones and  helicopter on 10, 12 and 14 September 2017.

            The Charge d’ Affaires a.i. of the Myanmar Embassy in Dhaka met the Director General (South East Asia Wing) of the Ministry of Foreign Affairs this evening at the Ministry where a protest note was handed over to him.

            Referring to the earlier instances of violation of air space since 25 August 2017, Bangladesh expressed deep concern at the repetition of such acts of provocation and demanded that Myanmar takes immediate measures to ensure that such violation of sovereignty does not occur again. Bangladesh also mentioned that these provocative acts may lead to unwarranted consequences.

 

#

Manjurul/Mahmud/Mosharaf/Abbas/2017/2044 Hours

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ২৩৬৩

কলকাতায় বিমসটেক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী
বাংলাদেশ বর্তমানে বিশ্বের উচ্চ প্রবৃদ্ধির তালিকাভুক্ত রাষ্ট্রগুলোর অন্যতম

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) :

    কলকাতায় ‘বঙ্গোপসাগরীয় বহুক্ষেত্রীয় প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ’ (বিমসটেক) সম্মেলনে বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিশ্বের  মোট জনসংখ্যার শতকরা ২১ ভাগ অর্থাৎ ১.৩ বিলিয়ন মানুষ বিমসটেক জোটভুক্ত দেশগুলোতে বাস করছে। দেশগুলোর সমষ্টিগত জিডিপির পরিমাণ ৭৫০ বিলিয়ন মার্কিন ডলার। অথচ দেশগুলোর সম্মিলিত বাণিজ্যের পরিমাণ বিশ্ববাণিজ্যের মাত্র শতকরা ৭ ভাগ। সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তার দৃষ্টান্ত এখনও অতি নগণ্য। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এ ধরনের জোটের মধ্যে পারস্পরিক সহায়তা, ব্যবসা-বাণিজ্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।  এর মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা সম্ভব।

 তিনি আজ কলকাতায় একটি পাঁচতারা হোটেলে তিনদিনব্যাপী (১৫-১৭ সেপ্টেম্বর, ২০১৭) সাতজাতি আঞ্চলিক অর্থনৈতিক জোট ‘বিমসটেক’ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহৎ সবজি উৎপাদনকারী দেশ। এছাড়া এখন চাল, মিঠা পানির মাছ এবং ছাগল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ স্থান অধিকার করে আছে। বাংলাদেশে উৎপাদিত ওষুধ ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১২৭টি দেশে রপ্তানি হচ্ছে। আমরা এখন ইউরোপের উল্লেখযোগ্য দেশগুলোতে জাহাজ রপ্তানি করছি। আমাদের সফটওয়্যার শিল্পখাত দ্রুত প্রসারিত হচ্ছে। বর্তমানে এখাতে ৫০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হলেও ২০১৮ সাল নাগাদ আমরা সফটওয়্যার খাত থেকে ২ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছি। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার এ ধরনের উন্নয়নমুখী দেশগুলোর প্রবৃদ্ধি আরো প্রসারের লক্ষ্যে এমন সময়োপযোগী উদ্যোগ প্রয়োজন।

ইন্ডিয়ান চেম্বার ও কমার্স এর সভাপতি সসওয়াত গোয়েনকা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভোক্তা বিষয়ক মন্ত্রী সাধন পান্ডে, ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রশান্ত আগরওয়াল (চৎধংধহঃধ অমধৎধিষ), মিয়ানমার এর বিমসটেক প্রতিনিধি লাপাই ঝাউ গুন (খধযঢ়ধর তধঁ এড়ড়হব), ঝাড়খন্ডের শিল্প অধিদপ্তরের সচিব সুনীল কুমার বার্ণওয়াল এবং ইন্ডিয়ান চেম্বার ও  কমার্স-এর সিনিয়র সহসভাপতি রুদ্র চ্যাটার্জী।
#

আরেফিন/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৬২

প্রাথমিক জ¦ালানির নিয়মিত সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে
                                                               -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জাকার্তা (ইন্দোনেশিয়া), ১৫ সেপ্টেম্বর :

    বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রাথমিক জ¦ালানির প্রতিনিয়ত সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রাখা হবে। উন্নয়ন কার্যক্রম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ, শিল্প বা বাণিজ্য প্রতিটি ক্ষেত্রেই জ¦ালানির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এজন্য প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কলেবর বাড়ানোর পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করার কাজও এগিয়ে চলছে।

    প্রতিমন্ত্রী আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জ¦ালানি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স¦াক্ষরের সময় বক্তৃতাকালে এসব কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া সফর ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি  জোকো উইদোদোর সাথে দ্বিপাক্ষিক  বৈঠকের ফলে দু’দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র ও পরিধি বৃদ্ধি পেয়েছে।  রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার সমর্থনও প্রশংসনীয়। আজকের এ সমঝোতা চুক্তি স¦াক্ষরের ফলে সমতা ও পারস্পরিক স¦ার্থের ভিত্তিতে জ¦ালানি খাতের উন্নয়নে এ দু’টি ভ্রাতৃপ্রতিম মুসলিম  দেশ একসাথে কাজ করবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি ও এর অবকাঠামো উন্নয়নেও ইন্দোনেশিয়া বাংলাদেশকে সহযোগিতা করবে। প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে বিনিয়োগের উৎকৃষ্ট পরিবেশ বিরাজ করছে। সকল বিনিয়োগে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করা হয়। তিনি ইন্দোনেশিয়াসহ বহির্বিশ্বের সরকারি ও  বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

    বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সমঝোতা স্মারক চুক্তিতে বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ  এবং ইন্দোনেশিয়ার পক্ষে জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইগানসিয়াস জুনান স¦াক্ষর করেন।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির, পারটামিনার প্রধান নির্বাহী কর্মকর্তা মাসা মানিক, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ ও অতিরিক্ত সচিব  মোঃ জাকির  হোসেন উপস্থিত ছিলেন।  
    
#

আসলাম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৩৬১

দ্বিজেন শর্মার মৃত্যুতে শিক্ষা ও সংস্কৃতিমন্ত্রীর শোক

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) :

    দেশের প্রখ্যাত নিসর্গবিদ, উদ্ভিদবিজ্ঞানী ও লেখক দ্বিজেন শর্মার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

    আজ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, দ্বিজেন শর্মা দেশের একজন শীর্ষস্থানীয় প্রকৃতিবিদ, উদ্ভিদবিজ্ঞানী ও বিজ্ঞান লেখক হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। তিনি আজীবন প্রকৃতি সংরক্ষণ এবং প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক নিয়ে কাজ করেছেন। নিসর্গ গবেষণায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর অভাব সহজে পূরণ হবার নয়।

    শিক্ষামন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    পৃথক এক  শোকবার্তায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর দ্বিজেন শর্মার মৃত্যুতে গভীর শোক  প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    উল্লেখ্য, দ্বিজেন শর্মা আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১৯২৯ সালে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জন্মগ্রহণ করেন। প্রকৃতি ও উদ্ভিদবিজ্ঞান বিষয়ে তাঁর ৩০টিরও বেশি বই রয়েছে। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক লাভ করেন।

#

আফরাজ/ফয়সল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৩৬০

বিশ্ব ওজোন দিবসে প্রধানমন্ত্রীর বাণী  

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর) :


    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
    “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বিশ্ব ওজোন দিবস পালন এবং মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার ৩০ বছর পূর্তি উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
    বিশ্ব ওজোন দিবসের এবারের প্রতিপাদ্য 'Caring for all life under the sun' যার ভাবার্থ ‘নিরাপদ সূর্যালোকে যতনে থাকিবে প্রাণ’ যথাযথ হয়েছে বলে আমি মনে করি।
    ১৯৮৭ সালে গৃহীত মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উল্লেখযোগ্য অবদান রাখছে। বাংলাদেশ মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে সাফল্যের স্বাক্ষর রেখেছে। আমরা ২০১০ সালের মধ্যেই সিএফসিসহ উল্লেখযোগ্য ওজোন ক্ষয়কারী দ্রব্যের ব্যবহার বন্ধে সক্ষম হয়েছি। ওজোনস্তর রক্ষায় বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।   
    মন্ট্রিল প্রটোকলের আওতায় হাইড্রোফ্লোরোকার্বন (এইচএফসি) নিয়ন্ত্রণের লক্ষ্যে সম্প্রতি বিশ্ব নেতৃবৃন্দ একমত হয়েছেন। বিশ্ববাসী সকলের সম্মিলিত প্রচেষ্টায় মন্ট্রিল প্রটোকল যেভাবে সফলতার সঙ্গে ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য নিয়ন্ত্রণ করেছে, আগামীতেও এ প্রটোকল একইভাবে এইচএফসির ব্যবহার হ্রাসে ভূমিকা রাখবে- এ আমার প্রত্যাশা।
    আমি আশা করি, এবারের বিশ্ব ওজোন দিবস পালন মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য তুলে ধরার পাশাপাশি ওজোনস্তর রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। শিল্পক্ষেত্রে টেকসই পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করবে।
    আমি বিশ্ব ওজোন দিবস ২০১৭ পালন ও মন্ট্রিল প্রটোকলের ৩০ বছরপূর্তি উদ্যাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।         
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশে চিরজীবী হোক।”
#
রোমানা/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৭০১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩৫৯
 
বিশ্ব ওজোন দিবসে রাষ্ট্রপতির বাণী  

ঢাকা, ৩১ ভাদ্র  (১৫ সেপ্টেম্বর ) :     
     
         রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৬ সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব ওজোন দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
    বিশ্বকে নিরাপদ ও বাসযোগ্য রাখার ক্ষেত্রে ওজোনস্তর রক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল গৃহীত হবার পর থেকে বিশ্ববাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ওজোনস্তরের ক্ষয়রোধ অনেকাংশে সম্ভব হয়েছে। প্রাণ ও প্রকৃতির জন্য সূর্যরশ্মি খুবই গুরুত্বপূর্ণ। ওজোনস্তর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। তাই এ বছরের প্রতিপাদ্য  ‘Caring for all life under the sun’ যার বাংলা ভাবার্থ ‘নিরাপদ সূর্যালোকে যতনে থাকিবে প্রাণ’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
    মন্ট্রিল প্রটোকল গৃহীত হবার ৩০ বছর পূর্ণ হলো এ বছর। মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য তুলে ধরতে এবং জনগণকে ওজোনস্তর রক্ষায় আরো সচেতন করতে ওজোন দিবস ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমি জেনে অত্যন্ত আনন্দিত যে, ওজোনস্তর রক্ষায় গৃহীত কার্যক্রম বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলাতেও কার্যকর অবদান রাখছে।
    জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাবের শিকার। তাই বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। বিশ্ব ফোরামেও বাংলাদেশ কার্যকর ভূমিকা রাখছে। ইতোমধ্যে বাংলাদেশের গৃহীত কার্যক্রম আন্তর্জাতিক পরিম-লে প্রশংসিত হয়েছে। বাংলাদেশ অতীতের মতো ভবিষ্যতেও ওজোনস্তর রক্ষায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
    আমি ওজোন দিবসের গৃহীত সকল কার্যক্রমের সাফল্য কামনা করছি।  
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/মাহমুদ/মোশারফ/আবব্াস/২০১৭/১৭০০ ঘণ্টা

 

 

Todays handout (6).docx