Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মে ২০২৫

তথ্যবিবরণী ২ মে ২০২৫

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৩৪৩২

 

গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ

                                                                                      -- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ঢাকা, ১৯ বৈশাখ (২ মে):

 

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক বছরে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আজ ঢাকায় ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্’ -এর ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

 

গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সকল গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে টেলিফোন করে হস্তক্ষেপ করা হচ্ছে না। দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের ১৬ ধাপ উন্নতি প্রমাণ করে— সরকার দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করছে।

 

মাহফুজ আলম বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী অতি শীঘ্রই বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে। উপদেষ্টা আশাপ্রকাশ করে বলেন, আগামী বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ আরো কয়েক ধাপ এগিয়ে যাবে এবং দেশের সাংবাদিক ও গণমাধ্যম-সংশ্লিষ্টদের অধিকার সুরক্ষিত থাকবে।

 

উল্লেখ্য, ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে প্যারিসভিত্তিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্' -এর ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স, ২০২৫-এ ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৪৯তম। ২০২৪ সালের মে মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্' -এর প্রতিবেদন অনুযায়ী এ বছর মুক্ত সংবাদমাধ্যমের বিবেচনায় ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৩৩ দশমিক ৭১ নম্বর। যা গত বছর (২০২৪) ছিল ২৭ দশমিক ৬৪।

 

আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার সময় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম। আওয়ামী লীগের শাসনামলে ১৫ বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ৪৪ ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

 

প্রসঙ্গত, এ বছর মুক্ত গণমাধ্যম সূচকে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান বাংলাদেশের দুই ধাপ নিচে (১৫১তম)।

 

#

 

মামুন/মাহমুদুল/মোশারফ/সেলিম/২০২৫/২১৩৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৩৪৩১

 

উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান, শুধু অর্থছাড় নয়

                                                  -- ফয়েজ আহমদ তৈয়্যব

 

কুমিল্লা, ১৯ বৈশাখ (২ মে):

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি শুধু অর্থছাড়ের ওপর নির্ভর করে। এ চর্চা থেকে বের হয়ে আসতে হবে। অর্থছাড় অবশ্যই দরকার কিন্তু উন্নয়ন প্রকল্পে কাজের গুণগত মান নিশ্চিত হচ্ছে কি না সে বিষয়টি আমাদের মূল ফোকাস হওয়া উচিত। 

 

আজ কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এসব কথা বলেন।

 

বিশেষ সহকারী বলেন, আমরা জানি সরকারি কাজে অর্থছাড় হয়ে যায় কিন্তু কাজ শেষ হয় না, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অফিসে বসে প্রকল্প সম্পর্কে খোঁজখবর না নিয়ে প্রয়োজনে প্রকল্প এলাকায় যেতে হবে। প্রকল্পের ভৌত অবস্থা নিয়মিত যাচাই করতে হবে। ঠিকাদারদের সব সময় পর্যবেক্ষণে রাখতে হবে। এগুলো না করলে কোনো পরিবর্তন সাধিত হবে না। সরকারি প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ আছে ওভার এস্টিমেশন হয়, ইচ্ছাকৃত সময় ক্ষেপণ হয়, ফলশ্রুতিতে সরকারের ব্যয় বাড়ে এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

 

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ভূমির উপরিভাগের টপসয়েল তৈরি হতে ২৫ থেকে ৩০ বছর সময় লাগে, এই মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে। টহল জোরদারের মাধ্যমে এই মাটিকাটা বন্ধ করতে হবে। টপসয়েল নষ্টকারী এবং ভূমি দস্যুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য আপনাদের ওপর কোনো পলিটিক্যাল চাপ আসলে সরকার আপনাদের নিরাপত্তা দেবে। সরকারের দিক থেকে আপনাদের ওপর কোনো চাপ আসবে না। সরকারি কর্মকর্তাদের নৈতিক যেকোনো পদক্ষেপে সরকার সমর্থন দেবে। দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সৃষ্ট যানজট নিরসনের নির্দেশনা প্রদান করেন তিনি।

 

প্রতিটি উপজেলায় একটি করে পার্ক হবে। উপজেলায় যে পুকুর বা দীঘি আছে তার পাড় সংরক্ষণ করে সেখানে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, যাতে পরিবারগুলো বেড়াতে যেতে পারে। সেখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য স্ব স্ব থানা টহলের ব্যবস্থা করবে বলেও তিনি মন্তব্য করেন।

 

কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং জেলার সকল সরকারি অফিসের প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

#

 

জসীম/মাহমুদুল/মোশারফ/সেলিম/২০২৫/২১৩৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৩৪৩০

 

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বাংলা নববর্ষ উদ্‌যাপন

 

ইসলামাবাদ (পাকিস্তান), ২ মে:

 

 পাকিস্তানের ইসলামাবাদে সিল্ক রোড কালচার সেন্টারের স্যার সৈয়দ মেমোরিয়াল অডিটোরিয়ামে বাংলাদেশ হাইকমিশন গতকাল দিনব্যাপী অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদ্‌যাপন করে। বাঙালি ধারায় আমন্ত্রিত অতিথিগণকে সম্ভাষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হরেক রকম সুস্বাদু বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন ছিল এই উৎসবের মূল আকর্ষণ। এ উপলক্ষ্যে অনুষ্ঠানস্থল আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুন, ঘুড়ি, ফুল ও ঐতিহ্যবাহী বাংলাদেশি লোকজশিল্প পণ্য দিয়ে সুসজ্জিত করা হয়। অতিথিবর্গ বাংলাদেশের নাচ ও গান, খাবার, লোকজশিল্প পণ্য, স্ট্যান্ডিজ ও ভিডিও ইত্যাদি অত্যন্ত আগ্রহসহকারে পরিদর্শন ও উপভোগ করেন।

 

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান ও হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন। পাকিস্তান সরকারের ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আমব্রিন জান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার ও কুটনীতিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিগণ, মিডিয়া ব্যক্তিত্ব, সংগীতঙ্গ, চিত্রশিল্পী, প্রবাসী বাংলাদেশি-সহ দেড় সহস্রাধিক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে সবাইকে স্বাগত ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ সম্প্রীতি ও মহামিলনের দিন। এ দিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি জেগে ওঠে নবপ্রাণে, নব অঙ্গীকারে। তিনি তাঁর বক্তব্যে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। সাংস্কৃতিক অনুষ্ঠান দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ও পাকিস্তানের ঐতিহ্যবাহী সাজপোশাকে সুসজ্জিত হয়ে শিল্পীবৃন্দ আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন। বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের ছেলে মেয়েরা, বাংলাদেশ কমিউনিটির শিল্পী ও পাকিস্তানি শিল্পীরা অনুষ্ঠানে মনোজ্ঞ নাচ ও গান পরিবেশন করেন। পাকিস্তানে সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যরাও অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন এবং গান পরিবেশন করেন।

 

অনুষ্ঠানটি হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজ হতে লাইভ স্ট্রিমিং করা হয়।

 

                                                         #

 

তৈয়ব/মাহমুদুল/রফিকুল/আব্বাস/২০২৫/১৯৪০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৩৪২৯

 

পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে

                                    -- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

 

ঢাকা, ১৯ বৈশাখ (২ মে):

 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পুলিশেরা পুলিশের কাজ করে যাচ্ছে। আর এর বাইরে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে তার মূলে রয়েছে নারীরা। পুনাক যে কাজ করছে প্রতিষ্ঠিত বড় বড় নারী সংগঠনও এসব করতে পারে না। পুনাক সদস্যদের অনেক অসাধারণ গুণ রয়েছে। পুলিশের সম্পর্কে মানুষ যে ধারণাই থাকুক, পুনাক’র কাজ দেখলে সে ধারণার পরিবর্তন হবে।

 

উপদেষ্টা আজ ঢাকায় ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাক’র ‘বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

ফরিদা আখতার বলেন, সকালে ঘুম থেকে ওঠে খাবার টেবিলে যা খাওয়া হয় কিংবা রাতে ঘুমানোর সময় যা খাওয়া হয় সেখানে আমার মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের বুঝতে হবে, মাছ মাংস, দুধ ডিম, প্রত্যেকটা জিনিসই পুষ্টির মূল উপাদান।

 

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুনাকের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী ফয়জুন নেছা বেগম। এছাড়া পুনাকের কার্যনির্বাহী সদস্য এবং বিভিন্ন জেলা থেকে আগত পুনাকের জেলা সভানেত্রী ও সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি পুনাক পরিবারের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, কোরআন তেলাওয়াত, সংগীত, চিত্রাঙ্কণ, নৃত্য, আবৃত্তি, কম্পিউটার-সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করেন। পরে পুনাক’র শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।

 

#

 

মামুন/মাহমুদুল/রফিকুল/সেলিম/২০২৫/১৮৪৫ ঘণ্টা

Handout                                                                                                          Number: 3428

 

Foreign Ministry’s explanation on Fazlur Rahman’s personal statement on social media    

 

Dhaka, 2 May:


            Government of Bangladesh wishes to clarify that the recent remarks made by Major General (retired) ALM Fazlur Rahman on his personal social media account were expressed solely in a personal capacity. The comments do not reflect the position or policies of the Government of Bangladesh and as such the Government neither endorses nor shares such rhetoric in any form or manner.

 

            The Government of Bangladesh urges all concerned to refrain from associating the Government of Bangladesh to the personal comments made by Major General (Retired) ALM Fazlur Rahman.

 

            Bangladesh remains firmly committed to the principles of sovereignty, territorial integrity, mutual respect and peaceful coexistence of all nations.

 

#

 

Masum Billah/Mahmudul/Rafiqal/Abbas/2025/1825 Hours

 

 

Handout                                                                       Number: 3427

Bangladesh Film Archive Delegation Participates

in FIAF Congress 2025, Montreal
Dhaka, 2 May:

          A three-member delegation from the Bangladesh Film Archive is currently participating in the FIAF Congress 2025, being held in Montreal, Canada, from 27 April to 2 May. The delegation is led by the Secretary of the Ministry of Information and Broadcasting Mahbuba Farjana and includes Director General Md. Abdul Jalil and Director Farhana Rahman of Bangladesh Film Archive.

          The team is attending key events such as the Seminar, Regional Meeting, and Second Century Forum, contributing to discussions on global film preservation and archival best practices.

#

Mehedi/Fatema/Romzan/Ali/Mansura/2025/1400 Hrs.

তথ্যবিবরণী                                                                              নম্বর : ৩৪২৬

হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

ঢাকা, ১৯ বৈশাখ (২ মে ) :   

          হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় দেশে ও সৌদিতে অবস্থানকারী বাংলাদেশিদের প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে এ অনুরোধ জানানো হয়েছে।
          ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি হজ মৌসুমে ভ্রমণ ভিসায় মক্কা কিংবা সেদেশের পবিত্র স্থানসমূহে অবস্থান না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, হজ বিধিমালা অমান্যকারী ভ্রমণ ভিসাধারীকে পৃষ্ঠপোষকতা দেওয়া, পরিবহন করা, সংরক্ষিত হজ এলাকায় প্রবেশে সহায়তা করা  ও তাদেরকে হোটেল কিংবা বাড়িতে আবাসনের ব্যবস্থা করে দেওয়া থেকে বিরত থাকতেও বাংলাদেশিদেরকে অনুরোধ করা হয়েছে।

এবছর হজযাত্রীদের মক্কায় প্রবেশ সুগম করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং  নিরাপত্তা জোরদারের লক্ষ্যে  নতুন বিধিমালা জারি করেছে সৌদি সরকার। এ বিধিমালা অনুসারে সেদেশের পবিত্র স্থানগুলোতে কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমতিপত্র, মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র (ইকামা) ও সরকারিভাবে ইস্যু করা হজ পারমিট না থাকলে মক্কায় প্রবেশ করা নিষেধ।

আসন্ন হজ মৌসুমে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে তাকে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হবে। এছাড়া, একাজে সহায়তা করলেও এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। শুধু জরিমানাই নয়, অপরাধ প্রমাণিত হলে সহায়তাকারীর নিজস্ব যানবাহনও আদালতের রায় অনুসারে বাজেয়াপ্ত করা হবে। সৌদি সরকার আরো জানিয়েছে, যদি কোনো বিদেশি নাগরিক নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় অবস্থান করে কিংবা বৈধ অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করে, তাহলে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তী ১০ বছর তাকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।

জিলকদ মাসের ১ তারিখ (২৯ এপ্রিল) থেকে জিলহজ মাসের ১৪ তারিখ (১০ জুন) পর্যন্ত এই বিধান কার্যকর থাকবে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় আইন-কানুনের কঠোর প্রয়োগের গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হজের সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার স্বার্থে সৌদি সরকার ঘোষিত আইন-কানুন ও বিধিনিষেধ অনুসরণ করা আবশ্যক। সৌদি আরবের সাথে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জড়িত আছেন। প্রায় ৩৫ লাখ বাংলাদেশি সৌদিতে কর্মরত আছে। এদেশ থেকেই আসে সর্বোচ্চ রেমিট্যান্স। দু‘দেশের বিদ্যমান সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পরবে এমন কাজ থেকে সকলের বিরত থাকা প্রয়োজন। মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে সুষ্ঠু ও  সাবলীল হজ ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

#

সিদ্দীক/ফাতেমা/রমজান/আলী/মানসুরা/২০২৫/১০৩৫ ঘণ্টা

2025-05-02-15-46-10f7f675c8514e948d4a6d2db5016986.docx