Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী 16/11/2015

তথ্যবিবরণী                                                                   নম্বর : ৩৩৩৩
 
বৌদ্ধ শান্তি পুরস্কার পেলেন বীরেন শিকদার

ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :  
“লর্ড বৌদ্ধ আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০১৫” পেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। বাংলাদেশে সামাজিক এবং মানবিক কার্যক্রম পরিচালনায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
গতকাল চট্টগ্রামের লোহাগড়া শান্তি বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতভিত্তিক আন্তর্জাতিক সংগঠন অল ইন্ডিয়া ভিক্ষু সমিতি ড. বীরেন শিকদারকে এ পুরস্কার প্রদান করে। এছাড়া উক্ত অনুষ্ঠানে ভারতের  লোকসভার ৫জন সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।
ইতিপূর্বে এ আন্তর্জাতিক পুরস্কারটি পেয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাদার তেরেসা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ।

#
শফিকুল/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/২১৪৫ ঘণ্টা

 

Handout                                                                                        Number: 3332

 

Anisul Islam Mahmud calls for shared

vision to harness the water resources

 

New Delhi, 16 November :

 

            Water Resources Minister Anisul Islam Mahmud has called for joint efforts to harness the water resources in the Ganges, Brahmaputra and Meghna basins in order to ensure greater well-being of the people of the region.

 

            He was speaking as the special guest at the inaugural session of the 'Water Innovation Summit 2015' arranged by the Confederation of Indian Industries and the Water Institute of India.

 

            In his address, the Bangladesh Water Resources Minister emphasised on the centrality of water in the larger canvas of security and sustainable human development. Bangladesh and India face abundance of water during monsoon and scarcity during dry season. If an integrated approach is taken to manage the waters of the entire basin, the region would be able to harness the huge potentials of its water resources. In this connection, he articulated the need for construction of a barrage in the Ganges inside the Bangladesh territory in order to ensure availability of fresh water in the southern parts of Bangladesh and to contain the adverse effects of climate change.

 

          Calling for early signing of the Teesta water sharing agreement, the Minister said that solution of water issues will help achieve development and stability in the region.

 

            In the afternoon, the Minister met his Indian counterpart Uma Bharati and discussed matters of mutual interest. On interlinking of rivers in India, she assured that no projects would be taken up which will in anyway affect Bangladesh. Indian Minister also accepted invitation to attend the next JRC meeting to be held in Bangladesh at a mutually convenient time.

 

#

Shudana/Afraz/Mosharaf/Abbas/2015/2036 Hours

তথ্যবিবরণী                                                                  নম্বর : ৩৩৩১

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ইউএনডিপির
এসিসট্যান্ট এডমিনিস্ট্রেটর এর সাক্ষাৎ

ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম এর সাথে  ইউএনডিপির এসিসস্ট্যান্ট এডমিনিস্ট্রেটর ও পরিচালক হাউলিয়াং জু (ঐধড়ষরধহম ঢঁ) আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ইটারনিটি হলে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে হাউলিয়াং জু জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ  (এসডিজি) বাংলাদেশে বাস্তবায়নের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে শাহ্রিয়ার আলম জানান, বাংলাদেশ এ লক্ষ্যমাত্রাসমূহ তার উন্নয়ন কার্যক্রমের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করবে। তাছাড়া সম্প্রতি গৃহীত বাংলাদেশ সরকারের ৭ বছরব্যাপী উন্নয়ন পরিকল্পনার প্রতিটি ক্ষেত্রে এর প্রতিফলন পাওয়া যায়।
উভয়েই এসডিজি বাস্তবায়নে এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার ধরন নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৯৭২ সাল হতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইউএনডিপির ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্স জড়নবৎঃ উ.ডধঃশরহং এবং ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পাওলিন টামেসিস (চধঁষরহব ঞধসবংরং) উপস্থিত ছিলেন।
#

খালেদা/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৫/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৩৩০

এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :
জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১০ম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 
কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্-এর সভাপতিত্বে কমিটি সদস্য স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, এডভোকেট মো. রহমত আলী, রাজি উদ্দীন আহমেদ, ফজলে হোসেন বাদশা এবং রহিমা আকতার বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়াও বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশগ্রহণ করেন আইন মন্ত্রী আনিসুল হক; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত এবং সংসদ সদস্য মো. আব্দুস শহীদ। 
বৈঠকে অধিকতর সংশোধনকল্পে জাতীয় সংসদে উত্থাপিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিল ২০০৯, উপজেলা পরিষদ বিল ১৯৯৮, স্থানীয় সরকার (ইউনিয়র পরিষদ) বিল ২০০৯ এবং স্থানীয় সরকার (পৌরসভা) বিল ২০০৯ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনসহ সংসদে উপস্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়।  
বৈঠকে জাতীয় সংসদে উত্থাপিত জেলা পরিষদ বিল ২০০০ প্রত্যাহার করা হয়। 
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
#

ইনামুল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৫/২০০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                              নম্বর : ৩৩২৯

স্পিকারের সাথে ইউএনডিপি’র এসিসট্যান্ট এডমিনিস্ট্রেটর-এর সাক্ষাৎ
 
ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :  

বাংলাদেশে সফররত ইউএনডিপি’র এসিসট্যান্ট এডমিনিস্ট্রেটর হাওলিং জু (ঐধড়ষরহম ঢঁ) আজ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।  

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। স্পিকার এসময় বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে ইউএনডিপি’র সাহায্য ও সহযোগিতার প্রশংসা করেন। আগামীতেও ইউএনডিপি’র সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

স্পিকার বলেন, সামাজিক ও মানবিক উন্নয়ন সূচকে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। সহ¯্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। বাংলাদেশ এখন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে ইউএনডিপি বাংলাদেশকে সহায়তা করবে বলে স্পিকার আশাবাদ ব্যক্ত করেন। সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের সামর্থ্য বৃদ্ধিতে এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায়ও  ইউএনডিপি’র কাজ করার সুযোগ রয়েছে বলে স্পিকার উল্লেখ করেন। 

সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জাতিসংঘ এবং ইউএনডিপির রেসিডেন্ট কো-অর্ডিনেটর রবার্ট ওয়াটকিনস (জড়নবৎঃ ডধঃশরহং), বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর পলিন টামেসিস (চধঁষরহব ঞধসবংরং) এ সময় উপস্থিত ছিলেন। 

#
শিবলী/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/১৯২২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৩২৮

স¦াস্থ্যখাতে বাংলাদেশের অর্জনে কানাডার সন্তোষ

ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :

    সাম্প্রতিককালে স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জনে সন্তোষ প্রকাশ করেছে কানাডা।
  
ঢাকায় সফররত কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক প্রোগ্রামিংয়ের মহাপরিচালক জেফ নানকিভেল (ঔবভভ ঘধহশরাবষষ) আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাৎকালে একথা বলেন।

স্বাস্থ্যখাতের এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্যে স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নানকিভেল বলেন, স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জনকে আরো সমৃদ্ধ করতে অধিক দক্ষ জনবল প্রয়োজন। কানাডা এক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত।

স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, সীমাবদ্ধ বাজেট নিয়ে বাংলাদেশ স্বাস্থ্যখাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার রাজনৈতিক সদিচ্ছা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবার ভৌতঅবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানুষের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকার গত বছর ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে গ্রাম পর্যায়ে পদায়ন করেছে। ফলে গ্রামে চিকিৎসক সংকট দূর হয়েছে। 

মন্ত্রী বলেন, যন্ত্রপাতি ক্রয়ে স্বচ্ছতা আনতে বর্তমানে মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে কমিটি করে সংশ্লিষ্ট হাসপাতালে কি কি যন্ত্রপাতি লাগবে তা যাচাইবাছাই করছে। ই-টেন্ডারের মাধ্যমে অচিরেই সকল ক্রয়প্রক্রিয়া সম্পাদন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 মোহাম্মদ নাসিম বলেন, মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে দেশের প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক সফলভাবে কাজ করছে। তিনি দক্ষ জনবল তৈরিতে সরকারের কর্মসূচিতে সহায়তা দেওয়ার জন্য কানাডার প্রতিনিধির প্রতি আহ্বান জানান। 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নুরুল হক, বাংলাদেশে কানাডার রাষ্ট্রদূত বেনয়েট-পিয়েরে লারামি (ইবহড়রঃ-চরবৎৎব খধৎধসবব) সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/১৮৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩২৭ 

স¦াধীনতাবিরোধী চক্র দেশকে পিছিয়ে দেয়ার যড়যন্ত্রে লিপ্ত
                                          --- নৌপরিবহণ মন্ত্রী

ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :     
    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশ যখন উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে ঠিক সে মুহূর্তে স্বাধীনতাবিরোধী চক্র নানা ধরনের ষড়যন্ত্র করছে। তারা গণতান্ত্রিক আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তারা বিদেশি নাগরিক হত্যায় ইন্ধন দিয়ে দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণ কখনও এদের ক্ষমা করবে না।
    শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌপরিবহণ মন্ত্রী আজ ঢাকায় রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের এক প্রতিনিধি সভায় একথা বলেন। 
    মন্ত্রী বলেন, ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা গঠনে আমাদের সকলকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। কোন অপচেষ্টাই আমাদের উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করতে পারবে না।
    তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। যুদ্ধাপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত সমন্বয় পরিষদের নেতাকর্মীরা অতন্ত্রপ্রহরী হিসেবে কাজ করবে। 
    সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, কবির আহমেদ খান, আব্দুল  মতিন, আব্দুল মালেক ও মো. আলাউদ্দিন।
#

জাহাঙ্গীর/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৩২৬

নারীর প্রতি বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
                            ---স্পিকার
ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :  

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর প্রতি বৈষম্য রোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, উন্নয়ন অংশীদারসহ বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

স্পিকার আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) আয়োজিত সেমিনারে 'গধরহংঃৎবধসরহম এবহফবৎ রহ ঊপড়হড়সরপ উবাবষড়ঢ়সবহঃ' শীর্ষক সেশনে  সভাপতিত্বকালে একথা বলেন।

স্পিকার বলেন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন দেশে জেন্ডার সমতা, নারী উন্নয়নসহ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি দেশকে আরো এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতাসহ অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সাফল্য ধরে রেখে দেশকে আরো সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে নারীদের সকল উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আহবান জানান। তিনি এসময় দেশের টেকসই উন্নয়নের জন্য নারীদেরকে উন্নয়নের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন।  

স্পিকার আরো বলেন, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা একটি বৈশ্বিক সমস্যা। এ সমস্যা সমাধানে সকলকে একযোগে কাজ করতে হবে।

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সুইডেনের শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রী আইরিন ওয়েন্নেমো (ওৎবহব ডবহহবসড়), একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ইউএন ওমেন এর প্রতিনিধি ক্রিশ্চিন হান্টার (ঈযৎরংঃরহব ঐঁহঃবৎ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রফেসর নাজমুন্নেসা মাহতাব আলোচনায় অংশগ্রহণ করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

#
শিবলী/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৫/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                             নম্বর : ৩৩২৫

স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্য এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত


ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) : 

    বাংলাদেশ  জাতীয় সংসদের শপথ কক্ষে আজ পরিকল্পনা ও বাজেট সম্পর্কিত সংসদীয় ককাস ও সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এর যৌথ উদ্যোগে সংসদ সদস্যদের সাথে ‘বাস্তবায়ন ও চ্যালেঞ্জ : স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্য-২০৩০ এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. রুস্তম আলী ফরাজী এমপি সভাপতিত্ব করেন। 
    সুপ্র চেয়ারপার্সন আহমেদ স্বপন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদীয় ককাসের সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, হুইপ মোছা. মাহবুব আরা বেগম গিনি এমপি, নাভানা আক্তার এমপি, কাজী রোজী এমপি, সেলিনা জাহান লিটা এমপি অংশগ্রহণ করেন। সভায় আগত অতিথিরা ‘বাস্তবায়ন ও চ্যালেঞ্জ : স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্য-২০৩০ এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তাদের মতামত ব্যক্ত করেন। 
    সভায় বক্তারা দেশের অর্জিত উন্নয়নকে টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে তৃণমূল জনগণের মতামত প্রতিফলনের মাধ্যমে গণমুখী বাজেট প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে সমাজের সকল স্তর থেকে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা প্রয়োজন মর্মে মতামত প্রদান করেন। 
    বক্তারা বর্তমান সরকার কর্তৃক গৃহীত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ (এসডিজি) কে ভিত্তি ধরে দেশের অর্জিত উন্নয়নকে টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। 
#

নূরুল/অনসূয়া/শুকলা/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৩২৪ 


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ

ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) : 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আজ থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মন্ত্রী থাইল্যান্ডে চার সদস্য এবং অস্ট্রেলিয়ায় পাঁচ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। থাইল্যান্ডে নির্মাণ শ্রমিক, জেলে ও মৎস্য প্রক্রিয়াকরণ এবং অস্ট্রেলিয়াতে কৃষি, আবাসন, মাইনিং, নার্সিং ও বুচারী পেশায় বাংলাদেশি কর্মীদের সম্ভাবনাময় শ্রমবাজার রয়েছে।  
থাইল্যান্ডে সফরকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী সে দেশের শ্রমমন্ত্রীর সাথে সম্ভাবনাময় শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে দ্বি-পক্ষীয় বৈঠক করবেন। অস্ট্রেলিয়া সফরকালে মন্ত্রী সেদেশের শ্রম বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী প্রেরণ করতে কারিগরি ট্রেনিং ইনস্টিটিউট এর সাথে যৌথ সহযোগিতায় প্রশিক্ষণ ও স্বীকৃতি লাভের জন্য ঞবপযহরপধষ ধহফ ঋঁৎঃযবৎ ঊফঁপধঃরড়হ (ঞঅঋঊ), ঈধৎববৎং অঁংঃৎধষরধ এবং সিডনিস্থ গধপয়ঁধারপ টহরাবৎংরঃু সরেজমিনে পরিদর্শন করবেন এবং তাদের সাথে আলোচনা করবেন। 
মন্ত্রী সফর শেষে আগামী ৩০ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#

জাহাঙ্গীর/অনসূয়া/শুকলা/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা  


 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৩২৩ 

 

ইউনেসকোর সম্মেলনে যোগ দিতে প্যারিসের উদ্দেশে শিক্ষামন্ত্রীর ঢাকা ত্যাগ


ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :

    ইউনেসকোর সাধারণ সম্মেলনের লিডারস ফোরামে যোগ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে সোমবার ঢাকা ত্যাগ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
    শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে ইউনেসকো লিডারস ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ইউনেসকোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ লিডারস ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। 
    শিক্ষামন্ত্রী ২০ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।     
#

সাইফুল্লাহ/অনসূয়া/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা
 
 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৩২২

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) : 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
    “মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
    মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে গেছেন। পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে উচ্চকণ্ঠ মওলানা ভাসানী বাঙালি জাতিসত্ত্বা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর ছিল গভীর আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা। শোষণ ও বঞ্চনাহীন এবং প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
    আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#

নুরএলাহি/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা  

 

  
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৩২১  

 

 

জঙ্গিবাদ মোকাবিলায় শান্তিপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিল্পমন্ত্রীর

ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :


বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের অপচেষ্টা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় তা মাথাউঁচু করে দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি জঙ্গিবাদ মোকাবিলায় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী শান্তিপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 
শিল্পমন্ত্রী আজ বিসিআইসিতে সংরক্ষিত ভাস্কর নভেরা আহমেদের অমূল্য ভাস্কর্য “উপবিষ্ট রমণী” জাতীয় জাদুঘরে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। রাজধানীর জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
বাংলাদেশ জাতীয় জাদুুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, বরেণ্য শিল্পী হাসেম খান বক্তব্য রাখেন। 
শিল্পমন্ত্রী বলেন, জাতীয় জাদুঘর একটি দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সংগ্রহশালা। এর মাধ্যমে একটি জাতির সভ্যতার পরিচয় প্রকাশ পায়। আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃৎ নভেরা আহমেদের ভাস্কর্য সংরক্ষণের ফলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের গুরুত্ব বৃদ্ধি পাবে। বিশেষ করে, বিদেশি দর্শনার্থীরা এসব ভাস্কর্য প্রত্যক্ষ করে বাঙালি সংস্কৃতির গৌরব সম্পর্কে উচুঁ ধারণা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে সৃজনশীল উদ্যোগ গ্রহণের জন্য জাতীয় জাদুঘরের প্রতি পরামর্শ দেন। 
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ভাস্কর নভেরা আহমেদ ছিলেন সুন্দরের পূজারি একজন সৎ ও সাহসী শিল্পী। সংবেদনশীল মানুষ হিসেবে নভেরা আহমেদ সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে শিল্পচর্চা করে গেছেন। তিনি সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলায় শিল্পী নভেরার লড়াকু ও সংগ্রামী জীবন প্রগতিশীল চিন্তার মানুষকে সাহস যোগাবে বলে মন্তব্য করেন। 
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আরো বলেন, ঢাকাকে সাংস্কৃতিক রাজধানীতে পরিণত করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। এ জন্য সরকারের পৃষ্ঠপোষকতায় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হচ্ছে। 
পরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে নভেরা আহমেদের অমূল্য ভাস্কর্য “উপবিষ্ট রমণী” হস্তান্তর করেন। 
উল্লেখ্য, এ মূল্যবান ভাস্কর্যটি দীর্ঘদিন ধরে বিসিআইসি ভবনে প্রদর্শিত হয়েছে। সাধারণ মানুষের জন্য প্রদর্শন করতে আজ এটি জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর করা হলো।   
#
জলিল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৩২০


পাকিস্তানে মিনাবাজারে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও খাবার প্রদর্শন

ইসলামাবাদ, ১৬ নভেম্বর :  

    বাংলাদেশ হাইকমিশন প্রতিবছরের মতো এবারও পাকিস্তান ফরেন অফিস উইমেন্স অ্যাসোসিয়েশন (পাফওয়া) আয়োজিত বার্ষিক মিনাবাজারে অংশগ্রহণ করেছে। 
গতকাল ইসলামাবাদে পররাষ্ট্র দপ্তর প্রাঙ্গণে আয়োজিত রোববার মিনাবাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকিস্তান জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও তার পতœী রীমা আয়াজ সাদিক। তারা বাংলাদেশের স্টলসহ বাজারের অন্যান্য স্টল ঘুরে দেখেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে ৫০টি দেশের কূটনীতিকদের পতœীগণ নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী সামগ্রী, খাবার ও পোশাক প্রদর্শন করেন। 
 ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের পতœী রওশন আরা, হাইকমিশনার সোহরাব হোসেন ও মিশনের কর্মকর্তাবৃন্দ স্পিকার ও তার পতœীকে বাংলাদেশ স্টলে স্বাগত জানান।
বাংলাদেশের স্টলে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি, কাতান, সিল্ক, মসলিন ও সুতি শাড়ি, থ্রি-পিস, মুক্তার মালা, ডিনারসেট, এবং মুরগীর মাংসের বিরানি, মাছের কাটলেট, পাটি সাপটা পিঠা ও রসগোল্লা প্রদর্শন করা হয়।
    মিনাবাজারে আগত পাকিস্তানি নাগরিক এবং ইসলামাবাদে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের কূটনীতিক, তাদের পতœী ও পরিবারের সদস্যবৃন্দ বাংলাদেশি পোশাক ও খাবারের ভূয়সী প্রশংসা করেন।     
    ‘পাফওয়া’র বার্ষিক মিনাবাজার থেকে সংগৃহীত অর্থ পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর সেদেশের দুঃস্থব্যক্তি ও সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্যয় করবে।  
#

ইকবাল/অনসূয়া/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৩১৯ 


কমনওয়েলথ পিপলস ফোরাম ২০১৫-এ অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ প্রতিনিধিদল গঠন

ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :  

    আগামী ২৭-২৯ নভেম্বর ২০১৫ তারিখে মাল্টায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন (ঈঐঙএগ-২০১৫) এর প্রান্তিকে আগামী ২৩-২৬ নভেম্বর ২০১৫ তারিখে ঈড়সসড়হবিধষঃয চবড়ঢ়ষব’ং ঋড়ৎঁস ২০১৫ অনুষ্ঠিত হবে। উক্ত ফোরামের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডযধঃ গধশবং জবংরষরবহঃ ঝড়পরবঃরবং?’ 
    কমনওয়েলথ সদস্যরাষ্ট্রসমূহের সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ ফোরামের আলোচ্য বিষয়সমূহের মধ্যে ঊহবৎমু; ঋড়ড়ফ ঝড়াবৎরবমহঃু ধহফ ঝবপঁৎরঃু, টৎনধহ চষধহহরহম; ওহফরমবহড়ঁং চবড়ঢ়ষব’ং কহড়ষিবমব; গরমৎধঃরড়হ; অপপবংং ঃড় জবংড়ঁৎপবং ধহফ ঝবৎারপবং; ঝসধষষ ঝঃধঃবং; ঊফঁপধঃরড়হ; ঈঁষঃঁৎব ধহফ ওফবহঃরঃু; ঈষরসধঃব ঈযধহমব; এৎববহ ধহফ ইষঁব ঊপড়হড়সু; এবহফবৎ ঊয়ঁধষরঃু ইত্যাদি উল্লেখযোগ্য।    
    উক্ত ফোরামে সিভিল সোসাইটি সংগঠন, বেসরকারি সংস্থা বা এনজিও, গণমাধ্যম প্রভৃতি নিজ নিজ উদ্যোগে স্বখরচে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণে আগ্রহী সংস্থা বা ব্যক্তিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 
#
স্বর্ণালী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১১৪৫ ঘণ্টা 

 
 


তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৩১৮

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ। আজীবন তিনি শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। জাতীয় সংকটে জনগণের পাশে থেকে তিনি দুর্বার আন্দোলন গড়ে তুলতে সকলকে উদ্বুদ্ধ করতেন। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে তিনি সবসময় প্রাধান্য দিতেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন অনাড়ম্বর ও অতি সাধারণ। তাঁর সাধারণ জীবনযাপন এদেশ ও জনগণের প্রতি গভীর ভালবাসার প্রতিফলন বলে আমি মনে করি। মজলুম জননেতার অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।  
আমি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#

আজাদ/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১১৩০ ঘণ্টা 

 

Todays handout (10).doc