তথ্যবিবরণী নম্বর : ৬৮৬
গ্রানাডায় ব্ল্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্ুগ্রোথ এন্ড ফুড সিকিউরিটি
সম্মেলনে যোগ দিতে গ্রানাডা যাচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
স্ট্র্যাটেজি মিটিং ফর অ্যাকশন অন ব্ল্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্্ুগ্রোথ এন্ড ফুড সিকিউরিটি সম্মেলনে যোগদানের উদ্দেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক আগামীকাল ক্যারিবিয়ান দেশ গ্রানাডা যাচ্ছেন।
আগামী ১০-১৩ মার্চ, গ্রানাডার রাজধানী সেন্ট জর্জেসে এ সমে¥লন অনুষ্ঠিত হবে। ইন্দোনেশিয়া, নেদারল্যান্ড, বিশ্বব্যাংক এবং বিশ্বখাদ্য সংস্থার (এফএও) সহযোগিতায় গ্রানাডা সরকার এ সম্মেলনের আয়োজন করেছে।
বিশ্বের সমুদ্র উপকূলীয় দেশগুলোর জনগণের উন্নয়ন, সমুদ্রনির্ভর শিল্পবন্দর নির্মাণ এবং টেকসই পর্যটনশিল্প গড়েতোলা এবং সমুদ্র উপকূলবর্তী দেশগুলোর গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে ‘গ্লোবাল ব্লু নেটওয়ার্ক’ সংগঠনটি কাজ করে যাচ্ছে। বিশ্বের ৯শ’কোটি জনসংখ্যার খাদ্য নিরাপত্তা এবং সেসঙ্গে আমিষের চাহিদাপূরণে সমুদ্রকেন্দ্রিক দেশগুলোর ব্যাপক ভূমিকা রয়েছে।
২০১২ সালে রিও প্রøাস ২০ কনফারেন্সে সমুদ্র উপকূলবর্তী দেশগুলোর টেকসই অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ব্লু ইকনমি ধারণাটি সামনে আসে। পরবর্তীতে গতবছর এপ্রিল মাসে নেদারল্যান্ডের হেগে ব্লুগ্রোথ এন্ড ফুড সিকিউরিটির ওপর সস্মেলন অনুষ্ঠিত হয়।
এবারের সম্মেলনে বিশ্বের সমুদ্র উপকূলীয় দেশগুলোর সরকারি বেসরকারি সংস্থা, মৎস্য বিষয়ক বিভিন্ন সংস্থা এবং সিভিল সোসাইটির মধ্যে একসাথে কাজ করার জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাংলাদেশের ৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি আগামী ১৬ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
আকতারুল/ফায়জুল/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৮৫
জি-৭ স্টেকহোল্ডার কনফারেন্সে
যোগদিতে জার্মানি যাচ্ছেন তোফায়েল আহমেদ
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জার্মানিতে অনুষ্ঠিতব্য দু’দিনের জি-৭ স্টেকহোল্ডার কনফারেন্সে যোগদিতে আগামীকাল জার্মানি যাচ্ছেন। জার্মানির ফেডারেল মিনিস্টার ফর লেবার এন্ড ওয়েলফেয়ার আনদ্রে নাহলেজ (অহফৎবধ ঘধযষবং) এবং ফেডারেল মিনিস্টার ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট ড. গার্ড মুলার (উৎ. এবৎফ গঁষষবৎ)-এর আমন্ত্রণে মন্ত্রী এ কনফারেন্সে যোগ দিতে যাচ্ছেন। আগামী ১০-১১ মার্চ, ২০১৫ জার্মানির বার্লিনে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। এ কনফারেন্সে বাণিজ্যমন্ত্রীর যোগদানের ফলে জি-৭- ভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
জার্মানি বর্তমানে জি-৭-এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে। জার্মানি গ্লোবাল এনফোর্সমেন্ট অভ্ সোস্যাল এন্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডবিষয়ে কাজ করতে গ্রাউন্ডওয়ার্ক করার জন্য এ স্টেকহোল্ডার কনফারেন্সের আয়োজন করেছে। এক্ষেত্রে বাংলাদেশের অংশগ্রহণ জরুরি, যাতে করে তৈরিপোশাক শিল্পসহ রপ্তানিক্ষেত্রে প্রতিবন্ধকতাসৃষ্টি না হয়। জি-৭ এর বর্তমান সদস্যদেশগুলো হলো- ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন এ জোটভুক্ত।
কনফারেন্সে মন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, সামাজিক ক্ষেত্রে প্রশংসনীয় উন্নয়ন, মাথাপিছু আয়বৃদ্ধি, রপ্তানি, রেমিটেন্স ও রিজার্ভবৃদ্ধি ইত্যাদি বিষয় তুলে ধরবেন।
বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম তৈরিপোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ আসে তৈরিপোশাক রপ্তানি থেকে, প্রায় চার মিলিয়ন নারী-পুরুষ এ শিল্পে কাজ করছে, তৈরিপোশাকসহ বিভিন্ন শিল্পে শ্রমিকদের মজুরি, অধিকার নিশ্চিতকরণ, ফায়ারসেফটি, বিল্ডিংসেফটিসহ কর্মবান্ধব ও নিরাপদ কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরবেন। এতে করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ ক্রেতাগোষ্ঠীকে বাংলাদেশের তৈরিপোশাক শিল্পসম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেওয়া সম্ভব হবে।
তোফায়েল আহমেদ পবিত্র ওমরাহজ পালনশেষে আগামী ১৬ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
#
বকসী/ফায়জুল/আলম/মোশারফ/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৮৪
সরকারের শিল্পবান্ধব নীতি বাংলাদেশকে শিল্পসমৃদ্ধ মধ্যমআয়ের দেশে পরিণত করবে
-- শিল্পমন্ত্রী
রাজশাহী, ২৪ ফাল্গুন (৮ মার্চ ) :
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকারের শিল্পবান্ধব নীতি ও প্রচেষ্টা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি শিল্পসমৃদ্ধ মধ্যমআয়ের দেশে পরিণত করবে। তিনি বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে বদ্ধপরিকর।
মন্ত্রী আজ রাজশাহী বিসিক শিল্প নগরীতে ভারতের প্রখ্যাত শিল্প প্রতিষ্ঠান টাটা মটরস্ এবং বাংলাদেশের খ্যাতনামা উদ্যোক্তা প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের যৌথ উদ্যোগে স্থাপিত অটোমোবাইল কারখানা “নিলয়-ওসমান মটর ইন্ডাস্ট্রিজ লিমিটেড” এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
কারখানাটি স্থাপনে মোট ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। এ কারখানাটি থেকে বছরে মোট ৪০ হাজার হিউম্যান হলার বডি তৈরি করা যাবে। এখানে ১৯৫ জন লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কারখানাটিতে পর্যায়ক্রমে গাড়ির চেসিস এবং ন্যানো গাড়ি তৈরি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
নিটল - নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন, বিসিকের চেয়ারম্যান আহমেদ হোসেন খান, বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, আর এম পি পুলিশ কমিশনার মোঃ শামসুদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন চৌধুরী ও চেম্বার সভাপতি মনিরুজ্জামান বক্তৃতা করেন। অনুষ্ঠানে দেশের ২০টি জেলার চেম্বার প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চলে শিল্প সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার রাজশাহীতে একশত বত্রিশ কোটি টাকা ব্যয়ে ৫০ একর জমির ওপরে রাজশাহী শিল্পপার্ক স্থাপনের কাজ হাতে নিয়েছে। এতে ৩০৮ টি নতুন শিল্পপ্লট তৈরি হবে এবং পাঁচ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, ইতঃপূর্বে ২০০৬-০৭ অর্থবছরে শিল্প নগরীগুলোতে যেখানে ১৫ হাজার ৩৩১ কোটি টাকার পণ্য উৎপাদিত হয়েছিল, সেখানে গত ২০১৩-১৪ অর্থবছরে ৪২ হাজার ৫০৯ কোটি টাকার পণ্যসামগ্রী উৎপাদিত হয়েছে। এরমধ্যে ২৩ হাজার ৭৪৬ কোটি টাকার পণ্যই রপ্তানিযোগ্য। তিনি বলেন, এসব শিল্পনগরীর কারখানাগুলোতে পাঁচ লাখ ২৬ হাজারেরও বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। এ শিল্প ইউনিটগুলো থেকে দুই হাজার ৪৫০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে আমির হোসেন আমু “নিলয়-ওসমান মটর ইন্ডাস্ট্রিজ লিমিটেড” এর বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।
#
মিজান/ফায়জুল/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৮৩
প্রবাসী বাঙালিরা দেশের অর্থনৈতিক অগ্রগতিকে তরান্বিত করছে
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
নিউইয়র্ক, ৮ মার্চ :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের উন্নয়নে প্রবাসী বাঙালিদের বিশাল অবদান রয়েছে। প্রবাসী বাঙালিদের প্রদত্ত রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করছে।
গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন স্বাধীনতাবিরোধীরা যতই সারা বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগন্ডা চালাক না কেন তাতে কোন কাজ হবে না। বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে বাংলাদেশের ইতিহাসের যেকোন সময়ের চেয়ে ভাল অবস্থায় রয়েছে। এ ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের অংশীদার হওয়ায় তিনি প্রবাসী বাঙালিদের ধন্যবাদ জানান। প্রবাসী বাঙালিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করার জন্য আইন সংশোধনের কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনায় জাতিসংঘে স্থায়ী মিশনে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এম এ করিম ও আতাউর রহমান শামীমসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
#
মারুফ/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৮২
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে গতকাল রাতে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি যুক্তরাজ্যে ‘কমনওয়েলথ দিবস’ ও ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। ‘কমনওয়েলথ দিবস’ উপলক্ষে মার্লবরো হাউজ ও ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানসমূহে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বক্তব্য রাখবেন।
যুক্তরাষ্ট্র সফরকালে স্পিকার নিউইয়র্কে ১৩ মার্চ তারিখে কমনওয়েলথ সেক্রেটারিয়েট ও আফ্রিকান ইউনিয়ন আয়োজিত দডড়সবহ’ং চড়ষরঃরপধষ খবধফবৎংযরঢ় রহ উবষরাবৎরহম উবসড়পৎধপু ধহফ উবাবষড়ঢ়সবহঃ রহ অভৎরপধ’ শীর্ষক সংলাপে অংশগ্রহণ করবেন। আগামী ১৪ মার্চে তিনি ঈড়সসড়হবিধষঃয এবহফবৎ চষধহ ড়ভ অপঃরড়হ গড়হরঃড়ৎরহম এৎড়ঁঢ় (ঈএচগএ) এর ১৩তম বৈঠকে অংশগ্রহণ করবেন। তিনি কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং টঘ ডড়সবহ সহ বিভিন্ন সংগঠন এর সাথে মতবিনিময় করবেন।
এছাড়াও টঘ ডড়সবহ এর নির্বাহী পরিচালক এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সাথে তার সাক্ষাতের কথা রয়েছে। আগামী ২৩ মার্চ তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।
#
মঞ্জুর/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬৮১
দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং চীনের সান কিয়াং এলপি গ্রুপের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষর
নিউইয়র্ক, ৮ মার্চ :
জাতিসংঘের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা উন্নয়নশীল বিশ্বের সমস্যা মোকাবিলায় একটি বহুঅংশীদার ট্রাস্ট ফান্ড গড়ে তোলার লক্ষ্যে গতকাল মাকাও-ভিত্তিক চীনা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার হাই-লেভেল কমিটির প্রেসিডেন্ট ড. এ কে আবদুল মোমেন, জাতিসংঘ মহাসচিবের দূত এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার জাতিসংঘ কার্যালয়ের পরিচালক ইপিং জাউ এবং সান কিয়াং গ্রুপের চেয়ারম্যান নিগ ল্যাপ সেং চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার জাতিসংঘ অফিসের আওতায় ট্রাস্ট ফান্ড গড়ে তোলার লক্ষ্যে সান কিয়াং গ্রুপ ৫০ লাখ মার্কিন ডলার করে তিন বছর সহায়তা দেবে।
দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত এবং কারিগরি ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে একটি ব্যাপকভিত্তিক ফ্রেমওয়ার্ক। এর আওতায় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা উদ্যোগের মাধ্যমে দেশগুলো তাদের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে নিজেদের মধ্যে জ্ঞান, দক্ষতা ও সম্পদ আদান-প্রদান করে।
বাংলাদেশ দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার হাই-লেভেল কমিটির বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং ত্রিভূজ সহযোগিতার ওপর একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করছে। দুই দিনের এ সম্মেলন আগামী ১৭ মে ঢাকায় শুরু হবে। সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে পর্যাপ্ত সম্পদ সরবরাহে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আলাপ-আলোচনা হবে।
চুক্তি সম্পাদনের সময় রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেনের সাথে আলোচনায় সান কিয়াং গ্রুপের চেয়ারম্যান এবং চাইনিজ পিপলস কনসালটেটিভ কমিটির জাতীয় কমিটির সদস্য নিগ ল্যাপ সেং বাংলাদেশের হাউজিং, সড়ক ও সেতু নির্মাণসহ অবকাঠামো খাতে পিপিপি’র আওতায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
#
মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১২৩০ ঘণ্টা