তথ্যবিবরণী নম্বর: ২৩৪৮
জেদ্দায় হজ-উমরাহ সেবা সম্মেলন ও মেলা পরিদর্শনে ধর্ম উপদেষ্টা
ঢাকা, ৩০ পৌষ (১৪ জানুয়ারি):
জেদ্দায় হজ-উমরাহ সেবা সম্মেলন ও মেলা পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলন ও মেলা পরিদর্শনে যান তিনি। মেলাপ্রাঙ্গণে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ ধর্ম উপদেষ্টাকে স্বাগত জানান।
মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ এ সম্মেলন ও মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুসলিম দেশের ধর্মমন্ত্রী, রাষ্ট্রদূত এবং ৮৭টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রতিনিধিদল পরিবহন ও হজ সেবা প্রদানকারী কোম্পানিগুলোর স্টল ঘুরে দেখেন।
‘নুসুকের পথে’ শীর্ষক থিমকে উপজীব্য করে অনুষ্ঠিত সম্মেলন ও মেলায় ৩শ’টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। মেলায় অংশগ্রহণকারী সংস্থাগুলো হজ ও উমরাহর অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করছে। তাদের প্রদর্শনীর বিষয়গুলোর মধ্যে লজিস্টিকস, পরিবহন, ভিড় ব্যবস্থাপনা, আবাসন, আতিথেয়তা, ক্যাটারিং প্রভৃতি অন্যতম। এগুলো হজের আনুষ্ঠানিকতা ও হাজিদের সেবার মান উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ। একইসাথে মেলার স্টলে হজ খাতে স্টার্টআপ ও উদ্ভাবকদের জন্য সুযোগের বিষয়গুলো প্রদর্শন করা হচ্ছে।
সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা এবং সৌদি আরবের পক্ষে সেদেশের হজ ও উমরাহ মন্ত্রী চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে এবছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজযাত্রী হজব্রত পালন করতে পারবেন।
হজ ও উমরাহ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা হাজিদের জন্য সর্বোত্তম সেবা প্রদানে প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশি প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, সৌদি আরবে নিযুক্ত কাউন্সিলর (হজ) মোঃ জহিরুল ইসলাম ও কনসাল (হজ) আসলাম উদ্দিন।
উল্লেখ্য, এ সম্মেলনে ৪৭টি আলোচনা অধিবেশন ও ৫০টি কর্মশালা অনুষ্ঠিত হবে যেখানে ১৩০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক বক্তা পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল সমাধান নিয়ে আলোচনা করবেন। সম্মেলনে মন্ত্রী পর্যায়ের একটি অধিবেশন অনুষ্ঠিত হবে যেখানে সরকারি সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং কর্মকর্তারা হাজিদের যাত্রা উন্নত করার জন্য নতুন ও চলমান সেবা, প্রকল্প এবং উদ্যোগ উপস্থাপন ও আলোচনা করবেন।
#
আবুবকর/পবন/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৪৭
কারেন্ট জাল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা এবং জাল জব্দ করা হচ্ছে
-- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মুন্সিগঞ্জ, ৩০ পৌষ (১৪ জানুয়ারি):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মুন্সিগঞ্জ-সহ দেশের বিভিন্ন অঞ্চলে কারেন্ট জাল উৎপাদন হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা এবং জাল জব্দ করা হচ্ছে। তবে শুধু অভিযান পরিচালনা করে বা কাউকে শাস্তি দিয়ে সমস্যা সমাধান করা যাবে না। এ কারণে সংশ্লিষ্ট অংশীজন, এমনকি জাল ব্যবসায়ী, কারখানা মালিকদেরও ভূমিকা রাখতে হবে।
আজ মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, মৎস্য জাল উৎপাদনকারী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, কারেন্ট জাল দামে সস্তা, হালকা হওয়ায় পরিবহনে সুবিধার কারণে জেলেরা ব্যবহার করছে। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে। নেট সাইজের কোনো নিয়ন্ত্রণ না থাকায় কারেন্ট জাল ক্ষতিকর। নেট সাইজ নিয়ন্ত্রণে মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে আলাপ করে সাইজ নির্ধারণ করা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের ইলিশ পৃথিবীর সেরা তা নিয়ে আমরা গর্ব করতে পারি। কিন্তু খুব কষ্ট লাগে যখন দেখতে পাই জাটকা ধরা হচ্ছে। আপনারা যারা জালের ব্যবসা বা ফ্যাক্টরি পরিচালনা করছেন আজকে তাদের জন্যই এ সভা। অবৈধ জাল মূলত ক্ষতিকর জাল। আর এ ক্ষতিকর জাল উৎপাদন, বাজারজাতকরণ যেন না করা হয়, সে বিষয়ে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মেজর মোঃ রিফাত রহমান, লেফটেন্যান্ট মোঃ আসফাক সাইফ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এ.টি.এম. তৌফিক মাহমুদ, মুন্সিগঞ্জের বিভিন্ন খামার ব্যবস্হাপক, মৎস্যজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় ‘পৃথিবীর দীর্ঘতম মাসে মুন্সিগঞ্জের শহিদরা’ এবং ‘২৪ বিপ্লবের সুতিকাগার’ নামের দুটি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। পরে তিনি মুন্সিগঞ্জের বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন।
#
হাসান/পবন/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৪৬
দ্রুত ভূমি সেবার সমস্যা সমাধানে কাজ করছে ভূমি মন্ত্রণালয়
ঢাকা, ৩০ পৌষ (১৪ জানুয়ারি):
জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ এর দ্বিতীয় ও উন্নততর সংস্করণ চালু করার জন্য গত ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অনলাইন সেবা প্রদান বন্ধ রাখা হয় এবং ১ ডিসেম্বর ২০২৪ থেকে সকল ভূমিসেবা সমন্বিতভাবে (land.gov.bd) চালু করা হয়।
সফটওয়্যারের ১ম সংস্করণের ডেটাসমূহ ও মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক জাতীয় সার্ভার ও তথ্যাধারের নির্ধারিত/বরাদ্দকৃত নতুন স্থানে সমন্বিতভাবে স্থানান্তর করে অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হয়েছে।
অটোমেটেড ভূমি সেবা [land.gov.bd] সিস্টেমে নাগরিকগণ মাত্র এক বার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান বা পর্চা/খতিয়ান/ম্যাপ উত্তোলনের মতো যে কোনো ভূমি সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।
নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতা, ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগকৃত ইন্টারনেটের শ্লথ গতির কারণে ভূমি সেবার বিঘ্ন ঘটেছে। এই সমস্যা সামাধানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ভূমি মন্ত্রণালয় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া ভূাম সেবা দ্রুত ও নিরবচ্ছিন্ন করতে বিভিন্ন পর্যায়ের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীগণকে নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা আগামী মার্চ মাসে এ জনবান্ধব অটোমেটেড/ডিজিটাইজড ভূমি সেবার নতুন চালুকৃত সফটওয়্যারসমূহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার তথা রয়েছে।
#
গিয়াস/পবন/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৪৫
বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে
--- সমাজকল্যাণ উপদেষ্টা
ঢাকা, ৩০ পৌষ (১৪ জানুয়ারি):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েদের বিজ্ঞানের যুগে বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে মেধার বিকাশ ঘটাতে হবে, প্রযুক্তিগত বিজ্ঞান চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে দেশকে বিশ্বের কাছে পরিচয় করে তুলতে হবে।
আজ ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB)তে ৬ষ্ঠ জাতীয় সৃজনশীল চ্যালেঞ্জ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, AI এর ভাষা তোমরা বুঝবে, তোমরা এদেশের অন্যায়ের বিরুদ্ধে দুঃসাহস দেখিয়ে জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে দেশকে পাল্টে দিয়েছো। তোমরাই পারবে এ দেশটাকে একটি নতুন বাংলাদেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে। এজন্য আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে দিয়ে বীজ বপন করব, তোমরাই হবে অগ্রদূত ইনশাআল্লাহ। তিনি তরুণদের আরো বলেন, তোমরাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) যুগের তরুণ প্রজন্ম। AI নতুন নতুন দিগন্ত খুলবে, নতুন নতুন আইডিয়া জাগাবে।
উপদেষ্টা এ অনুষ্ঠানে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা কম উল্লেখ করে বলেন, তোমরা দেখেছো ২৪ জুলাই গণঅভ্যুত্থানে মেয়েরাই ছিল অগ্রভাগে। অনেকে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্বের শিকার হয়েছে, শহিদ হয়েছে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন আইইউবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর এম তামিম, আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেন, আইইউবি গবেষণা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ফয়সাল উদ্দিন প্রমুখ।
সন্ধ্যায় উপদেষ্টা প্রবাস মেলা পত্রিকার প্রতিষ্ঠা বর্ষিকীতে যোগদান করেন।
#
রফিকুল/পবন/রানা/মোশারফ/জয়নুল/২০২৫/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৪৪
সীমান্ত পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক
---স্বরাষ্ট্র উপদেষ্টা
ময়মনসিংহ, ৩০ পৌষ (১৪ জানুয়ারি):
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক। সেখানে কোনো উত্তেজনা নেই। ভারতীয় পক্ষ এখন আর কোনো কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। সীমান্তে এখন স্থিতাবস্থা বিরাজ করছে। আগামী মাসে মহাপরিচালক পর্যায়ে বিজিবি ও বিএসএফ এর বৈঠক রয়েছে। সেখানে বিষয়টি তুলে ধরা হবে। তাছাড়া সীমান্ত নিয়ে দু’দেশের মধ্যে যে অসম চুক্তিগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের বরাবর চিঠিও দেওয়া হচ্ছে।
আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে সশস্ত্র বাহিনী-সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার ময়মনসিংহ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
সারের সংকট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কেউ যদি সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রশাসন ও পুলিশের সহায়তায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, যেসব ডিলার সারের কৃত্রিম সংকট সৃষ্টি করবে, তাদের ডিলারশিপ বাতিল করা হবে। তাদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, কৃষকরাই আমাদের অর্থনীতির প্রাণ। তারা যেন ন্যায্য মূল্যে ও সঠিক সময়ে সার ও বীজ পায়, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এর আগে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেপিআই স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্টদের সজাগ ও সতর্ক থাকতে হবে। অগ্নিকাণ্ড প্রতিরোধে সেখানে নিয়মিত মহড়া দিতে হবে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় সাজসজ্জা বন্ধ করতে হবে। কেননা, ইন্টেরিয়র ডিজাইনের কারণে অনেক সময় অগ্নি দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
জাহাঙ্গীর আলম বলেন, অতীতের বদনাম ঘুচিয়ে গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের কার্যক্রম জোরদার করতে হবে। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে ফ্যাসিস্টদের কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। উপদেষ্টা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় সশস্ত্র বাহিনী-সহ ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন সকল পুলিশ ইউনিট, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
পরে উপদেষ্টা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) পরিদর্শন করেন।
#
ফয়সল/পবন/রানা/মোশারফ/জয়নুল/২০২৫/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৪৩
বায়ুদূষণ রোধে অভিযান অব্যাহত
জরিমানা ২৪ লক্ষাধিক টাকা, ৯ ভাটা বন্ধ
ঢাকা, ৩০ পৌষ (১৪ জানুয়ারি):
আজ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর দেশজুড়ে মোবাইল কোর্ট পরিচালনা করছে। ইটভাটার বিরুদ্ধে অভিযানে আজ রংপুর, নীলফামারী, ময়মনসিংহ, মানিকগঞ্জ এবং কুড়িগ্রাম জেলায় ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১৩টি মামলার মাধ্যমে ২২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২টি ভাটার কাঁচা ইট ধ্বংস এবং ৭টি ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মুগদা, ধানমন্ডি, শাহআলী (ঢাকা) এবং রংপুরে ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ৮টি মামলায় ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৫টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। ঢাকার যাত্রাবাড়ীতে মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি যানবাহনের চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদপুর জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ২টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৮২ কেজি পলিথিন জব্দ করা হয়। ২টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের বায়ুদূষণ রোধে এ কার্যক্রম চলমান থাকবে।
#
দীপংকর/পবন/রানা/মোশারফ/সেলিম/২০২৫/১৯২০ ঘণ্টা
Handout Number: 2342
Over 24 Lakh Fines Impored, 9 Brick Kilns Shut and Warning
Issued in Ongoing Creckdown Against Pollution
Dhaka, January 14:
The Department of Environment conducted mobile court operations across the country today, January 14, to control environmental pollution. In actions against illegal brick kilns, five mobile courts were conducted in Rangpur, Nilphamari, Mymensingh, Manikganj, and Kurigram districts. These operations resulted in 13 cases, fines totaling BDT 22 Lakh 70 thousand, the destruction of raw bricks from two kilns, and the closure of seven kilns.
Under the Air Pollution Control Rules, 2022, four mobile courts were conducted in Mugda, Dhanmondi, Shah Ali (Dhaka), and Rangpur. These led to eight cases and fines amounting to BDT 92 thousand. Additionally, five establishments were warned for violating pollution control regulations.
In Dhaka’s Jatrabari area, a mobile court fined the drivers of six vehicles BDT 30 thousand for emitting excessive black smoke.
In Faridpur, a mobile court targeted the illegal production, sale, and distribution of banned polythene. Two cases resulted in fines of BDT 15 thousand, while 82 kg of polythene was seized. Two establishments were also issued warnings.
The Ministry of Environment, Forest and Climate Change, through the Department of Environment, remains committed to ongoing efforts to combat air and environmental pollution.
#
Dipankar/Paban/Rana/Mosharraf/Salim/2025/1915 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ২৩৪১
বাংলাদেশ হতে আরো দক্ষ ও আধাদক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
ঢাকা, ৩০ পৌষ (১৪ জানুয়ারি):
বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধাদক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
আজ রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। কুয়েত এবং কসোভোর রাষ্ট্রদূতগণ রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন। বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড অভ্ অনার প্রদান করে।
প্রথমে কসোভোর নবনিযুক্ত রাষ্ট্রদূত লালজিম প্লানা তার পরিচয় পত্র পেশ করেন। এরপর রাষ্ট্রপতির কাছে পরিচয় পত্র পেশ করেন কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়েম আব্দুল ওহাব হামাদাহ ।
কসোভোর নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। দু’দেশের বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ঔষধসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে নতুন রাষ্ট্রদূতকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এসময় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতি দু’দেশের মধ্যে ব্যবসায়ী ও বাণিজ্য প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর জোর দেন।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, জাহাজ নির্মাণ এবং জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে তিনি কুয়েতের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। কুয়েতে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি জনশক্তি কর্মরত উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধাদক্ষ কর্মী নিতে কুয়েতের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশের অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট এর অবদান তুলে ধরে রাষ্ট্রপতি আশা করেন তাদের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া বাংলাদেশে প্রতিযোগিতামূলক মূল্যে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরবরাহে কুয়েতের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। এ সময় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে সম্মানের সাথে নিজ দেশে ফিরে যেতে পারে সেজন্য কুয়েত এবং ওআইসি-সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে কুয়েতের রাষ্ট্রদূত তার দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করেন। নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ সরওয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
#
রাহাত/পবন/রানা/মোশারফ/জয়নুল/২০২৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৪০
ত্রাণ উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
ঢাকা, ৩০ পৌষ (১৪ জানুয়ারি):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এর সাথে আজ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর এধুষব গধৎঃরহ সাক্ষাৎ করেন।
এ সময় পারস্পরিক স¦ার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উপদেষ্টা বাংলাদেশেকে ঋণ সহায়তা বৃদ্ধির জন্য কান্ট্রি ডিরেক্টরকে ধন্যবাদ জানান।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, বিশ্বব্যাংক এবারের অর্থবছরে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ এবং মঞ্জুরি দেবে। যত দ্রুত সম্ভব জরুরিভাবে আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে এমন ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে।
উপদেষ্টা আইএসও প্রজেক্টের আওতা বৃদ্ধি করার জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা কামনা করেন। এছাড়াও ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জীবন-জীবিকা বিষয়ক প্রকল্প অন্তর্ভুক্ত করার পরামর্শ প্রদান করেন।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, বিশ্ব ব্যাংকের অপারেশন ম্যানেজার ও প্রোগ্রাম লিডার সৈয়দ আমির আহমেদ, ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম লিডার শীর কুমার টাডিমাল্লা, সিনিয়র ডিজাস্টার ম্যানেজমেন্ট রিকস স্পেশালিস্ট শর্না কাজী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
এনায়েত/পবন/রানা/মোশারফ/জয়নুল/২০২৫/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৩৯
৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে
ঢাকা, ৩০ পৌষ (১৪ জানুয়ারি):
আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের পর অবৈধ বিদেশ নাগরিকদের বিরুদ্ধে ‘The Foreigners Act, 1946’ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন/কর্মরত রয়েছেন। এমতাবস্থায়, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত/কর্মরত ভিনদেশি নাগরিক যারা ইতোপূর্বে জারিকৃত সতর্কীকরণ বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জন করবেন না তাদের বিরুদ্ধে ‘The Foreigners Act, 1946’অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে”।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী।
#
ফয়সল/শাহিদা/রবি/আলী/শফিক/২০২৫/১৫১৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৩৮
চাল আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ঢাকা, ৩০ পৌষ (১৪ জানুয়ারি):
পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে আতপ চাল আমদানি করা হবে। এ লক্ষ্যে আজ সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে এ সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল খালেক এবং ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিউ বশির শাহ এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি শাকিল আহমেদ মাঙ্গনিজো ও হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
ইমদাদ/শাহিদা/রবি/আলী/শফিক/২০২৫/১৫১৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৩৭
উজবেকিস্তানে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপিত
তাসখন্দ (উজবেকিস্তান), (১৪ জানুয়ারি):
উজবেকিস্তানের তাসখন্দে গতকাল বাংলাদেশ দূতাবাস তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন করেছে। দূতাবাস ও উজবেকিস্তান ক্রিকেট ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়।
ক্রিকেট ফেডারেশনের সভাপতি ও উজবেকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উজবেকিস্তান ক্রীড়া অঙ্গনের ব্যক্তিবর্গ এ আয়োজন উপভোগ করেন। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এ উৎসব উদ্যাপনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করে বলেন, এ ধরনের আয়োজন দু’দেশের জনগণ ও তরুণ প্রজন্মের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করবে।
এ উৎসব উপলক্ষ্যে দূতাবাসে উজবেকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ‘বাংলাদেশ ও উজবেকিস্তান সম্পর্ক: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর পথচলা’ শীর্ষক একটি ইন্টারএক্টিভ ডায়ালগ অনুষ্ঠিত হয়। উজবেকিস্তান স্টেট বিশ্ববিদ্যালয় অব ওরিয়েন্টাল স্টাডিস, সেন্ট্রাল এশিয়ান বিশ্ববিদ্যালয় ও ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়সহ উজবেকিস্তানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে দু'দেশের বন্ধুপ্রতিম সম্পর্ককে আরো দৃঢ় ও ফলপ্রসূ করতে তাদের সৃষ্টিশীল ও উদ্ভাবনী প্রস্তাবনাসমূহ উপস্থাপন করেন।
এসময় রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট ও পটভূমি উল্লেখ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের প্রত্যয় ও প্রতিশ্রুতির ওপর আলোকপাত করেন। এছাড়া, তিনি দু’দেশের মধ্যকার শিক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ড বিষয়ক একচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ইন্টারএক্টিভ ডায়ালগ শেষে উজবেকিস্তান ইয়ুথ এজেন্সির সহযোগিতায় ‘তারুণ্য শক্তি জাতি গঠনে প্রধান নিয়ামক’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বক্তাগণ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের নানা ক্ষেত্রে সফলতার কথা উদাহরণস্বরূপ তুলে ধরেন। পরে দূতাবাস প্রাঙ্গণে ফুড ফেস্টিভাল এর আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দসহ উজবেকিস্তানের সরকারি ও বেসরকারি পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#
মিশন উজবেকিস্তান/শাহিদা/রবি/সাঈদা/আলী/মাসুম/২০২৫/৯৩৩ ঘণ্টা