Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০১৬

তথ্যবিবরণী ৫ সেপ্টেম্বর ২০১৬

Handout                                                                                                         Number: 2867

 

19 Bangladeshi tested positive for Zika virus in Singapore

 

Dhaka, 5 September :

            Bangladesh High Commission in Singapore has been informed by the Ministry of Heath of Singapore that as of 5 September 2016, a total of 19 Bangladesh nationals working in Singapore have been tested positive for Zika virus.

            According to the Ministry of Heath of Singapore, the patients are presented with mild symptoms and have either recovered or recovering. They are being taken care of by the Ministry of Heath of Singapore.

            Bangladesh High Commission in Singapore has been in constant touch with the concerned authorities of Singapore and monitoring the situation.

#

Kamruzzaman/Afraz/Mosharrof/Mosharof/Abbas/2016/2155 Hours

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২৮৬৬

কারিগরি শিক্ষার ওপর প্রতিবেদন প্রকাশ

ঢাকা, ২১শে ভাদ্র (৫ই সেপ্টেম্বর):
    দেশে কারিগরি শিক্ষার্থীর সংখ্যাগত পরিসংখ্যানের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রথমবারের মতো প্রকাশিত এ প্রতিবেদনে ২০১৪ সালের হিসাব অনুযায়ী দেশে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী সংখ্যা মোট শিক্ষার্থীর ১৩ দশমিক ১১ শতাংশ বলে জানানো হয়। এ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল রাজধানীর নীলক্ষেতে ব্যানবেইস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
    ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ৯ম, ১০ম, ১১শ ও ১২শ শ্রেণির (ডিপ্লোমা কোর্সের সমমানসহ) শিক্ষার্থীর পরিসংখ্যান থেকে কারিগরি শিক্ষার এ এনরোলমেন্ট হার নির্ণয় করা হয়েছে বলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরো জানানো হয়েছে ২০২০ সাল নাগাদ কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ২০ দশমিক ৮২ শতাংশে বৃদ্ধি পাবে। প্রতিবেদনটিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দেশে চলমান সকল ট্রেড ও কোর্সের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
    অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দেশের কারিগরি জনশক্তির পরিসংখ্যান নিয়ে প্রকাশিত এ প্রতিবেদন শিল্প কলকারখানা স্থাপনসহ নানা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে। তিনি বলেন, ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন নতুন বিষয় খোলার পাশাপাশি আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ২০০৯ সালে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ১ম বর্ষে আসন সংখ্যা ছিল ১২ হাজার ৩৫০ যা বর্তমানে ৫৭ হাজারে বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে দেশে ৭ হাজার সরকারি-বেসরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
    জনাব নাহিদ আরো বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের সময় কারিগরি শিক্ষায়
১ শতাংশের মতো শিক্ষার্থী লেখাপড়া করতো। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে কারিগরি শিক্ষায় যুগান্তকারী অগ্রগতি সাধিত হয়েছে।
    শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কায়কোবাদও অনুষ্ঠানে বক্তৃতা করেন। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
    অনুষ্ঠানে এসএসসি (ভোকেশনাল) কোর্সের ২১টি ই-বুক তৈরির জন্য বুয়েট ও কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান এবং বুয়েটের সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর সোহেল রহমান এ চুক্তিতে স্বাক্ষর করেন। আগামী ৩ মাসের মধ্যে এ ২১টি ই-বুক তৈরির কাজ শেষ হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
#

সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২০৪৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৬৫

টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২১শে ভাদ্র (৫ই সেপ্টেম্বর):
    দশম জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক আজ কমিটি সভাপতি ইমরান আহমেদের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক,  মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন) এবং হোসনে আরা লুৎফা ডালিয়া  বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে ১৩তম বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে টেলিটকের কার্যক্রম অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, টেলিটক ব্যবস্থাপনার  দুর্বলতা নিরসনের লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সক্রিয় রয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে টেলিটকের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে অফিস অটোমেশন, প্রক্রিয়া সহজীকরণ, ইআরপিতে ইিউম্যান রিসোর্স ও প্রকিউরমেন্ট মডুলগুলো যুক্ত করা হয়েছে। এ সকল কার্যক্রমের ফলে টেলিটকের ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে ।
    আধুনিক বিশে^র সাথে তাল মিলিয়ে টেলিটককে নতুন বিজনেস প্লান করা, টেলিটকের সমস্যাবলী  এবং টেলিটককে কিভাবে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায়, তার  একটি বিস্তারিত প্রতিবেদন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবকে কমিটির পরবর্তী বৈঠকে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
    বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রজেক্ট ম্যানেজমেন্ট ড্যাসবোর্ড নামে যে ওয়েববেজ্ড সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে তা উপজেলা পর্যায়ে যুক্ত করা এবং  সে ড্যাসবোর্ডে উপজেলার যে সকল প্রকল্প আছে তা সংযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে সুপারিশ করা হয়।
    ডিজিটাল ল্যাবগুলোকে জেলা থেকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া এবং ল্যাবগুলোকে ল্যাংগুয়েজ ল্যাবে পরিণত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে সুপারিশ করা হয়।
    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                        নম্বর : ২৮৬৪   

ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে রাগবি উপদেষ্টার সাক্ষাৎ
ঢাকা, ২১শে ভাদ্র (৫ই সেপ্টেম্বর) :

    এশিয়া রাগবি স্ট্রাটেজিক ডেভেলপমেন্ট উপদেষ্টা ম্যাথু ওয়াকলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সাথে আজ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের কার্যালয়ে সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে ক্রীড়া প্রতিমন্ত্রী রাগবি উপদেষ্টাকে তার সংক্ষিপ্ত সফরে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এশিয়া রাগবি স্ট্রাটেজিক ডেভেলপমেন্ট উপদেষ্টা ম্যাথু ওয়াকলে বাংলাদেশে রাগবির অবকাঠামো উন্নয়নসহ সামগ্রিক সহায়তার আশ্বাস প্রদান করেছেন। প্রতিমন্ত্রী তাকে জানান, বাংলাদেশে রাগবির উন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক। তিনি রাগবির উন্নয়নের লক্ষ্যে তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করার জন্য চলমান কর্মসূচির কথাও অবহিত করেন।  
    এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বাংলাদেশ রাগবি ইউনিয়নের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।  
    ম্যাথু ওয়াকলে গত ৪ সেপ্টেম্বর ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন।
#
শফিকুল/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/২০২৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৬৩

   তৈরিপোশাক কারখানার সংস্কার তদারকিতে সেল গঠন করছে সরকার

ঢাকা, ২১শে ভাদ্র (৫ই সেপ্টেম্বর):
    তৈরিপোশাক শিল্প কারখানার চলমান সংস্কার কাজ বাস্তবায়ন পরিবীক্ষণ ও তদারকি ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিদর্শকের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিগণের সমন্বয়ে জবসবফরধঃরড়হ ঈড়-ড়ৎফরহধঃরড়হ ঈবষষ-জঈঈ গঠন করছে।
    আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে আরসিসি গঠন বিষয়ক সভায় এ সেল গঠনের অনুমোদন দেয়া হয়।
    সেল অনুমোদন সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বিদ্যুৎ বিভাগের সচিব মো. মনোয়ার ইসলাম, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকতার হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ, রাজউক চেয়ারম্যান বজলুল করিম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহির উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক আলী আহম্মেদ খানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    আরসিসি গঠন সংক্রান্ত সভায় জানানো হয়, ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী সময়ে সরকার বিভিন্ন আইন সংশোধন ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি কারখানা ভবন ও অগ্নি দুর্ঘটনা নিরসন করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে একর্ড-অ্যালায়েন্স ও জাতীয় উদ্যোগে সারা দেশে ৩ হাজার ৭৮০টি তৈরিপোশাক কারখানার এসেসমেন্ট সম্পন্ন করেছে। চুক্তি মোতাবেক ২০১৮ সালে একর্ড-এলায়েন্স এর কার্যক্রম সমাপ্তির পর ভবন সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা, এসেসমেস্ট সম্পন্নকৃত ভবনগুলোর সংস্কারের ফলোআপ, ভবন ও কারখানা মালিকদের সংস্কার কার্যক্রমে টেকনিক্যাল ও প্রায়োগিক সহায়তা, স্ট্রাকচারাল, ফায়ার এবং ইলেকট্রিক্যাল সেইফটি নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তৈরিপোশাক শিল্প মালিকদের সংস্কার কাজে আর্থিক সহায়তাসহ সামগ্রিক সহায়তা প্রদানের জন্য এ ধরণের সেল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়।
    কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শকের নেতৃত্বে গণপূর্ত অধিদপ্তর, রাজউক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একজন করে নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন পরিচালক এবং বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বৈদ্যুতিক পরিদর্শকের সচিব এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক  (সেফটি) সংস্কার সমন্বয় সেল এর সদস্য থাকবেন।
#
আকতারুল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                       নম্বর : ২৮৬২    
শিক্ষামন্ত্রীর সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের সাক্ষাৎ

ঢাকা, ২১শে ভাদ্র (৫ই সেপ্টেম্বর) :

    দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণ আজ  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে তাঁর মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন। পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠন-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য-উপাচার্যগণ শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের মান-মর্যাদার বিষয়ে  বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
    এ সময় পরিষদের সভাপতি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রদানের আহ্বান জানান। উপাচার্যগণ নতুন জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলোপ করার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মান-মর্যাদা ও স্বার্থরক্ষায় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে ধন্যবাদ জানান।
    মন্ত্রী বলেন, সরকার দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আধুনিক জ্ঞান সৃষ্টি ও গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষকদের গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নের সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
    মন্ত্রী বলেন, দেশ ও জাতির উন্নয়নে শিক্ষকদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাই সমাজে শিক্ষকদের মান-মর্যাদা ও সম্মান সবার উপরে। সরকার শিক্ষকদের মান-মর্যাদা সমুন্নত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি শিক্ষাঙ্গনে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। শিক্ষামন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত করতে স্বাধীনতাবিরোধী স্বার্থান্বেষী মহলের পরিচালিত জঙ্গিতৎপরতা প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য উপাচার্যদের প্রতি আহ্বান জানান।
    ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৩৬ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                                          নম্বর : ২৮৬১
সুপারিশকৃত নার্সদের দ্রুত পদায়ন করা হবে
                                   -- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ২১শে ভাদ্র (৫ই সেপ্টেম্বর):
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ৯ হাজার ৪৮৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের ঘটনাকে দেশের জনগণ ও বেকার নার্সদের জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ হিসাবে আখ্যায়িত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথে দীর্ঘদিনের অন্তরায় নার্স সংকট সমাধানের পথ উন্মোচিত হয়েছে পিএসসি’র সুপারিশের মাধ্যমে। দ্রুত সারা দেশের হাসপাতালে তাঁদের পদায়ন করে জনগণের দোরগোড়ায় চিকিৎসা নিশ্চিত করার পথে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে সরকার।
আজ ৫০০ জন চিকিৎসকের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁদেরকে দেশের ৩১টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে পদায়ন করা হবে। তাঁদেরকে কলেজে শিক্ষকতার পাশাপাশি হাসপাতালে চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় কর্মস্থল থেকে তাঁদের প্রত্যাহার করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
    মন্ত্রী আজ সচিবালয়ে নার্স নিয়োগ ও চিকিৎসকদের পদোন্নতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।
সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর মাধ্যমে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ নার্সদের অভিনন্দন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা আন্দোলন ও হুমকির মধ্যেও মানবসেবার মনোবৃত্তি নিয়ে পরীক্ষা দিয়েছিলেন তাঁরাই প্রকৃত সেবক। যারা পরীক্ষা ছাড়া নিয়োগের আন্দোলন করে নৈরাজ্যের পথ বেছে নিয়েছিল তারা নিশ্চয় আজ উপলব্ধি করছে তারা ভুল করেছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবির প্রেক্ষিতে সরকারের আশ^াসের উপর তাদের আস্থা রাখা উচিত ছিল। তিনি বলেন, দ্বিতীয় শ্রেণির চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে বিধান অনুযায়ী পিএসসির মাধ্যমে পরীক্ষার কোনো বিকল্প নাই। নার্সদের দাবিকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করে মন্ত্রণালয়ের অনুরোধ অনুযায়ী পিএসসি পরীক্ষা পদ্ধতি সহজ করেছে, পরীক্ষার ধাপ কমিয়েছে। এক সঙ্গে প্রায় ১০ হাজার নার্স নিয়োগকে বিশে^র এক অনন্য দৃষ্টান্ত ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকার বেকার নার্সদের প্রতি দেয়া অঙ্গীকার রক্ষা করেছে।
    এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক ডা. এহসানুল কবিরসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    পরে মন্ত্রী মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।
প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা
আসন্ন এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা নির্বিঘেœ সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সকল মেডিকেলে ভর্তি কোচিং সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ভর্তি পরীক্ষা কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো ধরনের গুজব বা ভুয়া তথ্য যদি কেউ ফেসবুক বা ইন্টারনেটে প্রচার করে তবে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
কোনো অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের গুজব না ছড়িয়ে যেকোনো অভিযোগ নিকটস্থ থানা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরে দ্রুত জানানোর জন্য সভা থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আগামী ৭ অক্টোবর এমবিবিএস এবং ৪ নভেম্বর বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএর মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমডিসির চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল্লাহসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা

Handout                                                                                                              Number: 2860

Bangladesh protests statement of Turky

Dhaka, 5 September:

            The Government of Bangladesh protested against the press release published in the website of the Ministry of Foreign Affairs of Turkey on 4 September 2016 on the execution of Mir Quasem Ali, a convict of crimes against humanity and genocide in Bangladesh. 

The Ministry of Foreign Affairs of Bangladesh has issued a note verbale to the Turkish Embassy in Dhaka conveying Bangladesh’s dismay at the issuance of press release by Turkish Government on the execution and stated that such reactions tantamounts to interference in matters pertaining to a sovereign State. This also does not help foster bilateral relations that exist between the two brotherly countries, the protest note contains.

Given the genesis of the establishing of the International Crimes Tribunals (ICT-BD) it was expressed that through these trials against the perpetrators of war crime and crime against humanity committed in 1971, the long cherished aspiration of the nation will be fulfilled, justice ensured, rule of law upheld and opportunities for true reconciliation will be created.

            The note verbale elaborated the crimes perpetrated by Mir Quasem Ali, one of the central commanders of the infamous Al Badr militia force in 1971, who was involved in the commission of offences of war crimes and crimes against humanity, including  planning, instigating and executing genocide, murder, abduction and torture in Chittagong during the Liberation War of Bangladesh in 1971. The verdicts against him had been handed down through an independent, fair and transparent judicial process, with full access given to national and international media and without any political interference. The Prosecution produced irrefutable oral and documentary evidence proving charges against Mr. Ali beyond reasonable doubts. The defence lawyers of Mr. Ali had been given unimpeded access to the proceedings of the court throughout the trial process. The ICT-BD trials took solely into consideration the crimes i.e. crimes against humanity and genocide in Bangladesh committed by Mr. Ali during 1971 and was not at all based on his political identity or affiliation.

#

Khaleda/Afraz/Mosharraf/Rezaul/2016/1922 hours

তথ্যবিবরণী                                               নম্বর : ২৮৫৯    

দেশে পর্যাপ্ত কোরবানির পশু মজুত রয়েছে
            ---বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২১শে ভাদ্র (৫ই সেপ্টেম্বর) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতীয় গরু আমদানি বন্ধের পর দেশে গরুর উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত বছর বিক্রয়যোগ্য গরুর পরিমাণ ছিল ৯৬ লাখ ৩৫ হাজার। এ বছর তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ কোটি ৪ লাখ। এ সকল পশুকে স্বাস্থ্যসম্মতভাবে কোরবানির জন্য উপযুক্ত করে তোলা হয়েছে। দেশের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত কোরবানির পশু দেশে মজুত রয়েছে। কোরবানির পশু সংকটের কোন সম্ভাবনা নেই।
    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ, কাঁচা চামড়া সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ প্রচার এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে  অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

    চামড়ার উপযুক্ত মূল্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করার জন্য চামড়া ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে হবে। গত বছর চামড়ার সর্বনি¤œ মূল্য প্রতি বর্গফুট ছিল চামড়াভেদে ৫০ থেকে ৫৫ টাকা। এবছরও চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে হবে।
    তোফায়েল আহমেদ বলেন, চামড়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। দেশে উৎপাদিত চামড়ার সিংহভাগ আসে কোরবানির ঈদের সময়।  চামড়া যাতে পাচার না হয়, সেজন্য দেশের আইনশৃঙ্খলা ও সীমান্ত রক্ষাকারী বাহিনীতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে। কাঁচা চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য প্রয়োজনীয় লবণ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের লবণ চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয় বিবেচনায় রেখে  ইতোমধ্যে প্রয়োজনীয় লবণ আমদানির জন্য অনুমতি প্রদান করা হয়েছে।
    বাণিজ্যমন্ত্রী বলেন, বিশে^র মধ্যে বাংলাদেশের চামড়ার মান অনেক ভালো। সে কারণেই বিশ^বাজারে বাংলাদেশের চামড়ার প্রচুর চাহিদা রয়েছে। দিনদিন চামড়া ও চামড়াজাত পণ্য  রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। চামড়া রপ্তানিতে উৎসাহ প্রদানের জন্য নগদ আর্থিক সহায়তা শতকরা ১২.৫ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করা হয়েছে। চামড়া শিল্পকে শক্ত ভিত্তির উপর দাঁড় করতে ট্যানারিকে আধুনিক ট্যানারি শিল্পনগরীতে স্থানান্তর করতে এযাবৎ ১২৯ প্রতিষ্ঠানকে ৮৬.১২ কোটি টাকা ক্ষতি পূরণ প্রমাণ করা হয়েছে।
    সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব কাজী সালাহউদ্দিন আকবর, রপ্তানি উন্নয়ন ব্যুরোর চেয়ারম্যান মাফরুহা সুলতানা, অতিরিক্ত সচিব (আমদানি) মুন্সী সফিউল হক, প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক আফরোজা খান, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহেন আহমেদ, ফিনিস লেদার এসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিজিবি এবং বাংলাদেশ পুলিশের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

#
বকসী/আফরাজ/মোশাররফ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৫৮

     ভূমি ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সহায়তা নেয়া হবে
                                              -- ভূমি প্রতিমন্ত্রী

ঢাকা, ২১শে ভাদ্র (৫ই সেপ্টেম্বর):      
    ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশনে দক্ষিণ কোরিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেয়া হবে। ৩১ আগস্ট থেকে ৩ দিনব্যাপী দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত স্মার্ট জিওস্পাশিয়াল এক্সপো-২০১৬-তে অংশগ্রহণকালে ১ সেপ্টেম্বর তাঁর বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
    প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া উপগ্রহ তথ্য এবং এরিয়্যাল ফটোগ্রাফী ও ড্রোন ব্যবহার করে ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নেভিগেশনে যে সফলতা অর্জন করেছে তা অবশ্যই প্রশংসনীয়। এক্ষেত্রে কোরিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগাতে বাংলাদেশ সর্বাত্মক চেষ্টা চালাবে।
    উল্লিখিত এক্সপোতে পনেরটি দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের মাঠ পর্যায়ে জিওস্পাশিয়াল তথ্য কাজে লাগানোর অভিজ্ঞতা প্রদর্শিত হয়। পরিদর্শনকালে দেখা যায়, একজন সেবাপ্রত্যাশী জমির কাগজপত্র, দলিল, যেকোন সনদপত্র, মৌজা ম্যাপ এবং প্রায় ২৭টি ক্ষেত্রের বিভিন্ন তথ্য এটিএম বুথের মতো বুথের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিয়ে সংগ্রহ করতে পারেন। ভূমি প্রতিমন্ত্রী বেশ কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশে এ ব্যবস্থা চালু করার ক্ষেত্রে মতামত ব্যক্ত করেন।
    অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি জরিপ ডিজিটালাইজেশনের কাজে বর্তমান অর্থবছরে ইডিসিএফ প্রকল্পে দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশকে প্রায় ৩.৫ কোটি মার্কিন ডলার সহায়তা প্রদান করছে। এ প্রকল্পের আওতায় দেশের ৩টি সিটি কর্পোরেশন এবং ২টি পৌরসভা ও আরও ৩টি প্রশাসনিক এলাকায় ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশনের কাজ করা হবে। এ প্রকল্পের কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার ভূমি মালিকদের অনেক জটিলতা ও জনভোগান্তি নিরসন হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
    জিওস্পাশিয়াল এক্সপো-২০১৬ এ অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহণ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার, শ্রীলঙ্কার ভূমিমন্ত্রী, তিউনিসিয়ার ভূমিমন্ত্রী, কম্বোডিয়ার ভূমিমন্ত্রী, লাউসের ভূমিমন্ত্রী, ইথিওপিয়ার ভূমিমন্ত্রীসহ আফ্রিকা ও এশিয়ার পনেরটি দেশের প্রতিনিধি অংশ নেন।
#

রেজুয়ান/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                         নম্বর : ২৮৫৭   
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ২১শে ভাদ্র (৫ই সেপ্টেম্বর) :

    আগামী ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিনিয়োগ বিষয়ে প্রথম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যবিশিষ্ট থাইল্যান্ডের একটি বিনিয়োগ প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। সফররত এ দলে থাইল্যান্ডের বিনিয়োগ বোর্ড ও থাইল্যান্ড-বাংলাদেশ বিজনেস কাউন্সিলসহ সে দেশের বিভিন্ন ব্যবসায় ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ রয়েছেন ।  

    থাইল্যান্ডের বিনিয়োগ বোর্ডের ডেপুটি সেক্রেটারি জেনারেল ঈযড়শবফবব কধবংিধহম এর নেতৃত্বে সফরকারী দলটির ৬ জন সদস্য আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলমের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।

    বিদ্যুৎ ও অবকাঠামোসহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগ সহজীকরণের সরকারি বিভিন্ন সুবিধাদি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী থাইল্যান্ডের বিনিয়োগ প্রতিনিধিদলকে অবহিত করেন। এদেশে বিনিয়োগকারীদের কার্যক্রম ঝামেলামুক্ত, সহজ ও দ্রুততর করার এবং তাদের যেকোন ধরনের সমস্যা সমাধানের জন্য সরকারের পক্ষ হতে সব ধরনের উদ্যোগ ও সদিচ্ছা সম্পর্কেও শাহ্রিয়ার আলম তাদের জানান। অর্থনৈতিক উন্নয়নে তিনি ইওগঝঞঊঈ ও ইইওঘসহ বিভিন্ন আঞ্চলিক সহযোগিতারও  উল্লেখ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়নের দ্রুতগতির ভূয়সী প্রশংসা করে।  

    এ সময় বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত চধহঢ়রসড়হ ঝঁধিহহধঢ়ড়হমংব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অণুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।

#
খালেদা/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৩৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৮৫৬

     অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা, ২১শে ভাদ্র (৫ই সেপ্টেম্বর):
    বাংলাদেশে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের বাছাইপর্ব চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
    আজ এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ৬ জাতির এই ফুটবল আসরে বাংলাদেশ দল সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর চীনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
    অনুরূপ এক বার্তায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দলকে অভিনন্দিত করেছেন।
#

শফিকুল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                       নম্বর : ২৮৫৫    

জাতীয় সংসদের  অধিবেশন ২৫ সেপ্টেম্বর শুরু

ঢাকা, ২১শে ভাদ্র (৫ই সেপ্টেম্বর) :

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৩ বঙ্গাব্দের ১০ আশ্বিন মোতাবেক ২০১৬ খ্রিস্টাব্দের
২৫ সেপ্টেম্বর রোজ রোববার বিকাল ৫টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ  কক্ষে দশম জাতীয় সংসদের দ্বাদশ (২০১৬ সালের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন।

গণপ্রজাতন্ত্র

Todays handout (13).doc