তথ্যবিবরণী নম্বর : ২৫১৮
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২২ ভাদ্র (৬ সেপ্টেম্বর) :
জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত কমিটির ৩৪তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ, পঞ্চানন বিশ্বাস, মোঃ আফসারুল আমীন, মোঃ শামসুল হক টুকু, মঈন উদ্দীন খান বাদল, এ কে এম, মাঈদুল ইসলাম, মোঃ রুস্তম আলী ফরাজী এবং বেগম ওয়াসিকা আয়েশা খান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ২০০৯-১০ অর্থবছরের বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনা এবং রিপোর্টিং এর ওপর বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিশেষ নিরীক্ষা প্রতিবেদন, ২০১০-২০১১ এর অডিট আপত্তির অনুচ্ছেদ ২.১.১, ২.১.২, ২.১.৩, ২.১.৪, ২.১.৫, ২.১.৬, ২.১.৮, ২.২.১, ২.২.২, ২.২.৫, ৩.১.১, ৩.১.২ ও ৩.১.৩ সর্বমোট ১৩টি আপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের সুপারিশ করা হয়।
বৈঠকে ব্রিটিশ সরকারের সময় প্রণয়ন করা সরকারি ঋণ আইন (চঁনষরপ উবনঃ অপঃ) ১৯৪৪ আইনে বাংলাদেশ সরকারকে কোনো স্বচ্ছ ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করে না মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি সিএন্ডএজি ও বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করে অতিসত্তর অর্থমন্ত্রণালয়কে এতদ্সংক্রান্ত একটি আইন প্রণয়নের পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে বিক্রয়যোগ্য সিকিউরিটি আইনটি যথাযথ নয় মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি ঋণ ব্যবস্থাপনার সঙ্গে সংগতি রেখে সংসদের আগামী অধিবেশনের মধ্যে আইনটি সংসদে উপস্থাপনের সুপারিশ করে।
বৈঠকে উন্নয়ন প্রকল্পের হিসাব ব্যবস্থাপনা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি সিএন্ডএজির সম্মতিক্রমে যে কোনো উন্নয়ন প্রকল্প ছক প্রণয়নের সুপারিশ করে।
বৈঠকে বৈদেশিক ঋণ সার্ভিসিং, সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ), জাতীয় সঞ্চয় স্কিম, বাজেট অভিক্ষেপন,সরকারি ঋণ ব্যবস্থাপনার দুর্বলতা, সমন্বিত ঋণ ব্যবস্থাপনার অভাব আনুসঙ্গিক দায়, ডিএমইউ কর্তৃক ঋণ উপাত্ত সংরক্ষণে দুর্বলতা, বৈদেশিক সাহায্য বাজেটিং এবং হিসাব উইং (ফাবা), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক বিষয়ে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি ঋণ সার্ভিসিং বিষয়টি তাৎক্ষণিক অনুজ্ঞাপত্র দিয়ে সিএজিকে অবহিতকরণ, জিপিএফ তহবিলায়িতকরণ, জাতীয় সঞ্চয় স্কিম সম্পর্কে সিএজি এবং বাংলাদেশ ব্যাংককে অবহিতকরণ, ঋণ রেকর্ডিং এবং হিসাব রক্ষণ প্রক্রিয়ায় অসংগতি দূরীকরণ এবং একটি সুসংগত রিপোর্টিং পদ্ধতি প্রণয়নের সুপারিশ করে।
বৈঠকে সম্পূরক বাজেট সংসদে উত্থাপনের পূর্বে অতিরিক্ত ব্যয়ের হিসাব সংসদের অনুমিত হিসাব কমিটি
(ঊংঃরসধঃব ঈড়সসরঃঃবব) তে উপস্থাপনের মাধ্যমে এর যৌক্তিকতা নিরূপণ সাপেক্ষে সংসদে উত্থাপনের সুপারিশ করে কমিটি।
সিএন্ডএজি মাসুদ আহমেদ,অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ,অডিট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হুদা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/২১২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫১৭
জাতীয় সংসদের লাইব্রেরি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২২ ভাদ্র (৬ সেপ্টেম্বর) :
জাতীয় সংসদের লাইব্রেরি সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে কমিটির সদস্য সাহারা খাতুন, আবুল কালাম আজাদ, সাইমুম সরওয়ার কমল, এনামুল হক এবং কাজী রোজী বৈঠকে অংশগ্রহণ করেন।
ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় কমিটি ভারতের লোকসভা পরিদর্শন সম্পর্কিত প্রতিবেদনের খসড়া বৈঠকে উপস্থাপিত হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ভারতের লোকসভার লাইব্রেরির আলোকে সংসদভবনে একটি অনুরূপ লাইব্রেরি ও মিউজিয়াম স্থাপন করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্পিকার ও অর্থমন্ত্রীর নিকট কমিটির গৃহীত সিদ্ধান্ত উপস্থাপনের বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংসদ লাইব্রেরিতে একটি বঙ্গবন্ধু কর্নার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, লাইব্রেরিতে একটি শিশু কর্নার স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
স¦পন/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫১৬
সিনিয়র সিটিজেনদের কল্যাণে
‘সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন’ গঠিত
ঢাকা, ২২ ভাদ্র (৬ সেপ্টেম্বর) :
দেশের সিনিয়র সিটিজেনদের কল্যাণার্থে ঢাকার মোহাম্মদপুরে ১৮৫ শাহজাহান রোডে ‘সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন’ নামে একটি অরাজনৈতিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে।
অবসরপ্রাপ্ত শীর্ষ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবীগণ এ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। ৬০ বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক এ প্রতিষ্ঠানের সদস্য হওয়ার যোগ্য। প্রতিষ্ঠানটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধনকৃত। ঢাকা জেলা সমাজসেবা কার্যালয় এ সংগঠনের ১৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি ২০১৪ সালের ২৭ নভেম্বর ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ৬০ বছরের অধিক বয়সি সকল নাগরিককে ‘জ্যেষ্ঠ নাগরিক’ বা সিনিয়র সিটিজেন হিসেবে ঘোষণা করেন।
#
আফরাজ/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/২০২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫১৫
জঙ্গি-সাইবার অপরাধ দমন করবে সোনার কারিগরেরা
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২২ ভাদ্র (৬ সেপ্টেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ছাত্র-তরুণদের সামনে তিনটি মূল কাজ। বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার সোনার কারিগর, জঙ্গি-সাইবার অপরাধ দম্েরনর বুলডোজার এবং গণতন্ত্রের আগাছা পরিষ্কারে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব নিতে হবে তাদের।’
আজ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ছাত্র ও তরুণ সমাজের প্রতি এ আহ্বান জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মীজানুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
তথ্যমন্ত্রী বঙ্গবন্ধুকে আধুনিক বাঙালি জাতীয়তাবাদের জনক হিসেবে বর্ণনা করে বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সকলকে বাঙালির পরিচয় দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক সমাজ গড়েছেন।’
‘উপমহাদেশের রাজনীতিতে নির্বাচন, আন্দোলন এবং নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করার অনন্য নজির স্থাপন করে বিশ্বরাজনীতিতে অমর হয়ে রয়েছেন বঙ্গবন্ধু’, বলেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, জাতির জীবনে এমন কিছু সিদ্ধান্ত নেবার সময় আসে যখন মিটমাট বা সহাবস্থান চলে না। মাতৃভাষার অধিকারের প্রশ্নে, পাকিস্তানি আর বাঙালিদের সমঅধিকারের প্রশ্নে বঙ্গবন্ধু কোন ছাড় দেননি। সংগ্রামের পথ বেছে নিয়েছেন।
‘এখন জাতির সামনে প্রশ্ন, আমরা একাত্তরের খুনি, বঙ্গবন্ধুর খুনি, একুশে আগস্টের খুনি ও আগুনসন্ত্রাসীদের সাথে মিটমাট করব, নাকি বিচারের মাধ্যমে তাদের সাজা দেব। এ সিদ্ধান্ত জাতির অস্তিত্বের জন্য জরুরি’, উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে অপরাধীদের মাফ নেই। অপরাধী যেই হোক বিচার হবেই।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, আর্কাইভ ৭১ এর প্রধান উপদেষ্টা এ এইচ আসলাম সানি, আর্কাইভ ৭১ এর নির্বাহী পরিচালক প্রণব সাহা অপু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ডঃ মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এফ এম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম সভায় বক্তৃতা করেন।
উদ্বোধনশেষে, মন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখেন। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এ প্রদর্শনীতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে ১৮৮টি দুর্লভ আলোকচিত্র স্থান পেয়েছে।
#
আকরাম/আফরাজ/নবী/মোশারফ/জয়নুল/২০১৫/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫১৪
বিশেষজ্ঞ চিকিৎসকরা জেলা-উপজেলায় কাজ করলে দরিদ্র মানুষ উন্নত স¦াস্থ্যসেবা পেত
-- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ২২ ভাদ্র (৬ সেপ্টেম্বর) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে গ্রামে গিয়ে সেবা দেয়ার আহ্বান জানিয়ে বলেন, রাজধানী ঢাকায় প্রয়োজনের তুলনায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সংখ্যা বেশি। ঢাকায় এমন হাসপাতালও আছে যেখানে রোগীর তুলনায় চিকিৎসক বেশি। অথচ দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ মানুষ হাতের নাগালে বিশেষজ্ঞদের পান না। যদি বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বেচ্ছায় ঢাকার বাইরে বদলি হয়ে যান তবে জেলা হাসপাতালগুলো সমৃদ্ধ হতো, দরিদ্র মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার উদ্যোগ পরিপূর্ণতা পেতো।
মন্ত্রী আজ ঢাকায় ‘বাংলাদেশ কলেজ অভ্ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স’ (বিসিপিএস) মিলনায়তনে ২০১৫ সালের জুলাই সেশনে এফসিপিএস এবং এমসিপিএস পাশকৃত চিকিৎসকদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের সহসভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া বক্তৃতা করেন।
স্বাস্থ্যমন্ত্রী এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাশ নম্বর না কমানোর সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে কোনো আপোশ করা হবে না। এ ক্ষেত্রে কোনো বিক্ষোভ বা চাপ সরকারকে পিছু হটাতে পারবে না।
তিনি বলেন, সরকার বেসরকারিখাতকে সব সময় উৎসাহ যোগাতে চায়। কিন্তু চিকিৎসা সেবা নিয়ে কোনো ব্যবসা চলে না। এ ক্ষেত্রে ন্যূনতম মান বজায় রাখতেই হবে। যারা নির্ধারিত ন্যূনতম পাশ নম্বর অর্জন করতে পারে না, তাদের চিকিৎসক হওয়ার প্রয়োজন নেই। তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেয়া উচিত না।
অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম ২০১৫ সালে এফসিপিএস ও এমসিপিএস পাস করা ২১২ জন ফেলো চিকিৎসকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এর মধ্যে ১৮৮ জন এফসিপিএস পাশ করেছেন। বিসিপিএস’র সভাপতি নতুন বিশেষজ্ঞ চিকিৎসকদের শপথ পাঠ করান।
বিকালে স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে ‘বার্ন ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে জমি অবমুক্তকরণ’ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্বকালে রাজধানীর চানখাঁরপুলে টিবি হাসপাতাল সংলগ্ন জমিতে বার্ন ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিক সদিচ্ছা ও নির্দেশনা অনুযায়ী এই জায়গায় বার্ন ইনস্টিটিউট তৈরি করতে হবে। তিনি দ্রুত সেখানে পরিচ্ছন্নতা অভিযান শুরু করে ইনস্টিটিউট নির্মাণের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে নির্দেশ প্রদান করেন।
সভায় জানানো হয়, রাজধানীর চানখাঁরপুলের টিবি হাসপাতাল ও এর সংলগ্ন জমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এবং এখানে বার্ন ইনস্টিটিউট নির্মাণে আইনগত কোনো সমস্যা নেই।
এসময় পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, পূর্ত সচিব মঈনুদ্দীন আবদুল্লাহ, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোঃ নুরুল হক, ডা. সামন্ত লাল সেন এবং বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫১৩
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে আইইবি’র নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ
ঢাকা, ২২ ভাদ্র (৬ সেপ্টেম্বর) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে ইনস্টিটিউশন অভ্ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)’র নবনির্বাচিত নেতৃবৃন্দ আজ বিদ্যুৎভবনে সাক্ষাৎ করেন। এসময় তারা বিদ্যুৎ ও জ্বালানিখাতের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, জাতি গঠনে ইঞ্জিনিয়ারদের আরো ইতিবাচক অবদান রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সামনে যে ভিশন দিয়েছেন তা বাস্তবায়নে প্রয়োজন ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ প্রয়াস। বঙ্গবন্ধুর স্বপ্ন, মতাদর্শ বুকে ধারণ করে আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার কাজে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি নবনির্বাচিত সদস্যদের বলেন, মানুষের জন্য এবং প্রতিষ্ঠানের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করুন, তাহলে সবাই আপনাদের স্মরণ করবে।
আইইবি’র নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহম্মেদ ভূইয়া বলেন, সরকারের এজেন্ডাসমূহ বাস্তবায়নে প্রকৌশলীগণ নিবেদিত হয়ে কাজ করবে।
এ সময় অন্যান্যের মধ্যে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি ড. হাবিবুর রহমান উপিস্থিত ছিলেন।
#
আসলাম/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫১২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ স্নাতক (সম্মান) ভর্তি প্রক্রিয়া ১ অক্টোবর শুরু
ঢাকা, ২২ ভাদ্র (৬ সেপ্টেম্বর) :
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণ করেছে।
শিক্ষার মানোন্নয়নে ২০১৮ সালের মধ্যভাগ হতে বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজট মুক্ত করা হবে। এরই প্রেক্ষিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়া আগামী ১ অক্টোবর শুরু হবে। ২০১৫-১৬ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি এসএসসি ও এইচএসসি’র প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে হবে এবং কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১ ডিসেম্বর ২০১৫ শুরু হবে।
উল্লেখ্য, স্নাতক (সম্মান) ব্যতীত অন্য সকল ভর্তি কার্যক্রম এসএসসি ও এইচএসসি’র প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই হয়ে থাকে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের ভর্তি নির্দেশিকা ও ওয়েবসাইটের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
#
ফয়জুল/আফরাজ/রফিকুল/রেজাউল/২০১৫/১৭৩৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫১১
নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞানে আলোকিত হতে হবে
-- শিক্ষামন্ত্রী
ঢাকা, ২২ ভাদ্র (৬ সেপ্টেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্বায়নের এ যুগে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞানে আলোকিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
মন্ত্রী আজ ঢাকায় যুগান্তর পত্রিকা আয়োজিত ‘আমাদের শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল প্রশ্নপত্রের ভালো-মন্দ’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রথাগত শিক্ষাব্যবস্থা দিয়ে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। আর তাই প্রচলিত শিক্ষা পদ্ধতির আধুনিকায়ন অত্যাবশ্যক হয়ে পড়ে। যুগের চাহিদা মেটাতে জননেত্রী শেখ হাসিনার সরকার জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে, ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে চালু করা হয় সৃজনশীল প্রশ্নে পরীক্ষা পদ্ধতি। তিনি বলেন সৃজনশীল প্রশ্ন পদ্ধতি একটি অত্যন্ত ভালো পদ্ধতি, এ ব্যাপারে কোন দ্বিমত নেই।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে সত্যিকারের জনসম্পদে পরিণত করতে গতানুগতিক মুখস্থ নির্ভর পরীক্ষা পদ্ধতির পরিবর্তে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। সৃজনশীল পাঠ্যপুস্তকসহ উপযোগী শিক্ষা উপকরণ উদ্ভাবন করা হয়েছে।
সৃজনশীল প্রশ্ন পদ্ধতি জনপ্রিয় করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে ৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে, এখনও দেয়া হচ্ছে। গ্রামাঞ্চলে নির্বাচিত ৮০০০ স্কুলে ইংরেজি ও গণিতে দুর্বল শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সরকার গৃহীত প্রকল্পের অধীনে প্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, একটি নতুন পদ্ধতি হিসেবে সৃজনশীল পদ্ধতির প্রয়োগে কিছু সমস্যা থাকতে পারে বিজ্ঞজনসহ সংশ্লিষ্টদের সবার মতামতের ভিত্তিতে সেসব সমস্যা কাটিয়ে উঠার চেষ্টা অব্যাহত রয়েছে। সারাদেশে প্রতিদিনই এ বিষয়ে আলোচনাসভা, গোলটেবিল বৈঠক, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালাসহ অসংখ্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
ঢাকার কুড়িলে যমুনা ফিউচার পার্কে দৈনিক যুগান্তর কার্যালয়ে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক ড. রতন সিদ্দিকী। মাধ্যমিক শিক্ষাখাত উন্নয়ন কর্মসূচির জয়েন্ট প্রোগ্রাম ডিরেক্টর রতন কুমার রায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফউল্লা, মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, ন্যাশনাল আইডিয়াল স্কুল ও কলেজ অধ্যক্ষ মাকসুদ উদ্দিন, অভিভাবক ফোরাম সভাপতি জিয়াউল কবীর দুলু, অভিভাবক সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক নীপা সুলতানা এবং দৈনিক যুগান্তর উপসম্পাদক আহমেদ দিপু ও রফিকুল ইসলাম রতন আলোচনায় অংশ নেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৫/১৭২৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫১০
দেশবাসীর কাছে দোয়া চাইলেন সমাজকল্যাণ মন্ত্রীর পরিবার
ঢাকা, ২২ ভাদ্র (৬ সেপ্টেম্বর) :
সমাজকল্যাণ মন্ত্রীর সুস্থতা কামনায় মন্ত্রীর পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়ে অনুরোধ জানিয়েছেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। মন্ত্রীর বর্তমান অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে সিঙ্গাপুর থেকে মন্ত্রীর সাথে থাকা তাঁর ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন টেলিফোনে জানিয়েছেন।
গতকাল মন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানোর কথা থাকলেও সিঙ্গাপুরে পৌঁছে পারিবারিক সিদ্ধান্তে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এ ভর্তি করানো হয়।
¬
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রী গত ২ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলায় তাঁর নির্ধারিত সরকারি সফর শেষে ঢাকায় ফিরে ৩ সেপ্টেম্বর ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁকে রাজধানীর শাহবাগস্থ বারডেম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বারডেম হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন তাঁর অবস্থার উন্নতি না হলে গত ৫ সেপ্টেম্বর তাঁকে সিঙ্গাপুরের ‘সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল’ এ ভর্তি করানো হয়।
#
মাইদুল/আফরাজ/রফিকুল/রেজাউল/২০১৫/১৭২৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫০৯
বিধি লঙ্ঘন করে বাড়িঘর নির্মাণকারীরাই রাজউকের বেশি সমালোচনা করে
--- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ২২ ভাদ্র (৬ সেপ্টেম্বর) :
যারা প্রচলিত নিয়ম মেনে চলে না, বিধি লঙ্ঘন করে বাড়িঘর ও ভবন নির্মাণ করে, তারাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বেশি সমালোচনা করে। ঢাকা শহরের প্রতিটি নির্মাণাধীন স্থাপনা সার্বক্ষণিক পরিদর্শন করার মত জনবল রাজউকের নেই। এ শহরকে বাসযোগ্য রাখতে হলে জনগণের মধ্যেও সচেতনতা গড়ে তুলতে হবে এবং সকলকেই দায়িত্ব পালন করতে হবে।
আজ রাজউক মিলনায়তনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর ও দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একথা বলেন।
রাজউকের অটোমেশন কার্যক্রম সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নে অনলাইন সেবাপ্রদান চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (ধ২র) কর্মসূচি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
পূর্তমন্ত্রী বলেন, নগর পরিকল্পনায় দূরদর্শীতার অভাবে ঢাকা শহর আজ সমস্যায় জর্জরিত। ঢাকা শহর কতদিন পর কতটুকু সম্প্রসারণ হবে, তা নগর পরিকল্পনাবিদরা অনুধাবন করতে পারেননি। ফলে আজ শহরের মাঝখানে তেজগাঁও শিল্পএলাকা অবস্থান করছে। ২৫ লাখ লোকের বসবাসের পরিকল্পনা নিয়ে তৎকালীন ডিআইটি যাত্রা শুরু করেছিল। সেই ঢাকা শহরের বর্তমানে প্রায় দুই কোটি মানুষের বসবাস।
তিনি বলেন, রাজউকের কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। এ অসন্তোষ দূর করতে রাজউকের সেবামূলক কার্যক্রমকে অনলাইনের আওতায় আনা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচি এ কাজে সহায়তা প্রদান করছে। বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসি’র সহায়তায় ভূমি ব্যবহার ছাড়পত্র নির্মাণ অনুমোদনের কাজ অনলাইনে করার উদ্যোগ নেয়া হয়েছে। শীঘ্রই ধানম-ি ও লালবাগ এলাকা এ কর্মসূচির আওতায় আসবে। তখন মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে জনগণ নথির অবস্থা জানতে পারবে। এ ছাড়াও গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, নিকুঞ্জ ও পূর্বাচল আবাসিক এলাকার ডিজিটাল আর্কাইভিং কাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে সকল সেবামূলক কার্যক্রমকে অনলাইন সেবায় আনা হবে। রাজউকের সেবামূলক কার্যক্রম অনলাইনের আওতায় আনা হলে জনগণের ভোগান্তি কমবে।
গৃহায়ন ও গণপূর্ত সচিব মঈনউদ্দীন আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবু সালেহ মোঃ সাঈদ, এডভোকেট নূর জাহান বেগম, রাজউক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন, রাজউকের সদস্য আব্দুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শেখ ইউসুফ হারুন।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শেখ ইউসুফ হারুন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব রহমত উল্লাহ
মোঃ দস্তগীর এবং রাজউকের সদস্য (পরিকল্পনা) আব্দুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। দিনব্যাপী কর্মশালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের কর্মকর্তা ছাড়াও রাজউকের সেবাগ্রহীতাগণ অংশ গ্রহণ করেন।
#
কিবরিয়া/আফরাজ/রফিকুল/আব্বাস/২০১৫/২১৫০ ঘণ্টা
Handout Number : 2508
Thai Ambassador calls on Foreign Minister
Dhaka, 6 September :
The outgoing ambassador of Thailand to Dhaka Madurapochana Ittarong has called on Foreign Minister A H Mahmood Ali at the Ministry of Foreign Affairs today.
During this farewell call on, the Foreign Minister has expressed his gratitude on behalf of the government of Bangladesh to the Thai government for holding the special meeting on the management of irregular migration in Bankok on 29 May this year. Mentioning Bangladesh as one of the major exporters of pharmaceuticals, the Foreign Minister has proposed for exchange of business delegation between Bangladesh and Thailand. He has thanked the outgoing Thai ambassador for her sincere efforts in strengthening bilateral relations and expanding economic cooperation between the two countries.
Ambassador Madurapochana Ittarong has informed Foreign Minister Mahmood Ali about the interest of Thai investors in the area of exploration of minerals and petroleum resources in the Bay of Bengal. Mentioning her stay in Dhaka for more than three years very blissful, the ambassador has thanked the government of Bangladesh specially the Ministry of Foreign Affairs for all kind of support extended to her.
#
Khaleda/Anasuya/Khadiza/Asma/2015/1520 hours
তথ্যবিবরণী নম্বর : ২৫০৭
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২২ ভাদ্র (৬ সেপ্টেম্বর) :
দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৬তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মোছা. মাহাবুব আরা বেগম গিনি, মনোয়ারা বেগম ও রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।
সভায় বিগত বৈঠকসমূহের সুপারিশ ও সিদ্ধান্তের আলোকে সর্বশেষ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
কমিটি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মহিলা ও শিশু নির্যাতনকারীদের কঠোর শাস্তি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। নির্যাতিত, অসহায় ও ধর্ষিত নারীরা যাতে ন্যায়বিচার পায় সেজন্য মহিলা বিচারক (জজ/মেজিস্ট্রেট) নিয়োগের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
কমিটি নারী ও শিশু নির্যাতন কেন্দ্রিক দুর্ঘটনা কবলিত স্থানগুলোতে তৎক্ষণাৎ পরিদর্শন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের পরবর্তী (ঋড়ষষড়-িঁঢ়) মনিটরিং এর জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে যৌতুক প্রথা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং নারীদের স্বাবলম্বী করতে মানসম্মত শিক্ষা নিশ্চিত ও নতুন নতুন সৃষ্টিশীল কর্মসংস্থানের ব্যবস্থা জোরদার করার জন্য সুপারিশ করা হয়।
কমিটি জয়িতা সম্পর্কে কোন সভা বা সেমিনার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদেরকে অবহিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতি.সচিব, জাতীয় মহিলা সংস্থার মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
হালিম/অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১৩৪০ ঘণ্টা