Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০১৭

তথ্যবিবরণী 30 ‍September 2017

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫১১

গ্রিন ফ্যাক্টরি নির্মাণ করা হচ্ছে
        -- বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানির জন্য কাজ করে যাচ্ছে। দেশের তৈরি পোশাক কারখানাগুলোকে গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তর করা হচ্ছে। বেশকিছু কারখানা ইতোমধ্যে গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তর করা হয়েছে। গ্রিন ফ্যাক্টরি নির্মাণের জন্য সরকার ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।

    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় হোটেল রেডিসনে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) আয়োজিত টুওয়ার্ডস সাসটেইনেবল টেক্সটাইল শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, বাংলাদেশ গত অর্থবছরে প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য এবং ৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সেবা রপ্তানি করেছে। এর মধ্যে প্রায় ২৮ বিলিয়ন মার্কিন ডলার এসেছে তৈরি পোশাক রপ্তানি করে।  তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে স্থায়ী ও শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন পার্টনারশিপ ফর ক্লিনার টেক্সটাইল (প্যাক্টে) এর মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছে।

    ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়েরনার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএর প্রেসিডেন্ট মোঃ সিিিদ্দকুর রহমান এবং আইএফসির উচ্চপদস্থ র্কমকর্তাবৃন্দ।

#

বকসী/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫১০

রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

উখিয়া (কক্সবাজার), ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৩টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং ক্যাম্পে ২ হাজার ৩ শত ১৫ জন পুরুষ ও ৬ শত ২২ জন মহিলা মিলে ২ হাজার ৯ শত ৩৭ জন, নোয়াপাড়া ক্যাম্পে ১ হাজার ৫ শত ৩ জন পুরুষ ও ৭ শত ৫ জন মহিলা মিলে ২ হাজার ২ শত ৮ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ২ শত ১৬ জন পুরুষ ও ৩ শত ২৭ জন মহিলা মিলে ১ হাজার ৫ শত ৪৩ জন এবং পুরোদিনে ৩টি কেন্দ্রে মোট ৬ হাজার ৬ শত ৮৮ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

এ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৩৮ হাজার ৯ শত ৪১ জনের নিবন্ধন করা হয়েছে।

#

সাইফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১২০ ঘণ্টা

 

 

 

 

 

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫০৯

রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত

উখিয়া (কক্সবাজার), ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে সরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

         উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে আজ ১১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ১৩৩ ট্রাকের মাধ্যমে ৩২৪ মেঃ টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৪২ হাজার ৩ শত ১৫ প্যাকেট শুকনো খাবার, ২১ হাজার ৯ শত ৮০ প্যাকেট শিশু খাদ্য, ৪ হাজার ৫ শত প্যাকেট রান্না করা খাবার, ২ হাজার ৭ শত প্যাকেট ঔষধ, ৪ শত পিস পোশাক, ৬ হাজার ১ শত ১০ পিস গৃহস্থালি সামগ্রী, ১ হাজার ৫ শতটি স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরির উপকরণ  পাওয়া গেছে এবং এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
    
আজ পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসনের ৩টি গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ১২৬ মেঃ টন চাল, ১৭ মেঃ টন ডাল, ৩৪ হাজার ৩ শত ৮২ লিটার তেল, ৯ হাজার ৯ শত ৫১ কেজি লবণ, ৩২ মেঃ টন চিনি, ১০ হাজার  কেজি আটা/ময়দা, ১ মেঃ টন গোলআলু,  ২১ হাজার ৭ শত ৬২ কেজি গুঁড়ো দুধ, ৪ হাজার ৭৫ কেজি মুড়ি, ১৯ হাজার ৬ শত পিস কম্বল, ২০ টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।   

    আজ কক্সবাজার জেলা প্রশাসনের নিকট দেশীয় বেসরকারি ২টি প্রতিষ্ঠান/সংস্থা ত্রাণসামগ্রী জমা দিয়েছে।

#

সাইফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৫০৮
 
পদ্মা সেতু স¦প্ন নয়, বাস্তবতা
                 -- সেতুমন্ত্রী


মাওয়া (মুন্সিগঞ্জ), ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :

    পদ্মা সেতু এখন আর স¦প্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। পদ্মার বুকে মাথা তুলে দাঁড়ানো এ  সেতু  শেখ হাসিনার সাহসী  নেতৃত্বের সোনালী ফসল।    আজ সকালে জাজিরা প্রান্তে  সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মাঝে সুপার স্ট্রাকচার/স্প্যান স্থাপনের কাজ অবলোকনের পর সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক এ প্রকল্প  থেকে নিজেদের গুটিয়ে নিলে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তে নিজস¦ অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেয়া হয়। সকল অনিশ্চয়তার  মেঘ কেটে পদ্মা সেতু আজ আর রঙিন স¦প্ন নয়, বাস্তবতা।

    এসময় মন্ত্রী জানান, ৬ কিলোমিটারের বেশি দীর্ঘ এ সেতুতে আরো ৪০টি স্প্যান বসবে, ইতোমধ্যে পদ্মা সেতু প্রকল্পের কাজ শতকরা সাড়ে ৪৭ ভাগ শেষ হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

    স্প্যান স্থাপনকালে সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, প্রকল্প পরিচালক  প্রকৌশলী সফিকুল ইসলামসহ নির্মাণ প্রতিষ্ঠান, নির্মাণ তদারকি প্রতিষ্ঠান, সেতু বিভাগ এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

ওয়ালিদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৫০৭

বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে সোলার হোম সিস্টেম বিতরণ

বান্দরবান, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :

    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গরিব ও অসহায় ৯২টি পরিবারের সদস্যদের মাঝে পরিবার প্রতি ১টি করে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়। এছাড়াও তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ৮৯০টি সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। ফলে পরিবারগুলো ফ্যান, বাতি, মোবাইলে চার্জসহ বিদ্যুতের নানা সুবিধা গ্রহণ করতে পারবে।

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বান্দরবানের বাসভবনে আজ তিনি সোলার হোম সিস্টেম বিতরণ করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী তথা উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে নানাবিধ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। পার্বত্য শান্তি চুক্তির শর্ত মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে এ অঞ্চলের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মোঃ মঞ্জুরুল আলম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, কাঞ্চন জয় তঞ্চাঙ্গাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

#

জুলফিকার/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৫০৬
 

পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিককে ডব্লিউএফপি খাদ্য সহায়তা দেবে

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :

    জাতিসংঘের খাদ্য সংস্থা-ডব্লিউএফপি মিয়ানমার থেকে পালিয়ে আসা পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিককে খাদ্য সহায়তা দেবে।

    আজ রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীরবিক্রম, এর সাথে ডব্লিউএফপি এর নির্বাহী পরিচালক ডেভিড বিসলে (উধারফ ইবধংষবু) সাক্ষাৎকালে একথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

    মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের বর্তমান পরিস্থিতি, খাদ্য সহায়তা, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি নিয়ে তাঁরা মতবিনিময় করেন। ডব্লিউএফপি শিশু ও গর্ভবতী মায়েদের আলাদা করে বিশেষ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহ করবে বলে মন্ত্রীকে অবহিত করে।

    মতবিনিময় কালে মন্ত্রী ডব্লিউএফপি এর নির্বাহী পরিচালককে জানান ইউনিসেফ রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা করবে। এসময় মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দীর্ঘ মেয়াদে বাংলাদেশে রাখা সম্ভব না। মিয়ানমারকে এসব নাগরিককে ফিরিয়ে নিতে হবে। বর্তমানে বাংলাদেশে এমনিতেই খাদ্য মূল্য ঊর্ধ্বমুখী। ডেভিড বিসলে মন্ত্রীকে জানান, খাদ্য সহায়তা অব্যাহত রাখতে ইতিমধ্যে তিনি বিভিন্ন দেশের সাথে আলোচনা করেছেন।
 
#

দেওয়ান/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২৫০৫

আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর ) :      

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ অক্টোবর ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :

    “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১লা অক্টোবর ২০১৭ ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি দেশের সকল প্রবীণের সুস্বাস্থ্য, মর্যাদাপূর্ণ জীবন এবং সার্বিক কল্যাণ কামনা করছি।
    দিবসটির এবারের প্রতিপাদ্য 'Stepping into the Future : Tapping the Talents, Contributions and Participation of Older Persons in Society' অর্থাৎ ‘ভবিষ্যৎ অগ্রসরে : সমাজে প্রবীণদের দক্ষতা, অবদান এবং অংশগ্রহণ নিশ্চিত করুন’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
    প্রবীণ জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার একটি সংবেদশীল ও অবিচ্ছেদ্য অংশ। কর্মময় জীবনে নিজ নিজ পরিবার, সমাজ ও দেশ গঠনে তাঁরা অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করেছেন। আজকের এই সমাজ বিনির্মাণে তাঁদের ভূমিকাই মুখ্য। তাই জীবনসায়াহ্নে মর্যাদার সঙ্গে তাঁদের পরিচর্যা ও কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা রাষ্ট্র, পরিবার তথা সমাজের অবশ্য কর্তব্য।
    আমাদের সরকার প্রবীণদের সার্বিক কল্যাণে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বয়স্কভাতা কর্মসূচি, জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ এবং পিতামাতার ভরণপোষণ  আইন ২০১৩ প্রণয়ন করা হয়েছে। আমরা প্রবীণদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তার প্রতিটি খাতে বরাদ্দ বৃদ্ধি করেছি। এছাড়া প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন গঠনের মাধ্যমে প্রবীণসেবা কর্মসূচি আরো গতিশীল করার উদ্যোগ নেয়া হয়েছে।
    আমি আশা করি, প্রবীণদের কল্যাণে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টাসমূহ আরো বেগবান হবে। সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা প্রবীণদের জন্য একটি সুখী ও সুন্দর পৃথিবী উপহার দিতে পারব।
    আমি ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৭’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
                                    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                                        বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭১১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ২৫০৩

পবিত্র আশুরা উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর ) :     

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ অক্টোবর পবিত্র আশুরা উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
    “পবিত্র আশুরা মানব ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র।
    হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সঃ) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ) ও তাঁর পরিবারবর্গ কারবালা প্রান্তরে শাহাদতবরণ করেন।
    সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।
    সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটাতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

                                    জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                                        বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৫০৪

আন্তর্জাতিক প্রবীণ দিবসে রাষ্ট্রপতির বাণী  
ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর ) :     

         রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১ অক্টোবর ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
    “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
    আর্থ-সামাজিক ও জনস্বাস্থ্যের উন্নয়নসহ চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় উন্নতিতে বিশ্বে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে পৃথিবীর সব দেশেই প্রবীণদের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। প্রবীণ জনগোষ্ঠী সমাজে সম্মান ও শ্রদ্ধার পাত্র। তাঁদের মেধা, মনন ও কর্মময় জীবনের পথ বেয়েই সভ্যতা ও উন্নয়ন এগিয়ে চলেছে। তাই প্রবীণ ব্যক্তিদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রদানসহ তাঁদের স্বস্তিদায়ক  জীবন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
    ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবীণদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। তাই প্রবীণদের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত করা এবং তাঁরা যাতে সুখ-শান্তিতে এবং মর্যাদার সাথে বেঁচে থাকতে পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া অতীব প্রয়োজন। এ ক্ষেত্রে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি করি। সরকার প্রবীণদের কল্যাণে বয়স্কভাতা, চিকিৎসাসেবা প্রদানসহ সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি এবং কল্যাণমূলক সংগঠন প্রবীণদের কল্যাণে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
    বার্ধক্যের বাস্তবতাকে অস্বীকার করার উপায় নেই। স্বাভাবিক নিয়মেই একদিন প্রবীণত্বকে বরণ করতে হয়। আন্তর্জাতিক প্রবীণ দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘ভবিষ্যৎ অগ্রসরে : সমাজে প্রবীণদের দক্ষতা, অবদান এবং অংশগ্রহণ নিশ্চিত করুন’ (Stepping into the Future : Tapping the Talents, Contributions and Participation of Older Persons in Society) যথার্থ হয়েছে বলে আমি মনে করি। প্রবীণদের নানা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সমাজ গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ প্রদান করা গেলে তাঁরা সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন এবং জাতীয় উন্নয়নও ত্বরান্বিত হবে। আন্তর্জাতিক প্রবীণ দিবসে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল প্রবীণের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি।
    আমি আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৭ উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা কামনা করি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭১৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                  নম্বর : ২৫০২

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী  

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর ) :     

         রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১ অক্টোবর পবিত্র আশুরা উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :

    “পবিত্র আশুরা উপলক্ষে আমি কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
    পবিত্র আশুরা সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকের দিন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রাঃ), তাঁর পরিবারের সম্মানিত সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ এ দিনে বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালায় শহিদ হন। ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার জন্য তাঁদের এই আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ¦ল হয়ে আছে। কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে, প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার । পবিত্র আশুরার মহান শিক্ষা আমাদের সকলের জীবনে প্রতিফলিত হোক-এ প্রত্যাশা করি।

    ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখানে হানাহানি, হিংসা, দ্বেষ বা বিভেদের কোন স্থান নেই। পবিত্র আশুরার এই দিনে আমি সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/সেলিম/মোশারফ/আবব্াস/২০১৭/১৭০৬ ঘণ্টা

 

Todays handout (4).docx