তথ্যবিবরণী নম্বর : ১৬৭৯
জিঙ্ক ধান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন) :
আজ ঢাকার ফার্মগেটে খামারবাড়ীর গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে জিঙ্কসমৃদ্ধ ধানের ওপর এক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এ জেড এম মমতাজুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ) আনোয়ার ফারুক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হার্ভেস্ট প্লাস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার ড. খায়রুল বাশার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক শেখ হেমায়েত হোসেন এবং হার্ভেস্ট প্লাস বাংলাদেশ এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ছারওয়ার জাহান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার ফারুক তাঁর বক্তব্যে পুষ্টিসমৃদ্ধ ধান, ডাল, গমের চাষ বৃদ্ধি করে পুষ্টির চাহিদা মেটানোর তাগিদ দেন। তিনি জানান, বোরো মৌসুমে লাল রংয়ের চিকন জিঙ্ক ধান মুক্তির অপেক্ষায় আছে। তিনি জিঙ্কসমৃদ্ধ ব্রি ধান ৬২-এর দ্রুত সম্প্রসারণের আহ্বান জানান।
#
মিজান/সাইফুল্লাহ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২১২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৭৭
প্রজ্ঞাপন জারি
পবিত্র রমজানে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের কর্মঘণ্টা হ্রাস
ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন) :
আসন্ন পবিত্র রমজান মাসে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বিশ্রামের জন্য প্রতি কর্মদিবসে কমপক্ষে আধাঘণ্টা কর্মবিরতি প্রদান করতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সাপ্তাহিক সাধারণ কার্যকলাপের মেয়াদ কমপক্ষে আড়াই ঘণ্টা হ্রাস করতে হবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সম্প্রতি এক প্রজ্ঞাপনে একথা জানান।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ৩২৪ (৩) ধারার ক্ষমতাবলে এ আইনের ১০১ (ক) ধারার বিধানের কার্যকারিতা স্থগিত করে উল্লিখিত প্রজ্ঞাপন জারি করা হয়।
#
সাইফুল্লাহ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২১১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৭৬
অভিভাবক সমাবেশে গণশিক্ষামন্ত্রী
শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ
ঢাকা (দোহার), ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন) :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জাতি গঠন করতে হলে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য বর্তমান সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
মন্ত্রী আজ ঢাকা জেলার দোহার উপজেলায় মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, অভিভাবক ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, আজকের শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বর্তমান সরকার ঘোষিত ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের সারিতে দাঁড় করাবে। এলক্ষ্যে সরকার বিদ্যালয়বিহীন গ্রামে নতুন নতুন বিদ্যালয় স্থাপন, বিগত ৬ বছরে প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ, নতুন অবকাঠামো নির্মাণ ও সংস্কার করেছে। শিশুদের লেখাপড়ার প্রতি আকৃষ্ট করতে বছরের শুরুতে বিনামূল্যে ৪ রঙ্গের নতুন বই সরবরাহ করে চলেছে। এছাড়া খেলাধুলার জন্য মাঠ নির্মাণসহ খেলার সরঞ্জাম দেয়া হচ্ছে। শিশুদের পুষ্টিমান বৃদ্ধি করতে মিড ডে মিলসহ উচ্চ পুষ্টিমানসমৃদ্ধ বিস্কিট সরবরাহ করা হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা সম্ভব হয়েছে। এখন শিক্ষার গুণগতমান বৃদ্ধির জন্য শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা কন্দ্রের তত্ত্বাবধানে ১৮ মাসব্যাপী ডিপ্লোমা ইন এডুকেশন কোর্স চালু করা হয়েছে। এছাড়া শিক্ষাকে বিশ্বমানের করে তুলতে দেশে প্রশিক্ষণের পাশাপাশি বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে দেশে বিদ্যমান ৫৫টি পিটিআইতে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়। পিটিআইবিহীন আরো ১২টি জেলায় ১২টি পিটিআই নির্মাণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। রাজধানীতে ১০ তলা বিশিষ্ট পিটিআই ভবন নির্মাণ করা হচ্ছে। ফলে এ জেলার শিক্ষকদের আর অন্য জেলায় গিয়ে প্রশিক্ষণ নিতে হবে না। তিনি বলেন, শিক্ষকদের সামাজিক মর্যাদা ও আর্থিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রধান শিক্ষকদের ২য় শ্রেণিতে উন্নীত করাসহ সহকারী শিক্ষকদের বেতনস্কেল একধাপ বৃদ্ধি করা হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য এডভোকেট সালমা ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহম্মদ ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আলমগীর সমাবেশে বক্তৃতা করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক নিরোধ ও প্রতিরোধের জন্য কঠোর হতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ প্রদান করেন। এজন্য তিনি জিরো টলারেন্স দেখানোর জন্যও নির্দেশ দেন।
#
রবীন্দ্রনাথ/সাইফুল্লাহ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২০৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৭৫
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন
ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন) :
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির (সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশ সরকার, অফিস সহায়ক) শূন্য পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা আগামী ১২ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টার পরিবর্তে ঐ দিন একইস্থানে (বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ড. কুদরত-ই-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫) বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে।
#
এনায়েত/সাইফুল্লাহ/জসীম/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৭৪
বাজেট ইনফরমেশন হেল্পডেস্ক পরিদর্শন করলেন স্পিকার
ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন) :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ জাতীয় সংসদ ভবনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উপলক্ষে ‘বাজেট অ্যানালাইসিস এন্ড মনিটরিং ইউনিট’ (ইঅগট) স্থাপিত বাজেট ইনফরমেশন হেল্পডেস্ক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্পিকার বলেন, ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ইতোমধ্যে সংসদে উপস্থাপিত হয়েছে। আজ থেকে সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট আলোচনা অনুষ্ঠিত হবে। সংসদে স্থাপিত এই হেল্পডেস্কটির মাধ্যমে বাজেট সম্পর্কে বিভিন্ন বিষয়ে তথ্য গ্রহণ করে সংসদ সদস্যসহ অনেকেই উপকৃত হবেন এবং বাজেট আলোচনাও প্রাণবন্ত হবে।
পরিদর্শনকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
শিবলী/সাইফুল্লাহ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৭২
ব্যুত্থান প্রশিক্ষণ সনদ প্রদান করেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন) :
বাংলাদেশ ব্যুত্থান এসোসিয়েশন আয়োজিত বাংলাদেশের ব্যুত্থান ঐতিহ্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট শীর্ষক সেমিনার ও ব্যুত্থান প্রদর্শনী আজ ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
অনুষ্ঠানে ব্যুত্থান খেলোয়াড়রা শারীরিক কসরত ও ব্যুত্থান খেলা প্রদর্শন করেন।
#
এনায়েত/সাইফুল্লাহ/মিজান/আলম/জসীম/জয়নুল/২০১৫/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৭১
বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন
ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন) :
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল)-এর গার্ড গ্রেড-২ পদে লিখিত পরীক্ষা ১২ জুন, ২০১৫ সকাল ১০ টার পরিবর্তে বিকাল ৫ টায় এবং পার্শে¦ল সহকারী গ্রেড-২ পদে লিখিত পরীক্ষা ১২ জুন বিকাল ৩ টার পরিবর্তে ২৬ জুন, ২০১৫ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
আজ রেলপথ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
#
শরিফুল/মোহাম্মদ আলী/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩৩০ ঘণ্টা