Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুন ২০২৪

তথ্যবিবরণী :১৪ জুন ২০২৪

Handout                                                                                                                      Number: 5130

500-meter green belt will be built in the coastal areas

                                              ----Environment Minister

 

Dhaka, 14 June:

 

Environment, Forest and Climate Change Minister Saber Hossain Chowdhury said that according to the election manifesto of Bangladesh Awami League, a 500 meter green belt will be built in coastal areas to protect the country from storm surges.  As a result of climate change, 17 percent of Bangladesh will be submerged in water due to the rise in sea level.  As a result, there will be no food production in that area.  The map of Bangladesh will change.  Climate change has created an existential crisis for us.  If there are more trees, the temperature will be lower.  Therefore, to sustain the existence of Bangladesh, more and more trees must be planted.

 

Environment Minister of Environment said these things on Friday, in Mughda of the capital, while addressing the chief guest at the inauguration ceremony of the nationwide tree planting program organized by Bangladesh Awami Jubo League on the occasion of Bangladesh Awami League's platinum jubilee.

 

The Environment Minister said that a healthy environment is required to build a smart Bangladesh announced by the honorable Prime Minister Sheikh Hasina. And a healthy environment requires enough plants.  Plantation is essential to ensure a healthy and safe world for our future generations.  Cutting trees is a crime.  On the occasion of the inauguration of this national programme, the minister expressed sincere thanks to the Jubo League for choosing Dhaka 9 constituencies and said that the support of the Jubo League will be accepted for the government plantation program and protection of forest resources.

 

Bangladesh Awami Jubo League Chairman Sheikh Fazle Shams Parash presided over the event.   General Secretary of Jubo League Mainul Hossain Khan Nikhil MP and Central and local leaders of Jubo League were also present on the occasion.

 

On the occasion, the minister and other guests inaugurated the nationwide tree plantation program of Bangladesh Awami Jubo League by planting and distributing tree saplings.

 

#

Dipankar/Shafi/Rofiqul/Abbas/2024/2033 Hours

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ৫১২৯

দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশি করে গাছ লাগাতে হবে

                                                     - পরিবেশমন্ত্রী

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে বাংলাদেশের ১৭ শতাংশ এলাকা পানিতে তলিয়ে যাবে। ফলে ঐ এলাকায় খাদ্য উৎপাদন হবে না। লবণাক্ততা ঢাকার কাছে চলে আসবে। বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে। জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে। বেশি গাছ থাকলে তাপমাত্রা কম হবে। তাই বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

আজ রাজধানীর মুগদায় বাংলাদেশ আওয়ামী লীগের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুস্থ পরিবেশ। আর সুস্থ পরিবেশের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে গাছপালা। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার বৃক্ষরোপণ অত্যাবশ্যক। গাছ কাটা অপরাধ। তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার অনুযায়ী উপকূলীয় এলাকায় ৫০০ মিটার সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে যাতে ঝড় জলোচ্ছ্বাস থেকে দেশ রক্ষা পায়। জাতীয় এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে ঢাকা ৯ আসনকে বেছে নেয়ার জন্য যুবলীগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি বৃক্ষরোপণ কর্মসূচি ও বনজ সম্পদ রক্ষায় যুবলীগের সহায়তা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি-সহ যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী ও অন্যান্য অতিথিরা গাছের চারা রোপণ এবং বিতরণের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

#

দীপংকর/শফি/রফিকুল/শামীম/২০২৪/২০০৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ৫১২৮

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৫ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৮ হাজার ১৩৪ জন।

#

দাউদ/শফি/রফিকুল/শামীম/২০২৪/১৭১০  ঘণ্টা

Handout                                                                                                                     Number: 5127

Bangladesh elected as Vice Chair of the 27th IRENA

Abu Dhabi, 14 June:

Bangladesh has been elected Vice Chair of the 27th Council of International Renewable Energy Agency (IRENA), the second highest body of the Agency comprising 168 countries and the EU.

The two-day council meeting commenced yesterday in Abu Dhabi, where representatives from more than 100 countries have gathered to discuss the current state of investments in renewable energy and partnerships and explore best practices in energy transition.

Bangladesh, represented by Mohamed Abu Zafar, Permanent Representative to IRENA and Ambassador to the UAE, in his capacity as Vice Chair, chaired today an important session of the council meeting titled 'Derisking investments towards realizing SDG7'. A five-member Bangladesh delegation led by the Ambassador, representatives from the Power Division and the officials from the Bangladesh Embassy in Abu Dhabi are attending the Council.

In the National Statement made in the Council, Bangladesh has set a bold and ambitious target to install about 30 GW of renewable energy capacities by 2041. This target, which requires at least 30 billion USD investment, is a clear demonstration of our country's commitment to a sustainable and green future. Bangladesh has urged IRENA and associated bodies to facilitate necessary funding, capacity building, and technology transfer to help to achieve this goal.

On the sideline of the council meeting, the Bangladesh delegation also held a bilateral meeting with the Director (Country Engagement & Partnership), IRENA to discuss the progress of the Renewable Readiness Assessment currently underway by IRENA, Flexibility Analyses, Funding from ETAF (Energy Transition Accelerated Financing) and private sectors' engagement with IRENA to achieve the national targets in renewable energy.

In recent years, Bangladesh has significantly increased its engagements with IRENA, a testament to our country's commitment to renewable energy. Bangladesh was elected as a Council member of IRENA for the year 2024 and a member of the Administrative and Financial Committee for the term 2024-2025. This year, in coordination with the Power Division, IRENA has initiated the Renewable Readiness Assessment for Bangladesh, a crucial step in understanding our country's potential for renewable resources.

#

Kamruzzaman/Robi/Sazzad/Mansura/2024/1510 hours

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ৫১২৬

 

কোরবানির বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম স্থাপন, বর্জ্য অপসারণে সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল

                                                                                                         -ডিএনসিসি

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন): 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, কোরবানীর বর্জ্য অপসারণের সঙ্গে জড়িত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া, সুষ্ঠুভাবে কোরবানির বর্জ্য অপসারণের জন্য ডিএনসিসিতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক তদারকি টিম গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

মেয়র গতকাল রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে ২য় পরিষদের ২৮তম কর্পোরেশন সভায় গৃহিত এ সকল সিদ্ধান্তের কথা জানান।

মেয়র বলেন, গত বছর ঈদে কোরবানির বর্জ্য অপসারণে কাউন্সিলরদের নেতৃত্বে ডিএনসিসি সফল হয়েছে। পূর্ব ঘোষিত ৮ ঘন্টারও কম সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছিল। এবছর ডিএনসিসির টার্গেট ৬ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণ করা। এ লক্ষ্যে সকল কাউন্সিলর, কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মীরা সার্বক্ষণিক মাঠে থাকতে হবে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে কাউন্সিলরদের আরো বেশি উৎসাহী করার জন্যইেএ বিষয়ে সফল কাউন্সিলরদের স্বর্ণপদক দেবে ডিএনসিসি। ডিএনসিসির যে সকল ওয়ার্ডগুলোতে কেবল শূণ্য সংখ্যক ডেঙ্গুরোগী থাকবে তাদের এ পদক দেয়া হবে।

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান ও ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

মকবুল/কামরুজ্জামান/রবি/সাজ্জাদ/শামীম/২০২৪/১৫৪৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ৫১২৫

রেলমন্ত্রীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন

ঈদে ঘরমুখো যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন): 

 

রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এসময় তিনি সেখান থেকে ছেড়ে যাওয়া ট্রেনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

মন্ত্রী বলেন, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা বাহিনীদের সহযোগিতায় সফলতার সাথে ঈদে ঘরমুখো যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। তিনি আরো বলেন, সব প্রস্তুতি আছে। ঢাকা থেকে প্রতিদিন ৬৪টি ট্রেন ছেড়ে যায়। সকল ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে। নিরাপদ ঈদযাত্রার লক্ষ্যে রেলওয়ে সকল ধরনের কর্মপ্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া, আম ও গবাদিপশু পরিবহণের জন্য স্পেশাল ট্রেনও চালু করা হয়েছে।

এসময় রেলপথ সচিব হুমায়ুন কবীর ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#

মকবুল/কামরুজ্জামান/রবি/সাজ্জাদ/শামীম/২০২৪/১৪৩৮ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ৫১২৪

বিশ্বায়নের যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই

                                                                  -প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন): 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে দক্ষতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এলক্ষ্যে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তাদের জন্য দেশে- বিদেশে চাকরির কোনো অভাব নেই।

প্রতিমন্ত্রী গতকাল সিলেটে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারন্যাশনাল কুকিং ট্রেনিংয়ের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। তাই বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার প্রসারে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছেন। ফলে দেশে বহু মানুষ কারিগরি দক্ষতায় আত্মকর্মশীল হয়ে উঠেছে।

অনুষ্ঠানে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাহিদ নেওয়াজ ও ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, বক্তৃতা করেন। 

পরে প্রতিমন্ত্রী কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করেন।

#

সৈকত/কামরুজ্জামান/রবি/সাজ্জাদ/শামীম/২০২৪/১২৩৩ ঘণ্টা

 

 

2024-06-14-14-36-6aa161e65c27ba73cd419932b8b7bd52.docx