তথ্যবিবরণী নম্বর: ১৯৪৩
পরিবেশ সম্মত আবাসন শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক
-সমাজকল্যাণ উপদেষ্টা
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর):
সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, পরিবেশ সম্মত আবাসন কেবল প্রকৃতির কল্যাণ সাধনে নয়, আমাদের স্বাস্থ্যকর শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক।
আজ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলা বসতি নামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, একটি মাস্টারপ্ল্যানের আওতায় পুরো কমিউনিটি গড়ে উঠছে বলে একটি অনন্য সাধারণ সামাজিক প্রতিবেশও গড়ে উঠতে পারে এ প্রকল্পে, যা আমাদের আগামী প্রজন্মের বেড়ে উঠায় দারুণ ভূমিকা পালন করবে এবং ঢাকাকে একটি সবুজ স্বপ্নের নীড় রচনা করবে।
এর আগে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য শিক্ষাবিদ, বাঙালির মনন ও মানুষের আলোকবর্তিকা অধ্যাপক মরহুম সারোয়ার মুরশিদ এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে উপদেষ্টা তাঁর পিতার কবর জিয়ারত করেন। এ সময় পরিবার, ব্রতী সংস্থা এবং নাগরিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
#
রফিকুল/রানা/মোশারফ/শামীম/২০২৪/২২৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৪২
আন্দোলনে আহতদের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে
- স্বাস্থ্য উপদেষ্টা
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর):
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৮৭৩ জন শহিদ হয়েছেন। ২১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। তিনি আরো বলেন, এনজিওগুলো দেশের আনাচে কানাচে কাজ করার সুযোগ রয়েছে। তারা যদি এমন রোগী খুঁজে পায় যে আন্দোলনে আহত হয়ে চিকিৎসা পাচ্ছে না। কিংবা আগে রিকশা চালিয়ে জীবনযাপন করতেন, এখন পা হারিয়ে তার উপার্জন বন্ধ হয়ে গেছে। এরকম অসহায় মানুষদের কর্মসংস্থানের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এই যে ২১ হাজার আহত হয়েছে এবং ৪০ জন দুই চোখ হারিয়েছেন ওদের ভবিষ্যৎ কি? এই যে একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে তারা যাচ্ছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে।
আজ এনজিও ব্যুরোর উদ্যোগে এনজিও ব্যুরোর সভাকক্ষে স্বাস্থ্য সেবায় এনজিও'র সম্পৃক্ততা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, সবাইকে মিলেমিশে দায়িত্ব নিতে হবে। এনজিওগুলোর প্রতি আহ্বান করে বলেন, মানুষগুলো আহত হয়ে পড়েছে তাদের পড়াশোনা কিংবা কাজের মধ্যে কিভাবে নিয়ে আসা যায় সে ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আন্দোলনে আহতদের মধ্যে ৭০ শতাংশ সাধারণ মানুষ। তাদের মধ্যে রিকশা, ভ্যানগাড়ি চালকও রয়েছে, বাকিরা শিক্ষার্থী।
নূরজাহান বেগম বলেন, দেশে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, বাল্যবিয়ে, স্কুল থেকে শিক্ষার্থী ঝড়ে পড়া নিয়ে উদ্বেগ আছে। এগুলো নিয়ে বিভিন্ন এনজিওগুলোর সাথে সরকার সমন্বয় করে কাজ করতে পারে। এনজিওগুলোর সাথে আমরা বিশদভাবে কাজের পরিকল্পনা নিতে পারি। তিনি বলেন, এখন ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। সবাই সচেতন হলে ডেঙ্গুতে আর একজনও মারা যাওয়ার কথা না। তাই জনগণের মাঝে সচেতনতা তৈরি করার জন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে । যেখানে সেখানে আবর্জনা ফেলা, বদ্ধ পানি জমে থাকা এসবের বিরুদ্ধে সচেষ্ট হতে হবে।
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। এছাড়া সভায় দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে এমন দেশি ও আন্তর্জাতিক এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
#
শাহাদাত/রানা/মোশারফ/শামীম/২০২৪/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৪১
রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে বৈশ্বিক ঐকমত্য জরুরি
--হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান
দোহা, ২৩ অগ্রহায়ণ (৮ডিসেম্বর):
বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনে বৈশ্বিক ঐকমত্য জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। একইসঙ্গে, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের বলিষ্ঠ সহযোগিতা কামনা করেন তিনি।
কাতারের দোহায় শেরাটন হোটেলে চলমান দোহা ফোরামে ‘ক্রসরোডে বাংলাদেশ: শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক সংস্কার এবং শেখ হাসিনা পরবর্তী গতিপথ’ শীর্ষক সেশনে এসব কথা বলেন তিনি।
দোহা ফোরামের দ্বিতীয় দিনে এই সেশনের শুরুতে দোহা ফোরামে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণের প্রেক্ষিতে আয়োজক ও অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রেরিত ৬ মিনিটের তাঁর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। এ সেশনে কাতারের উচ্চশিক্ষা সংক্রান্ত প্রতিমন্ত্রী যোগদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে শুধু মানবতার কারণে শত সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ গত সাত বছর ধরে আশ্রয় দিয়ে যাচ্ছে । বিশ্ব সম্প্রদায়ের অধিকতর সহায়তা ছাড়া বাংলাদেশের পক্ষে এটি অব্যাহত রাখা খুবই কঠিন হয়ে পড়ছে। দ্রুত সময়ে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে বৈশ্বিক ঐকমত্য গঠনে জোর দেন। তিনি আরো বলেন, রোহিঙ্গা বিষয়ে আগামী বছর জাতিসংঘের একটি বিশেষ সম্মেলন হবে। এ সম্মেলনের মাধ্যমে সকল অংশীজনের সহায়তায় রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে সহায়ক হবে।
প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ বক্তব্যে বাংলাদেশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমনে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার কীভাবে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে ও হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে আহত করেছে, পঙ্গু করেছে, অন্ধ করে দিয়েছে- তা তুলে ধরেন তিনি। বিগত শতাব্দী ধরে বাঙালি মুসলিম জাতিসত্তার উন্মেষের ইতিহাস পর্যালোচনা করে বাঙালির স্বাধিকার আন্দোলন, পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলনসহ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হওয়ার প্রেক্ষিতে জাতি বার বার প্রতারিত হয়েছেন মর্মে তিনি উল্লেখ করেন।
খলিলুর রহমান বলেন, ছাত্র-জনতার জুলাই-আগস্ট বৈপ্লবিক গণ-অভ্যুত্থানের ফলে বাংলাদেশের সামনে এই প্রতারণা থেকে মুক্তি এবং গণতন্ত্র ও সাম্যের ভিত্তিতে দেশ গড়ার অপার সম্ভাবনা তৈরি হয়েছে। রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। একজন কৃষক, শ্রমজীবী বা প্রান্তিক মানুষের সন্তান যখন দেশ পরিচালনার স্বপ্ন দেখতে পাবেন বা সে সুযোগ তৈরি হবে। তখন আমরা বলতে পারব ভালো কাজ হয়েছে, ভালো সংস্কার হয়েছে। সে লক্ষ্যেই অন্তর্বতীকালীন সরকার কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ-ভারত প্রসঙ্গও তাঁর বক্তব্যে তুলে আনেন হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিল। তিনি বলেন, আমরা প্রতিদিন সঙ্গবদ্ধ মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের শিকার হচ্ছি। ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের এই ঐতিহাসিক সময়ে ভারতের নিকট থেকে অধিক বেশি দায়িত্বশীল ও প্রতিবেশীসুলভ সহযোগিতা পাওয়ার প্রত্যাশা করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের পররাষ্ট্র সচিবের আসন্ন বৈঠকে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ককে উন্নত পর্যায়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
এ সেশনে লন্ডনভিত্তিক জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফ বান্নার সঞ্চালনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সহসমন্বয়ক সাজিদ মাহমুদ, সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক নাওমি হোসেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী সিনথিয়া ফরিদ, ইনস্টিটিউট অব পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের চেয়ারম্যান সৈয়দ মুনির খসরু প্রমুখ প্যানেল বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
#
কামরুল/মেহেদী/পবন/রানা/সঞ্জীব/মোশারফ/রেজাউল/২০২৪/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৪০
স্থানীয় সরকার উপদেষ্টা’র সাথে রিপাবলিক অভ্ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর):
আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অভ্ কোরিয়ার রাষ্ট্রদূত Park Young Sik -এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দু’দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন। কোরিয়ার রাষ্ট্রদূত পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে এক সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে কাজ করবে তার সরকার।
সাক্ষাৎকালে উপদেষ্টা ও কোরিয়ার রাষ্ট্রদূত ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-জিটুজি প্রক্রিয়ায় মেঘনা নদী হতে পানি পরিশোধন পূর্বক পানি সরবরাহ প্রকল্প’, সিটি কর্পোরেশন, ওয়াসা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা প্রকল্পটির অংশীজন বেজা, পিপিপি কর্তৃপক্ষ, ওয়াসা, স্থানীয় সরকার বিভাগের সমন্বয়ে সভা ও কর্মশালা আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও দ্বিপাক্ষিক বিভিন্ন প্রকল্পের গতি বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
সালাউদ্দিন/মেহেদী/পবন/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২০৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৩৯
দুটি লাইসেন্সবিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি
ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর):
দুটি লাইসেন্সবিহীন ভূয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ ধর্ম মন্ত্রণালয়ের হজ-২শাখা হতে 'আকবর হজ গ্রুপ বাংলাদেশ' ও 'আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল' নামে এই দুটি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে পত্র দেওয়া হয়েছে।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো এই পত্রে বলা হয়েছে আকবর হজ গ্রুপ বাংলাদেশ এবং আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল ফেসবুক পেজ খুলে হজযাত্রী সংগ্রহের জন্য নানা ধরনের বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে নিরীহ হজযাত্রীদের প্রতারিত করছে। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ অনুসারে একাধিক এজেন্সি একত্রিত হয়ে হজ গ্রুপ নামে কোনো গ্রুপ গঠনের সুযোগ নেই।
এ পত্রে আরো বলা হয়েছে ২০২৫ সালের হজে বৈধ হজ এজেন্সির তালিকাভুক্ত না থেকেও 'আকবর হজ গ্রুপ বাংলাদেশ' এবং 'আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল' নামে অবৈধভাবে গ্রুপ খুলে ৫ লাখ ৩ হাজার টাকায় হারাম শরীফ হতে মাত্র ৭০০ মিটার দূরে হোটেলে রাখার প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রী সংগ্রহের জন্য প্রচারণা চালাচ্ছে। এমনকি 'ফাইনাল নিবন্ধন করলেই নিশ্চিত ২০ হাজার টাকা ক্যাশব্যাক' এবং উন্নতমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রীদের সাথে প্রতারণা করছে। নিবন্ধনের জন্য সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিয়ে এই গ্রুপে একাধিক হজ এজেন্সি গোপনে কার্যক্রম চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
এই গ্রুপের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের অফিস বন্ধ করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। অন্যথায় হজের নামে বড় ধরনের প্রতারণার আশঙ্কা করছে ধর্ম মন্ত্রণালয়।
#
আবুবকর/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৩৮
কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না
- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর):
কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৫ ডিসেম্বর ‘বড়দিন’ এবং ৩১ ডিসেম্বর ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্যাপন সংক্রান্ত আইন-শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে আজ আমরা একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছি। বিজ্ঞপ্তিটি ভালোভাবে প্রচারের জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানান।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, থার্টিফার্স্ট নাইটে ফানুস উড়ানো নিষেধ করা হয়েছে এবং রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উপদেষ্টা বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সীমান্তে আমরা সতর্ক রয়েছি। সিলেট, বেনাপোল-সহ সারাদেশে বিজিবি সতর্ক রয়েছে।
সভায় প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
ফয়সল/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৩৭
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
কক্সবাজার, ২৩ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প ২০ এ UNHCR কর্তৃক নির্মিত অগ্নিকান্ডে সহনশীল ফায়ার রেসিস্টেন্স শেল্টার পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি ক্যাম্প-২০ এক্সটেনশন এ ইউএনএইচসিআর, আইওএম ও ব্র্যাক কর্তৃক নির্মিত অগ্নিকাণ্ডে সহনশীল ফায়ার রেজিস্ট্যান্স শেল্টারও পরিদর্শন করেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, এনডিসি, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা ক্যাম্প-২০ এর ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে লিগ্যাল প্রোটেকশন পার্টনারদের সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও ক্যাম্প-১৮ এ আইওএম কর্তৃক পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার (আরসিএমসি) পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার (আরসিএমসি) ক্যাম্পগুলোতে বসবাসরত রোহিঙ্গা শিল্পীদের দ্বারা গবেষণাকর্ম, বিভিন্ন সাংস্কৃতিক নিদর্শন, শিল্পকর্ম রোহিঙ্গা জনগোষ্ঠীর নৃ-তাত্ত্বিক চিত্র ও গল্প উপস্থাপন করা হয়।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, মন্ত্রণালয়ের শরণার্থী বিষয়ক সেলের প্রধান মোঃ নাজমুল আবেদিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
এনায়েত/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৩৬
ভূমি বিরোধ নিষ্পত্তিকরণে ভূমি জরিপ অপরিহার্য
--- ভূমি উপদেষ্টা
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর):
ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সমাজে বিদ্যমান ভূমি বিরোধ নিষ্পত্তিকরণ, সামাজিক ভারসাম্য ও প্রাকৃতিক পরিবেশ-প্রতিবেশ রক্ষায় ডিজিটাল ভূমি জরিপ অপরিহার্য। সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের (ডিএলআরএস) এর মাধ্যমে ডিজিটাল ভূমি জরিপ কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে ভূমি মালিকানা স্বত্বের নিরাপত্তা নিশ্চিত হবে। এ কর্মসূচি সফল বাস্তবায়নে মাঠ পর্যায়ের বিসিএস ক্যাডারের সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সুষ্ঠু পেশাগত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।
উপদেষ্টা আজ তেজগাঁও ভূমি ভবন মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) কর্তৃক আয়োজিত ৫১ দিন ব্যাপী ১৩৬তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডিএলআরএস মহাপরিচালক মহ. মনিরুজ্জামনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহেমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়াম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী ও ডিএলআরএস পরিচালক মোঃ মোমিনুর রশীদ। এ কোর্সে বিসিএস (প্রশাসন), পুলিশ, বন ও রেলওয়ে এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৮ জন কর্মকর্তা অংশ নেন।
ভূমি উপদেষ্টা বলেন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে হলে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কাজে আন্তরিক ও ন্যায়নিষ্ঠ হতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানের আলোকে ভূমি ব্যবস্থাপনা জনবান্ধব হিসেবে গড়ে উঠবে বলে আশাব্যক্ত করেন তিনি।
পরে ভূমি উপদেষ্টা ও ভূমি সচিব বিসিএস ক্যাডারের সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
#
আহসান/মেহেদী/পবন/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৩৫
বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে টোয়াব প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর):
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (টোয়াব) নেতৃবৃন্দ আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, শত শহিদের জীবনের বিনিময়ে একটি ফ্যাসিস্টের পতন ঘটিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বীর শহিদদের স্বপ্ন সমান সামাজিক মর্যাদা ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বর্তমান সরকার অন্তহীন প্রয়াস অব্যাহত রেখেছে। তিনি দেশের পর্যটন শিল্পের প্রসারে টোয়াবের ভূমিকার প্রশংসা করে আগামী দিনগুলোতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে টোয়াব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে টোয়াব প্রতিনিধিদল বিদেশি পর্যটক বৃদ্ধির জন্য দ্রুত ই-ভিসার প্রবর্তন, ইনবাউন্ড ট্যুর অপারেটরদের বিলের ওপর ১০ শতাংশ অগ্রিম কর কর্তন বন্ধ এবং বৈদেশিক মুদ্রার ওপর ১০ শতাংশ প্রণোদনা প্রদান, পর্যটকদের জন্য বিনোদন, পরিবহন ও আবাসনের বিভিন্ন সরঞ্জামাদি সংগ্রহে রেয়াত সুবিধা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
এছাড়াও টোয়াব নেতৃবৃন্দ সেন্টমার্টিনকে পরিবেশবান্ধব পর্যটন গন্তব্যে পরিণত করা, বিশ্ব পর্যটন দিবসকে ক শ্রেণির দিবস হিসেবে উন্নীত করার উদ্যোগ দ্রুত বাস্তবায়নে উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
এ সময় বেসামরিক বিমান পরিহন ও পর্যটন সচিব নাসরীন জাহান এবং টোয়াবের অস্থায়ী সভাপতি আাবুল কালাম আজাদ, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন, সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশি প্রমুখ উপস্থিত ছিলেন।
#
তুহিন/মেহেদী/পবন/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৪/২০১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৩৪
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের
পিতার মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোক
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর):
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের পিতা আফতাব উদ্দিন আহমেদ আজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৩ বছর। তার মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ গভীর শোক প্রকাশ করেছেন।
উপদেষ্টা আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একইসাথে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ আফতাব উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে।
#
রফিকুল/মেহেদী/পবন/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৩৩
নির্ধারিত সময়ে আশুগঞ্জ চাল এবং গমের সাইলোর নির্মাণ শেষ করতে হবে
--- খাদ্য উপদেষ্টা
ঢাকা, ২৩ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর):
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় এক লাখ পাঁচ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন নির্মাণাধীন রাইস সাইলো এবং পঞ্চাশ হাজার মেট্রিক টন ধারণক্ষমতসম্পন্ন নির্মাণাধীন গমের সাইলো পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে চাল এবং গমের সাইলো নির্মাণ কাজ শেষ করতে নির্দেশনা দেন। বিগত সরকারের সময় একাধিকবার এ প্রকল্পের সময় বৃদ্ধি করার পরও কাজ শেষ না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
উপদেষ্টা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান ধান-চাল ও গমের মজুত বৃদ্ধি এবং গুদামের ধারণক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ধান চাল এবং গমের মজুত বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া। সরকার ইতোমধ্যে ধান-চাল এবং গমের মজুত বৃদ্ধির লক্ষ্যে ক্রয় কার্যক্রম শুরু করেছে।
উপদেষ্টা বলেন, অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি একাধিক দেশ থেকে চাল ও গম সংগ্রহ করা হচ্ছে। আমাদের দেশে গমের চাহিদা বছরে প্রায় ৭০ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন, বাকি প্রায় ৬০ লাখ মেট্রিক টন বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশে খাদ্য মজুতের সক্ষমতা আছে কম-বেশি ২২ লাখ মেট্রিক টন। সরকার এটা বৃদ্ধি করে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার জন্য কাজ করছে। এটা করতে পারলে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
আশুগঞ্জে নির্মাণাধীন রাইস সাইলো পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপার-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
ইমদাদ/মেহেদী/পবন/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৩২
প্রাথমিকে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে
-প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
খুলনা, ২৩ অগ্রহায়ণ (৮ ডিসেম্বর):
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে, থাকছে না কোনো পোষ্য কোটা। সেই সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি-সার্ভিস প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিকের বাজেট বৃদ্ধি সময়ের দাবি।
উপদেষ্টা আজ খুলনায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, এজন্য দরকার সমাজের সকলের সামগ্রিক অংশগ্রহণ। এ লক্ষ্য অর্জনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সকলের সহযোগিতায় শিশুদের সঠিকভাবে গড়ে তোলা সম্ভব। আমাদের দেশে প্রাথমিকের ভৌত অবকাঠামো সুন্দর। কিছু কিছু এলাকায় সমস্যা আছে। সেগুলো সুন্দর করা হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় দৃষ্টিনন্দন স্কুল নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব প্রাথমিক স্কুলে ‘মিড ডে মিল’ চালু করা হবে। এ সংক্রান্ত প্রকল্পটি একনেকে পাশের অপেক্ষায় রয়েছে। প্রথম পর্যায়ে ১৫০টি উপজেলার সব স্কুলে এই ‘মিড ডে মিল’ চালু হবে। এছাড়া, কক্সবাজার ও বান্দরবানসহ দেশের কিছু স্কুলে ‘মিড ডে মিল’ চালু আছে।
উপদেষ্টা আরো বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে উপবৃত্তি চালু করা হয়েছে। এতে বিশাল ব্যয় হচ্ছে । কিন্তু এটি যে উদ্দেশ্যে করা হয়েছে, সেখানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হচ্ছে না। উপবৃত্তির জন্য প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের নাম থাকে কিন্তু তারা অন্য স্কুলে অধ্যয়ন করছে।
উপদেষ্টা পরে একই স্থানে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও খুলনা বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম বক্তৃতা করেন।
সভায় সংশ্লিষ্ট জেলাপ্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় ও জেলা শিক্ষা অফিসার, পিটিআইর সুপারিনটেনডেন্ট এবং থানা শিক্ষা অফিসারসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টরা সরাসরি ও অনলাইনে উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/ফাতেমা/আলী/আসমা/২০২৪/১৪১৫ ঘণ্টা
তথ্যবিবরণী &nb