Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২৪

তথ্যবিবরণী ২৫ আগস্ট ২০২৪

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৫৬৬

ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর

সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):

          ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

          আজ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি  মুঙ্গোভেন (Rory Mungoven)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাক্ষাতের সময় উপদেষ্টা  মোঃ নাহিদ ইসলাম এসব কথা বলেন।

          নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কার, আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সুবিধা দেওয়া এবং আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা--এই তিনটি বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার দিচ্ছে।

          নাহিদ ইসলাম আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরো সময়ই জাতিসংঘ এবং হিউম্যান রাইটস সংগঠনগুলো আমাদের সাথে থাকায় তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা চাই জাতিসংঘের অধীনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিশ্ববাসী জানুক এই আন্দোলনের সময়ে বাংলাদেশে কী কী ঘটেছে এবং আন্দোলনকারী ছাত্র জনতার প্রতি কতটা নৃশংস ছিল বিগত আওয়ামী লীগ সরকার।

          যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের যুব সমাজের ক্রীড়ার প্রতি আগ্রহ রয়েছে। পূর্ববর্তী আওয়ামী লীগ  সরকার ক্রীড়াঙ্গনের সর্বস্তরে দুর্নীতি করেছে। আমাদের সরকার ক্রীড়াঙ্গনকে দুর্নীতি ও রাজনীতি মুক্ত করার কাজ করছে।

          আসিফ মাহমুদ বলেন, দেশে চলমান বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিস্টার্ড ৮ হাজার ৫০০টি যুব সংগঠন বন্যা পরিস্থিতি মোকাবিলায় নিরন্তর কাজ করে যাচ্ছে।

          উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার পর তাজরীন ফ্যাশন এবং রানা প্লাজা ট্র্যাজিডিতে হতাহতদের সাথে আলোচনা করা হয়েছে। দেশের অর্থনীতি সচল রাখতে অন্যতম হাতিয়ার আমাদের শ্রমিকরা। কিন্তু  শ্রমিক ভাইয়েরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের অধিকার নিশ্চিত করা আমাদের প্রাথমিক লক্ষ্য। তাদের জীবনমান উন্নয়নে আমাদের আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন।

           রোরি মুঙ্গোভেন অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণ বিশেষ করে তরুণেরা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যে সাহসিকতা দেখিয়েছে, তাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক অনুপ্রাণিত হয়েছেন। এ ঘটনাটিকে বাংলাদেশের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি। সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান রোরি মুঙ্গোভেন।

          প্রতিনিধিদলের অপর সদস্য আন্দোলনের সময় সংঘঠিত ঘটনাগুলোর তথ্য প্রমাণ সংরক্ষণ করার জন্য আইন, স্বরাষ্ট্র এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন, যাতে ভবিষ্যৎ তদন্তে এ প্রমাণগুলো কাজে লাগানো যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিপি প্লাটফর্মে আগের সরকারের মতো পর্যবেক্ষণের নামে নিয়ন্ত্রণ না করার অনুরোধ জানান। এ কাজে সরকারকে সহযোগীতা করার জন্য বিশেষজ্ঞ প্রেরণ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

#

জসীম/নূর আলম/ফেরদৌস/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০২৪/২১২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৫৬৫

 

পরিকল্পনা উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

উদ্ভাবনী প্রকল্প গ্রহণের আহ্বান

 

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):

          পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন,  আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্জনে যেমন সফলতা পেয়েছি তেমনি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) অর্জনেও সফল হতে চাই। কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের গতি ত্বরান্বিত করতে চাই। এজন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি)কে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।

          আজ শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি-র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ আহ্বান জানান।

          ইউএনডিপি-র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, আমরা দারিদ্র্য বিমোচন, সুশাসন, জলবায়ু পরিবর্তন, নির্বাচন, পোশাক শিল্প ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছি। সামনের দিনগুলোতে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।

#

 

মাহমুদুল/ফেরদৌস/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০২৪/১৯২৫ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৫৬৪

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

 

মূলবার্তা:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীন সাধারণ আনসার সদস্যদের দাবি-দাওয়ার বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে---স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’

 

#

ফয়সল/আকরাম/ফেরদৌস/সঞ্জীব/মোশারফ/শামীম/২০২৪/১৯১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৫৬৩

৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা স্থগিত

 

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):

 

          ৪৪তম বিসিএস এর সাধারণ ক্যাডারের আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

 

          স্থগিতকৃত উক্ত মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।

 

          বাংলাদেশ সরকারী কর্ম কমশিন সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

#

আনন্দ/ফেরদৌস/সঞ্জীব/মোশারফ/রেজাউল/২০২৪/১৮৫৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৫৬২

 

পরিকল্পনা উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চলমান প্রকল্প সম্পন্ন করা এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস

 

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):

          বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বাংলাদেশে তাদের অংশীদারিত্বে চলমান  প্রকল্পসমূহ সম্পন্ন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। তিনি আজ রাজধানীর শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সাথে সাক্ষাৎকালে এ আশ্বাস প্রদান করেন।

          জাপানের রাষ্ট্রদূত বলেন, আমি ইতিমধ্যে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি। এই অন্তবর্তী সময়েও আমরা প্রকল্পসমূহের কাজ অব্যাহত রেখেছি এবং যথাসময়ে বাংলাদেশ সরকারের কাছে বুঝিয়ে দিতে পারবো বলে আশা করি।

          উপদেষ্টা রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান সবসময়ই বাংলাদেশের ভালো বন্ধু এবং বৃহত্তম উন্নয়ন অংশীদার। তিনি কারিগরি শিক্ষা ক্ষেত্রে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

          জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি শিক্ষা ক্ষেত্রে এবং বাংলাদেশিদের জাপানে পড়াশোনার জন্য বৃত্তি প্রদান অব্যাহত রাখারও প্রতিশ্রুতি প্রদান করেন। 

#

মাহমুদুল/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০২৪/১৭৪৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৫৬১

 

বন্যার্তদের সহায়তায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং

অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তারা এক দিনের বেতন দেবেন

 

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):

          বন্যার্তদের সহায়তায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং অধীন দপ্তর-সংস্থার (১০ম গ্রেড থেকে তদূর্ধ্ব) কর্মকর্তারা এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেবেন।

#

 

আলমগীর/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০২৪/১৮১৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৫৬০

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৪ দশমিক ৫৫।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৬৬ জন।

#

দাউদ/সঞ্জীব/মোশারফ/জয়নুল/২০২৪/১৭৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর :  ৫৫৯

শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :    

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:

“শুভ জন্মাষ্টমী। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আমি দেশের সনাতন ধর্মাবলম্বী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পৃথিবীর সকল ধর্মের মূল লক্ষ্য হচ্ছে সমাজে মানুষের অধিকার ও শান্তি প্রতিষ্ঠা করা। হিন্দু সম্প্রদায়ের ধর্মাবতার শ্রীকৃষ্ণ সমাজে ভ্রাতৃত্ব ও সাম্য প্রতিষ্ঠা করতে আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। সর্বদা মানবতা ও সত্যের পতাকা বহনকারী শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই ন্যায় প্রতিষ্ঠায় স্বমহিমায় আবির্ভূত হয়েছেন। সৃষ্টিকর্তার বন্দনা ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের দর্শন ও মূল্যবোধ সনাতন ধর্মাবলম্বীসহ সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। আবহমানকাল থেকে এদেশের বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয়ের প্রেক্ষিতে দেশের ১৮ কোটি মানুষের আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে আমরা সরকার পরিচালনা করছি। তাই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। আমরা সবাই একই পরিবারের মানুষ। ধর্মের কারণে কেউ কাউকে শত্রু মনে করি না। দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্মকে ব্যবহার করে কিংবা অপপ্রচার করে সমাজে বিদ্যমান শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধকে যেন কেউ নষ্ট করতে না পারে সেজন্য আমি সকলকে সজাগ থাকার আহ্বান জানাই।

শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে- এই প্রত্যাশা করি। আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা গড়ে তুলি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।

আমি শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘জন্মাষ্টমী’ উৎসবের সাফল্য এবং দেশের সকল নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করি।”

#

প্রধান উপদেষ্টার দপ্তর/ফাতেমা/সুবর্ণা/কলি/শামীম/২০২৪/১৬১৩ ঘন্টা 

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৫৫৮

বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের

কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত

 

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):

   বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

   বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

#

মতিউর/ফাতেমা/রবি/সাজ্জাদ/শামীম/২০২৪/১৬২২ ঘন্টা 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৫৫৭

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

 

মূলবার্তা:

‘বন্যার্তদের সহায়তায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এর আওতাধীন সকল দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীগণের এক দিনের মূল বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত-স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।’

#

 

পবন/ফাতেমা/রবি/সাজ্জাদ/মাসুম/২০২৪/১৫৫১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৫৫৬

 

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):

          স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সঙ্গে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত Marie Masdupuy সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়।

          বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। যদিও নানা শ্রেণি-পেশার মানুষের বিভিন্ন দাবি-দাওয়া ও ইস্যুভিত্তিক আন্দোলনের কারণে তা কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন। আশা করি, দ্রুত পরিস্থিতির আরো উন্নয়ন ঘটবে।

          বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যাপারে রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করলে উপদেষ্টা বলেন, শীঘ্রই অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে অভিযান পরিচালনা করা হবে। উপদেষ্টা এসময় বিগত সরকারের আমলে কিছু লাইসেন্সকৃত অস্ত্রের অবৈধ ও অপব্যবহারের কথা উল্লেখ করেন এবং সে বিষয়েও পদক্ষেপ গ্রহণের কথা জানান। তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকার পুলিশ সংস্কারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ বাহিনী ছাড়াও পর্যায়ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য বাহিনীর সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।

          সাক্ষাৎকালে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন Guillaume AUDREN de KERDREL সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

#

 ফয়সল/ফাতেমা/রবি/সাজ্জাদ/মাসুম/২০২৪/১৫১০ ঘণ্টা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৫৫৫

রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে

                 -সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :    

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

উপদেষ্টা আজ আগারগাঁও থেকে বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশন ভ্রমণ শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন।

উপদেষ্টা মেট্রোরেলে যাতায়াতকারীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন অতি দ্রুত সংস্কার করা হবে এবং এ ব্যাপারে জাপানের রাষ্ট্রদূতের কাছে সহায়তা চাওয়া হবে বলে তিনি জানান।

মেট্রো রেলের নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্যে উপদেষ্টা মেট্রোরেলকে জরুরি সার্ভিস হিসেবে ঘোষণা করা ও কেপিআই আপডেট করার ব্যাপারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা আরো বলেন, এ সরকার দুর্বল সরকার নয়; ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল এ সরকার বিগত সরকারের আমলে সংগঠিত সকল ধরনের অন্যায়-অবিচার, দুর্নীতি ও বিভিন্নখাতে সংঘটিত বৈষম্য রোধে বর্তমান সরকারকে ন্যূনতম কিছু সময় দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো: এহছানুল হক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

 

নোবেল/ফাতেমা/রবি/সাজ্জাদ/শামীম/২০২৪/১৫১৯ ঘন্টা 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৫৫৪

 

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) স্থগিত

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):

 

          আগামী ২৮.০৮.২০২৪ তারিখ হতে ০৯.০৯.২০২৪ পর্যন্ত নির্ধারিত ৪৬তম বিসিএস লিখিত (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

#

আনন্দ/ফাতেমা/রবি/সাজ্জাদ/মাসুম/২০২৪/১৫০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৫৫৩

বৈষম্যবিরোধী আন্দোলন মানুষের মনে আশার সঞ্চার করেছে

                                - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

 রাঙ্গামাটি, ১০ ভাদ্র (২৫ আগস্ট):

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন গণমানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। এ আন্দোলন মানুষের জীবনে কীভাবে প্রতিফলিত হতে পারে অন্তর্বর্তী সরকার তার বাস্তবায়ন ঘটাবে। 

উপদেষ্টা আজ রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে রাঙ্গামাটি জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ পুনর্গঠনে রাজনীতি বা দলীয় কোনো কিছুর প্রভাবের সুযোগ নেই। যারা মনোনীত হবেন, সকলেই নির্দলীয় ও নিরপেক্ষভাবে মনোনীত হবেন। এখানে সংস্কার হবে; সৎ, যোগ্য ও দক্ষ মানুষ প্রাধান্য পাবেন।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ, রিজিয়ন কমান্ডার-রাঙ্গামাটি মেজর আশফিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের ছাত্র মোঃ নাঈম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ রবিউল ইসলাম, রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্র রেবাইয়াত হাসানসহ অন্যান্য ছাত্ররা উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/ফাতেমা/রবি/সুবর্ণা/সাজ্জাদ/আসমা/২০২৪/১৪৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৫৫২

শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না

                                                 – শিক্ষা উপদেষ্টা

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):

 

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারও বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে। নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে। জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙ্গে পড়তে পারে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পেতে অসুবিধা হবে।

উপদেষ্টা আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম বিধি অনুযায়ী পদায়ন ও বদল করা হয়। তাদের বল পূর্বক পদত্যাগের সুযোগ নেই। তিনি আরো বলেন, একটি সফল অভ্যুত্থানের পর সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে হবে। শিক্ষাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের সম্পর্ক আশা করা হয়, সেটি ফিরিয়ে আনতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না।

#

মাহমুদুল/ফাতেমা/রবি/সাজ্জাদ/আসমা/২০২৪/১৩৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৫৫১

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট):

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

 

মূলবার্তা:

‘দেশের বন্যাপীড়িতদের সহযোগিতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং এর আওতাধীন সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণের এক দিনের মূল বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।’ 

 

#

শফিউল্লাহ/ফাতেমা/রবি/সাজ্জাদ/মাসুম/২০২৪/১৩২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৫৫০

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে

সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আওতাধীন প্রকল্পসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

 

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :    

দেশের বন্যাকবলিত মানুষদের সহযোগিতার জন্য ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আওতাধীন প্রকল্পসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সেতু বিভাগের সিনিয়র সচিব মোঃ মনজুর হোসেন আজ এ সিদ্ধান্তের কথা জানান।

#

 

নোবেল/ফাতেমা/রবি/সাজ্জাদ/শামীম/২০২৪/১৩৩৯ ঘন্টা 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫৪৯

 

বন্যার্তদের সহযোগিতায় অর্থ মন্ত্রণালয়ের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের

একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত

 

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট) :    

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

#

 

তৌহিদুল/ফাতেমা/রবি/সাজ্জাদ/শামীম/২০২৪/১৩১৪ ঘন্টা 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ৫৪৮

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ১০ ভাদ্র (২৫ আগস্ট): 

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

মূলবার্তা:

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারীগণের এক দিনের বেতন ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে- ভূমি মন্ত্রণালয়।  

#

 

আহসান/ফাতেমা/সাজ্জাদ/আসমা/২০২৪/১০৩০ ঘণ্টা

 

 

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                                            নম

2024-08-25-16-00-533ce0857972cb605bda92a6168eb176.docx