Handout Number: 1731
47 Trafficked Bangladeshis Arrive in Dhaka Today
Dhaka, June 15 :
A batch of 47 Bangladeshi nationals earlier trafficked into Thailand by sea would be arriving in Dhaka today by Biman Bangladesh airlines flight BG 089. Among the returnees, 10 hail from Jessore, 9 from Sunamganj, 9 from Sirajganj, 6 from Jhenaidah; 2 each from Narsingdi, Mymensingh, Meherpur, and Cox’s Bazar; and 1 each from Tangail, Faridpur, Shariatpur, Madaripur, and Bogra districts.
As a special measure, the repatriation of the above 47 detained Bangladeshi nationals are being fully sponsored by the Government of Bangladesh, which includes airfare, transportation from Suan Plu Immigration Detention Centre, Bangkok to Suvarnabhumi Airport and other expenses.
The Embassy of Bangladesh in Bangkok with the active support from the Ministry of Foreign Affairs and Ministry of Home Affairs of Bangladesh and Ministry of Foreign Affairs of Thailand and Thai Immigration Bureau, has so far repatriated 872 Bangladeshi nationals trafficked into Thailand since late 2013. The Embassy also repatriated 33 Bangladeshi nationals since the discovery of mass grave along the Thailand-Malaysia border on 1 May.
Meantime, since the May 1 mass grave discovery incident, Bangladesh Embassy Officials to Thailand visited Songkhla Province for teh second time on 10 June with a Consular Team of the Embassy to interview and inquire about the well-being of 117 self-identified Bangladeshis most of whom have been freshly rescued since early May. In line with the commitment made by Bangladesh Foreign Secretary at the 29 May Bangkok meeting to bring back all Bangladeshis by one month, the Embassy has been working relentlessly to expedite return of all the stranded Bangladeshi nationals in Thailand at the shortest possible time.
It may be noted that in June Bangladesh Embassy in Bangkok will continue to interview remaining 203 self-identified Bangladeshis around Thailand as per slots given by Thai Government for their early repatriation to Bangladesh.
#
Nripendra/Saifullah/Mosharaf/Rezaul/2015/2058 hours
তথ্যবিবরণী নম্বর : ১৭৩০
অটিজম বিষয়ক সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক সচিব
ঢাকা, ১ আষাঢ় (১৫ জুন) :
আজ রাজধানীর বেইলী রোডে জাতীয় মহিলা সংস্থার সম্মেলনকক্ষে ‘অটিস্টিক শিশুদের জীবন মান উন্নয়নে প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম ও সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম ।
মহিলা ও শিশু বিষয়ক সচিব তাঁর বক্তৃতায় অটিস্টিক শিশুদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে অটিস্টিক শিশুদের জন্য “প্রয়াস” নামে একটি খুব ভাল স্কুল রয়েছে। বর্তমানে অটিজম অধিকার ও সুরক্ষা আইন প্রণীত হয়েছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুল অটিজমের ওপরে প্রচুর কাজ করেছেন। সায়মা হোসেন পুতুল তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ ডঐঙ থেকে “ঊীপবষষবহঃ রহ গবহঃধষ ঐবধষঃয” পুরস্কার লাভ করেন।
#
খায়ের/সাইফুল্লাহ/মিজান/রফিকুল/রেজাউল/২০১৫/২০১৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭২৯
প্রজনন স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার
পরিবার পরিকল্পনা পদ্ধতিসমূহ প্রত্যন্ত অঞ্চলে সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ
ঢাকা, ১ আষাঢ় (১৫ জুন) :
ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, বাংলাদেশ এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। অতি দারিদ্র্যহ্রাস ও দারিদ্র্যবিমোচন, শতভাগ শিশুকে প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্তিকরণ, শিশু ও মাতৃ মৃত্যু হ্রাস এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে আজ উদাহরণ। শিশু মৃত্যুরোধে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ পুরস্কার গ্রহণ করেছেন।
আজ রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ফ্যামিলি প্লানিং এসোসিয়েশন আয়োজিত ২০১৫ পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) প্রজনন ও যৌনস্বাস্থ্য অধিকার সম্পৃক্তকরণে জাতীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে, মানুষের গড় আয়ু বেড়েছে। এ সাফল্য এসেছে সরকারের বহুমুখী প্রচেষ্টা, উদ্যোগ, সময়োপযোগী নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে। সরকারের পাশাপাশি আমাদের উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক দাতাসংস্থা, দেশিবিদেশি এনজিওসমূহের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ডেপুটি স্পিকার তাঁর বক্তৃতায় পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রত্যন্ত গ্রাম, চর, হাওরে বসবাসকারী মানুষসহ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর কাছে পরিবার পরিকল্পনা পদ্ধতিসমূহ সহজলভ্য করা যায়নি।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি- এফপিএবি এর সভাপতি অধ্যাপক খালেদা খানম এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, পঞ্চানন বিশ্বাস, সেলিনা জাহান লিটা, ফিরোজা বেগম চিনু, ফজিলাতুন্নেসা ইন্দিরা, ডিপ্লোমেটিক মিশনের প্রতিনিধি, আন্তর্জাতিক দাতাসংস্থার প্রতিনিধিবৃন্দ এবং প্রজনন ও যৌনস্বাস্থ্য অধিকার নিয়ে কর্মরত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীগণ।
#
স্বপন/সাইফুল্লাহ/মোশারফ/রেজাউল/২০১৫/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭২৮
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অফিস সহায়ক
খন্দকার শামসুজ্জামান সেলিমের মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ১ আষাঢ় (১৫ জুন) :
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অফিস সহায়ক খন্দকার শামসুজ্জামান সেলিমের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি খন্দকার শামসুজ্জামান সেলিমের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অফিস সহায়ক
খন্দকার শামসুজ্জামান সেলিমের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অফিস সহায়ক খন্দকার শামসুজ্জামান সেলিমের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি খন্দকার শামসুজ্জামান সেলিমের মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অফিস সহায়ক
খন্দকার শামসুজ্জামান সেলিমের মৃত্যুতে চিফ হুইপের শোক
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অফিস সহায়ক খন্দকার শামসুজ্জামান সেলিমের মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি খন্দকার শামসুজ্জামান সেলিমের মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
খন্দকার শামসুজ্জামান সেলিমের নামাজে জানাজা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় সংসদের অফিস সহায়ক খন্দকার শামসুজ্জামান সেলিমের নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার নীচে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. শাহাব উদ্দিন, সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল, বাংলাদেশ জাতীয় সংসদের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং অসংখ্য গুণগ্রাহী জানাজায় শরিক হন।
#
নূরুল/মোহাম্মদ আলী/শুকলা/লাভলী/২০১৫/১৫৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭২৭
দেশীয় ফল উৎপাদনের মাধ্যমে মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- স্পিকার
ঢাকা, ১ আষাঢ় (১৫ জুন) :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে দেশীয় ফল উৎপাদনের মাধ্যমে মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তাসহ সকল মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও এগিয়ে নিতে হবে।
আজ ঢাকার খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘ফলদ বৃক্ষরোপণ-২০১৫ ও জাতীয় ফল প্রদর্শনী’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন।
স্পিকার বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে আজ ব্যাপক কৃষিবান্ধব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সকল কার্যক্রমের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বাংলাদেশে রয়েছে মৌসুমী ফলের ভান্ডার, এটাকে আরও সম্প্রসারিত করতে হবে। অনুকূল জলবায়ু ও পরিবেশের কারণে বাংলাদেশের ফলগুলি অত্যন্ত সুস্বাদু।
তিনি আরো বলেন, শিশুদের জন্য ফাস্টফুডের পরিবর্তে ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে ক্ষতিকর গাছ রোপন না করে আরও অধিক পরিমাণে ফল বৃক্ষরোপণ করতে হবে। ফলকে যাতে কেউ দূষিত করতে না পারে এ সম্পর্কিত আইনের যথাযথ প্রয়োগসহ জনসচেতনতা আরও বৃদ্ধি করতে হবে। এছাড়া অর্থনৈতিক এবং পরিবেশ ও স্বাস্থ্যগত কার্যকারিতার জন্য নারিকেলসহ অন্যান্য ফলদ বৃক্ষের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য উম্মে কুলসুম স্মৃতি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. শাহাবুদ্দিন আহমেদ ‘খাদ্য নিরাপত্তায় ও দুর্যোগ ব্যবস্থাপনায় নারিকেলসহ ফলদ বৃক্ষের অবদান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
#
মঞ্জুর/মোহাম্মদ আলী/শুকলা/লাভলী/২০১৫/১৫৩০ ঘণ্টা