তথ্যবিবরণী নম্বর : ২০৫৬
ভারতের লোকসভা লাইব্রেরি পরিদর্শনে
বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদল
নয়াদিল্লি, ২৭ জুলাই :
ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদল আজ নয়াদিল্লিতে ভারতের লোকসভা লাইব্রেরি ও মিউজিয়াম পরিদর্শন করেন। মিউজিয়াম পরিদর্শনকালে ডেপুটি স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদে অনুরূপ একটি মিউজিয়াম প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রহ প্রকাশ করেন।
লোকসভা লাইব্রেরি কমিটির চেয়ারপার্সন মেকাপতি রাজমোহন রেড্ডি এবং লোকসভা সেক্রেটারিয়েটের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কর্মকর্তাগণ বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলকে লোকসভা লাইব্রেরি ও মিউজিয়াম বিষয়ে অবহিত করেন। এসময় ভারতের লোকসভা সচিবালয়ের অতিরিক্ত সচিব ড. আর কে চাধা লোকসভা লাইব্রেরির ওপর একটি উপস্থাপনা পরিবেশন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যবৃন্দ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সম¥ানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। ভোজসভায় লোকসভা ব্যুরো অভ্ পার্লামেন্টারি স্টাডিজ এন্ড ট্রেনিং (বিপিএসটি) এর উপদেষ্টা রঘুনন্দন শর্মা উপস্থিত ছিলেন।
#
সাইফুল্লাহ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৫/২১৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৫৫
ভারি বর্ষণের সতর্কবাণী
চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নি¤œচাপের প্রভাবে আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নি¤œচাপটি একই এলাকায় কার্যত স্থির অবস্থায় আছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮০ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২০০ কিঃ মিঃ পশ্চিম-উত্তরপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৫ কিঃ মিঃ দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০ কিঃ মিঃ পূর্বে অবস্থান করছিল (২২.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ)।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৫০ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নি¤œচাপ কেন্দ্রের নিকটে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ (তিন) নম্বর পুনঃ ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
#
সাইফুল্লাহ/মোশারফ/আব্বাস/২০১৫/১৯৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৫৪
কর্মশালা উদ্বোধনকালে বিজ্ঞানমন্ত্রী
তেজষ্ক্রিয় পদার্থের নিরাপদ ব্যবহারের ওপর গুরুত্বারোপ
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইঅঊজঅ) ও আইএইএ (ওঅঊঅ) এর যৌথ আয়োজনে বিশ্ব সিলড সোর্স ইনভেন্টরি (ডঝঝও) শীর্ষক ৫ দিনব্যাপী ওয়ার্কশপ আজ ঢাকায় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মিলনায়তনে শুরু হয়েছে।
ওয়ার্কশপের উদে¦াধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, বাংলাদেশে সিলড সোর্সের তেজষ্ক্রিয় পদার্থ নিরাপদ ব্যবহার ও সুরক্ষায় অত্যন্ত জোর দেয়া হচ্ছে। এ ওয়ার্কশপের মাধ্যমে এক্ষেত্রে আরো জোরালো ভূমিকা নেয়া যাবে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরী ওয়ার্কশপে সভাপতিত্ব করেন। আইএইএ’র বিশেষজ্ঞ ড. মোহাম্মদ মাগরাফি ওয়ার্কশপে রিসোর্সপার্সন হিসেবে সিলড সোর্সের নিরাপদ ব্যবহারের নানাদিক তুলে ধরেন।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ও প্রকৌশলীসহ দেশের বিভিন্ন মেডিকেল, শিল্প প্রতিষ্ঠান, কৃষি, গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রায় ৭০ প্রশিক্ষণার্থী ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
বাংলাদেশে চিকিৎসা, শিল্প প্রতিষ্ঠান, কৃষি, গবেষণা ও শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিলড সোর্স ব্যবহৃত হয়ে থাকে। সিলড সোর্সসমূহের ব্যবহার, নিরাপত্তা ইত্যাদি বিষয়ের উপর এ ওয়ার্কশপে পর্যালোচনা করা হবে এবং এ বিষয়ে ৩টি টেকনিক্যাল ভিজিট ও তাত্ত্বিক ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বাস্তবজ্ঞান প্রদান করা হবে। পাশাপাশি সিলড সোর্সসমূহের ইনভেন্টরি তৈরি করে যুগোপযোগী সুপারিশমালা প্রণয়ন করা হবে যার মাধ্যমে জনসাধারণ ও পরিবেশের জন্য বিকিরণ নিরাপত্তাকে আরো শক্তিশালী করা সম্ভব হবে।
#
কামরুল/সাইফুল্লাহ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৫/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৫৩
কাল থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’ - এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল ২৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত উদযাপিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ’২০১৫। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
মৎস্য সম্পদ উন্নয়নের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক বুনিয়াদকে আরো মজবুত ও স্বনির্ভর করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশবাসীকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করা জাতীয় মৎস্য সপ্তাহের মূল উদ্দেশ্য।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতীয় এবং জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
মৎস্য সপ্তাহের প্রথম দিন আগামীকাল সকাল ৮টায় মৎস্যভবন থেকে শিক্ষাভবন হয়ে প্রেসক্লাব পর্যন্ত সড়ক র্যালি এবং সকাল ১০টায় মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিন কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে প্রধানমন্ত্রী এসপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং মৎস্য সম্পদের উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পুরস্কার ২০১৫ প্রদান করবেন। পরে গণভবন পুকুরে তিনি মাছের পোনা অবমুক্ত করবেন। এদিন বিভিন্ন জাতীয় পত্রিকায় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
কর্মসূচির তৃতীয় দিন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন এবং সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে অর্থমন্ত্রী পাঁচ দিনব্যাপী মৎস্যমেলার উদ্বোধন করবেন।
কর্মসূচির চতুর্থ দিন স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।
পঞ্চম দিন শিশু একাডেমিতে বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন স্থানে আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী এবং জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে ধর্মমন্ত্রী দু’দিনব্যাপী মৎস্য প্রযুক্তিমেলার উদ্বোধন করবেন।
মৎস্য সপ্তাহের ষষ্ঠদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ঈড়ফব ড়ভ ঈড়হফঁপঃং ভড়ৎ ইধহমষধফবংয ঝযৎরসঢ় ওহফঁংঃৎু বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।
শেষদিন ৩ আগস্ট মৎস্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে।
#
আকতারুল/সাইফুল্লাহ/মিজান/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৫২
১ আগস্ট থেকে জাতীয় মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
সকল জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা ও অটোটেম্পু এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সড়ক নিরাপত্তা বিধানে এ আদেশ ১ আগস্ট হতে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
#
সাইফুল্লাহ/মিজান/মোশারফ/আব্বাস/২০১৫/১৭৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৫১
আগামী ৬ আগস্ট প্রধানমন্ত্রী তথ্যভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ আগস্ট ঢাকার সার্কিট হাউজ রোডে বর্তমান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রাঙ্গণে ‘তথ্যভবন’ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন।
তথ্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বহু প্রতীক্ষিত এ তথ্যভবন বর্তমান সরকারের সময়ে নির্মাণের পদক্ষেপ নেয়া হয়েছে। এ ভবন নির্মিত হলে রূপকল্প-২০২১ অর্জন ও ডিজিটাল বাংলাদেশ গড়ায় ব্যাপক অবদান রাখবে।
১৬ তলাবিশিষ্ট তথ্যভবনে তথ্য মন্ত্রণালয়ের অধীন তিনটি অধিদফতরের নিজস্ব অফিস ছাড়াও চলচ্চিত্র বিষয়ক লাইব্রেরি, গবেষণাকেন্দ্র, ফিল্ম প্রজেকশন হল, অডিটরিয়ামসহ আধুনিক সুবিধাসংবলিত ডিজিটাল তথ্যভা-ারও থাকবে।
প্রায় ৩৮ কাঠা জমির ওপর ৬০ কোটি টাকার অধিক ব্যয়ে এ তথ্যভবন নির্মিত হবে। এ ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ ফিল্মসেন্সর বোর্ডের স্থান সংকুলান হবে।
#
অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৫০
যমুনা নদীর তলদেশে টানেল নির্মাণ এবং ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক নির্মাণে
জাপান সরকারের সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ এবং ঢাকা ইস্টার্ন বাইপাস সড়ক নির্মাণে জাপান সরকারের সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। জাপান সফররত সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী আজ সকালে টোকিওতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সাথে আলোচনাকালে এ অনুরোধ জানান।
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লীগের ভাইস-প্রেসিডেন্ট ও সাবেক ভূমি, পরিবহণ, অবকাঠামো ও পর্যটন মন্ত্রী ঞধশবংযর গধবফধ এমপি’র নেতৃত্বে প্রতিনিধিদলের সাথে সংস্থাটির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রী এ সময় মেট্রোরেলসহ ২য় কাঁচপুর, ২য় মেঘনা ও ২য় গোমতী সেতু নির্মাণে আর্থিক সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে জাপানের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার ড জীবন রঞ্জন মজুমদারসহ প্রতিনিধিদলের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়া ফ্রেন্ডশিপ লীগের প্রতিনিধিদলে আরও ছিলেন জাপান পার্লামেন্ট ডায়েট এর এমপি ওপযরৎড়ঞংঁশধফধ.
#
ওয়ালিদ/অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১৪৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৪৯
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“জনসাধারণকে হেপাটাটিস ও অন্যান্য লিভাররোগ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২৮ জুলাই ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য 'চৎবাবহঃ ঐবঢ়ধঃরঃরং : ওঃ'ং ঁঢ় ঃড় ুড়ঁ' অর্থাৎ ‘হেপাটাইটিস প্রতিরোধ : এটা আপনার ওপর নির্ভর করছে’ যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
বাংলাদেশসহ সারাবিশ্বে হেপাটাইটিস ভাইরাসজনিত রোগীর সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এ রোগ প্রতিরোধ ও নিরাময়ের জন্য জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি।
আমাদের সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে গত সাড়ে ছয়বছরে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতালসহ বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধির ফলে স্বাস্থ্যখাতে আমাদের সামর্থ্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যবিষয়ে জনসচেতনতা বেড়েছে। জটিলরোগের চিকিৎসার ক্ষেত্রেও আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমি দেশের চিকিৎসক সমাজকে আরও নিবেদিত হয়ে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানাই।
আমি আশা করি, হেপাটাইটিস ভাইরাস প্রতিরোধ ও নিরাময়ের জন্য জনসচেতনতা সৃষ্টিতে সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলে আরও এগিয়ে আসবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণঘাতি এ ভাইরাস প্রতিরোধে আমরা কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে পারব বলে আমার বিশ্বাস।
আমি বিশ্ব হেপাটাইটিস দিবস ২০১৫ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নুরএলাহি/অনসূয়া/শাহআলম/খাদীজা/লাভলী/২০১৫/১০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৪৮
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১২ শ্রাবণ (২৭ জুলাই) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৫’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। লিভারের রোগ ও প্রতিরোধ সম্পর্কে জনসাধারণের মধ্যে সঠিক ধারণা না থাকায় এবং এ রোগে সময়মত চিকিৎসা গ্রহণ না করায় দেশে লিভার রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে বিশ্ব হেপাটাইটিস দিবসের এবারের প্রতিপাদ্য ‘চৎবাবহঃ ঐবঢ়ধঃরঃরং : ওঃ’ং ঁঢ় ঃড় ুড়ঁ’ অর্থাৎ ‘হেপাটাইটিস প্রতিরোধ : এটা আপনার ওপর নির্ভর করছে’ যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। যে কোন রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ জরুরি। লিভাররোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আমি আশা করি দিবসটি পালনের মাধ্যমে দেশের সাধারণ জনগণ, আক্রান্ত রোগী ছাড়াও নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট সকলের মাঝে হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাবে।
আমি ‘বিশ্ব হেপাটাইটিস দিবস-২০১৫’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
হাসান/অনসূয়া/শাহআলম/খাদীজা/আসমা/২০১৫/১০০০ ঘণ্টা