তথ্যবিবরণী নম্বর : ৩২৬৮
লন্ডনে মেয়র আনিসুল হকের জানাজায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
লন্ডন (যুক্তরাজ্য), ১ ডিসেম্বর :
আজ শুক্রবার বাদ জুমা সেন্ট্রাল লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের জানাজা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম, হাইকমিশনার মোঃ নাজমুল কাওনাইন, পরিবারের সদস্যবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, যুক্তরাজ্যে বসবাসরত মরহুমের অসংখ্য শুভাকাক্সক্ষী, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের মরদেহ আজ (শুক্রবার) ০১ ডিসেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০০২ যোগে ঢাকায় নেয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং আগামীকাল শনিবার (০২ ডিসেম্বর ২০১৭ তারিখে) ঢাকায় পৌঁছবে।
#
সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৬৭
বঙ্গভবনে মিলাদ মাহফিলের সময় পরিবর্তন
ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে আগামীকালের মিলাদ মাহফিল বিকাল ৪টার পরিবর্তে দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
#
আজাদ/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৬৬
মতলব দক্ষিণ উপজেলায় ৩০ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইন উদ্বোধন
মতলব দক্ষিণ (চাঁদপুর), ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
মতলব দক্ষিণ উপজেলায় একসাথে ৩০ কিলোমিটার দীর্ঘ বিদ্যুতের নতুন লাইন উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ২ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম স্ইুচ টিপে এ লাইনের উদ্বোধন করেন। নিজ নির্বাচনী এলাকা মোহনপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর পল্লী বিদ্যুৎ-২ এর জেনারেল ম্যানেজার আবু তাহের, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এম এ কুদ্দুসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশের মাধ্যমে সকলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। এজন্য নিরবচ্ছিন্ন সরকার প্রয়োজন। তিনি বলেন, বিদ্যুতের সাথে কলকারখানা স্থাপনের সম্পর্ক রয়েছে। বিদ্যুৎ ও নদীর সুবিধা নিয়ে মালিকরা মতলবে কলকারখানা স্থাপন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
#
দেওয়ান/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৬৫
কম উৎপাদনশীলতা ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের বড় চ্যালেঞ্জ
-- শিল্পমন্ত্রী
ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
কম উৎপাদনশীলতাকে (খড়ি ঢ়ৎড়ফঁপঃরারঃু) বিশ্বব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিশ্বের সকল দেশ কম-বেশি এ চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এর মোকাবিলায় উন্নত দেশগুলোর অনুকরণে ভ্যালু চেইনের উন্নয়ন ঘটিয়ে এসএমইখাতে পণ্য বৈচিত্র্যকরণ ও মূল্য সংযোজনের সুযোগ কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে এসএমইখাতের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনবল সৃষ্টি, শক্তিশালী ক্রেতা-বিক্রেতা সম্পর্ক স্থাপন, সৃজনশীল ও প্রশিক্ষিত উদ্যোক্তা তৈরি, পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং নতুন উদ্ভাবনে পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
শিল্পমন্ত্রী আজ ভারতে ওয়ার্ল্ড এসোসিয়েশন ফর স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেজ (ডঅঝগঊ) আয়োজিত “বৈশ্বিক মানোন্নয়ন প্রক্রিয়ায় এসএমইখাতকে একীভূতকরণ : চ্যালেঞ্জ ও সম্ভাবনা (ওহঃবমৎধঃরড়হ ড়ভ ঝগঊং রহ এষড়নধষ ঠধষঁব ঈযধরহ: ঈযধষষবহমবং ধহফ ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং)” শীর্ষক উচ্চ পর্যায়ের প্লেনারি সেশনে বক্তৃতাকালে এ তাগিদ দেন। দু’দিনব্যাপী আয়োজিত ২১তম আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলন উপলক্ষে নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে আজ এ অধিবেশনের আয়োজন করা হয়।
ভারতের ন্যাশনাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (ঘজউঈ) এর চেয়ারম্যান ড. এইচ. পুরুশুথামের (উৎ. ঐ. চঁৎঁংযড়ঃযধস) সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন দেশের ব্যবসায়িক নেতা, এসএমই শিল্প উদ্যোক্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠানের নির্বাহী, ব্যাংকার, থিংকট্যাংক ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমইখাত মূল চালিকাশক্তি হিসেবে অবদান রাখছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প রয়েছে, যেগুলো জিডিপি প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও দারিদ্র্যবিমোচনে ভূমিকা রাখছে। দেশের শিল্প উদ্যোগ ও ব্যবসার প্রায় শতকরা ৯০ ভাগ এসএমইখাতের আওতাভুক্ত। এ শিল্পখাত জিডিপি প্রবৃদ্ধির শতকরা ২৫ ভাগ, শিল্প কর্মসংস্থানের শতকরা প্রায় ৮৫ ভাগ এবং গৃহস্থালী আয়ের শতকরা ৭৫ ভাগ যোগান দিয়ে থাকে। বর্তমান সরকার বাংলাদেশের এসএমইখাতে ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির কৌশল গ্রহণ করেছে বলে জানান।
পরে মন্ত্রী ওয়ার্ল্ড এসোসিয়েশন ফর স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেজ (ডঅঝগঊ) এর সদস্যভুক্ত দেশগুলোর গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে এক সংলাপে অংশ নেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অর্জিত সাম্প্রতিক আর্থসামাজিক অগ্রগতি, পরিবেশবান্ধব শিল্পায়নের উদ্যোগ, সামাজিক নিরাপত্তাবেষ্টনীসহ অন্যান্য ইস্যুতে বক্তব্য তুলে ধরেন।
#
জলিল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৬৪
মেয়র আনিসুল হকের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীবর্গের শোক
ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স¦জনদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
মাহমুদ/নাইচ/সেলিমুজ্জামান/২০১৭/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৬৩
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমন ও ওফাতের পবিত্র স্মৃতিবিজড়িত ১২ই রবিউল আউয়াল উপলক্ষে আমি মুসলিম উম্মাহর প্রত্যেক সদস্য ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
মহান আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে এ পৃথিবীতে প্রেরণ করেছেন, ‘রাহমাতুল্লিল আ’লামিন’ তথা সারা জাহানের জন্য রহমত হিসেবে। পৃথিবীতে তিনি মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। অন্ধকার যুগের সকল আঁধার দূর করে সত্যের আলো জ¦ালিয়েছেন। তিনি বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠন এবং মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে বিশ্বে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর অফুরন্ত কল্যাণ ও সমৃদ্ধি নিহিত রয়েছে। আজকের অশান্ত ও দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে প্রিয়নবী (সা.) এর অনুপম শিক্ষার অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত হতে পারে।
আমি এই পবিত্র দিনে দেশ, জাতি ও মুসলিম উন্মাহ তথা বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’
#
ইমরুল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৬২
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১৭ অগ্রহায়ণ (১ ডিসেম্বর) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ববাসীর জন্য অত্যন্ত পবিত্র, তাৎপর্যপূর্ণ এবং মহিমান্বিত দিন। মহান আল্লাহ তা’আলা সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে হযরত মুহাম্মদ (সা.) কে এ জগতে প্রেরণ করেন। দুনিয়ায় তাঁর আগমন ঘটেছিল ‘সিরাজাম মুনিরা’ তথা আলোকোজ্জ¦ল প্রদীপরূপে। তৎকালীন আরব সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকারের বিপরীতে তিনি মানুষকে আলোর পথ দেখান এবং প্রতিষ্ঠা করেন সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা।
আল্লাহ রাব্বুল আলামীন সর্বশেষ মহাগ্রন্থ পবিত্র কোরআন তাঁর উপর অবতীর্ণ করে জগতে তাওহীদ প্রতিষ্ঠার গুরুদায়িত্ব অর্পণ করেন। নিজ যোগ্যতা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সীমাহীন ত্যাগের মাধ্যমে তিনি শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠায় সফল হন। তাঁর অনন্যসাধারণ ব্যক্তিত্ব, অনুপম চারিত্রিক গুণাবলী, সৃষ্টির প্রতি অগাধ প্রেম ও ভালোবাসা, অতুলনীয় বিশ্বস্ততা, অপরিমেয় দয়া ও মহৎ গুণের জন্য তিনি সর্বশ্রেষ্ঠ মহানমানব হিসেবে অভিষিক্ত।
বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান ‘মদীনা সনদ’ ছিল মহানবী (সা.) এর বিজ্ঞতা ও দূরদর্শিতার প্রকৃষ্ট দলিল। এ দলিলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনগণের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সার্বজনীন ঘোষণা রয়েছে। ধর্মীয় ও পার্থিব জীবনে তাঁর শিক্ষা সমগ্র মানব জাতির জন্য অনুসরণীয়। মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের সকলের জীবনকে আলোকিত করুক, আমাদের চলার পথের পাথেয় হোক, মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি।
মহান আল্লাহ আমাদেরকে সত্য ও সুন্দরের পথে চলার তৌফিক দিন, আমীন।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’
#
আজাদ/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭০০ ঘণ্টা