Wellcome to National Portal
  • 2025-03-11-07-48-50d2b443a9ccb98307946ff9c29df122
  • 01111
  • doyel tiger flowar (2)
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মার্চ ২০২৫

তথ্যবিবরণী ১৩ মার্চ ২০২৫

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৯৬৪   

মাগুরার শিশু ধর্ষণ মামলার বিচার সাত দিনের মধ্যে শুরু হবে

                                                      - আইন উপদেষ্টা

ঢাকা, ২৭ ফাল্গুন (১২ মার্চ):

ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুর ধর্ষণ মামলার বিচারকাজ আগামী সাত দিনের মধ্যে শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, বিশেষ ব্যবস্থায় আজকেই (বৃহস্পতিবার) তার ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। আগামী পাঁচ দিনের মধ্যে ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে।

আজ সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

ড. আসিফ নজরুল বলেন, অতীতেও ধর্ষণ মামলার বিচারকাজ সাত থেকে আট দিনের মধ্যে শেষ হওয়ার নজির রয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই মামলার বিচারকাজ শুরু করা গেলে বিচারক দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়া যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যাবে। ফলে আশা করা যাচ্ছে, খুব দ্রুততার সঙ্গে মামলার বিচার হবে। দোষী সাব্যস্ত হলে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

সাত দিনের মধ্যে বিচারকাজ শুরু হলে কত দিনে শেষ হবে—এ বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, ‘সাত দিনের মধ্যে বিচারকাজ শুরু হলেও কত দিনে শেষ হবে, তা বলতে পারছি না। তবে সাত থেকে আট দিনে বিচারকাজ শেষ করার নজির রয়েছে।’

আইন উপদেষ্টা বলেন, ‘আমরা নতুন একটি আইন করছি। এই আইনের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। আশা করছি, আগামী রোববার বা সোমবার এই নতুন আইন প্রণয়ন করে ফেলবো।’ তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুধুমাত্র ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলোর দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি । এর কাজ হবে শুধু শিশু ধর্ষণ ও বলৎকারের ঘটনার দ্রুত বিচার করা।’

আইন উপদেষ্টা বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, মাগুরার ওই শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের বিষয়ে আপনারা সজাগ থাকবেন। এই ইস্যুকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। আমাদের কোনো ভুলত্রুটি থাকলে সুনির্দিষ্ট করে বলবেন। আমরা নিজেদের জবাবদিহি করব। ওই শিশু ধর্ষণের বিষয়ে ব্যবস্থা গ্রহণে আমাদের কোনো ভুল নেই। ভবিষ্যতে কোনো ভুল হলে সংশোধন করব। ধর্ষণ ব্যক্তি পর্যায়ের একটি অপরাধ হলেও এক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব আছে।’

আইন উপদেষ্টা বলেন, ‘দাফনের জন্য আজকেই মৃতদেহ হেলিকপ্টারযোগে মাগুরায় নেওয়া হবে। মৃতদেহ ও পরিবারের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার যাবেন। দাফন পর্যন্ত তিনি থাকবেন। আগামী পাঁচ দিনের মধ্যে ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে। এরই মধ্যে ১২–১৩ জনের ১৬১ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। আমরা আশা করছি, সাত দিনের মধ্যে বিচারকাজ শুরু হবে।’

#

রেজাউল/ফেরদৌস/সঞ্জীব/রফিকুল/শামীম/২০২৫/২০৪৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৯৬৩

বিশেষ বিসিএস এর মাধ্যমে ২০০০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে

                                                       --- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

ঢাকা, ২৮ ফাল্গুন (১৩ মার্চ):

          প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, বিশেষ বিসিএস এর মাধ্যমে ২০০০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তিনটি বিসিএস চলমান থাকা সত্ত্বেও দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের ঘাটতি প্রকট আকার ধারণ করায় একটি বিশেষ বিসিএস এর মাধ্যমে জরুরিভিত্তিতে ২০০০ জন চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ৯ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। গতকাল হাইকোর্ট প্রিফিক্স হিসেবে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করার বিষয়ে দীর্ঘ ১২ বছর যাবত চলমান রিটের রায় প্রদান করেছেন, যা এ সম্পর্কিত সকল ধরনের বিভ্রান্তি, দ্বিধা ও অস্বস্তি দূর করতে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া ৪৫, ৪৬ এবং ৪৭ বিসিএসে যথাক্রমে ৪৫০, ১৬৮২ ও ১৩৩১ জন চিকিৎসক নিয়োগের উদ্যোগ চলমান আছে।

          আজ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একথা বলেন।

          ডা. মো. সায়েদুর রহমান বলেন, সকল ক্যাডারের জন্যে বয়সসীমা ৩২ করা হলে আনুপাতিক হারে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ক্ষেত্রে তা ৩৪ হওয়ার কথা হলেও সেটি এবার বৃদ্ধি করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়কে বিষয়টি নিয়ে অনুরোধ জানালেও সেটি গৃহীত হয়নি। পরবর্তীতে গত ৫ মার্চ বিষয়টি পুনর্বিবেচনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা আইনটি সকল পক্ষের সাথে আলোচনার পর চূড়ান্ত পর্যায়ে আছে জানিয়ে তিনি বলেন, সেটিতে সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কিছু বিষয় অন্তর্ভুক্তি, বর্জন বা পরিমার্জনের জন্যে কমিশনের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় আছে, যা শীঘ্রই পাওয়া যাবে।

          চিকিৎসক-সহ অন্য সেবাদানকারীদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যেরও অবসান করার চেষ্টা করা হয়েছে জানিয়ে ডা. সায়েদুর আরো বলেন, প্রায় সকল গুরুত্বপূর্ণ পদে বঞ্চিত ও বৈষম্যের শিকারদের মধ্য থেকে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হয়েছে। পদোন্নতিযোগ্য বিশেষজ্ঞদের পদোন্নতিদানের জন্যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সুপারনিউমারি পদ সৃষ্টির কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, চিকিৎসকদের জন্য নেওয়া উদ্যোগসমূহের পাশাপাশি নার্স-সহ অন্যান্য সকল সহায়ক জনশক্তির নিয়োগের প্রক্রিয়াকেও গতিশীল করা হয়েছে।

#

শাহাদাত/ফেরদৌস/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৫/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৯৬২

গাম্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গভীরতর করবে

                                                                                                    --- স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ২৮ ফাল্গুন (১৩ মার্চ):

            স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য গাম্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীরতর ও কূটনৈতিক সম্পর্ককে আরো জোরদার করবে। এই চুক্তি দুই দেশের সরকারের মধ্যে আরো অর্থবহ মিথস্ক্রিয়াকে উৎসাহিত করবে, বৃহত্তর কূটনৈতিক বিনিময়কে সহজতর করবে এবং বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার পথকে প্রশস্ত করবে।

            উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ এবং গাম্বিয়ার মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

            বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও গাম্বিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রী ড. মামাদু টাঙ্গারা (Dr. Mamadou Tangara) চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

            উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার নৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতি তাদের অকুণ্ঠ সংহতির জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। ওআইসি’র সমর্থনে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গাম্বিয়ার নেতৃত্ব আমাদের অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। এই সাহসী পদক্ষেপ ও মানবাধিকার রক্ষায় তাদের অঙ্গীকার আমাদের দুই দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করেছে। তিনি বলেন, আজকের এই চুক্তি স্বাক্ষর আমাদের ক্রমবর্ধমান সম্পর্কের আরেকটি মাইলফলক।

             জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তৈরি পোশাকশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং, তথ্যপ্রযুক্তি ও আইটি-সংশ্লিষ্ট সেবা এবং ওষুধশিল্প এসব খাতে দু’দেশের মধ্যে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। উপদেষ্টা বলেন, আমাদের উচিত এই কূটনৈতিক সদিচ্ছাকে ব্যবসা-বাণিজ্যিক যোগাযোগে রূপান্তর করা, যাতে আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়িত হয়।

            গাম্বিয়ার প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত Mustapha Jawara, গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক Sheick Omar Bittaye ও বাংলাদেশ বিষয়ক ডেস্ক অফিসার Adama Cabality Sallah । বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) বি এম জামাল হোসেন, পরিচালক তাহলিল দিলাওয়ার মুন, সিনিয়র সহকারী সচিব মো. জিয়াউর রহমান প্রমুখ।

            উল্লেখ্য, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তঃদেশীয় সম্পর্ককে অধিকতর ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন দেশের সাথে ভিসা অব্যাহতি চুক্তি সম্পাদন করা হয়। এ পর্যন্ত ৩০টি দেশের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

            ভিসা অব্যাহতি চুক্তিটিতে মোট ১০টি অনুচ্ছেদ রয়েছে। এটি স্বাক্ষরিত হওয়ার ফলে উভয় দেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকগণ অপর পক্ষের ভূখণ্ডে প্রবেশ, বহির্গমন ও ট্রানজিটের ক্ষেত্রে অনধিক ৯০ দিনের জন্য ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন। এ চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। চুক্তিবদ্ধ যেকোনো পক্ষ ৯০ দিনের লিখিত নোটিশ প্রদানের মাধ্যমে এ চুক্তিটির অবসান ঘটাতে পারবে।

#

ফয়সল/ফেরদৌস/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৫/১৯৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ২৯৬১

লিঙ্গ সমতাকে এগিয়ে নিতে শক্তিশালী

বৈশ্বিক সহযোগিতার আহ্বান এস মুরশিদের

ঢাকা, ২৮ ফাল্গুন (১৩ মার্চ):

          মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বেইজিং ঘোষণা এবং কর্মের জন্য প্ল্যাটফর্মের বাস্তবায়নকে ত্বরান্বিত করতে এবং লিঙ্গ সমতাকে এগিয়ে নিতে শক্তিশালী বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

          আজ নিউইয়র্কে কমিশন অন দ্য স্ট্যাটাস অভ্ উইমেনের ঊনবিংশতম অধিবেশনে বক্তব্য প্রদানকালে উপদেষ্টা এ আহ্বান জানান।

          উপদেষ্টা মুরশীদ নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, নারীরা ঐতিহাসিকভাবে আত্মমুক্তি, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের জন্য প্রতিটি জাতীয় সংগ্রামের অংশ। নারীরা ২০২৪ সালের জুলাই বিপ্লবের সম্মুখভাগে ফ্যাসিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, তরুণ বিপ্লবীদের মধ্যে ৬৫% ছিল, তিনি যোগ করেন। তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার জাতিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার দায়িত্ব গ্রহণ করে এবং বাংলাদেশের জেন্ডার ল্যান্ডস্কেপ চিরতরে পরিবর্তিত হয়।

          উপদেষ্টা আরো বলেন, বেইজিং ঘোষণা এবং কর্মের জন্য প্ল্যাটফর্মের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, অন্তর্বর্তী সরকার বৈষম্য দূর করতে একটি রূপান্তরমূলক সংস্কার এজেন্ডা শুরু করেছে এবং লিঙ্গ বৈষম্যের প্রতিবন্ধকতা মোকাবিলায় প্রথমবারের মতো ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ প্রতিষ্ঠা করা হয়েছে, নারীর ক্ষমতায়নের একটি মৌলিক পূর্বশর্ত হিসাবে নারীর প্রতি সহিংসতা দূরীকরণ।

          মহিলা ও  শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সহিংসতায় শিকারদের কাছে পৌঁছানোর জন্য কুইক রেসপন্স টিম (ছজঞ) চালু করেছে। 

#

রফিকুল/ফেরদৌস/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৫/২০৩৬ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৯৬০

মাগুরায় নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যুতে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার শোক

ঢাকা, ২৮ ফাল্গুন (১৩ মার্চ):

          মাগুরায় নির্যাতনের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

          উপদেষ্টা আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি ভারাক্রান্ত পরিবারকে ধৈর্য ধরতে এবং অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করা হবে এ আশাবাদ ব্যক্ত করেন।

          উল্লেখ্য, শিশু আছিয়া আজ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

#

রফিকুল/ফেরদৌস/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৫/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ২৯৫৯

 

শিশু আছিয়ার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক

 

ঢাকা, ২৮ ফাল্গুন (১৩ মার্চ):

          নির্যাতনের শিকার শিশু আছিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

           শোকবার্তায় উপদেষ্টা বলেন, নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।

          উপদেষ্টা আরো বলেন, পরিবার, সমাজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করে যেতে হবে। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা আর না ঘটে।

          উপদেষ্টা ফরিদা আখতার শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

          উল্লেখ্য, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশু আছিয়া আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

#

মামুন/ফেরদৌস/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৫/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৯৫৮

বাণিজ্য উপদেষ্টার সাথে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ঢাকা, ২৮ ফাল্গুন (১৩ মার্চ):

          বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে আজ সচিবালয়ে তার অফিস কক্ষে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

          বাণিজ্য উপদেষ্টা বলেন, গাম্বিয়া বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য এদেশের মানুষের মনে গাম্বিয়ার জনগণের প্রতি সম্মান ও ভালোবাসা তৈরি হয়েছে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক এ সম্পর্ককে আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের সাথে গাম্বিয়ার ট্রেড ভলিউম ছোট। উভয় দেশই তাদের রপ্তানি বাড়াতে পারে। বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন দু’দেশের মানুষের সাথে মানুষের যোগাযোগ বৃদ্ধিতে সাহায্য করবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে গাম্বিয়াকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

          গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে পেরে গাম্বিয়ার জনগণ গর্বিত। বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর মধ্যে দিয়ে দু’দেশের মানুষের সংযোগ আরো বৃদ্ধি পাবে। এ সময় তিনি বাংলাদেশ থেকে সামুদ্রিক হিমায়িত মাছ আমদানি ও সেদেশের চিনাবাদাম বাংলাদেশে রপ্তানির আশা প্রকাশ করেন।

          বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, ড. নাজনীন কাওসার চৌধুরী, আয়েশা আক্তার ও মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ এবং বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার অনাবাসিক হাইকমিশনার মুস্তাফা জাওয়ারা এ সময় উপস্থিত ছিলেন।

#

কামাল/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৫/১৭২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৯৫৭

হজযাত্রীর সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করেছে সৌদি সরকার

ঢাকা, ২৮ ফাল্গুন (১৩ মার্চ):

          হজযাত্রীর সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করেছে সৌদি সরকার। গতকাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের

হজ-১ শাখা হতে জারীকৃত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

          হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করে  এ পত্রে বলা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ (১৪৪৬ হিজরি) সনের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। হজযাত্রীর পাসপোর্টে উল্লিখিত জন্ম তারিখ থেকে এ বয়স গণনা করা হবে।

          এ পত্রে আরো বলা হয়েছে, ১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্যক্ষেত্রে শিশু হজযাত্রীর সাথে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে।

          এ বছরের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

#

আবুবকর/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৫/১৬৫০ঘণ্টা

Handout                                                                                                                      Number : 2956

Bangladesh calls for stronger global cooperation

and investment to advance gender equality

Dhaka, 13 March:

Adviser Sharmeen S. Murshid of the Ministry of Women and Children Affairs of Bangladesh calls for stronger global cooperation and investment to advance gender equality at the sixty-ninth session of the Commission on the Status of Women (CSW69) in New York today. She emphasised on enhanced global cooperation to accelerate the implementation of the Beijing Declaration and Platform for Action and urged stronger partnerships, increased investments, and renewed commitments to ensure that no woman or girl is left behind.  

Adviser Murshid underscored the role of women who have historically been a part of every national struggle for self-emancipation, democracy and social justice. She added, “Women, in the forefront of July Revolution 2024-an uprising against fascism and injustice, were 65% of the young revolutionaries”.

She told that the interim government has initiated a transformative reform agenda to eliminate discrimination and ‘Women Affairs Reform Commission’ has been established-initially to address the barrier to gender disparity, to abolish violence against women as a fundamental prerequisite to empowering women.

In her statement, Adviser Murshid mentioned the importance of removal of the reservations of CEDAW articles 13 (a), 16. 1 (f) and 16.1 (c). 

As part of the CSW69 session, Adviser Murshid participated in the Ministerial Round-table on ‘National Mechanisms for Gender Equality and the Empowerment of Women and Girls: Recommitting, Resourcing, and Accelerating Implementation of the Beijing Platform for Action to Contribute to the Achievement of the SDGs.’

On the sidelines of CSW69, Adviser Murshid held bilateral meetings with her counterparts from China, Sweden, Mexico and Finland. The meeting focused on collaboration on women’s development, gender equality, and efforts to combat violence against women and children and development of care economy as a social business in Bangladesh. 

Adviser Sharmeen Murshid is also set to deliver a key-note speech at the high-level side event, jointly organized by Bangladesh, Nepal and Finland on “Investing in Care-A pathway to Economic Growth and Gender Equality” where Minister from Nepal, high-level government representatives from Bangladesh, Nepal and Finland as well as representatives from UN-Women, ILO, ADB and World Bank, civil society and international organizations will participate. She will also attend bilateral meeting with Türkiye and Tunisia.

Adviser Sharmeen Murshid is on an official visit to New York and Washington, D.C., to attend the sixty-ninth session of the Commission on the Status of Women, being held from 10–21 March 2025.

#

Rafiqul/Sahida/Mitu/Asma/2025/1510 hours   

তথ্যবিবরণী                                                                              নম্বর: ২৯৫৫

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

ঢাকা, ২৮ ফাল্গুন (১৩ মার্চ):  

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

           উপদেষ্টা আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শিশুটি আজ দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

#

ফয়সল/শাহিদা/মিতু/সাঈদা/মানসুরা/২০২৫/১৪২৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২৯৫৪

রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থেকে নিন্মমুখী আছে

                                -বাণিজ্য উপদেষ্টা

ঢাকা, ২৮ ফাল্গুন (১৩ মার্চ):

            বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজানে পণ্যমূল্য স্থিতিশীল থেকে নিন্মমুখী আছে এবং নিত্যপণ্যের মূল্য আরো হ্রাস পাবে। গতকাল হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে ইফতার পরবর্তী ইমাম ও খতিব সমাবেশে তিনি একথা বলেন। 

            তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের একটি বড় কারণ হলো সম্পদের বৈষম্য। এ বৈষম্য দূর করতে ইসলামি মডেলের কর্জে হাসানা ও যাকাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। যাকাত সম্পদ বন্টনের একটি কার্যকর ইসলামি মডেল। যাকাত প্রদানে ইমাম ও খতিবগণ মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। এর মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হবে, দারিদ্র্য কমে আসবে। যাকাত মজুতদারি নিরুৎসাহিত করে বলেও উল্লেখ করেন। 

            উপদেষ্টা বলেন, টিসিবি বছরে ১২ হাজার কোটি টাকার কার্যক্রম পরিচালনা করে। এতে সরকারের ভরতুকি সাড়ে চার হাজার কোটি টাকা। তিনি টিসিবির এক কোটি প্রান্তিক পরিবারকে সঠিকভাবে বাছাই করতে সকল ধর্মের নেতাদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

            হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মুহাম্মদ জুনায়েদ আল হাবিব, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুল হক, হেফাজত ইসলামির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ উপস্থিত ছিলেন।

#

কামাল/শাহিদা/ফাতেমা/মিতু/সুবর্ণা/সাঈদা/মাসুম/২০২৫/১১৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৯৫৩

২০ রমজানের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করতে হবে

ঢাকা, ২৮ ফাল্গুন (১৩ মার্চ):

শ্রমিকদের বকেয়া বেতন, বোনাসসহ সকল পাওনাদি ২০ (বিশ) রমজানের মধ্যে পরিশোধ এবং মার্চ মাসের কমপক্ষে ১৫ (পনেরো) দিনের বেতন মালিকপক্ষকে তাদের সক্ষমতা অনুযায়ী প্রদান করতে হবে। আসন্ন ঈদুল ফিতর পূর্ববর্তী শ্রম পরিস্থিতি পর্যালোচনা এবং শিল্প সেক্টরের শ্রমিকগণের বেতন বোনাস, ছুটিসহ অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর ৮৫ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

গতকাল রাজধানীর বিজয়নগর শ্রম ভবনে আয়োজিত সভায় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) কর্তৃক গৃহীত অন্যান্য উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ হলো- আসন্ন ঈদুল ফিতর এর পূর্বে কোন শ্রমিককে চাকুরিচ্যুত/ছাঁটাই করা যাবে না, কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিগণ আলোচনা করে ঈদুল ফিতর এর ছুটির সময় নির্ধারণ করবে। বিজিএমইএ এবং বিকেএমইএসহ মালিক পক্ষের ক্যাশ ইনসেনটিভ বাবদ সরকারের নিকট পাওনা পরিশোধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করবে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে শ্রমিকদের পাওনাদি পরিশোধসহ সার্বিক পরিস্থিতির ওপর আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় দৃষ্টি রাখবে, কেন্দ্রীয়ভাবে মনিটরিং এর লক্ষ্যে বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গঠিত কমিটির পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শ্রম) এর নেতৃত্বে মালিক পক্ষের প্রতিনিধিসহ একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করবে। বিভিন্ন শিল্প কারখানার শ্রমঘন এলাকায় ২৮ মার্চ ২০২৫ হতে ২৯ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকসমূহ খোলা থাকবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর সদস্য হিসেবে শ্রমিকপক্ষ, মালিকপক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, শিল্পাঞ্চল পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

মালেক/শাহিদা/ফাতেমা/মিতু/সাঈদা/আসমা/২০২৫/১১০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর: ২৯৫২

জাতীয় ভিটামিন '' প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ

ঢাকা, ২৮ ফাল্গুন (১৩ মার্চ):

১৫ মার্চ, শনিবার সারাদেশে ৬-৫৯ মাস বয়সী  প্রায় ২ কোটি ২৬ লাখ শিশুকে ১ লাখ ২০ হাজার স্থায়ী ইপিআই কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে ২ বার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে ভিটামিন ‘এ’ অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে। এই সাফল্য ধরে রাখতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো চলমান রাখা হয়েছে।

এ কর্মসূচি বাস্তবায়ন করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পর্যালোচনার জন্য ক্যাম্পেইনের দিন প্রতিটি উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু থাকবে।

 ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে।

#

শাহাদাত/শাহিদা/ফাতেমা/মিতু/সুবর্ণা/সাঈদা/মাসুম/২০২৫/১১৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর: ৩৩

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২৮ ফাল্গুন (১৩ মার্চ):

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো: 

মূলবার্তা :

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।  

#

ফয়সল/শাহিদা/মিতু/আসমা/২০২৫/১৪২০ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২৮ ফাল্গুন (১৩ মার্চ):                                                        &nb

docx