Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ সেপ্টেম্বর ২০১৬

তথ্যবিবরণী 25 Sept 2016

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯৯৫

আইন করে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে
                                   -- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১০ই আশ্বিন (২৫শে সেপ্টেম্বর):
    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত অবশ্যম্ভাবী। কারণ পৃথিবীর কোন দেশেই যুদ্ধাপরাধীদের শুধু বিচার হয় না, সম্পদও বাজেয়াপ্ত হয়।
    মন্ত্রী আজ ময়মনসিংহের ত্রিশালে নজরুল একাডেমি মাঠে ‘মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    মন্ত্রী বলেন, সম্পদ বাজেয়াপ্ত করতে নতুন আইনের প্রয়োজন। পরবর্তী অধিবেশনে এই আইনটি উঠে আসবে বলে আশা করছি। আইনটি প্রনয়ণ করার পরই যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকেও নিষিদ্ধ করার জন্য আইন করা হবে।
    যারা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের ৪টি উৎসব ভাতা (দুটি ঈদ এবং স্বাধীনতা দিবস ও বিজয় দিবস) দেয়া হবে।
    এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গঁফরগাও আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
#

মারুফ/আফরাজ/জসীম/জয়নুল/২০১৬/২০৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৯৯৪

কোরিয়া কাপ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ সমাপ্ত

ঢাকা, ১০ই আশ্বিন (২৫শে সেপ্টেম্বর) :

    বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এবং দক্ষিণ কোরিয়া দূতাবাসের যৌথ উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে আয়োজিত ২৩ থেকে ২৫  সেপ্টেম্বর তিন দিনব্যাপী  ‘কোরিয়া কাপ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০১৬’ শেষ হয়েছে আজ।
    এবারের চ্যাম্পিয়নশিপে সিনিয়র পুরুষ বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রানার্স আপ হয়েছে  যথাক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)। এদিকে সিনিয়র মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি। রানার্স আপ হয়েছে যথাক্রমে বাংলাদেশ সেনাবাহিনী ও ইডেন মহিলা কলেজ।
    জুনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, মালিবাগ শাখা। রানার্স আপ হয়েছে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, বারিধারা শাখা, মিরপুর ইনডোর স্টেডিয়াম ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ। জুনিয়র মেয়ে বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে উদয়ন স্কুল এন্ড কলেজ। রানার্স আপ হয়েছে যথাক্রমে আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, আদমজী ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও শহীদ বীর উত্তম
লে. আনোয়ার গার্লস কলেজ।
    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন । বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অযহ ঝবড়হম-ফড়ড় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামালের সভাপতিত্বে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।    
#
রানা/আফরাজ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/২০১২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯৯৩

দখল-দুষণমুক্ত নদী টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য
                                            -- তথ্যমন্ত্রী

ঢাকা, ১০ই আশ্বিন (২৫শে সেপ্টেম্বর):
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিমুক্ত রাজনীতি এবং দখল-দুষণমুক্ত নদী দেশের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।
    মন্ত্রী আজ বিশ্ব নদী দিবস ২০১৬ উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে নোঙর আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘গণমাধ্যমকর্মীদের নদ-নদীর আলোকচিত্র প্রদর্শনী’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    মন্ত্রী বলেন, অবৈধ দখল ও বর্জ্য নদী দূষণ করে আর সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দূষণ করে রাজনীতি। টেকসই উন্নয়ন করতে হলে নদীমাতৃক বাংলাদেশের নদী এবং রাজনীতি উভয়কেই দূষণমুক্ত রাখতে হবে।
    বর্তমান বিশ্ব দারিদ্র্য, পরিবেশ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং জঙ্গি-সন্ত্রাস বিষয়ে সমাধান ও উত্তরণে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশও এ চারটি বিষয়ে কাজ করে চলেছে। লোভ, ভোগ আর মুনাফার প্রবৃত্তি - এ তিন থেকে মুক্তিই এই চারটি বিষয়ে সাফল্য এনে দিতে পারে। তিনি এ সময় দখল, দূষণ ও অপরিকল্পিত বাঁধ নির্মাণকে দেশের নদ-নদীর প্রধান সমস্যা  হিসেবে উল্লেখ করে সরকারের পাশাপাশি গণমাধ্যমকেও এ বিষয়ে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।
    নোঙর-এর চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ডেইলি ঢাকা ট্রিবিউনের প্রধান আলোকচিত্রী সৈয়দ জাকির হোসেন, রিভারাইন পিপল -এর আহ্বায়ক শেখ রোকন এবং জলতল আলোকচিত্রী শরীফ সারোয়ার।
    প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার পালিত হওয়া বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত এ বছরের আলোকচিত্র প্রদর্শনীটি জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের সম্মুখ গ্যালারিতে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। দেশের সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের বিশজন আলোকচিত্রশিল্পীদের তোলা বাংলাদেশের নদ-নদীর অনন্য আলোকচিত্রসমূহ প্রদর্শনীতে স্থান পেয়েছে।
#

আকরাম/আফরাজ/জসীম/জয়নুল/২০১৬/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৯৯২

দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করতে হবে
               ---আইনমন্ত্রী                     

ঢাকা, ১০ই আশ্বিন (২৫শে সেপ্টেম্বর) :

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ন্যায়বিচার মানুষের সবচেয়ে কাক্সিক্ষত বিষয়। ন্যায়বিচার ছাড়া সভ্য, সুশৃঙ্খল, সমৃদ্ধ ও উন্নত সমাজ কল্পনা করা প্রায় অসম্ভব। ন্যায় বিচারের সাথে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা, নাগরিক জীবনের নিরাপত্তাসহ অন্য মৌলিক অধিকারগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। এছাড়া রাষ্ট্রের উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি সমুজ্জ¦ল রাখতেও ন্যায়বিচারের ভূমিকা অপরিসীম।
মন্ত্রী আজ ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৩০তম রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো মামলার সংখ্যাধিক্য। তিনি বলেন, এ থেকে বুঝা যায় দেশের মানুষের ন্যায়বিচার পাবার মূল আশ্রয়স্থল আদালত। ১৬ কোটি মানুষের এ দেশে আদালতের প্রতি জনগণের এ আস্থা ও বিশ্বাস ধরে রাখা একটি চ্যালেঞ্জিং ব্যাপার। তাই এ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তিনি বিচারকদের সদা প্রস্তুত থাকতে বলেন এবং দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তির পাশাপাশি বিচারপ্রার্থী জনগণ যাতে আদালত অঙ্গনে কোন প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে সুদৃষ্টি দিতে বলেন।
তিনি বলেন, এটা সর্বজন বিদিত যে ন্যায়বিচার ও আইনের শাসন ব্যতীত রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন ও সমৃদ্ধি লাভ করা যায় না। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে  যথাযথ অবদান রাখতে তিনি বিচারকদের প্রতি আহ্বান জানান । মন্ত্রী বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণের কোন বিকল্প নেই। তাই উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করতে বিচারকদের প্রতি তিনি আহ্বান জানান।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও বক্তব্য রাখেন।
#
রেজাউল/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৫২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২৯৯১

তথ্যমন্ত্রীর সাথে আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকের সাক্ষাৎ


ঢাকা, ১০ই আশ্বিন (২৫শে সেপ্টেম্বর) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সাথে আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউট (আইপিআই)-এর নির্বাহী পরিচালক বারবারা ত্রিয়োনফি (ইধৎনধৎধ ঞৎরড়হভর) আজ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেছেন।
    বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আমন্ত্রণে বাংলাদেশে সফররত আইপিআই প্রতিনিধির সাথে সাক্ষাতে তথ্যমন্ত্রী দেশের গণমাধ্যমের প্রসার ও কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরেন। জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও, কমিউনিটি রেডিও প্রবর্তন, সংবাদপত্র এবং অনলাইন সংবাদ পোর্টাল সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এদেরকে গণমুখী করে তোলা এবং গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ প্রক্রিয়ার কথাও উলে¬øখ করেন তিনি।
    তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদ এবং সাইবার অপরাধ গণতন্ত্রের বড় শত্রু। অপরদিকে গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গণতন্ত্রের সহায়ক ও স্বচ্ছতা আনয়নকারী। সে বিশ্বাস থেকেই বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
    আইপিআই-এর নির্বাহী পরিচালক গণমাধ্যমের কল্যাণে সরকারের আন্তরিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ ও গবেষণা কাজে তার সংস্থার সহায়ক মনোভাবের কথা ব্যক্ত করেন। একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল এ সময় উপস্থিত ছিলেন।

#
আকরাম/আফরাজ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯৯০

তরুণদের মেধা বিকাশের উদ্যোগ অব্যাহত থাকবে
                                  -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ই আশ্বিন (২৫শে সেপ্টেম্বর):
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণদের মেধা বিকশিত হওয়ার উপযুক্ত পরিবেশ সৃজনের উদ্যোগ অব্যাহত রাখা হবে। মেধা বিকশিত হওয়ার অন্যতম উপায় গবেষণা। গবেষণার জন্য একটি প্লাটফর্ম হলো বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল। গবেষকদের জন্য যথাযথ ইনসেনটিভ রাখা হবে, যাতে তারা এ কাজে উৎসাহিত হয়।
    প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎভবনে বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (ইপিআরসি) আয়োজিত  ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জসমূহ গবেষণার মাধ্যমে নিরসন’ (গরঃরমধঃরহম ঈযধষষবহমবং রহ ঊহবৎমু ধহফ চড়বিৎ ঃযৎড়ঁময জবংবধৎপয)’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    তিনি বলেন, কোন প্রতিষ্ঠানের কী প্রয়োজন তার যথাযথ গবেষণা প্রয়োজন। সাশ্রয়ী বিদ্যুৎ ও  বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।  বিতরণ, সঞ্চালন, রক্ষণাবেক্ষণ ইত্যাদি ক্ষেত্রে যথাযথ বাস্তবধর্মী পরিকল্পনা ও গবেষণা নিয়মতান্ত্রিকভাবে করা প্রয়োজন।
    এ সময় প্রকৌশল শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এবং বিদ্যুৎ জ্বালানি খাতের গবেষণা ও উদ্ভাবনে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (ইপিআরসি) এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ইসাব)- এর মাঝে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। এই চুক্তির মাধ্যমে ইসাবের সদস্যরা ইপিআরসিতে ইন্টার্নশিপের সুযোগ পাবে। এই সমঝোতার ফলে দেশের তরুণ প্রকৌশলীরা সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের গবেষণায় এবং বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণ ও   বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভবিষ্যৎ চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে দুটি প্রতিষ্ঠান একযোগে কাজ করবে এবং যৌথ উদ্যোগে বিভিন্ন সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ এবং আউটরিচ প্রোগ্রামের আয়োজন করবে। এছাড়াও স্মল গ্র্যান্ট, হ্যাকাথন, সামিট, কন্টেন্ট, ইনকিউবেশন প্রোগ্রামের মাধ্যমে দেশে উদ্ভাবনী সংস্কৃতির একটি ইকোসিস্টেম গড়ে উঠবে।
    প্রতিমন্ত্রী কর্মশালায় বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিষ্ঠান সমূহের প্রচুর অবদান রাখার সুযোগ রয়েছে। তারা যথাযথভাবে কাজ করলে সরকারের সহায়তা ছাড়াই নিজেরা চলতে পারবে। পেট্রোবাংলার বাংলাদেশ অর্থনীতিতে বিশাল অবদান রাখার সুযোগ রয়েছে, প্রয়োজন যথাযথ পরিকল্পনা। প্রতিটি প্রতিষ্ঠানেরই দক্ষ জনশক্তি গড়ার পরিকল্পনা  গ্রহণ ও বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া আবশ্যক।
    কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেকনোলজির ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সাইফুল রহমান। ইপিআরসি‘র চেয়ারম্যান ড. আহমেদ কায়কাউসের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।
#

আসলাম/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮০৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯৮৯  

দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির স্বর্ণপদক

ঢাকা, ১০ই আশ্বিন (২৫শে সেপ্টেম্বর) :    
       পূর্ববঙ্গ গীতিকা ও ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক আচার্য দীনেশ চন্দ্র সেনের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি বাংলাদেশের দু’জন কৃতী সন্তানকে  ‘আচার্য দীনেশ চন্দ্র সেন স্বর্ণপদক’ এ ভূষিত করা হয়। স্বর্ণপদক প্রাপ্তরা হলেন : বিশিষ্ট চিকিৎসক ও ভাষাসৈনিক প্রফেসর মির্জা মাজাহারুল ইসলাম এবং বিশিষ্ট কবি ও বিশ্ব কল্যাণ রাষ্ট্র আন্দোলনের চেয়ারম্যান সমরেশ দেবনাথ। বাংলা ভাষার উৎকর্ষ সাধনে বিশেষ অবদানের জন্য তাদের এ পদকে ভূষিত করা হয়।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার বলেন, আচার্য দীনেশ চন্দ্র সেন বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষ সাধনে অনবদ্য ভূমিকা রেখেছেন। পূর্ববঙ্গ গীতিকা ও ময়মনসিংহ গীতিকা সংগ্রহের মধ্য দিয়ে তিনি বাংলা লোকসাহিত্যকে সমৃদ্ধ করেছেন। দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সোসাইটি প্রমাণ করে দিল ভারতীয় বাঙালিরাও বাংলাদেশের বাঙালিদের সত্যিকারের সম্মান দিতে জানে।
    এসময় দীনেশ চন্দ্র সেনের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য তাঁর জন্মস্থান মানিকগঞ্জে দীনেশ চন্দ্র সেনের নামে একটি গবেষণা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি তিনি অনুরোধ জানান।  
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সিংগাইর কলেজের অধ্যক্ষ মোহম্মদ নুরুদ্দিন  এবং সিসিএলপি-বাংলাদেশ সভাপতি কার্তিক বিশ্বাস।
    উল্লেখ্য, এর আগে কলকাতা প্রেসক্লাবে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াকে সমাজসেবা ও অসাম্প্রদায়িক রাজনীতিতে অবদান এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগের জন্য দীনেশ চন্দ্র সেন স্বর্ণপদকে ভূষিত করা হয়।
#

স¦পন/আফরাজ/মোশারফ/আবব্াস/২০১৬/১৭২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯৮৮

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক

ঢাকা, ১০ই আশ্বিন (২৫শে সেপ্টেম্বর):
দশম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির দ্বাদশ বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
    কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম¥দ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, আ স ম ফিরোজ এবং আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন।
    দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।
বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপ¯িহত ছিলেন।
#

মোতাহের/আফরাজ/জসীম/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯৮৭

কোচিং বাণিজ্যের বিরুদ্ধে অভিভাবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকা, ১০ই আশ্বিন (২৫শে সেপ্টেম্বর) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষাক্ষেত্রে কোচিং বাণিজ্য বন্ধে অভিভাবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান  জানিয়ে বলেছেন, ভালো শিক্ষকদের ক্লাসরুমেই ভালো হতে হবে, কোচিং সেন্টারে নয়। কতিপয় শিক্ষক নামধারী অসাধু ব্যক্তি কোচিং বাণিজ্য পরিচালনা করছে।  এদের বিরুদ্ধে অভিভাবকগণ ঐক্যবদ্ধ হলে ক্লাসরুম শিক্ষা কার্যক্রমে এসব শিক্ষকের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
    মন্ত্রী আজ ঢাকায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতায় এ কথা বলেন।
    মন্ত্রী বলেন, নতুন বেতন স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে সরকারি-বেসরকারি শিক্ষকদের বেতনভাতাও দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে। সৃজনশীল পদ্ধতিসহ ক্লাসরুমে শিক্ষাদানের আধুনিক প্রযুক্তির ওপর শিক্ষকগণ সারা বছর বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। সরকারি বিভিন্ন সুযোগসুবিধা ও প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষকগণ তাঁদের শিক্ষার্থীদের ক্লাসরুমে না পড়িয়ে কোচিং সেন্টারে ট্র্যাপ করবেন- এটা মেনে নেয়া যায় না। তিনি বলেন, অভিভাবকদের সহযোগিতা পেলে এ ধরণের শিক্ষক নামধারীদের কোচিং ব্যবসা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।
    জনাব নাহিদ আরো বলেন, দেশের শিক্ষাক্ষেত্রে বিশ্বব্যাপী প্রশংসিত উন্নয়নে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। হাতে গোনা কিছু শিক্ষকের ব্যবসায়ী মনোবৃত্তির জন্য বিপুল সংখ্যক নিবেদিতপ্রাণ শিক্ষকের এ অবদান ম্লান হচ্ছে।
    কলেজ অধ্যক্ষ অধ্যাপক শেখ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বক্তব্য রাখেন।
#

সাইফুল্লাহ/আফরাজ/জসীম/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৯৮৬
জাতিসংঘে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা                                                      
নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম সভার সাইড লাইনে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর বার্ষিক মন্ত্রিপর্যায়ের সভা গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় স্বল্পোন্নত দেশগুলোর সভাপতি হিসেবে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়।
    সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোকে তাদের উন্নয়ন প্রচেষ্টায় অধিকতর সহায়তা প্রদানের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান। স্বল্পোন্নত দেশসমূহের আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত বিভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের জন্য অবকাঠামো বিদ্যুৎ, কৃষি, তথ্যপ্রযুক্তি এবং দক্ষতা বৃদ্ধিতে অধিকতর বিনিয়োগের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের মাধ্যমে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে।
    জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়ান ইলিয়াসন বলেন, শরণার্থী এবং অভিবাসী মোকাবিলায় গত ১৯শে সেপ্টেম্বর গৃহীত নিউইয়র্ক ডিক্লারেশনের বাস্তবায়নে স্বল্পোন্নত দেশগুলোকে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে সাহায্য করতে হবে। জাতিসংঘের ৭১তম অধিবেশনের সভাপতি পিটার থমসন সকল সরকারকে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহকে জাতীয় শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
    সভায় অংশগ্রহণকারী স্বল্পোন্নত দেশগুলি ২০৩০ এজেন্ডা এবং স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন সনদ ’ইস্তাম্বুল প্রোগ্রাম অভ অ্যাকশন (আই.পি.ও.এ)’ বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। উন্নয়ন সহযোগী দেশগুলো বৈদেশিক সাহায্য, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোকে সাহায্য প্রদান অব্যাহত রাখার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
    স্বল্পোন্নত দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় কিছু সুপারিশ সংবলিত একটি ‘মিনিস্টারিয়াল ডিক্লারেশন’ সভায় গৃহীত হয়। সভার শেষে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নের জন্য আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা, ‘টেকনোলজি ব্যাংক’ চালুকরণ এবং রেমিটেন্সের ওপর জোর দেন। সভায় ‘স্টেট অভ দ্যা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিস ২০১৬’ শীর্ষক জাতিসংঘের একটি রিপোর্টের মোড়ক উন্মোচন করা হয়।
    স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের এই সভায় স্বল্পোন্নত দেশসমূহ, তাদের উন্নয়ন সহযোগী উন্নত এবং মধ্যম আয়ের দেশসমূহের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ এবং জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
খালেদা/মোবাস্বেরা/সাহেলা/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১৪৩৬ ঘণ্টা

Todays handout (9).docx