তথ্যবিবরণী নম্বর : ২৯০১
পৃথিবীর কোনো শক্তি বাঙালির অগ্রগতি রোধ করতে পারবে না
-- ভূমিমন্ত্রী
পাবনা, ২৫শে ভাদ্র (৯ই সেপ্টেম্বর) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, পৃথিবীর কোনো শক্তি বাঙালি জাতি ও বাঙালির অগ্রগতিকে রোধ করতে পারবে না। এদেশের জঙ্গি, সন্ত্রাস, মানবতা ও স্বাধীনতাবিরোধীদের রেহাই নাই। জঙ্গি ও সন্ত্রাসীদের উস্কানি ও মদদদাতাদের খুঁজে বের করা হচ্ছে।
মন্ত্রী আজ পাবনার পরমতীর্থ হিমাইতপুরধামে শ্রী শ্রী ঠাকুর অনকূল চন্দ্রের ১২৯তম আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব উপলড়্গে ভাগীরথী পদ্মায় পূণ্য স্নান মহোৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক রেখা রাণী বালো, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম. সাইদুল হক চুন্নু, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য খ.ম. হাসান কবীর আরিফ, পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউর রহিম লাল, চন্দন কুমার চক্রবর্তী, অধ্যাপক মহির বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের মানুষকে নিয়ে মিলেমিশে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনত্মর্জাতিকভাবে সবাইকে মিলে জঙ্গিবাদ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে পাকিসত্মান, আফগানিসত্মান, ইরাক বানাতে চেয়েছে তাদের সকল কুআশা শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষ রম্নখে দিয়েছে।
#
রেজুয়ান/মাহমুদ/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯০০
দুর্যোগকে ভয় নয়, সাহস দিয়ে জয় করতে হবে
-- প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডুমুরিয়া (খুলনা), ২৫শে ভাদ্র (৯ই সেপ্টেম্বর) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দুর্যোগকে ভয় নয়, সাহস দিয়ে জয় করতে হবে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য যথাযথ প্রস'তি থাকতে হবে।
প্রতিমন্ত্রী আজ খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বন্যা দূর্গত এলাকা কৃষ্ণনগর, রংপুর ইউনিয়নের বটবেড়া গ্রাম এবং বিল ডাকাতিয়া জলাবদ্ধতা সরজমিনে পরিদর্শনকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে একটি এলাকার সমৃদ্ধ জীবনযাত্রা ধবংস হয় এবং মানুষ সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। এজন্য প্রাকৃতিক দুর্যোগকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। ভৌগোলিক অবস'ানগত কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগ ব্যবস'াপনায় আমাদের যথেষ্ট সাফল্য থাকলেও প্রতিনিয়ত আমরা নতুন নতুন হুমকি ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। তিনি সকলকে ধৈর্য ধরার পরামর্শ দেন। জলাবদ্ধতা নিরসনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। সকল খালগুলো সবসময় উন্মুক্ত রাখতে হবে। যারা নেট পাটা দিয়ে খালগুলো দখল করছে, সেগুলো দখলমুক্ত করতে হবে।
পরে তিনি কৃষ্ণনগর এম বি বি এস মাধ্যমিক বিদ্যালয় এবং কেবি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
বিকেলে প্রতিমন্ত্রী ডুমুরিয়ার বান্দা স্কুল এন্ড কলেজ চত্ত্বরে কার্ডধারি ১০ টাকা দরে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
প্রতিমন্ত্রী বলেন, ভদ্রা নদী খননের জন্য প্রায় ৭৬ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে এবং খুলনার জিরো পয়েন্ট থেকে ভোমরা পর্যনত্ম ২৫০ কোটি টাকার রাসত্মা সমপ্রসারণের প্রকল্প ইতোমধ্যে সাবমিট করা হয়েছে। দেশ ইতেমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। অচিরেই এ অঞ্চল অর্থনৈতিক জোন হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করে যাচ্ছে। বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছে। সন্ত্রাসীদের কোন প্রশ্রয় দেয়া হবে না।
ভান্ডার পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. হিমাংশু কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন ভান্ডার পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কালী দাস বিশ্বাস, বান্দা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সৌমেন মন্ডল।
#
সুলতান/মাহমুদ/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৯৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
ঢাকা, ২৫শে ভাদ্র (৯ই সেপ্টেম্বর) :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আক্তার জাহানের মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গভীর শোক প্রকাশ করেছেন।
শিক্ষামন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জাপন করেন।
#
সাইফুল্লাহ/মাহমুদ/নবী/মোশারফ/আব্বাস/২০১৬/২০১২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৯৮
সাবেক শিড়্গামন্ত্রী এ এস এইচ কে সাদেকের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
কেশবপুর (যশোর), ২৫শে ভাদ্র (৯ই সেপ্টেম্বর) :
সাবেক শিড়্গামন্ত্রী এ এস এইচ কে সাদেকের ৯ম মৃত্যুবার্ষিকী আজ তাঁর জন্মস'ান যশোরের কেশবপুরে পালিত হয়। এ উপলড়্গে কেশবপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মরহুম এ এস এইচ কে সাদেকের সহধর্মিণী এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বক্তৃতা করেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এ এস এইচ কে সাদেক ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক। তিনি সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন।
এ এস এইচ কে সাদেক ১৯৩৪ সালের ৩০ এপ্রিল যশোরের কেশবপুরে জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৫৬ সালে পাকিসত্মান সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ১৯৫৭ সালে ইংল্যান্ডে কেমব্রিজ ইউনিভার্সিটির অধীনে কু্্্্ইন্স কলেজে অর্থনীতি ও শাসনতন্ত্র বিষয়ে এবং ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়াম কলেজে অর্থনীতিতে লেখাপড়া করেন। চাকরি জীবনে তিনি রাষ্ট্রপতির মুখ্যসচিব, প্রতিরড়্গা, গণপূর্ত এবং জ্বালানি ও খনিজসম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
তিনি ১৯৯২ সালে সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এবং উপদেষ্টাম-লীর সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ ও ২০০১ সালে যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যনত্ম তৎকালীন আওয়ামী লীগ সরকারের শিড়্গা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
#
তৌহিদুল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯০০ ঘণ্টা