Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী ১৯ ফেব্রুয়ারি ২০১৮

 

Handout                                                                                                  Number : 558

 

Dutch Prime Minister invited to Bangladesh

 

Dhaka, 19 February:

 

            Prime Minister Sheikh Hasina invited Dutch Prime Minister Mark Rutte to visit Bangladesh for launching of Bangladesh Delta Plan 2100.

            Foreign Secretary Shahidul Haque handed over the invitation letter to David van Week, Adviser on Foreign Policy and Defence to the Dutch Prime Minister during a meeting at his office this morning. Referring to Dutch assistance in formulating the Bangladesh Delta Plan 2100, the Prime minister of Bangladesh invited the Dutch Prime Minister for his presence in Dhaka for ceremonial launching of the Plan at a mutually convenient date this year. In her letter, Prime Minister Sheikh Hasina further sought continued Dutch support for implementation of the Delta Plan.


            Thanking Bangladesh for its support for the Dutch non-permanent membership to the UNSC for the current term (2017-2018), the Adviser briefed the Foreign Secretary Haque about the Dutch priorities during their upcoming chairmanship of the UNSC in March. He appreciated Bangladesh's role as one of the top troop and police contributing countries in UN peacekeeping. He emphasized on enhancing capabilities for the peacekeepers, including future cooperation in the areas of UN peacekeeping operations and prevention of conflicts at large.


            The Foreign Secretary briefed the Adviser on the Rohingya issue and sought Dutch support in the UN Security Council and other forums for early resolution of the crisis. 
            They also exchanged views on other issues of mutual interests, including the need for renewed initiative for enhancing trade and investment between the two countries.


            Foreign Secretary Shahidul Haque unveiled the foundation of Language Monument (Shaheed Minar) at Zuiderpark in presence of the Deputy Mayor of The Hague, Rabin Baldewsingh. Members of the Bangladesh community in the Netherlands were also present on this historic event in the City of Peace and Justice symbolising the true spirit of Ekushe, to the international community. Later Foreign Secretary held a meeting with the Deputy Mayor at the City Hall and discussed about construction of the Shaheed Minar. The Deputy Mayor also hosted a lunch in honour of the Foreign Secretary, which was attended by Ambassadors from South and South East Asian, as well as European countries.

#

Tohidul/Mahmud/Rafiqul/Abbas/2018/2120 Hours

 

 

Handout                                                                                                  Number : 557

 

Shahriar Alam calls on Kosovo's President in Kosovo

 

Pristina (Kosovo), 19 February:

 

            State Minister for Foreign Affairs Md. Shahriar Alam has met Hashim Thaci, the President of Kosovo at his office today. The Kosovo President expressed great gratitude to the Government of the Prime Minister Sheikh Hasina for recognizing the independence of Kosovo and establishing formal diplomatic relations. He said the as a historian he always followed the developments of this part of the world and the history of Bangladesh. He hoped for bright future for the Kosovo-Bangladesh relations in the future in political, economic and cultural fields.

 

            State Minister mentioned that Kosovo also emerged as an independent nation after making extreme sacrifice like Bangladesh and Bangladesh will always understand and remember the heavy price paid by Kosovo for its independence. He assured all assistance from Bangladesh for Kosovo for gaining and enjoying full statehood. He also briefed the recent developments made by Bangladesh in various socio-economic sectors and the Vision 2021 and the Vision 2041 of the Government under Prime Minister.

 

            The President of Kosovo took great interest in the development efforts and achievements of Bangladesh as its experience would be a good example for a newly independent country like Kosovo. He conveyed his good wishes and heartfelt thanks to Prime Minister through the State Minister and hoped to visit Bangladesh at a suitable time to see the developments in person.

 

            The State Minister also met the Speaker of the Parliament and discussed way and means to establish cooperation between the Parliaments of two countries. The Kosovo Speaker emphasized that as a very young democratic country, Kosovo has much to learn from Bangladesh as it has now a vibrant multi-party democracy yielding benefits for its peoples.

 

#

Tohidul/Mahmud/Mosharaf/Abbas/2018/2108 Hours

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৫৬
মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে
                                               --- নৌপরিবহণ মন্ত্রী
 
ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, স্বাধীনতা বিরোধী ও নিরীহ মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সকলকে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের বিরুদ্ধে কথা বললে মুক্তিযোদ্ধাদের বুকে ব্যাথা লাগে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।
  মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ‘একুশে ফেব্রুয়ারি শহিদদের অনুপ্রেরণায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এ সভার আয়োজন করে। 
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ বি এম সুলতান আহমেদ, শ্রমিক নেতা ওসমান আলী, সাহাবুদ্দিন মিয়া, ব্যাংক শ্রমিক নেতা কামালউদ্দিন আহমেদ, হাসান খসরু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আশিবুর রহমান খান, এডভোকেট আসাদুজ্জামান খান দুর্জয়, নারীনেত্রী সেলিনা খাতুন, ঘাট শ্রমিক নেতা ওমর ফারুক, বিআইডব্লিউটিসির সিবিএ সভাপতি মহসিন ভূইয়া এবং বিআইডব্লিউটিএর সিবিএ সভাপতি আবুল হোসেন। 
মন্ত্রী  বলেন, মুক্তিযোদ্ধা সন্তানদের চাকুরি ও ভর্তি ক্ষেত্রে কোটা ব্যবস্থার বিরুদ্ধে রিট করার অর্থ হলো মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এবং স্বাধীনতার চেতনার বিরুদ্ধে রিট করা। তিনি অনতিবিলম্বে এ রিট প্রত্যাহারের আহ্বান জানান। 
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯৫৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৫৫
 মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ০৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৩টি কেন্দ্র্রের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। 
আজ কুতুপালং ক্যা¤েপ ১ শত ৬৯ জন পুরুষ, ২ শত ৫ জন নারী মিলে ৩ শত ৭৪ জন, নোয়াপাড়া ক্যাম্পে ১ শত ২০ জন পুরুষ, ১ শত ১৯ জন নারী মিলে ২ শত ৩৯ জন, থাইংখালী ক্যাম্পে ১ শত ৪৯ জন পুরুষ, ১ শত ২৪ জন নারী মিলে ২ শত ৭৩ জন এবং পুরোদিনে ৩টি কেন্দ্রে মোট ৮ শত ৮৬ জনের  বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ৭৩ হাজার ৪ শত ৭০ জনের নিবন্ধন করা হয়েছে। 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত  ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন। 
#
 
বশার/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৫৪
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫ তম বৈঠক আজ কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ওয়ারেসাত হোসেন বেলাল, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং লায়লা আরজুমান বানু অংশগ্রহণ করেন।
বিগত ২৪তম সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টিসিবির কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, বাজার তদারকি কার্যক্রমের মাধ্যমে ২০০৯ সাল থেকে জানুয়ারি, ২০১৮ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫৩ ধারায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪৬ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যান্য ধারাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ পর্যন্ত সর্বমোট ২৭ কোটি ৬২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জানুয়ারি ২০১৮ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোট ৭৫৮ টি গণশুনানি, ২ হাজার ৮২৩টি মতবিনিময় সভার আয়োজন করেছে এবং ১৭ লাখ ৫০ হাজার পোস্টার, লিফলেট বিতরণ করেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০১৮ প্রাঙ্গণে স্থাপিত স্টলে অধিদপ্তরের কর্মকর্তাদের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে ৪০ প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।  
পণ্যে ভেজাল, ওজনে কম দেওয়াসহ ভোক্তাদের নানাবিধ প্রতারণা মোকাবিলা করার জন্য ভোক্তা অধিকার আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করার সুপারিশ করা হয়।
আসছে রমজান মাসে তেল, ডাল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবিকে সময়োপযোগী পদক্ষেপ গ্রহন করা সুপারিশ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রোগ্রামে কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয় বৈঠকে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ  মন্ত্রণালয় ও  জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
 
মিজানুর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৫৩
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 
ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বেগম সিমিন হোসেন (রিমি)এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।  বৈঠকে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সালাহউদ্দিন  আহমেদ (মুক্তি) অংশগ্রহণ করেন।
২৩তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন  বৈঠকে উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
 বৈঠকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং নবনির্মিত ভবনে ফিল্ম আর্কাইভের কার্যক্রম শুরু করা হয়েছে। ভবনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই উদ্বোধন করবেন মর্মে সভাকে জানানো হয়। এছাড়া বিদ্যমান জনবল অপ্রতুল থাকায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা যাচ্ছে না উল্লেখ করা হলে কমিটি নতুন পদ সৃজনের মাধ্যমে এ সমস্যা সমাধানের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
 বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র  সেন্সর বোর্ডের  ওপর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, বাংলাদেশ চলচ্চিত্র  সেন্সর বোর্ডের   কাজের পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পেলেও নিজস্ব নিয়োগবিধি না থাকায় অনুমোদিত ৩৩টি পদের মধ্যে বর্তমানে ১৬টি পদ খালি রয়েছে এবং এ পদে নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। কমিটি নিয়োগবিধি চূড়ান্ত করে শূন্যপদে জনবল নিয়োগের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এছাড়া বৈঠকে দেশের প্রেক্ষাগৃহসমূহে অব্যাহতভাবে দর্শক সংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এর যথাযথ কারণ নির্ণয় করে সমাধানের উদ্যোগ নিয়ে প্রেক্ষাগৃহসমূহে দর্শক সমাগম বৃদ্ধি করতে পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। 
তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন আহামদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তর এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ  বৈঠকে উপস্থিত ছিলেন।   
#
 
নুরুল হুদা/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৫৫২
 
শরীয়তপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ
 
ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) : 
আজ শরীয়তপুর জেলা পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মোঃ আঃ কাইউম পাইকের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তাঁর অফিস কক্ষে শপথবাক্য পাঠ করান।
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মাহবুব হোসেন এবং শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত ১৮ জানুয়ারি দেশের ৮টি বিভাগের ৬১টি জেলা পরিষদের নবনির্বাচিত ১ হাজার ১ শত ৬৯ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।
#
 
জাকির/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৫১
 
স্নাতক পাস ও সম্মান প্রফেশনাল ভর্তির ২য় মেধা তালিকা ২২ ফেব্রুয়ারি প্রকাশিত হবে
 
ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক পাস ও  সম্মান প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন  ও ২য় মেধা তালিকা আগামী ২২ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ঝগঝ এর মাধ্যমে বিকেল ৪ টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে ১ম বর্ষ স্নাতক পাস-এর ক্ষেত্রে হঁ<ংঢ়ধপব>ধঃফম<ংঢ়ধপব>ৎড়ষষ হড় ও সম্মান প্রফেশনাল-এর ক্ষেত্রে হঁ<ংঢ়ধপব>ধঃযঢ়<ংঢ়ধপব>ৎড়ষষ হড়  লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ  করে এবং একই দিন রাত ৯ টা থেকে এ তালিকা ওয়েবসাইট িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং পাওয়া যাবে। 
#
 
ফয়জুল/অনসূয়া/শহিদ/শামীম/২০১৮/১৬২৯ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৫৫০
বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের বৈঠক
 
 
ঢাকা, ৭ ফাল্গুন (১৯ ফেব্রুয়ারি) :
ঢাকায় নিযুক্ত জাতিসংঘের সমন্বয়কারী মিয়া সিপ্পো (গরধ ঝবঢ়ঢ়ড়) কে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ অর্থনীতিসহ সকল ক্ষেত্রে সঠিক পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, কিছুদিনের মধ্যে বাংলাদেশ নি¤œআয়ের দেশে থেকে উন্নয়নশীল দেশে উন্নিত হবে বিধায় জাতিসংঘ প্রতিনিধি বাংলাদেশকে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন।
তোফায়েল আহমেদ আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রনালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পো (গরধ ঝবঢ়ঢ়ড়) এর সাথে মতবিনিময় এর পর সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী মিয়া সিপ্পো (গরধ ঝবঢ়ঢ়ড়) কে উদ্ধৃত করে বলেন, এসডিজি অর্জনে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে। উন্নয়নশীল দেশে উন্নীত হতে হলে জিএসপি সুবিধা পেতে বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে বলে মন্ত্রী এ সাথে মন্তব্য করেন। 
তোফায়েল আহমেদ বলেন, যারা একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি এবং বিশে^র দরিদ্র দেশের রোল মডেল বলতো, আজ তারাই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে উল্লেখ করেছে। তিনি বলেন, বাংলাদেশ ১৯৭২-৭৩ সালে ২৫টি পণ্য ৬৮টি দেশে রপ্তানি করে আয় করতো ৩৪৮ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার। আজ বিশে^র প্রায় ১৯৯টি দেশে ৭৪৪টি পণ্য রপ্তানি করে আয় করছে সার্ভিস সেক্টরসহ ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে এ রপ্তানির পরিমান দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি, রেমিটেন্স আসছে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্য আয়ের দেশ। ২০৪০ সালে বাংলাদেশ বিশে^র ২৮তম অর্থনীতি এবং ২০৫০ সালে ২২তম অর্থনীতির দেশে পরিণত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। 
বৈঠক কালে গরধ ঝবঢ়ঢ়ড় সাংবাদিকদের কাছে বাংলাদেশের প্রশংসা করে বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ খুব ভালো কাজ করেছে। তিনি বলেন, জাতিসংঘ রোহিঙ্গা সমস্যা নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে। রোহিঙ্গা বিষয়ক সমস্যা সমাধানে অনেক অগ্রগতি হয়েছে এবং এ সংশ্লিষ্ট জাতিসংঘ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।  
বাণিজ্য সচিব শুভাশীষ বসু এসময় বৈঠকে উপস্থিত ছিলেন
#
 
বকসী/অনসূয়া/রিফাত/শহিদ/শামীম/২০১৮/১৬০০ ঘণ্টা 
Todays handout (5).docx