Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মার্চ ২০১৬

তথ্যবিবরণী 21/03/2016

Handout                                                                                                             Number : 951

Project the real picture of Bangladesh RMG sector

                                                         -- Shahriar Alam

Dhaka, March 21 :   

 The image and perception of the ‘industry’, the innovative entrepreneurs and brand ‘Bangladesh RMG’ is challenged in the global markets. Help us and focus on creating a factual, genuine narrative of Bangladesh Readymade Garments (RMG) and textiles industries.

State Minister for Foreign Affairs Md. Shahriar Alam urged this while speaking as the Chief Guest at the closing session of a dialogue session on Ethics, Efficiency and Productivity in the RMG sector: Towards $50 billion exports by 2021 jointly organized by Monash University (Australia), Warwick University (UK) and Dhaka University held at the Conference Centre of Faculty of Business Studies of Dhaka University today.

Shahriar Alam observed that Bangladesh RMG industry is now on the path of transformation with a big change in industrial relations. In the process of revamping the industry, hundreds of factory buildings are coming with global standard and compliance with environmental requirements, he added.  The state minister believed that this kind of dialogue would be able to find out the economics of such transformation, desired parameters of supply chain and required skills and competencies.

 Regarding ‘Responsible Business Conduct’ the State Minister asked what it entailed for the thousands of employers and millions of impoverished workers, and how the world shied away from fair prices. He also noted that for the government of Prime Minister Sheikh Hasina as much as business and export earnings out of RMG sector, workplace safety of people and harmonious industrial relations are of equal priority. Shahriar Alam also suggested that all global actors and stakeholders should act and deliver in the spirit of shared responsibility for shared prosperity.

Academicians from home and abroad, RMG entrepreneurs, government officials from different sectors and civil society representatives took part in the discussions where they shared different ideas about ethics, efficiency and productivity in the RMG sector. Ins and outs of forward and backward linkages were also talked about in the dialogue session.

#

Khaleda/Afraz/Mizan/Sanjib/Joynul/2016/21350hours

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৫০

৭৫০ কেজি জাটকা আটক করেছে কোস্টগার্ড

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
    কোস্টগার্ডের পাগলা স্টেশনের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান পরিচালনা করে।    এসময় যাত্রীবাহী লঞ্চ ‘এমভি সিলভার সান’ হতে ৭৫০ কেজি জাটকা আটক করে, যার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
    আটককৃত জাটকা মৎস্য কর্মকর্তা ও স্থানীয়দের উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।
#

মারুফ/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১৪০ঘণ্টা 

Handout                                                                                                    Number : 949

Bhutanese Ambassador calls on FM

Dhaka, 21 March :

Foreign Minister A H Mahmood Ali received a farewell call on from Ambassador of Bhutan to Bangladesh Pema Choden at the former’s residence in Dhaka today.

During the call on the Foreign Minister thanked the departing Ambassador for her contribution to the enhancement of existing bilateral relations between the two countries. In reply, the Ambassador expressed gratitude for bestowing on her cordial cooperation during her stay in Dhaka. She praised the dynamic leadership of  Prime Minister of Bangladesh and commended for her role in its overall socio-economic development. The Foreign Minister mentioned that under the able leadership of Prime Minister  Sheikh Hasina, bilateral relations with neighbouring countries including Bhutan has reached a new height.

They also discussed various issues of mutual cooperation including power sector cooperation and trade and commerce. The Foreign Minister emphasized on further cooperation with Bhutan in some potential sectors, especially agriculture, tourism and air connectivity. They expressed satisfaction that a substantial development of bilateral relations had taken place between Bangladesh and Bhutan, and a regular high-level dialogue had been established. In this regard, Foreign Minister referred to the recent visit of the Queen Mother to Dhaka. They further noted that Prime Minister of Bangladesh may visit Bhutan sometime this year.            

During the call on, the Ambassador reiterated the invitation by Bhutanese Foreign Minister to his Bangladesh counterpart. The Foreign Minister has accepted the invitation, and mentioned that the visit would take place at a mutually convenient date soon.

The Minister congratulated the Ambassador for successful completion of her tenure in Bangladesh and wished success for her next assignment in Brussels,  Belgium. Concerned officials of the Ministry of Foreign Affairs were present during the call on.

#

Khaleda/Afraz/Sanjib/Abbas/2016/2125 Hours

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৪৮
আন্ত:মন্ত্রণালয় সভা
কোরবানির পশু নির্দিষ্টস্থানে জবাইয়ে জনগণকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
    আজ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে পবিত্র ঈদুল আযহায় কোরবানির পশু নির্ধারিত স্থানে জবাইকরণ ও দ্রুত বর্জ্য অপসারণে করণীয় বিষয়ক এক আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কোরবানির পশু সুনির্দিষ্টস্থানে জবাইয়ে জনগণকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
    স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রেখে জনস্বাস্থ্য ও পরিষ্কারপরিচ্ছন্নতা সর্বোপরি পরিবেশ সুরক্ষা বিবেচনায় নিয়ে কোরবানির পশু সুনির্দিষ্টস্থানে জবাইয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দেন।
    সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, গাজীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশাল, সিলেট, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
    সিটি কর্পোরেশন নির্ধারিতস্থানে কোরবানির পশু জবাইয়ের বিষয়টি সিটি কর্পোরেশনের ও পৌরসভার স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এলাকাভিত্তিক এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদভিত্তিক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এখন থেকেই ব্যাপক প্রচারপ্রচারণা গ্রহণের আহ্বান জানানো হয়।
    সিটি কর্পোরেশনসমূহকে এলাকাভিত্তিক কোরবানির পশু জবাইয়ের স্থান সুনির্দিষ্ট করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার জন্য জনবল প্রস্তুত রাখাসহ সার্বিক বিষয় জনগণকে অবহিত করার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়।
    সভায় আরো সিদ্ধান্ত হয়, কোরবানির পশু জবাইয়ের জন্য এমন স্থান নির্ধারণ করতে হবে যেখানে জনগণ সহজেই পশু, মাংস ও চামড়া সহজে আনা নেয়া করতে পারে। পশু কোরবানির পর পরিত্যক্ত বর্জ্য অপসারণের জন্য প্রয়োজনীয় যান ও যন্ত্রাদি প্রস্তুত রাখা, ২৪ ঘণ্টার মধ্যে স্থানটি পরিষ্কারপরিচ্ছন্ন ও পূর্বের ন্যায় ব্যবহার উপযোগী করতে হবে। এলক্ষ্যে সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলরদের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটি গঠন করার কথাও জানানো হয়।
#

শহিদুল/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৯৪৭  

পায়রা বন্দর উন্নয়নে ভারত আগ্রহী
¬¬¬
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :

    ভারত বাংলাদেশের পায়রা বন্দর উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে।

    বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা (ঐধৎংয ঠধৎফযধহ ঝযৎরহমষধ) আজ সচিবালয়ে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের সাথে সাক্ষাৎকালে এ আগ্রহ ব্যক্ত করেন।

    সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। চট্টগ্রাম, মংলা, আশুগঞ্জ ও পানগাঁও বন্দর ব্যবহারের বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সম্প্রতি দু’দেশের মধ্যে কোস্টাল জাহাজ চলাচল এবং ভবিষ্যতে ক্রুজ সার্ভিস চলাচলের বিষয়েও আলোচনা হয়।

    আগামী ১৪ থেকে ১৬ এপ্রিল ভারতের মুম্বাইতে অনুষ্ঠিতব্য ‘মেরিটাইম ইন্ডিয়া সামিট-২০১৬’-তে বাংলাদেশের নৌপরিবহণ মন্ত্রীকে ভারতের নৌপরিবহণ মন্ত্রী নিতিন গাদকারীর আমন্ত্রণের বিষয় হাইকমিশনার অবহিত করেন। মন্ত্রী উক্ত সামিটে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়।  

অন্যান্যের মধ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় এসময় উপস্থিত ছিলেন।


#

জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮১৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৪৬

স্পিকার দেশে ফিরেছেন

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ আফ্রিকা শীর্ষ সম্মেলন ২০১৬ এ অংশগ্রহণ শেষে আজ দেশে ফিরেছেন।
২০ মার্চ জাম্বিয়ার রাজধানী লুসাকায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৪তম এসেম্বলিতে বক্তৃতাকালে বিশ্বের তরুণ সমাজকে রাজনীতি ও সংসদীয় গণতন্ত্র সম্পর্কে আগ্রহী করে গড়ে তুলতে তিনি বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
স্পিকার ১৩ মার্চ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। লন্ডনে অবস্থানকালে ১৪ মার্চ সিপিএ সদর দপ্তর আয়োজিত কমনওয়েলথ দিবস-২০১৬ এর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় তিনি কমনওয়েলথ পেট্রন রানি দ্বিতীয় এলিজাবেথের সাথে মতবিনিময় করেন। তিনি সিপিএ-কানাডা শাখার প্রতিনিধিদলের সাথেও বৈঠক  করেন।
স্পিকার ১৭ মার্চ লন্ডন থেকে লুসাকায় গমন করেন।
#

হুদা/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৯৪৫  

আগামীকাল ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :

আগামীকাল ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৫ সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার-প্রসারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। দিনটি উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সারাদেশে ৬৪ জেলা ও ৫০৫টি উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০১৫ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ৪ লাখ ৪৫ হাজার ৭শ’ ৭০টি কোরআন শরিফ বিতরণ করবে।

এছাড়া এ উপলক্ষে আগামীকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের  প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন, জাতীয় খতিব সম্মেলন ২০১৬ ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০১৫ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

#
আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭২২ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৯৪৪

সংসদের লাইব্রেরি কমিটির বৈঠক

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
    দশম জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৭ম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে কমিটির সদস্য সাহারা খাতুন, মোহাম্মদ হাছান মাহমুদ, এনামুল হক এবং কাজী রোজী অংশগ্রহণ করেন।
    বৈঠকে সংসদ গ্রন্থাগারের পুস্তক ক্রয়ের জন্য প্রস্তুতকৃত তালিকা অনুমোদন, সংসদ লাইব্রেরিকে ডিজিটাইজ্ড করার লক্ষ্যে একশন প্লান এবং জাতীয় সংসদ সচিবালয়ের আমব্রেলা প্রজেক্টে অন্তর্ভুক্ত লাইব্রেরির অভ্যন্তরীণ সাজসজ্জা বিষয়ে আলোচনা হয়।
    আম্ব্রেলা প্রজেক্টের অভ্যন্তরীণ সাজসজ্জার ডিজাইনসহ অন্য কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে লাইব্রেরি কমিটিতে দাখিল করার জন্য তাগিদ দেয়া হয়।
    সংসদ লাইব্রেরিকে ডিজিটাইজ্ড করার লক্ষ্যে কমিটির একজন সদস্যের নেতৃত্বে ও টেকনিক্যাল দক্ষতাসম্পন্ন কয়েকজন কর্মকর্তার সমন্বয়ে একটি টিম গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে কমিটি।
    সংসদ লাইব্রেরির পুস্তক ক্রয়ের জন্য প্রস্তুতকৃত তালিকা অনুমোদন করে কমিটি। মোট ৩০৯ টি শিরোনামের ৩৬৫ কপি পুস্তক এ তালিকায় রয়েছে। বই ক্রয়ের বিষয়ে যাতে কোনো প্রকার অনিয়ম না হয় সে বিষয়ে সতর্ক থাকতে এবং সরকারের ক্রয়সংক্রান্ত নীতিমালা অনুসরণ করে প্রকৃত প্রকাশকের নিকট হতে মূল কপি ক্রয় করার জন্য ক্রয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেয়া হয়। বই ক্রয়ের বিষয়ে কোনো প্রকার অনিয়ম মেনে নেয়া হবে না বলে জানান কমিটির সভাপতি।
    বৈঠকে অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, গ্রন্থাগার ও গবেষণা অধিশাখার কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

স¦পন/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৯৪৩

  ভারী যানবাহন উৎপাদনে যৌথ বিনিয়োগে আগ্রহী বেলারুস

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
বাংলাদেশে ভারী যানবাহন এবং নির্মাণ যন্ত্রপাতি উৎপাদনে যৌথ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বেলারুসের শিল্প প্রতিষ্ঠান আমকদর। এছাড়া প্রতিষ্ঠানটি বাংলাদেশের সার্বিক কৃষি উৎপাদন ব্যবস্থার যান্ত্রিকীকরণে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা করবে।
বেলারুস জাতীয় সংসদের স্থায়ী কমিটির ডেপুটি চেয়ারম্যান ও আমকদরের প্রধান সাকোটিন আলেকজান্ডার এর নেতৃত্বে বাংলাদেশ সফররত বেলারুসের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা প্রতিনিধিদল আজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ আগ্রহের কথা জানান। বরিশালে শিল্পমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জামাল আব্দুল নাসের চৌধুরী, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী, বেলারুস প্রতিনিধিদলের সদস্য সুলিয়াক সিয়ারাই, পজনিয়াক আন্দ্রেই এবং বাংলাদেশের আরএমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায় ও প্রকৌশলী কিশোলয় পাল উপস্থিত ছিলেন।
বাংলাদেশের শিল্পখাতে বেলারুসের সরাসরি এবং যৌথ বিনিয়োগের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা শিল্পমন্ত্রীকে জানান, আমকদর বেলারুসের একটি খ্যাতনামা রাষ্ট্রায়ত্ত ভারী যন্ত্রপাতি ও যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান। এর উৎপাদিত ট্রাক্টর, ভারী ট্রাক, খনন, কৃষি ও সড়ক নির্মাণ যন্ত্রপাতি বেলারুস ছাড়াও সিআইএসভুক্ত দেশগুলোতে বিপুল পরিমাণে বিক্রয় হচ্ছে। প্রতি বছর এ প্রতিষ্ঠান পাঁচ হাজারেরও বেশি ভারী যন্ত্র ও যানবাহন উৎপাদন করছে। তারা বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বায়োফার্টিলাইজার উৎপাদন, মহাসড়ক ও বিমানবন্দর নির্মাণ, ফার্নিচার এবং সেবা প্রক্রিয়ার সাথে সম্পর্কিত শিল্পখাতে বিনিয়োগে আগ্রহী বলে জানান।
শিল্পমন্ত্রী তার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলারুস সফরের ধারাবাহিকতায় বাংলাদেশ সফরের জন্য প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তীতে বাংলাদেশের পুনর্গঠনে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশে ভারী যানবাহন এবং নির্মাণ যন্ত্রপাতি উৎপাদনে তাদের বিনিয়োগ আগ্রহকে স্বাগত জানান।
আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি বিশ্বব্যাংকের মূল্যায়নে বাংলাদেশ নি¤œ-মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশে পদ্মা সেতু, বিভাগীয় ও জেলা শহরগুলোতে উড়াল সেতুসহ বিভিন্ন ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। ফলে দেশে হাল্কা ও ভারী যানবাহনের চাহিদা বেড়েছে। বাংলাদেশে নির্মাণ যন্ত্রপাতি ও ভারী যানবাহন উৎপাদনখাতে যৌথ বিনিয়োগে এগিয়ে আসলে উভয় দেশ লাভবান হবে বলে তিনি মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে খাদ্য উৎপাদন বাড়াতে সরকার আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষি উৎপাদন সংশ্লিষ্ট যন্ত্রপাতি উৎপাদনকারি শিল্প কারখানাকে কর রেয়াতসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দেয়া হচ্ছে। এখাতে বিনিয়োগ করলে বেলারুসের উদ্যোক্তাদেরও একই সুযোগ দেয়া হবে। তিনি উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেড, কর্ণফুলি পেপার মিলস্, চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের আধুনিকায়ণে বেলারুসের উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারে বলে অভিমত দেন। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যৌথ বিনিয়োগের ক্ষেত্রগুলোও চিহ্নিত করা হবে বলে তিনি জানান।
#
জলিল/অনসূয়া/খাদীজা/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৪৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯৪২

জাতীয় পর্যায়ে আন্তঃপ্রাথমকি বদ্যিালয় ক্রীড়া ও সাংস্কৃতকি প্রতযিােগতিা অনুষ্ঠিত

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
    জাতীয় পর্যায়ে আন্তঃপ্রাথমকি বদ্যিালয় ক্রীড়া ও সাংস্কৃতকি প্রতযিােগতিা ২০১৬ আজ ঢাকা বশ্বিবদ্যিালয় কন্দ্রেীয় খলোর মাঠে অনুষ্ঠিত হয়।
    প্রাথমকি ও গণশক্ষিা মন্ত্রণালয়রে অতরিক্তি সচবি মো. নজরুল ইসলাম খান এ প্রতযিোগতিা উদ্বোধন করনে। এ সময় প্রাথমকি শক্ষিা অধদিপ্তররে মহাপরচিালক মো. আলমগীরসহ মন্ত্রণালয় ও অধদিপ্তররে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থতি ছলিনে।
    প্রতযিোগতিার ইভন্টেগুলাের মধ্যে রয়েছে ক্রকিটে বল নক্ষিপে, লং জাম্প, হাই জাম্প, মোরগ লড়াই, যমেন খুশি তমেন সাজো, রলিে দৌড় ইত্যাদ।ি
    উদ্বোধন অনুষ্ঠানে অতরিক্তি সচবি মো. নজরুল ইসলাম খান বলনে, গ্রামাঞ্চলে অসংখ্য প্রতভিা সুপ্ত অবস্থায় পড়ে আছ।ে যারা মূলত সঠকি পরচির্যা ও সুযোগরে অভাবে প্রস্ফুটতি হতে পারছে না। এ প্রতযিোগতিার মাধ্যমে তৃণমূল পর্যায় থকেে ভাল খলেোয়াড় ও শল্পিী সৃষ্টি হব।ে তনিি সরকাররে পাশাপাশি সমাজরে বত্তিবান ও বসেরকারি প্রতষ্ঠিানকে কোমলমতি শশিুদরে সুপ্ত প্রতভিা বকিাশে সহযোগতিা করার জন্য আহ্বান জানান।
    শক্ষিার্থীদের শারিরীক, মানসকি ও নান্দনকি বকিাশে লখোপড়ার পাশাপাশি খলোধুলা ও সাংস্কৃতকি প্রতযিোগতিা খুবই গুরুত্বর্পূণ। এ উপলব্ধি থকেে তৃণমূল পর্যায় হতে শুরু হয়ে উপজলো, জলো ও বভিাগীয় পর্যায়ে এ প্রতযিোগতিা জাতীয় পর্যায়ে সম্পন্ন হয়ছে।ে প্রাথমকি ও গণশক্ষিা মন্ত্রণালয় প্রতবিছরই এ প্রতযিোগতিার আয়োজন করে থাকে।
    উল্লখ্যে, আগামীকাল বকিাল ৩ টায় প্রাথমকি শক্ষিা অধদিপ্তররে মাল্টপিারপাস হলে আন্তঃপ্রাথমকি বদ্যিালয় ক্রীড়া ও সাংস্কৃতকি প্রতযিোগতিার পুরস্কার বতিরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়ছে।ে প্রাথমকি ও গণশক্ষিা মন্ত্রী মোস্তাফজিুর রহমান এ অনুষ্ঠানে প্রধান অতথিি হসিবেে উপস্থতি থকেে বজিয়ীদরে মাঝে পুরস্কার বতিরণ করবনে।
#

রবীন্দ্রনাথ/অনসূয়া/নুসরাত/খাদীজা/আলী/রফিকুল/কামাল/২০১৬/১৬১১ ঘণ্টা
 

 

Todays handout (9).doc