তথ্যবিবরণী নম্বর : ৬২০
আসন্ন আইপিইউ এসেম্বলি
মিডিয়া তত্ত্বাবধান কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
আগামী ১-৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর ১৩৬তম এসেম্বলির মিডিয়া উপকমিটির কার্যক্রম তত্ত্বাবধান সংক্রান্ত কমিটির প্রথম সভা আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধান কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি সভায় সভাপতিত্ব করেন।
সভায় আসন্ন আইপিইউ এসেম্বলির যথাযথ প্রচার ও মিডিয়া কাভারেজ নিশ্চিতকল্পে ইতোমধ্যে গৃহীত পরিকল্পনা ও কার্যক্রমগুলোর সুষ্ঠু বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়। এসেম্বলির উদ্বোধন অনুষ্ঠানসহ পাঁচদিনব্যাপী সামগ্রিক কর্মকা-ের সফল প্রচারের লক্ষ্যে এসেম্বলি ভেন্যুতে অত্যাধুনিক মিডিয়া সেন্টার স্থাপন, প্রেস কনফারেন্স ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সচিত্র কাভারেজ ইত্যাদি বিষয়ে তত্ত্বাবধান কমিটির সদস্যগণকে অবহিত করা হয়।
সাত সদস্যবিশিষ্ট তত্ত্বাবধান কমিটির সদস্য জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি, ফজিলাতুন নেসা বাপ্পি এমপি, পংকজ নাথ এমপি সভায় অংশগ্রহণ করেন। কমিটির অপর সদস্যগণ হচ্ছেন তানভীর ইমাম এমপি, নাবিল আহমেদ এমপি এবং মৃণাল কান্তি দাস এমপি।
উল্লেখ্য, আন্তর্জাতিক এই এসেম্বলিটি বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই এসেম্বলিতে আইপিইউভুক্ত ১৭১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ সদস্যসহ প্রায় ১৩ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এছাড়া জাতিসংঘ, আইপিইউয়ের সহযোগী সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণও এসেম্বলিতে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ এপ্রিল এসেম্বলি’র উদ্বোধন করবেন।
#
লাবণ্য/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬১৯
শিড়্গা ড়্গেত্রে উন্নতি হয়েছে
-- শিড়্গামন্ত্রী
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রম্নয়ারি) :
শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মের শিড়্গার্থীদের ভালভাবে পড়ালেখা করতে হবে। উন্নত বাংলাদেশ নির্মাণের জন্য তাদের নিজেদের প্রস'ত করতে হবে। নতুন প্রজন্মকে বিশ্বমানের শিড়্গা, জ্ঞান ও প্রযুক্তিতে দড়্গ করে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি আজ ঢাকায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি খেলার মাঠে ‘হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের একাডেমিক ভবন উদ্বোধন ও নবীন বরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি এবং সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিড়্গা অধিদপ্তরের মহাপরিচালক ড. এসএম ওয়াহিদুজ্জামান, ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিড়্গা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহাবুবুর রহমান, কলেজের অধ্যড়্গ শাহানাজ পারভীন এবং স'ানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
শিড়্গামন্ত্রী বলেন, বাংলাদেশে শিড়্গা ড়্গেত্রে অনেক উন্নতি হয়েছে। দেশের মানুষ যেমন এটা স্বীকার করছে, তেমনি বিশ্ব সম্প্রদায়ও এর স্বীকৃতি দিচ্ছে। আমরা ২০১২ সালের মধ্যেই এমডিজি অর্জন করেছি। মেয়েরা এখন শিড়্গায় ভাল করছে। শিড়্গা ড়্গেত্রে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। তিনি নবীন শিড়্গার্থীদের উদ্দেশে বলেন, ভালভাবে পড়ালেখা করে নিজের জীবনকে সার্থক করে তুলতে হবে। একই সাথে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার মতো যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলতে হবে।
হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের উন্নয়ন কর্মকান্ডের উলেস্নখ করে তিনি বলেন, এ কলেজে একটি নতুন ভবনের দোতলা পর্যনত্ম নির্মাণ করা হয়েছে। অতি দ্রম্নত এ ভবনটি আট তলা পর্যনত্ম নির্মাণ করা হবে। এছাড়া ১৭টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও একটি কম্পিউটার ল্যাব স'াপনের ঘোষণা দেন তিনি। এ উন্নয়ন কাজে মোট সাড়ে ৮ কোটি টাকা ব্যয় হবে বলে জানান শিড়্গামন্ত্রী।
এর আগে শিড়্গামন্ত্রী কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন।
#
আফরাজ/মাহমুদ/আলী/সেলিমুজ্জামান/২০১৭/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬১৮
সৌর বিদ্যুৎ উৎপাদনে জমির বহুমুখী ব্যবহার প্রয়োজন
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রম্নয়ারি) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, সৌর বিদ্যুৎ উৎপাদনে জমির বহুমুখী ব্যবহারের কৌশল উদ্ভাবন করা প্রয়োজন। জমির স্বল্পতার জন্য শিল্প প্রতিষ্ঠানের ছাদে, মার্কেট বা সরকারি অফিসগুলোর ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। একই সাথে সৌর সেচ পাম্প আরো জনপ্রিয় করতে ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের এগিয়ে আসা দরকার।
তিনি আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (এসএমএমএবি)-এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সৌর দ্রব্যাদির গুণগতমান বজায় রেখে নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে। ধীরে ধীরে দেশেই সৌর দ্রব্যাদির বাজার হচ্ছে; এটা ধরে রেখে আরো বড় বাজার তৈরি করতে হবে।
এসএমএমএবি-এর সভাপতি মনোয়ার মেজবাহ মঈন বলেন, সোলার হোম সিস্টেমের জন্য সোলার মডিউল, ব্যাটারি, ইনভার্টার, লাইট, কেব্ল ইত্যাদি দেশেই উৎপাদিত হচ্ছে। বিদেশি প্যানেল আমদানি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশীয় এ শিল্পের প্রসারে সমন্বিত প্রয়াস চালাতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোয়াদার বলেন, গ্রিন প্রোডাক্টে বাংলাদেশ ব্যাংক স্বল্প সুদে ঋণ দিচ্ছে। ৫০টি প্রোডাক্টকে গ্রিন প্রোডাক্ট বলা হচ্ছে। অন্যান্য ব্যাংককে ঋণযোগ্য মূলধনের ৫% গ্রিন প্রোডাক্টে অর্থায়ন করার নির্দেশনা রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্রেডার চেয়ারম্যান আনোয়ারম্নল ইসলাম ও এসএমএমএবি-এর সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ বক্তব্য রাখেন।
#
আসলাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬১৭
সবাইকে রাজনীতিক নয়, দেশপ্রেমিক হতে হয়
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রম্নয়ারি) :
দেশের কাজ করার জন্য সবাইকে রাজনীতিক হবার প্রয়োজন নেই। যিনি যে পেশায় নিয়োজিত আছেন, সেখানে নিষ্ঠার মাধ্যমেই দেশপ্রেমের পরিচয় দিতে পারেন, দেশ ও মানুষের জন্য কাজ করতে পারেন।
আজ রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে জনস্বাস'্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সদ্য প্রয়াত মোশতাক আহমদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নির্বাহী সদস্য প্রকৌশলী মোশতাক আহমদকে সহপাঠী হিসেবে বর্ণনা করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক পেশাজীবী জনগোষ্ঠী দেশের সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। তবে পেশাদারিত্বে উৎকর্ষ অর্জনের জন্য শিক্ষার পাশাপাশি সৃজনশীল ও সংবেদনশীল মন এবং মানুষ ও দেশের প্রতি ভালোবাসা থাকতে হয়।
এসময় সকল ক্ষেত্রেই দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধসহ জাতীয় ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি, এ দু’টি মৌলিক বিষয় সবসময় সমুন্নত রাখার মাধ্যমেই কেবল সত্যিকারের দেশপ্রেমিকের পরিচয়ে জীবন গড়া সম্ভব, স্মরণ করিয়ে দেন হাসানুল হক ইনু।
রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির বিগতবর্ষ সভাপতি প্রকৌশলী আকরামুজ্জামানের সভাপতিত্বে সভায় আমন্ত্রিতদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের রেক্টর অধ্যাপক আব্দুল হান্নান, খুলনা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সহসভাপতি ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরম্নজ্জামান প্রমুখ।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬১৬
সংবাদ সম্মেলনে বিমান ও পর্যটন মন্ত্রী
সরকার পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বারোপ করেছে
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টিতে সেতুবন্ধ হিসেবে কাজ করে। তাই সরকার পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মতো পর্যটকবাহী আন্তর্জাতিক অত্যাধুুনিক সিলভার ক্রুজশিপ ‘সিলভার ডিসকভারার’ এর বাংলাদেশে কার্যক্রম শুরু হয়েছে। এ রিভার ক্রুজ চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্প আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, বিটিবির সিইও ড নাসির উদ্দিন প্রমুখ।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ওশান ক্রুজের সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে দেশের খ্যাতনামা ট্যুর অপারেটর জার্নি প্লাসের উদ্যোগে ক্রুজশিপ ‘সিলভার ডিসকভারার’ বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।
জাহাজটি আন্দামান দ্বীপ থেকে যাত্রা করে কলম্বো, বাংলাদেশের কক্সবাজার ও সুন্দরবন, কলকাতা, মিয়ানমার হয়ে থাইল্যান্ডের ফুকেটে যাত্রা শেষ করবে।
#
তুহিন/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬১৫
বাণিজ্যমন্ত্রীর হংকং যাত্রা
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ হংকংয়ে বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রির কার্যক্রম শুরু উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠান এবং হংকং ও চীনের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও কোম্পানির মালিকদের সাথে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দিতে গতকাল রাতে হংকংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
আগামী ৩ মার্চ বাণিজ্যমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
#
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬১৩
১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও ২য় মেধা তালিকা প্রকাশ
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক (পাস) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও ২য় মেধা তালিকা ১ মার্চ প্রকাশ করা হবে।
ঝগঝ এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে হঁ<ংঢ়ধপব>ধঃফম<ংঢ়ধপব>ৎড়ষষ হড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করলে এবং রাত ৯টা থেকে ওয়েবসাইট িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং থেকে এ ফলাফল পাওয়া যাবে।
#
তথ্যবিবরণী নম্বর : ৬১৪
১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণের সময় বৃদ্ধি
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী প্রথম পর্যায়ে প্রাথমিক আবেদন করেনি, সে সকল প্রার্থী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে ৪ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ) থেকে পাওয়া যাবে।
#
ফয়জুল/আলমগীর/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৬১২
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বেগম রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মোছা. মাহাবুব আরা বেগম গিনি, মনোয়ারা বেগম ও রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা ও একাডেমির বিভিন্ন প্রকল্পের সার্বিক অগ্রগতি সর্ম্পকে আলোচনা হয়। কমিটি প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যপুস্তকে শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষার বিষয়ে গুরুত্বারোপের সুপারিশ করে।
বৈঠকে বিবাহ নিবন্ধনের সময় প্রমাণের লক্ষ্যে বিদ্যমান রেজিস্ট্রেশন ফরমে জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের আইডি ব্যবহারের জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মৌমিতা/আলমগীর/রফিকুল/আসমা/২০১৭/১৫৩০ ঘণ্টা